KKR vs PBKS, Toss : টস জিতলেন শ্রেয়স আইয়ার, পঞ্জাবের বিরুদ্ধে বল করার সিদ্ধান্ত নাইটদের

#মুম্বই: টস জিতলেন শ্রেয়স আইয়ার, পঞ্জাবের বিরুদ্ধে বল করার সিদ্ধান্ত নাইটদের। আগ্রাসী ক্রিকেট চলতে চায় কেকেআর। আগেই জানিয়েছিলেন কোচ ব্রেন্ডন ম্যাকালাম। হেরে গেলেও এই মানসিকতার পরিবর্তন পছন্দ নয় তার। আজ শুক্রবার পঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে কেকেআর। ভুলভ্রান্তি মিটিয়ে জয়ে ফেরাই লক্ষ্য শ্রেয়সদের। তবে সেই পথে বাধা হতে পারে চোট সমস্যা। আরসিবি ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধে আঘাত পেয়েছিলেন আন্দ্রে রাসেল। যদিও চোট তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন কোচ ব্রেন্ডন ম্যাকালাম।

আরও পড়ুন – Smriti Mandhana captain : মিতালির ওপর ভরসা নেই ভারতীয় বোর্ডের! নতুন অধিনায়ক হতে পারেন স্মৃতি মান্ধানা

তবুও তাঁর মাঠে নামা নিয়ে সমর্থকরা যথেষ্ট উৎকণ্ঠায় রয়েছেন। তারই মধ্যে ৪০০তম টি-২০ ম্যাচ খেলার খুশিতে সতীর্থদের সঙ্গে কেক কাটলেন ক্যারিবিয়ান তারকা। মূলত ব্যাটিং ব্যর্থতার কারণেই বেঙ্গালুরুর বিরুদ্ধে হারতে হয়েছিল কেকেআরকে। বড় পার্টনারশিপ গড়ে তোলার প্রয়াস লক্ষ্য করা যায়নি টপ অর্ডারে। এই খামতি দ্রুত মেটাতে না পারলে পঞ্জাবের বাধা টপকানোও কঠিন হবে নাইটদের।

একেবারেই ছন্দে নেই ওপেনার ভেঙ্কটেশ আইয়ার। ধারাবাহিকতার অভাব স্পষ্ট অজিঙ্কা রাহানের খেলায়। ক্যাপ্টেন শ্রেয়স নামের প্রতি সুবিচার করতে পারছেন না। নীতীশ রানা কিংবা স্যাম বিলিংসও সুযোগের সদ্বব্যবহারে ব্যর্থ। তাই নাইট রাইডার্সের ব্যাটিং অর্ডারে কিছু বদল হলেও হতে পারে। রাসেল যদি একান্তই না খেলেন, তাহলে খুব ভালো বিকল্প মহম্মদ নবি। স্পিনের পাশাপাশি তিনি ব্যাটটাও খারাপ করেন না।

শুরুতে পেসাররা যদি বিপক্ষের কয়েকটা উইকেট তুলে নিতে পারেন, তাহলে সুনীল নারিন, বরুণ চক্রবর্তীদের কাজটা সহজ হয়ে যাবে।পাঞ্জাব বাড়তি অক্সিজেন পেয়ে গিয়েছে বেঙ্গালুরুকে হারানোর পর। তবে তা যে অঘটন ছিল না, সেটা প্রমাণ করাই এখন চ্যালেঞ্জ প্রীতি জিন্টার দলের সামনে। ব্যাটিংয়ে বড় ভরসা ক্যাপ্টেন মায়াঙ্ক আগরওয়াল, শিখর ধাওয়ান। দুই বিদেশি ভানুকা রাজাপাক্ষে, লিয়াম লিভিংস্টোন মিডল অর্ডারে দলকে স্বস্তিতে রেখেছেন।

এছাড়া রাজা বাওয়া, শাহরুখ খান এবং ওডিন স্মিথের উপরও নজর থাকবে। পাঞ্জাবের বোলিংয়ে সেরা অস্ত্র কাগিসো রাবাডা। গত ম্যাচে না খেললেও দক্ষিণ আফ্রিকার তারকা পেসারটি কেকেআরের বিরুদ্ধে প্রথম একাদশে হয়তো থাকবেন। এছাড়া রয়েছেন তরুণ পেসার অর্শদীপ সিংও। এদিন একটাই পরিবর্তন করেছে কেকেআর। উইকেট-রক্ষক শেলডন জ্যাকসনকে বসিয়ে শিবম মাভিকে আনা হয়েছে।