Tag Archives: KKR vs DC

KKR vs DC in IPL 2024: ফ্লাইং কিস দিতে গিয়ে থামলেন হর্ষিত রানা, সেলিব্রেশনের পথে বাধা বিসিসিআইয়ের শাস্তি?

কলকাতা: দিল্লির বিরুদ্ধে অসাধারণ খেলেছে কেকেআরের বোলিং বিভাগ। ভাল খেলেছেন তরুণ পেসার হর্ষিত রানাও। ৪ ওভার বল করে ২ উইকেট নিয়ে মাত্র ২৮ রান দিয়েছেন কেকেআর পেসার। এর মধ্যেই চর্চায় হর্ষিতের সেলিব্রেশন।

আরও পড়ুন: পতঞ্জলির ১৪টি পণ্যের লাইসেন্স বাতিল, রামদেবের বিরুদ্ধে ফৌজদারি মামলা, বাতিলের তালিকায় কী কী?

দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতার ম্যাচে বল করছিলেন হর্ষিত রানা, ব্যাটিং করছিলেন অভিষেক পোড়েল। অভিষেক পোড়েল আউট হওয়ার পরে ফ্লাইং কিস করে সেলিব্রেট করতে যাচ্ছিলেন হর্ষিত রানা, পরক্ষণেই নিজেকে সামলে নেন কেকেআর ব্য়াটার। আউট হওয়ার আগের হর্ষিতের ওভারেই তিন বলের মধ্য়ে দু’টি বাউন্ডারি এবং একটি ছয় মারেন অভিষেক। তাই দিল্লির ব্যাটারকে আউট করার পরেই উত্তেজিত হয়ে পড়েন হর্ষিত।

আরও পড়ুন: বৌদিকে ধর্ষণ দেওরের, শুনে স্ত্রীকে দুষে স্বামী বললেন, ‘তুমি আমার বৌ না’

কেকেআর ব্যাটার কেন সেলিব্রেশন করতে গিয়ে সামলে নিলেন নিজেকে? গত মাসে হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের ম্যাচে মায়াঙ্ককে আউট করার পরে ফ্লাইং কিস সেলিব্রেশন করেছিলেন। তার পরে ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা হয়েছিল। শুধু তাই নয় সুনীল গাভাস্করও এমন আচরণের সমালোচনা করেছিলেন। এ বারও সেই ধরনের শাস্তি থেকে বাঁচার জন্যই নিজেকে সামলে নিলেন হর্ষিত রানা।

KKR vs DC: বাদ দুই তারকা? দিল্লি ম্যাচে কেকেআরে বড় বদল! মহাচমক দিতে পারেন গম্ভীর

ঘরের মাঠে টানা পাঁচ জয়ের লক্ষ্য ছিল কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু দুটি ম্যাচে হার অনেকটাই ধাক্কা দিয়েছে কেকেআরের পরিকল্পনা। এই পরিস্থিতি সোমবার ইডেনে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে কেকেআর।
ঘরের মাঠে টানা পাঁচ জয়ের লক্ষ্য ছিল কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু দুটি ম্যাচে হার অনেকটাই ধাক্কা দিয়েছে কেকেআরের পরিকল্পনা। এই পরিস্থিতি সোমবার ইডেনে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে কেকেআর।
শেষ ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে ২৬১ রান করেও হার। এই লজ্জার হারের ক্ষত কেকেআরকে যে দীর্ঘদিন ভোগাবে তা বলাই যায়। সোমবার ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
শেষ ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে ২৬১ রান করেও হার। এই লজ্জার হারের ক্ষত কেকেআরকে যে দীর্ঘদিন ভোগাবে তা বলাই যায়। সোমবার ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৫৭ রান করে জিতে আসছে ঋষভ পন্থের দল। যে দিল্লির বিরুদ্ধে ২৭২ রান করেছিল কেকেআর সেই দিল্লি এখন আর নেই। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে ৪টিতে জিতে লিগ টেবিলের পঞ্চম স্থানে সৌরভ গঙ্গোপাধ্যায়রা। এবার ইডেনে বদলার ম্যাচ দিল্লির।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৫৭ রান করে জিতে আসছে ঋষভ পন্থের দল। যে দিল্লির বিরুদ্ধে ২৭২ রান করেছিল কেকেআর সেই দিল্লি এখন আর নেই। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে ৪টিতে জিতে লিগ টেবিলের পঞ্চম স্থানে সৌরভ গঙ্গোপাধ্যায়রা। এবার ইডেনে বদলার ম্যাচ দিল্লির।
দিল্লি বিরুদ্ধে নামার আগে দলকে পেপটক দিয়েছেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। এই দল যে ঘুড়ে দাঁড়াতে পারে সেই বিশ্বাসই জুগিয়েছেন ক্রিকেটারদের। দলের ভুল-ত্রুটি শুধরে দেওয়ার চেষ্টা করেছেন গম্ভীরও।
দিল্লি বিরুদ্ধে নামার আগে দলকে পেপটক দিয়েছেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। এই দল যে ঘুড়ে দাঁড়াতে পারে সেই বিশ্বাসই জুগিয়েছেন ক্রিকেটারদের। দলের ভুল-ত্রুটি শুধরে দেওয়ার চেষ্টা করেছেন গম্ভীরও।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগে কেকেআরের প্রথম একাদশে পরিবর্তন আসতে পারে সেই কথা বলাই যায়। বিশেষ করে বোলিং বিভাগে বড় পরিবর্তন দেখা যেতে পারে। ব্যাটিংয়ে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা কম।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগে কেকেআরের প্রথম একাদশে পরিবর্তন আসতে পারে সেই কথা বলাই যায়। বিশেষ করে বোলিং বিভাগে বড় পরিবর্তন দেখা যেতে পারে। ব্যাটিংয়ে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা কম।
বোলিংয়ে গত ম্যাচে স্টার্কের পরিবর্তে খেলেছিলেন দুষ্মান্তা চামিরা। কিন্তু ভাল পারফর্ম করতে পারেননি। কেকেআর সূত্রে খবর, স্টার্কের চোট এখন অনেক ভাল জায়গায় রয়েছে। ফলে দিল্লির বিরুদ্ধে ফিরতে পারেন তিনি। এছাড়া আফগান মিস্ট্রি স্পিনাপ আল্লাহ গজনফরকে খেলিয়ে চমক দিতে পারে কেকেআর। সেক্ষেত্রে বরুণ চক্রবর্তীকে বসিয়ে দলে আসতে পারেন আরেক ভারতীয় পেসার। বরুণ চক্রবর্তীর পারফরম্যান্সও খুব একটা ভাল নয়।
বোলিংয়ে গত ম্যাচে স্টার্কের পরিবর্তে খেলেছিলেন দুষ্মান্তা চামিরা। কিন্তু ভাল পারফর্ম করতে পারেননি। কেকেআর সূত্রে খবর, স্টার্কের চোট এখন অনেক ভাল জায়গায় রয়েছে। ফলে দিল্লির বিরুদ্ধে ফিরতে পারেন তিনি। এছাড়া আফগান মিস্ট্রি স্পিনাপ আল্লাহ গজনফরকে খেলিয়ে চমক দিতে পারে কেকেআর। সেক্ষেত্রে বরুণ চক্রবর্তীকে বসিয়ে দলে আসতে পারেন আরেক ভারতীয় পেসার। বরুণ চক্রবর্তীর পারফরম্যান্সও খুব একটা ভাল নয়।
এক ঝলকে দেখে নিন দিল্লির বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), আংক্রিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক / আল্লাহ গজনফর, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী / চেতন সাকারিয়া। ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব অরোরা
এক ঝলকে দেখে নিন দিল্লির বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), আংক্রিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক / আল্লাহ গজনফর, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী / চেতন সাকারিয়া। ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব অরোরা
এক ঝলকে দেখে নিন দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ:  পৃথ্বি শ, জ্যাক ফ্রাসার ম্যাকগ্রাক, অভিষেক পোড়েল, সাই হোপ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, লিজার্ড উইলিয়ামস, ,মুকেশ কুমার. খালিল আহমেদ। ইমপ্যাক্ট প্লেয়ার: রাসিখ সালাম।
এক ঝলকে দেখে নিন দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: পৃথ্বি শ, জ্যাক ফ্রাসার ম্যাকগ্রাক, অভিষেক পোড়েল, সাই হোপ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, লিজার্ড উইলিয়ামস, ,মুকেশ কুমার. খালিল আহমেদ। ইমপ্যাক্ট প্লেয়ার: রাসিখ সালাম।

