Tag Archives: Jhulan Goswami

নাইট রাইডার্সের নতুন মেন্টর এবার এক বাঙালি, শাহরুখ খানের দলের বড় ঘোষণা

কলকাতা: ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ফাস্ট বোলার ঝুলন গোস্বামী মহিলা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের আগে ত্রিনবাগো নাইট রাইডার্সের (টিকেআর) মেন্টর হয়েছেন।

ঝুলনের দুই দশকের কেরিয়ারে ৩৫৫টি উইকেট নিয়েছেন। ২০২২ সালে ক্রিকেটকে বিদায় জানান তিনি। TKR-এর অধিনায়ক হলেন তারকা অলরাউন্ডার ডিয়েন্দ্রা ডটিন। তাঁর নেতৃত্বে কেকেআর ২০২১ সালে প্রথম মরসুমে ট্রফি জিতেছিল। উইমেন্স ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ সিজন ২১ অগাস্ট থেকে ২৯ অগাস্ট পর্যন্ত চলবে।

আরও পড়ুন- লর্ডসে ক্রিকেট থেকে সন্ন্যাস নিলেন অ্যান্ডারসন, আড়াই দিনে জিতল ইংল্যান্ড

ঝুলন বলেছেন, ‘এমন একটি দুর্দান্ত দলের সঙ্গে যুক্ত হতে পারাটা গর্বের বিষয়। নাইট রাইডার্স এত ভাল পারফর্ম করেছে, TKR মহিলা দলে যোগ দেওয়াটা দারুণ ব্যাপার। এর জন্য কেকেআর ম্যানেজমেন্টকে ধন্যবাদ। TKR দলে জেমিমাহ রদ্রিগেস, মেগ ল্যানিং, জেস জোনাসেন এবং শিখা পান্ডের মতো ক্রিকেটার রয়েছে। আমাদের ২২ থেকে ২৭ অগাস্ট পর্যন্ত চারটি লিগ ম্যাচ খেলতে হবে।

ভারতীয় মহিলা ক্রিকেট কিংবদন্তি ঝুলন গোস্বামী দুই দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ২০০২ সালে তাঁর অভিষেক হয়। ২০২২ পর্যন্ত তিনি ভারতের হয়ে খেলেন।

টেস্ট ফরম্যাটে ঝুলনের নামে ৪৪ উইকেট রয়েছে। ৫০ ওভারের ফর্ম্যাটে ২৫৫টি উইকেট নিয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর নামে ৫৬টি উইকেট রয়েছে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তিনটি দল রয়েছে – TKR, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্বাডোজ রয়্যালস এবং গায়ানা আমাজন ওয়ারিয়র্স। এই টুর্নামেন্টে মোট সাতটি ম্যাচ খেলা হবে। সবগুলোই হবে তারোবার ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে।

আরও পড়ুন- লর্ডসে ক্রিকেট থেকে সন্ন্যাস নিলেন অ্যান্ডারসন, আড়াই দিনে জিতল ইংল্যান্ড

এটি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের তৃতীয় আসর। ২০২২ সালে অনুষ্ঠিত প্রথম মরশুমে ত্রিনবাগো নাইট রাইডার্স দল চ্যাম্পিয়ন হয়েছিল। ২০২৩ সালে অনুষ্ঠিত দ্বিতীয় সংস্করণে বার্বাডোজ রয়্যালস শিরোপা জিতেছিল।

বাংলার দাদাকে হারিয়ে দিলেন দিদি! মুম্বইয়ের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্য নায়িকা ঝুলন

দিল্লি: দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবারের মহিলা আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাটে ও বলে টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছে মুম্বইয়ের মেয়েরা। প্রথমে ব্যাট করে বড় রান যেমন তুলেছে তারা, তেমনই দলের বোলাররা বিপক্ষকে কম রানের মধ্যে সীমাবদ্ধ রাখতে পেরেছে। লিগ পর্যায়ে ৮ টি ম্যাচের মধ্যে ৬ টিতে জিতে শুধুমাত্র রান রেটে সামান্য পিছিয়ে থাকার কারণে দিল্লি ক্যাপিটালস এর পর দ্বিতীয় স্থানে শেষ করে মুম্বই।

ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কউরকেই মুম্বই ইন্ডিয়ান্স এর অধিনায়ক করা হয়। আন্তর্জাতিক ম্যাচে দীর্ঘদিন ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার প্রতিফলন প্রথমবারের মহিলা আইপিএলে পাওয়া গেছে। তার সুফল পুরোপুরি পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, লিগ পর্যায়ে, নক আউট পর্যায়েও।

আরও পড়ুন – Georgina: সৌদিতে মহারানীর মতো জীবন রোনাল্ডোর বান্ধবী জর্জিনার! দেখুন দুর্ধর্ষ কিছু ছবি

বোলার পরিবর্তন, ফিল্ডিং পরিবর্তন এর বিষয়ে সঠিক সময়ে তার সঠিক সিদ্ধান্ত দলের সাফল্য এনে দিয়েছে। এবারের আইপিএলে সেরা ৫ ব্যাটারের মধ্যে তিনজনই মুম্বইয়ের। সেরা ব্যাটারদের মধ্যে দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের ন্যাট স্কিভার, চতুর্থ স্থানে ভারতের হরমনপ্রীত কউর ও পঞ্চম স্থানে ওয়েস্ট ইন্ডিজের হাইলি ম্যাথিউজ ছিলেন।

১০ ম্যাচে ৬৬ এর বেশি ব্যাটিং গড়ে ৩৩২ রান করেছেন স্কিভার। ১০ ম্যাচে ৪০ এর সামান্য বেশি গড়ে করেছেন ২৮১ রান। হেইলি ম্যাথিউজ করেছেন ১০ ম্যাচে ২৭১ রান। অন্যদিকে, টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও ম্যাথিউজ। ১০ ম্যাচে ৬ এর কম ওভারপিছু রান দিয়ে ১৬ উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে, এমেলিয়া কের, ইসি ইয়ং ও সাইকা ঈশাক তিনজনেই  ১৫ টি করে উইকেট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

তবে মুম্বইয়ের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে অন্যতম অবদান অবশ্যই বাংলার ঝুলন গোস্বামীর। ঝুলন মুম্বইয়ের বোলিং কোচ ছিলেন। দিল্লি ক্যাপিটালস এর বোলিং কোচ হওয়ার সৌরভ গাঙ্গুলির অফার তিনি প্রত্যাখ্যান করেই মুম্বইতে যান। বোলিং কোচ হিসেবে তার প্রথম এসাইনমেন্ট এই দারুন ভাবে সফল হলেন ঝুলন।

আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫৫টি উইকেটের মালিক ঝুলন। মেয়েদের ক্রিকেটে তিনিই সব থেকে বেশি উইকেটের মালিক। তার দক্ষ কোচিং এই ১০ টি ম্যাচের মধ্যে ৪ টি ম্যাচেই বিপক্ষ দলকে অলআউট করে দিয়েছে মুম্বই এর বোলাররা। ফাইনাল সহ একটি লিগ ম্যাচে ৯ উইকেট তুলে নিয়েছে বিপক্ষের দলের। তাই মুম্বই ইন্ডিয়ান্স এর প্রথম মহিলা আইপিএল জয় এর কৃতিত্ব যতটা হরমনপ্রীত, ন্যাট স্কিভারের ততটাই ঝুলনেরও।

ঝুলন যাত্রার ইতিকথা ! প্রাপ্তি ভারতের জার্সি আর জনগণমন, দুঃখ বিশ্বকাপ জিততে না পারা

#লন্ডন: সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর একমাত্র বাঙালি যিনি ভারতকে নেতৃত্ব দিয়েছেন। লর্ডসে সৌরভের টেস্ট অভিষেক হয়েছিল, সেখানেই শেষ ম্যাচ খেলতে নামছেন চাকদহ এক্সপ্রেস। ইংল্যান্ডের বিরুদ্ধেই তিন ফরম্যাটে অভিষেক হয়েছিল ঝুলনের। আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্যাচটিও কাকতালীয়ভাবে খেলছেন ইংল্যান্ডের বিরুদ্ধেই।

