IPL 2022: জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নাইটরা, হারের হ্যাটট্রিক এড়াতে চায় দিল্লি, জানুন প্লেয়িং ইলেভেন

#মুম্বই: মুম্বইতে আইপিএল ২০২২ এ (IPL 2022) আজ লড়াইটা এক বনাম সাতের। রবিবার ব্র্যাবোর্নে দুরন্ত ফর্মে থাকা কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের (KKR vs DC)। নাইটরা চার ম্যাচের মধ্যে জিতেছে তিনটিতে। ঝুলিতে ছয় পয়েন্ট। সে জায়গায় দিল্লির সংগ্রহ মাত্র দু’পয়েন্ট। তিন ম্যাচের মধ্যে দু’টিতেই হেরেছে ঋষভ পন্থের দল। এই ম্যাচে জিততে না পারলে প্রবল চাপে পড়ে যাবে তারা। আর কেকেআরের জয়ের ধারা যদি অব্যাহত থাকে, তাহলে তালিকায় শীর্ষস্থান আরও মজবুত হবে শ্রেয়স আইয়ারদের।

এদিনের মেগা ম্যাচে কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্স ম্যাচে টসে জিতে যায় কেকেআর৷ কেকেআর টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন৷ এদিন দেখে নিন কলকাতা নাইট রাইডার্সের প্লেয়িং ইলেভেন (Playing 11)৷

Ajinkya Rahane, Venkatesh Iyer,  Shreyas Iyer (অধিনায়ক), Sam Billings (উইকেটরক্ষক), Nitish Rana,  Andre Russell,  Pat Cummins,  Sunil Narine, Rasikh Salam, Umesh Yadav,  Varun Chakravarthy

আর দিল্লির প্রথম একাদশে রয়েছেন যাঁরা তাঁদের তালিকা

Prithvi Shaw, David Warner, Rovman Powell, Rishabh Pant (অধিনায়ক/উইকেটরক্ষক), Sarfaraz Khan,  Lalit Yadav,  Axar Patel,  Shardul Thakur,  Kuldeep Yadav,  Mustafizur Rahman, Khaleel Ahmed

আইপিএল ২০২২ (IPL 2022)  রবিবার ডবল হেডার৷ দিনের প্রথম খেলায় বিকেল ৩.৩০ এ কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটাল্স (KKR vs DC)৷ এখনও অবধি আইপিএল ২০২২ এ কেকেআরের পারফরম্যান্স দুর্দান্ত৷ শ্রেয়স আইয়ারের নেতৃত্বে দল ৪ টি ম্যাচের মধ্যে ৩ টি তে জিতেছে৷ পাশাপাশি আইয়ারের অধিনায়কত্বে পয়েন্ট টেবলের টপে রয়েছে নাইট ব্রিগেড৷ অন্যদিকে ঋষভ পন্থের নেতৃত্বাধীন দল এখনও অবধি মোটামুটি পারফরম্যান্স৷ জয় দিয়ে অভিযান শুরু করলেও তারপরের দুটি ম্যাচে পরপর হারতে হয়েছে দিল্লিকে৷ ফলে ৩ টি ম্যাচের মধ্যে মাত্র ১ টিতে জিতেছে দিল্লি ক্যাপিটাল্স৷ ফলে ঋষভ পন্থ আর জয়ের ট্র্যাকে ফেরার জন্য মরিয়া হয়ে রয়েছেন৷