KKR News: দিল্লির বিরুদ্ধে শক্তি বাড়বে কেকেআরের পেস অ্যাটাকের! এল বড় আপডেট

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে ২৬১ রান করেও হার। এই লজ্জার হারের ক্ষত কেকেআরকে যে দীর্ঘদিন ভোগাবে তা বলাই যায়। সোমবার ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে ২৬১ রান করেও হার। এই লজ্জার হারের ক্ষত কেকেআরকে যে দীর্ঘদিন ভোগাবে তা বলাই যায়। সোমবার ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৫৭ রান করে জিতে আসছে ঋষভ পন্থের দল। যে দিল্লির বিরুদ্ধে ২৭২ রান করেছিল কেকেআর সেই দিল্লি এখন আর নেই। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে ৪টিতে জিতে লিগ টেবিলের পঞ্চম স্থানে সৌরভ গঙ্গোপাধ্যায়রা।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৫৭ রান করে জিতে আসছে ঋষভ পন্থের দল। যে দিল্লির বিরুদ্ধে ২৭২ রান করেছিল কেকেআর সেই দিল্লি এখন আর নেই। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে ৪টিতে জিতে লিগ টেবিলের পঞ্চম স্থানে সৌরভ গঙ্গোপাধ্যায়রা।
দিল্লির বিরুদ্ধে নামার আগে কেকেআরের প্রধান চিন্তা দলের দুর্বল বোলিং। বিশেষ করে দলের পেস অ্যাটাক একেবারেই ছন্দে নেই। তবে দিল্লি বিরুদ্ধে নামার আগে পেস অ্যাটাকের শক্তি বাড়তে পারে কেকেআরের।
দিল্লির বিরুদ্ধে নামার আগে কেকেআরের প্রধান চিন্তা দলের দুর্বল বোলিং। বিশেষ করে দলের পেস অ্যাটাক একেবারেই ছন্দে নেই। তবে দিল্লি বিরুদ্ধে নামার আগে পেস অ্যাটাকের শক্তি বাড়তে পারে কেকেআরের।
আঙুলে চোটের কারণে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে পারেননিন মিচেল স্টার্ক। পরিবর্তে খেলেছিলেন দুষ্মান্তা চামিরা। কিন্তু শ্রীলঙ্কার পেসারও ভাল পারফর্ম করতে পারেননি। ৩ ওভারে দিয়েছেন ৪৮ রান।
আঙুলে চোটের কারণে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে পারেননিন মিচেল স্টার্ক। পরিবর্তে খেলেছিলেন দুষ্মান্তা চামিরা। কিন্তু শ্রীলঙ্কার পেসারও ভাল পারফর্ম করতে পারেননি। ৩ ওভারে দিয়েছেন ৪৮ রান।
নাইট সূত্রের খবর, মিচেল স্টার্ক অনেকটাই সুস্থ। আঙুলের চোট থেকে অনেকটাই মুক্ত তিনি। রবিবার অনুশীলন শুরু করার কথা অস্ট্রেলীয় পেসারের। ফিট সার্টিফিকেট না পেলেও নাইট শিবির তাঁকে নিয়ে আশাবাদী।
নাইট সূত্রের খবর, মিচেল স্টার্ক অনেকটাই সুস্থ। আঙুলের চোট থেকে অনেকটাই মুক্ত তিনি। রবিবার অনুশীলন শুরু করার কথা অস্ট্রেলীয় পেসারের। ফিট সার্টিফিকেট না পেলেও নাইট শিবির তাঁকে নিয়ে আশাবাদী।
স্টার্ক ভাল পারফর্ম করতে পারেননি। কিন্তু তাঁকে দলে লাক ফ্যাক্টর হিসেবে দেখছেন কেকেআর ফ্যানেরা। আর স্টার্কের অভিজ্ঞতার উপর ভরসা রাখছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। ফলে দিল্লির বিরুদ্ধে কেকেআরের পেস অ্যাটাককে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে স্টার্ককে।
স্টার্ক ভাল পারফর্ম করতে পারেননি। কিন্তু তাঁকে দলে লাক ফ্যাক্টর হিসেবে দেখছেন কেকেআর ফ্যানেরা। আর স্টার্কের অভিজ্ঞতার উপর ভরসা রাখছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। ফলে দিল্লির বিরুদ্ধে কেকেআরের পেস অ্যাটাককে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে স্টার্ককে।