এদিন মহিলা ক্রিকেটের কিংবদন্তি জানান, চলতি বছর বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সিরিজই আমার শেষ সিরিজ হবে বলে মনে হচ্ছিল। বিশ্বকাপ চলাকালীন চোট পাই। শ্রীলঙ্কা সফরের আগে ফিট হতে পারিনি। আগামী বছর টি ২০ বিশ্বকাপের আগে এটাই শেষ ওয়ান ডে সিরিজ। এই সিরিজের জন্য প্রস্তুত হতে রিহ্যাবের জন্য বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে যাই।

তারপর ইংল্যান্ডে শেষ সিরিজ খেলতে আসা। অঞ্জুম চোপড়ার কাছ থেকে দেশের প্রথম ক্যাপ পাওয়া, দেশের হয়ে প্রথম বোলিং করা সেরা স্মৃতি। অবশ্য এটা যে কারও ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ মুহূর্ত। ১৯৯৭ সালে ইডেনে মহিলাদের বিশ্বকাপ চলাকালীন বল গার্ল ছিলাম। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ফাইনাল খেলেছিল। সেদিনই দেশের হয়ে খেলার স্বপ্ন দেখতে শুরু করি।

আরও পড়ুন – যুবরাজের বাবার কাছে চলছে বিশেষ ক্লাস! নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত সচিন পুত্র অর্জুন

২০০২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে অভিষেক। জোরে বল করাই লক্ষ্য ছিল। আগামী বছর থেকে মেয়েদের আইপিএল শুরু হবে। ঝুলন সেই টুর্নামেন্টে খেলতে পারেন। তবে আজ তিনি বলেন, মহিলাদের আইপিএল ঘোষণার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। থেকে আড়াই ঘণ্টা লাগত ট্রেনে কলকাতায় আসতে। বাড়ি ফিরে পরদিন ফের আসতে হত।

এতটাই কষ্ট করেছেন শুধু দেশের জার্সি গায়ে দেবেন বলে। একটা সময় আর্থিক অবস্থা খুব ভাল ছিল না। কিন্তু নিজের লক্ষ্য থেকে সরে আসেননি। ঝুলন আত্মবিশ্বাসী ছিলেন ক্রিকেটে সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছবেন তিনি। জীবনের কিছুটা আক্ষেপ থেকে যাবে বিশ্বকাপ জিততে না পারায়। দুটি ফাইনাল খেলে দুটিতেই রানার্স আপ। তবে ভারতের জার্সি গায়ে জাতীয় সংগীত গাওয়া মৃত্যু পর্যন্ত মনে রাখবেন বাংলার মেয়ে।

Jhulan Goswami : অবসরের প্রশ্ন উড়িয়ে ইংল্যান্ড সফরে ভারতীয় দলে ফিরলেন ঝুলন গোস্বামী

#কলকাতা: তাকে নিয়ে বায়োপিক হয়তো বেরোতে এখনও কয়েক মাস দেরি আছে। কয়েকদিন আগেই ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে পেয়েছেন ভারত গৌরব সম্মান। চাকদহ এক্সপ্রেস ঝুলন গোস্বামী যে অবসর নিচ্ছেন না সেটা আবার পরিষ্কার হয়ে গেল। ইংল্যান্ড সফরের জন্য টি-টোয়েন্টি এবং একদিনের সিরিজের ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

একদিনের দলে ফিরেছেন ঝুলন। একদিনের ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারী বিশ্বকাপের পর থেকে ভারতীয় জার্সি পরে আর খেলেননি। তারই মধ্যে একদিনের দলে আছেন ডি হেমলতা। সেই সঙ্গে জাতীয় দলে প্রথমবার ডাক পেলেন কে পি নভগিরে। ঘরোয়া মরশুমে নাগাল্যান্ডের হয়ে দুর্দান্ত খেলার পর মহিলা টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ভেলোসিটির হয়েও দারুণ পারফর্ম করেছিলেন।