KKR News: ভয়ে কাঁপবে সব দল! কেকেআর গড়ল এমন রেকর্ড যা এবার কারও নেই

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১০৬ রানে ম্যাচ জিতেছে কেকেআর। প্রথমে ব্যাট করে ২৭২ রানের রেকর্ড স্কোর করে নাইটরা। জবাবে দিল্লি অলআউট ১৬৬ রানে।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১০৬ রানে ম্যাচ জিতেছে কেকেআর। প্রথমে ব্যাট করে ২৭২ রানের রেকর্ড স্কোর করে নাইটরা। জবাবে দিল্লি অলআউট ১৬৬ রানে।
একইসঙ্গে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে এমন একটি রেকর্ড গড়ে ফেলল কলকাতা নাইট রাইডার্স যা এবারের আইপিএলে এখনও পর্যন্ত কোনও দলের নেই।
একইসঙ্গে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে এমন একটি রেকর্ড গড়ে ফেলল কলকাতা নাইট রাইডার্স যা এবারের আইপিএলে এখনও পর্যন্ত কোনও দলের নেই।
দিল্লির বিরুদ্ধে টস জিতে ব্যাটিং করতে নেমে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করে ফিল সল্ট ও সুনীল নারিন। সল্ট ফিরলেও বিধ্বংসী ব্যাটিং জারি রাখেন নারিন।
দিল্লির বিরুদ্ধে টস জিতে ব্যাটিং করতে নেমে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করে ফিল সল্ট ও সুনীল নারিন। সল্ট ফিরলেও বিধ্বংসী ব্যাটিং জারি রাখেন নারিন।
সল্টের পর এসে নারিনকে সঙ্গ দেন দিল্লি ম্যাচে কেকেআরের হয়ে অভিষেককারী আংক্রিশ রঘুবংশী। তিনিও শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন।
সল্টের পর এসে নারিনকে সঙ্গ দেন দিল্লি ম্যাচে কেকেআরের হয়ে অভিষেককারী আংক্রিশ রঘুবংশী। তিনিও শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন।
দিল্লির বিরুদ্ধে পাওয়ার প্লে ৬ ওভারে এক উইকেট হারিয়ে ৮৮ রান করে কেকেআর। দিল্লি ক্যাপিটালসের বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করে নারিন ও রঘুবংশী।
দিল্লির বিরুদ্ধে পাওয়ার প্লে ৬ ওভারে এক উইকেট হারিয়ে ৮৮ রান করে কেকেআর। দিল্লি ক্যাপিটালসের বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করে নারিন ও রঘুবংশী।
আইপিএল ২০২৪-এ পাওয়ার প্লে-তে ৬ ওভারে ৮৮ রান কোনও দল করতে পারেনি। কেকেআরই সর্বোচ্চ। নারিন-সল্ট-রঘুবংশীর ব্যাটে রেকর্ড গড়ে ফেলল নাইটরা।
আইপিএল ২০২৪-এ পাওয়ার প্লে-তে ৬ ওভারে ৮৮ রান কোনও দল করতে পারেনি। কেকেআরই সর্বোচ্চ। নারিন-সল্ট-রঘুবংশীর ব্যাটে রেকর্ড গড়ে ফেলল নাইটরা।

KKR vs DC: দিল্লিকে উড়িয়ে জয়ের হ্যাটট্রিক কেকেআরের, আইপিএলে অপ্রতিরোধ্য কলকাতা

বিশাখাপত্তনম: আইপিএল ২০২৪-এ দুরন্ত গতিতে ছুটছে কলকাতা নাইট রাইডার্সের বিজয় রথ। সানরাউজার্স, আরসিবির পর দিল্লি ক্যাপিটালসকেও হেলায় হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে ফেলল কেকেআর। দিল্লির বিরুদ্ধে প্রথমে সুনীল নারিন, আংক্রিশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংদের ব্যাটিং তাণ্ডবে ভর করে প্রথমে রেকর্ড ২৭২ রান করে কেকআর। জবাবে ১৬৬ রানে অলআউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস। ১০৬ রানের বড় ব্যবধানে জয় পেল নাইটরা।

ম্যাচে টস জিতে ব্যটিয়ের সিদ্ধান্ত নেয় কেকেআর। শুরু থেকে মারকাটারি ব্যাটিং করেন কেকেআরের দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারিন। সল্ট বড় রান না পেলেও নারিন বিধ্বংসী ব্যাটিং করেন। তাঁকে সঙ্গে দেন দিল্লি ম্যাচে অভিষেক হওয়া আংক্রিশ রঘুবংশী। দুজন মিলে আক্রমণাত্মক ব্যাটিং করে শতরানের পার্টনারশিপ করে বড় রানের ভিত রচনা করেন। অর্ধশতরান করেন দুজনেই।

নিজেরে আইপিএল কেরিয়ারের সর্বোচ্চ স্কোর ৩৯ বলে ৮৫ রান করে আউট হন সুনীল নারিন। আংক্রিশ রঘুবংশী ২৭ বলে ৫৪ করে সাজঘরে ফেরেন। এরপর আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিংও ঝোড়ো ইনিংস খেলেন। ৮ বলে ২৬ করেন রিঙ্কু ও রাসেল করেন ১৯ বলে ৪১। শ্রেয়স আইয়ার মাঝে ১১ বলে ১৮ রান করে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭২ রান করে কেকেআর। যা কেকেআরের আইপিএল ইতিহাসে সর্বোচ্চ স্কোর। পাশাপাশি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

আরও পড়ুনঃ KKR News: কেকেআরে খেলছেন বলিউড হিরো গোবিন্দার জামাই! বলুন তো কে সেই তারকা

২৭৩ রানের বিশাল টার্গেটের চাপ মাথায় নিয়ে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দিল্লি ক্যাপিটালস। ডেভিড ওয়ার্নার, পৃথ্বি শ, মিচেল মার্শ, অভিষেক পোড়েলরা কেউ বড় রান পাননি। মাঝে ঋষভ পন্থ ৫৫ ও ট্রিস্টান স্টাবস ৫৪ রানে ঝোড়ো ইনিংস না খেললে লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হত দিল্লিকে। শেষ পর্যন্ত ১৭.২ ওভারে ১৬৬ রানে শেষ হয় দিল্লির ইনিংস। কেকেআরর হয়ে বরুণ চক্রবর্তী ও বৈভব অরোরা ৩টি, ২টি মিচেল স্টার্ক, একটি করে উইকেট নেন রাসেল ও নারিন।

KKR vs DC: নারিন-রঘুবংশী-রাসেল-রিঙ্কুদের ব্যাটিং তাণ্ডব, দিল্লিকে ২৭৩ রানের টার্গেট দিল কেকেআর

বিশাখাপত্তনম: আরসিবি ম্যাচে কেকেআরের ব্যাটিং যেখানে শেষ হয়েছিল, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঠিক সেখান থেকেই শুরু করে নাইটরা। দিল্লির বোলিং লাইনকে রীতিমত ‘গলি ক্রিকেটের’ স্তরে নামিয়ে আনে কেকেআর ব্যাটাররা। সুনীল নারিন, আংক্রিশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংদের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে দিল্লিকে ২৭৩ রানের টার্গেট দিল কলকাতা নাইট রাইডার্স। যা কেকেআরের আইপিএল ইতিহাসে সর্বোচ্চ স্কোর। পাশাপাশি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। একটুর জন্য রক্ষা পেল সানরাইজার্সের ২৭৭ রানের রেকর্ড।

ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কেকেআর। প্রথম ২ ওভার একটু শান্ত থাকলেও তৃতীয় ওভার থেকে মারকাটারি ব্যাটিং শুরু করেন কেকেআরের দুই ওপেনার সুনীল নারিন ও ফিল সল্ট। চতুর্থ ওভারেই ৫০ রানের পার্টনারশিপ পূরণ করে ফেলেন দুজন। ৬০ রানে প্রথম উইকেট পড়ে কেকেআরের। ১৮ রান করে আউট হন ফিল সল্ট।

উইকেট পড়লেও দিল্লির বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেন সুনীল নারিন। আরসিবির ম্যাচের ফর্ম ধরে রাখেন দিল্লির বিরুদ্ধেও। বিধ্বংসী ইনিংস খেলে পূরণ করেন নিজের হাফ সেঞ্চুরি। অপরিদিকে, নারিনকে যোগ্য সঙ্গ দেন ২০২২ অনূর্ধ্বং ১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় তরুণ আংক্রিশ রঘুবংশী। আইপিএল অভিষেকেই দুরন্ত ব্যাটিং করেন অংক্রিশ রঘুবংশী।

নারিন ও রঘুবংশী জুটি একের পর এক আক্রমণাত্মক শট খেলে ১১ ওভারেই দলের স্কোর ১৫০ পার করে দেন। শতরানের পার্টনারশিপও পূরণ করেন দুজনে। আইপিল অভিষেক অর্ধশতরান করে নজর কাড়েন আংক্রিশ রঘুবংশী। ১৬৪ রানে দ্বিতীয় উইকেটে পড়ে কেকেআরের। ৩৯ বলে ৮৫ রান করে আউট হন নারিন। যা তার আইপিএল কেরিয়ারে সর্বোচ্চ রান। জুটি ভাঙার পর বেশি সময় ক্রিজে থাকেননি রঘুবংশীও। ২৭ বলে ৫৪ করে দলের ১৭৬ রানে আউট হন তিনি।

আরও পড়ুনঃ KKR News: কেকেআরে খেলছেন বলিউড হিরো গোবিন্দার জামাই! বলুন তো কে সেই তারকা

এরপরের বাকি দায়িত্বটা নিয়ে নেন আন্দ্রে রাসেল। ক্রিজে এসেই একের পর এক বড় হিট করতে থাকেন ক্যারিবিয়ান তারকা। আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে ১১ বলে ১১ কর আউট হন শ্রেয়স আইয়ার। এরপর রিঙ্কু সিং এসে খেলেন ৮ বলে ২৬র রানের ঝোড়ো ইনিংস। এক ওভারে ৩টি ছয় মারেন নকিয়াকে। রাসেল আউট ১৯ বলে ৪১ রান করে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭২ রান করে কেকেআর।