তার ইমধ্যে টি-টোয়েন্টি দলে রিচা ঘোষের কাছে জায়গা হারিয়েছেন যস্তিকা ভাটিয়া। কমনওয়েলথ গেমসের দলে ছিলেন না রিচা। চোটের জন্য দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেলেও একদিনের সিরিজ এবং টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন জেমিমা রদ্রিগেজ।

মিতালি রাজ অবসর নেওয়ার পরেই চোটে ছিটকে যান ঝুলন। অনেকে তখন বলেন, মিতালির পথেই হাঁটতে চলেছেন বাংলার জোরে বোলার। শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ জয়ের পর ভারতের মহিলা ক্রিকেটার মেঘনা সিংহ বলেন, ঝুলনের অভাব অনুভব করছে না দল। তাতে সন্দেহ আরও বাড়ে। ঝুলন নিজের মুখে অবসরের কথা কখনও বলেননি।

ভারতের টি-টোয়েন্টি দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), শেফালি বর্মা, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, জেমিমা রদ্রিগেজ, স্নেহ রানা, রেণুকা ঠাকুর, মেঘনা সিং, রাধা যাদব, সাব্বিনেনি মেঘনা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), ডি হেমলতা, সিমরান দিল বাহদুর, রিচা ঘোষ (উইকেটকিপার) এবং কে পি নভগিরে।

IND vs AUS, Smriti Mandhana: সামনে দুরন্ত অস্ট্রেলিয়া! ঝুলনের দুশোতম ম্যাচে নতুন শপথ ভারতের মেয়েদের

#অকল্যান্ড: পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেছিল ভারতের মহিলা ক্রিকেট দল। কিন্তু নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ততটাই খারাপ প্রদর্শন করেন মিতালি, দীপ্তি, হারমানপ্রীতরা। শনিবার ভারতের মেয়েদের সামনে অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের সেরা দল। সবচেয়ে ধারাবাহিক। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হোসেন ভারতকে সতর্ক করে বলেছেন অস্ট্রেলিয়াকে হারাতে গেলে শুধু ভাল খেললে হবে না, দুর্ধর্ষ কিছু করতে হবে।

আরও পড়ুন – Rodger Federer helps Ukraine : মানবিক রজার ফেডেরার! যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে দিলেন বিশাল আর্থিক সহায়তা

তবে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে ভারতীয় শিবির ভয় পেতে রাজি নয়। নিউজিল্যান্ডের মাটিতে দোল উৎসবে মেতেছিল ভারতের মেয়েরা। দলের কোচ এবং সাপোর্ট স্টাফরাও মজা করলেন। তবে আনন্দ করলেও মিশন অস্ট্রেলিয়া নিয়ে সতর্ক ভারতের মেয়েরা। স্মৃতি মান্ধনা সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন অস্ট্রেলিয়া নিঃসন্দেহে টুর্নামেন্টের সেরা দল। বিশ্বকাপে দুরন্ত খেলছে।

কিন্তু মনে রাখতে হবে ২০২১ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে আমরা দুরন্ত লড়াই করেছিলাম। ১-২ ব্যবধানে হেরে গেলেও প্রচুর ঘাম ঝরাতে হয়েছিল ওদের। তাছাড়া ২০১৭ বিশ্বকাপে ভারতের কাছে হেরেছিল অস্ট্রেলিয়া। আমরা জানি এই মুহূর্তে ওদের হারানো প্রচন্ড কঠিন। কিন্তু অসম্ভব নয়। অস্ট্রেলিয়া দলের রয়াচল হেনস্ সবচেয়ে বিপদজনক খেলোয়াড় মনে করেন স্মৃতি।