KKR vs DC: দিল্লি ম্যাচের আগে ৫ বড় চিন্তা কেকেআরের! জয়ের হ্যাটট্রিক হবে তো? জানুন বিস্তারিত

পরপর দুটি ম্যাচ জিতে আইপিএল ২০২৪-এ দুরন্ত শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ৩ এপ্রিল বুধবার অ্যাওয়ে ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে কেকেআর। জয়ের হ্যাটট্রিক লক্ষ্য থাকলেও, দিল্লি ম্যাচে ৫ চিন্তা ভোগাচ্ছে নাইট শিবিরকে।পরপর দুটি ম্যাচ জিতে আইপিএল ২০২৪-এ দুরন্ত শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ৩ এপ্রিল বুধবার অ্যাওয়ে ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে কেকেআর। জয়ের হ্যাটট্রিক লক্ষ্য থাকলেও, দিল্লি ম্যাচে ৫ চিন্তা ভোগাচ্ছে নাইট শিবিরকে।
পরপর দুটি ম্যাচ জিতে আইপিএল ২০২৪-এ দুরন্ত শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ৩ এপ্রিল বুধবার অ্যাওয়ে ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে কেকেআর। জয়ের হ্যাটট্রিক লক্ষ্য থাকলেও, দিল্লি ম্যাচে ৫ চিন্তা ভোগাচ্ছে নাইট শিবিরকে।
মিচেল স্টার্কের অফ ফর্ম: ২৪ কোটি ৭৫ লক্ষ রেকর্ড টাকা দিয়ে অজি স্পিড স্টার মিচেল স্টার্ককে নিয়েছিল কেকআর। সেই বোলার ২ ম্যাচে ৮ ওভার বিনা উইকেটে ১০০ রান খরচ করেছে। ফলে তৃতীয় ম্যাচে যদি স্টার্ক ফর্মে ফিরতে না পারে তাহলে চিন্তা আরও বাড়বে টিম ম্যানেজমেন্টের। যদিও কেকেআর বোলিং কোচ ভরত অরুণ শীঘ্রই স্টার্কের ফর্মে ফেরা নিয়ে আশাবাদী।
মিচেল স্টার্কের অফ ফর্ম: ২৪ কোটি ৭৫ লক্ষ রেকর্ড টাকা দিয়ে অজি স্পিড স্টার মিচেল স্টার্ককে নিয়েছিল কেকআর। সেই বোলার ২ ম্যাচে ৮ ওভার বিনা উইকেটে ১০০ রান খরচ করেছে। ফলে তৃতীয় ম্যাচে যদি স্টার্ক ফর্মে ফিরতে না পারে তাহলে চিন্তা আরও বাড়বে টিম ম্যানেজমেন্টের। যদিও কেকেআর বোলিং কোচ ভরত অরুণ শীঘ্রই স্টার্কের ফর্মে ফেরা নিয়ে আশাবাদী।
শ্রেয়স আইয়ারের ছন্দের অভাব: প্রথমে চোটের কারণে কয়েকটি ম্যাচ খেলতে পারবেন কিা শ্রেয়স আইয়ার তা নিয়ে সংশয় ছিল। কিন্তু প্রথম ম্যাচ থেকেই মাঠে নেমে সেই চিন্তা দূর করেন কেকেআর অধিনায়ক। কিন্তু ব্যাটিংয়ে শ্রেয়সকে এখনও নিজের চেনা ছন্দে পাওয়া যায়নি। প্রথম ম্যাচে শূন্য় ও দ্বিতীয় ম্যাচে ৩৯। যদিও দ্বিতীয় ম্যাচে শুরুতেই ক্যাচ দিয়েছিলেন শ্রেয়স। তবে নিজের সেরাটা উজার করে দিতে ঘাম ঝরাচ্ছেন শ্রেয়স আইয়ার।
শ্রেয়স আইয়ারের ছন্দের অভাব: প্রথমে চোটের কারণে কয়েকটি ম্যাচ খেলতে পারবেন কিা শ্রেয়স আইয়ার তা নিয়ে সংশয় ছিল। কিন্তু প্রথম ম্যাচ থেকেই মাঠে নেমে সেই চিন্তা দূর করেন কেকেআর অধিনায়ক। কিন্তু ব্যাটিংয়ে শ্রেয়সকে এখনও নিজের চেনা ছন্দে পাওয়া যায়নি। প্রথম ম্যাচে শূন্য় ও দ্বিতীয় ম্যাচে ৩৯। যদিও দ্বিতীয় ম্যাচে শুরুতেই ক্যাচ দিয়েছিলেন শ্রেয়স। তবে নিজের সেরাটা উজার করে দিতে ঘাম ঝরাচ্ছেন শ্রেয়স আইয়ার।
নীতিশ রানা: চোটের কারণে আরসিবির বিরুদ্ধে খেলতে পারেননি নীতিশ রানা। সেই সময় জানা গিয়েছিল সামান্য অ্যাঙ্কেল ইনজুরি রয়েছে। কিন্তু কেকেআর সূত্রে খবর, দিল্লি ম্যাচেও নাও খেলতে পারেন নীতিশ রানা। ফলে নীতিশ রানার মত একজন ব্যাটার টপ অর্ডারে না থাকা ধাক্কা হতে পারে কেকেআরের।
নীতিশ রানা: চোটের কারণে আরসিবির বিরুদ্ধে খেলতে পারেননি নীতিশ রানা। সেই সময় জানা গিয়েছিল সামান্য অ্যাঙ্কেল ইনজুরি রয়েছে। কিন্তু কেকেআর সূত্রে খবর, দিল্লি ম্যাচেও নাও খেলতে পারেন নীতিশ রানা। ফলে নীতিশ রানার মত একজন ব্যাটার টপ অর্ডারে না থাকা ধাক্কা হতে পারে কেকেআরের।
বরুণ চক্রবর্তীর অফ ফর্ম: পেসে মিচেল স্টার্ক চিন্তার কারণ হলে স্পিন বিভাগে বরুণ চক্রবর্তী কেকেআরের চিন্তা একটু বাড়িয়েছে। প্রথম ম্যাচে৪ ওভারে ৫৫ রান খরচ করে নিয়েছিলেন ১ উইকেট। দ্বিতীয় ম্যাচে ২ ওভারে ২০ রান দেওয়ার পর আর বোলিং মেলেনি। ফলে দলের স্পিন অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র ছন্দে না থাকলে চিন্তা তো বাড়বেই।বরুণ চক্রবর্তীর অফ ফর্ম: পেসে মিচেল স্টার্ক চিন্তার কারণ হলে স্পিন বিভাগে বরুণ চক্রবর্তী কেকেআরের চিন্তা একটু বাড়িয়েছে। প্রথম ম্যাচে৪ ওভারে ৫৫ রান খরচ করে নিয়েছিলেন ১ উইকেট। দ্বিতীয় ম্যাচে ২ ওভারে ২০ রান দেওয়ার পর আর বোলিং মেলেনি। ফলে দলের স্পিন অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র ছন্দে না থাকলে চিন্তা তো বাড়বেই।
বরুণ চক্রবর্তীর অফ ফর্ম: পেসে মিচেল স্টার্ক চিন্তার কারণ হলে স্পিন বিভাগে বরুণ চক্রবর্তী কেকেআরের চিন্তা একটু বাড়িয়েছে। প্রথম ম্যাচে৪ ওভারে ৫৫ রান খরচ করে নিয়েছিলেন ১ উইকেট। দ্বিতীয় ম্যাচে ২ ওভারে ২০ রান দেওয়ার পর আর বোলিং মেলেনি। ফলে দলের স্পিন অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র ছন্দে না থাকলে চিন্তা তো বাড়বেই।
কেকেআরের জঘন্য ফিল্ডিং: প্রথম দুই ম্যাচে কেকেআরের ফিল্ডিং একেবারেই আশানরুপ হয়নি। ক্যাচ মিস থেকে ফিল্ডিং মিস সব কিছুই দেখা গিয়েছে। ফলে ফিল্ডিং কোচ রায়ান টেন দুসখাতেকে আরও বেশি করে ফিল্ডিং নিয়ে দলের সঙ্গে সময় দিতে হবে। টি-২০ ক্রিকেটে ফিল্ডিং কতটা গুরুত্বপূর্ণ তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
কেকেআরের জঘন্য ফিল্ডিং: প্রথম দুই ম্যাচে কেকেআরের ফিল্ডিং একেবারেই আশানরুপ হয়নি। ক্যাচ মিস থেকে ফিল্ডিং মিস সব কিছুই দেখা গিয়েছে। ফলে ফিল্ডিং কোচ রায়ান টেন দুসখাতেকে আরও বেশি করে ফিল্ডিং নিয়ে দলের সঙ্গে সময় দিতে হবে। টি-২০ ক্রিকেটে ফিল্ডিং কতটা গুরুত্বপূর্ণ তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

IPL 2024 KKR vs DC: দিল্লির বিরুদ্ধে কেকেআর একাদশে একাধিক বদল? বাদ পড়বেন মহাতারকা! জেনে নিন বিস্তারিত

পরপর দুটি ম্যাচ জিতে আইপিএল ২০২৪-এ দুরন্ত শুরু করেছ কলকাতা নাইট রাইডার্স। বুধবার অ্যাওয়ে ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য গৌতম গম্ভীর, শ্রেয়স আইয়ারদের।
পরপর দুটি ম্যাচ জিতে আইপিএল ২০২৪-এ দুরন্ত শুরু করেছ কলকাতা নাইট রাইডার্স। বুধবার অ্যাওয়ে ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য গৌতম গম্ভীর, শ্রেয়স আইয়ারদের।
প্রথম দুটি ম্যাচে ব্যাট-বলে কেকেআরের জয়ে একাধিক প্লেয়ার নজরকাড়া পারফরম্যান্স করেছেন। সেই তালিকায় নাম রয়েছে ফিল সল্ট, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানাদের।
প্রথম দুটি ম্যাচে ব্যাট-বলে কেকেআরের জয়ে একাধিক প্লেয়ার নজরকাড়া পারফরম্যান্স করেছেন। সেই তালিকায় নাম রয়েছে ফিল সল্ট, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানাদের।
তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগে কেকেআরের সবথেকে বড় চিন্তার কারণ তারকা পেসার মিচেল স্টার্কের অফ ফর্ম। ২ ম্যাচে ৮ ওভার বল করে বিনা উইকেটে ১০০ রান খরচ করেছেন স্টার্ক।
তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগে কেকেআরের সবথেকে বড় চিন্তার কারণ তারকা পেসার মিচেল স্টার্কের অফ ফর্ম। ২ ম্যাচে ৮ ওভার বল করে বিনা উইকেটে ১০০ রান খরচ করেছেন স্টার্ক।
দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশ ও ইমপ্যাক্ট প্লেয়ার কে হবে তা নিয়ে রয়েছে জল্পনা। স্টার্ককে ফের সুযোগ দেওয়া হবে না অজি তারকার পরিবর্তে খেলবে অন্য কোনও ক্রিকেটার। দলে আর কোনও পরিবর্তন হতে পারে কিনা তা নিয়েও রয়েছে জল্পনা।
দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশ ও ইমপ্যাক্ট প্লেয়ার কে হবে তা নিয়ে রয়েছে জল্পনা। স্টার্ককে ফের সুযোগ দেওয়া হবে না অজি তারকার পরিবর্তে খেলবে অন্য কোনও ক্রিকেটার। দলে আর কোনও পরিবর্তন হতে পারে কিনা তা নিয়েও রয়েছে জল্পনা।
এক ঝলকে দেখে নিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, অনুকুল রায়, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অঙ্গক্রিশ রঘুবংশী (ইমপ্যাক্ট প্লেয়ার)।
এক ঝলকে দেখে নিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, অনুকুল রায়, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অঙ্গক্রিশ রঘুবংশী (ইমপ্যাক্ট প্লেয়ার)।
অপরদিকে, প্রথম দুটি ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে জয় পেয়েছে জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। যার ফলে আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে দিল্লির। ঘরের মাঠে কেকেআরের বিরুদ্ধে জয় ছাড়া কিছু ভাবতে নারাজ ঋষভ পন্থের দল।
অপরদিকে, প্রথম দুটি ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে জয় পেয়েছে জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। যার ফলে আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে দিল্লির। ঘরের মাঠে কেকেআরের বিরুদ্ধে জয় ছাড়া কিছু ভাবতে নারাজ ঋষভ পন্থের দল।
কেকেআরের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: পৃথ্বি শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটকিপার), ট্রিস্টান স্টাবস, অভিষেক পোড়েল, অক্ষর প্যাটেল, আনরিখ নকিয়া, মুকেশ কুমার, ইশান্ত শর্মা, খালিল আহমেদ, রাসিখ দার (ইমপ্যাক্ট প্লেয়ার)।
কেকেআরের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: পৃথ্বি শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটকিপার), ট্রিস্টান স্টাবস, অভিষেক পোড়েল, অক্ষর প্যাটেল, আনরিখ নকিয়া, মুকেশ কুমার, ইশান্ত শর্মা, খালিল আহমেদ, রাসিখ দার (ইমপ্যাক্ট প্লেয়ার)।