এছাড়াও অধিনায়ক মেগ ল্যানিং, এলিস পেরি, অ্যাশলে গার্ডনার ম্যাচের ভোল পাল্টে দিতে পারেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে অনেক পিছিয়ে ভারত। ৪৯ বারের সাক্ষাৎকারে মাত্র ১০ বার জিতেছে ভারত। তবে স্মৃতি মনে করেন ইডেন পার্কে ম্যাচটার গুরুত্ব ভারতীয় দলের সকলেই জানেন। পূজা বস্ত্রকার, রাজেশ্বরী গায়কোয়াড়, মেঘনা সিং, ঝুলন গোস্বামীদের বোলিং ইউনিটের ওপর অনেকটা নির্ভর করবে অস্ট্রেলিয়াকে কত কম রানে আটকে দিতে পারে ভারত।

পাশাপাশি ভারত যদি প্রথমে ব্যাট করে তাহলে দুজন ওপেনার ভাটিয়া এবং স্মৃতিকে আগ্রাসী অথচ ঝুঁকিহীন ক্রিকেট খেলতে হবে। অধিনায়ক মিতালি চারটি ম্যাচে ডাহা ব্যর্থ। তাকে সামনে থেকে পারফর্ম করতে হবে। এই ম্যাচে তার কাছে অনেক কিছু প্রমাণ করার। অধিনায়ক হিসেবে তার খেলা নিয়ে সংবাদমাধ্যমে কাটাছেড়া চলছে জানেন মিতালি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল রান করতে পারলে সমালোচনা বন্ধ করা সম্ভব মনে করেন তিনি। তবে অস্ট্রেলিয়াকে হারাতে গেলে ভারতকে টিম গেম খেলতে হবে। প্রত্যেককে অবদান রাখতে হবে। ক্রিকেটে অসম্ভব বলে কিছু হয় না। এই ম্যাচটা ভারত আন্ডারডগ হিসেবে শুরু করলেও জিতে গেলে আত্মবিশ্বাসের চূড়োয় উঠে যাবে।

Jhulan Goswami: মহিলা বিশ্বকাপে ইতিহাস বাংলার ঝুলন গোস্বামীর ! ছুঁয়ে ফেললেন বিশ্বরেকর্ড

কলকাতা: মহিলা বিশ্বকাপে ইতিহাস বাংলার ঝুলন গোস্বামীর (Jhulan Goswami)। ছুঁয়ে ফেললেন বিশ্বরেকর্ড। ৩৯টি উইকেট নিয়ে যুগ্মভাবে বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড স্পর্শ করলেন তিনি। আজ, বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে একেবারে শেষ ওভারে উইকেটকিপার কেটি মার্টিনকে আউট করে ৩৯টি উইকেট পেলেন ঝুলন (Jhulan Goswami’s World Record)।

আরও পড়ুন-চা সুন্দরী প্রকল্পে রাজ্য সরকার উত্তরবঙ্গের চা বাগানে ৩০০০ বাড়ি তৈরি করতে চলেছে

যুগ্মভাবে মহিলা বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ডে অস্ট্রেলিয়ার প্রাক্তন লিন ফুলস্টোনের সঙ্গে একই আসনে বসলেন ঝুলন (Jhulan Goswami)। ফুলস্টোন ১৯৮২ ও ১৯৮৮ দু’টি বিশ্বকাপের ২০টি ম্যাচে মাঠে নেমে ৩৯টি উইকেট নিয়েছিলেন। ঝুলন ২০০৫ থেকে ২০২২ পর্যন্ত মোট ৫টি বিশ্বকাপের ৩০টি ম্যাচে মাঠে নেমে এই নিয়ে ৩৯টি উইকেট দখল করতে সফল।

আরও পড়ুন- Weight Loss: ওজন কমানোর জন্য সাবুদানা? ঠিকঠাক সুফল পাওয়ার সম্ভাবনা কতটা?

চলতি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০৭ রানে হারিয়ে অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে ২৬ রানে ২ উইকেট পেয়েছিলেন ‘চাকদহ এক্সপ্রেস’।