KKR News: চোটের কী অবস্থা! দিল্লির বিরুদ্ধে খেলবেন না কেকেআর তারকা? জানা গেল বড় আপডেট

আরসিবির বিরুদ্ধে জয়ে কেকেআরের যেসকল ক্রিকেটাররা গুরুত্বপূর্ণ  অবদান রেখেছে তাদের মধ্যে অন্যতম হল ভেঙ্কটেশ আইয়ার। হাফ সেঞ্চুরিও করেছে বাঁ হাতি ব্যাটার।   (Photo Courtesy- AP)
আরসিবির বিরুদ্ধে জয়ে কেকেআরের যেসকল ক্রিকেটাররা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তাদের মধ্যে অন্যতম হল ভেঙ্কটেশ আইয়ার। হাফ সেঞ্চুরিও করেছে বাঁ হাতি ব্যাটার। (Photo Courtesy- AP)
কিন্তু চিন্নাস্বামীতে ম্যাচ চলাকালীনও পিঠে যন্ত্রণা অনুভব করেন ভেঙ্কটেশ আইয়ার। মাঠে যন্ত্রণায় দেখা যায় তাঁকে। তারপরও দলের স্বার্থে ম্যাচ উইনিং ইনিংস খেলেন ভেঙ্কটেশ আইয়ার।(Photo Courtesy- AP)
কিন্তু চিন্নাস্বামীতে ম্যাচ চলাকালীনও পিঠে যন্ত্রণা অনুভব করেন ভেঙ্কটেশ আইয়ার। মাঠে যন্ত্রণায় দেখা যায় তাঁকে। তারপরও দলের স্বার্থে ম্যাচ উইনিং ইনিংস খেলেন ভেঙ্কটেশ আইয়ার।(Photo Courtesy- AP)
১০.৫ বলের মাথায় আলজারী জোসেফের বলে পুল শট খেলতে গিয়ে ব্যাথা পান তিনি এবং সঙ্গে সঙ্গে মাঠে আসেন কলকাতার ফিজিও। কাতর অবস্থায় ভেঙ্কটেশকে মাঠে গড়াগড়ি খেতে দেখা যায়, শুশ্রূষা দিয়ে ফিজিও আইয়ারকে প্রস্তুত করে তোলেন। (Photo Courtesy- AP)
১০.৫ বলের মাথায় আলজারী জোসেফের বলে পুল শট খেলতে গিয়ে ব্যাথা পান তিনি এবং সঙ্গে সঙ্গে মাঠে আসেন কলকাতার ফিজিও। কাতর অবস্থায় ভেঙ্কটেশকে মাঠে গড়াগড়ি খেতে দেখা যায়, শুশ্রূষা দিয়ে ফিজিও আইয়ারকে প্রস্তুত করে তোলেন। (Photo Courtesy- AP)
ম্যাচ শেষে নিজের চোট নিয়ে ভেঙ্কটেশ আইয়ার জানিয়েছেন,তার পিঠে হাল্কা টান অনুভব করেন। তাঁর একটি স্ক্যানের দরকার। স্ক্যান হলেই বোঝা যাবে পরিস্থিতি কোন জায়গায় রয়েছে।  (Photo Courtesy- AP)
ম্যাচ শেষে নিজের চোট নিয়ে ভেঙ্কটেশ আইয়ার জানিয়েছেন,তার পিঠে হাল্কা টান অনুভব করেন। তাঁর একটি স্ক্যানের দরকার। স্ক্যান হলেই বোঝা যাবে পরিস্থিতি কোন জায়গায় রয়েছে।
(Photo Courtesy- AP)
দিল্লি ম্যাচ ইন ফর্ম ভেঙ্কটেশ আইয়ারক পাওয়া যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তবে কেকেআর সূত্রে  পাওয়া খবরে চিন্তা কমবে ফ্যানদর। দলর সঙ্গ ভাইজ্যাক অনুশীলন করেছেন ভেঙ্কটশ আইয়ার।
দিল্লি ম্যাচ ইন ফর্ম ভেঙ্কটেশ আইয়ারক পাওয়া যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তবে কেকেআর সূত্রে পাওয়া খবরে চিন্তা কমবে ফ্যানদর। দলর সঙ্গ ভাইজ্যাক অনুশীলন করেছেন ভেঙ্কটশ আইয়ার।
আরসিবি ম্যাচ শেষে ভেঙ্কটেশ আইয়ারের যে স্ক্যান করা হয়েছিল সেই রিপোর্টও সন্তোষজনক বলে জানা গিয়েছে। কেকেআর সূত্রে খবর, দিল্লির বিরুদ্ধে খেলা নিয়ে কোনও সংশয় নেই।
আরসিবি ম্যাচ শেষে ভেঙ্কটেশ আইয়ারের যে স্ক্যান করা হয়েছিল সেই রিপোর্টও সন্তোষজনক বলে জানা গিয়েছে। কেকেআর সূত্রে খবর, দিল্লির বিরুদ্ধে খেলা নিয়ে কোনও সংশয় নেই।

IPL 2024 Points Table, KKR News: দিল্লির বিরুদ্ধে নামার আগে ‘খারাপ খবর’ কেকেআরে! এবার হারাতেই হবে সৌরভের দলকে

সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল ২০২৪ অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ৩ এপ্রিল কেকেআরর প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল ২০২৪ অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ৩ এপ্রিল কেকেআরর প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
অ্যাওয়ে ম্যাচে তৃতীয় জয়র লক্ষ্য নামবে মেন্টর গৌতম গম্ভীরের দল। জয়ের হ্যাটট্রিকের বিষয়ে আত্মবিশ্বাসী শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেলরা। তবে দিল্লি বিরুদ্ধে নামার আগে ধাক্কা খেল কেকেআর।
অ্যাওয়ে ম্যাচে তৃতীয় জয়র লক্ষ্য নামবে মেন্টর গৌতম গম্ভীরের দল। জয়ের হ্যাটট্রিকের বিষয়ে আত্মবিশ্বাসী শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেলরা। তবে দিল্লি বিরুদ্ধে নামার আগে ধাক্কা খেল কেকেআর।
রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২০ রানে হারে সিএসকে। যার ফলে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে নেমে এসেছিল চেন্নাই। এক নম্বরে উঠে গিয়েছিল কেকেআর। আর তিনে ছিল রাজস্থান রয়্যালস।
রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২০ রানে হারে সিএসকে। যার ফলে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে নেমে এসেছিল চেন্নাই। এক নম্বরে উঠে গিয়েছিল কেকেআর। আর তিনে ছিল রাজস্থান রয়্যালস।
কিন্তু সোমবার মুম্বই ইন্ডিয়ান্সকে বড় ব্যবধানে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে রাজস্থান রয়্যালস। এই জয়ের সুবাদে কেকেআরকে নামিয়ে লিগ টেবিলের শীর্ষস্থাব দখল করল সঞ্জু স্যামসের দল।
কিন্তু সোমবার মুম্বই ইন্ডিয়ান্সকে বড় ব্যবধানে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে রাজস্থান রয়্যালস। এই জয়ের সুবাদে কেকেআরকে নামিয়ে লিগ টেবিলের শীর্ষস্থাব দখল করল সঞ্জু স্যামসের দল।
রাজস্থান রয়্যালস বর্তমানে ৩ ম্যাচে ৩ জয়, ৬ পয়েন্ট, নেট রানরেট +১.২৪৯। দ্বিতীয় স্থানে থাকা কেকেআর বর্তমানে ২ ম্যাচে ২ জয়, ৪ পয়েন্ট, নেট রানরেট +১.০৪৭। সিএসকে তৃতীয় স্থানে। ৩ ম্যাচে ২ জয়. ৪ পয়েন্ট, +০.৯৭৬ রান রেট।
রাজস্থান রয়্যালস বর্তমানে ৩ ম্যাচে ৩ জয়, ৬ পয়েন্ট, নেট রানরেট +১.২৪৯। দ্বিতীয় স্থানে থাকা কেকেআর বর্তমানে ২ ম্যাচে ২ জয়, ৪ পয়েন্ট, নেট রানরেট +১.০৪৭। সিএসকে তৃতীয় স্থানে। ৩ ম্যাচে ২ জয়. ৪ পয়েন্ট, +০.৯৭৬ রান রেট।
তবে এই সিংহাসন দখল সাময়ীক। এখনও লিগের খেলায় অনেক ওঠা-নামা হবে। ৩ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ জিততেই হবে কেকেআরকে। তাহলেই ফের শীর্ষে উঠে আসবে নাইটরা।
তবে এই সিংহাসন দখল সাময়ীক। এখনও লিগের খেলায় অনেক ওঠা-নামা হবে। ৩ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ জিততেই হবে কেকেআরকে। তাহলেই ফের শীর্ষে উঠে আসবে নাইটরা।
এখনই মরশুমেপ শুরুতে লিগ টেবিলের ওঠা-নামা নিয়ে খুব একটা ভাবতে নারাজ কেকেআর। এক-একটি করে ম্যাচ ধরে এগোতে চাইছেন গৌতম গম্ভীর, শ্রেয়স আইয়াররা। আপাতত লক্ষ্য দিল্লি জয়।
এখনই মরশুমেপ শুরুতে লিগ টেবিলের ওঠা-নামা নিয়ে খুব একটা ভাবতে নারাজ কেকেআর। এক-একটি করে ম্যাচ ধরে এগোতে চাইছেন গৌতম গম্ভীর, শ্রেয়স আইয়াররা। আপাতত লক্ষ্য দিল্লি জয়।