IPL 2022: নববর্ষে বাইশ গজে কলকাতা, কেকেআর বনাম সানরাইজার্স ম্যাচের টস আপডেট

#মুম্বই: পয়লা বৈশাখের দিনে জমজমাট ক্রিকেট যজ্ঞ৷ বাঙালির বিশেষ দিনকে বিশেষ করতে বাইশ গজে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ( KKR vs SRH ) লড়াই৷ কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে টসে (Toss) জিতে বোলিংয়ের  সিদ্ধান্ত সানরাইজার্স হায়দরাবাদ৷ ফলে কেকেআর করবে প্রথমে ব্যাট৷  আইপিএল ২০২২ (IPL 2022) এ মেগা ম্যাচে ফের হবে ধুন্ধুমার৷

এদিকে টানা জয়ের ধারায় থাকা কেকেআরের জয়রথ শেষ ম্যাচে আটকে দিয়েছে দিল্লি ক্যাপিটাল্স৷ অন্যদিক পরপর ম্যাচ হেরে কোনঠাসা হয়ে যাওয়া সানরাইজার্স হায়দরাবাদ পরপর দুটি ম্যাচ জিতে জয়ের ছন্দে ফিরে এসেছে৷  পরিসংখ্যান বলছে, ২০২০ থেকে আজ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সকে হারাতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএলে মোট ২১ বার মুখোমুখি হয়েছে কলকাতা ও হায়দরাবাদ৷  কেকেআর ১৪বার জয়ী হয়েছে। এবারও সেই ধারা বদলের সম্ভাবনা কম। গতবারের রানার্স নাইট রাইডার্স আইপিএলের ১৫ তম মরশুমেও দারুণ শক্তিশালী। শুরুটা বেশ ভালোই হয়েছে ব্রেন্ডন ম্যাকালামের দলের। পাঁচটি খেলে কেকেআর জিতেছে তিনটিতে। আর চার ম্যাচের মধ্যে সানরাইজার্স পেয়েছে দু’টি জয়।

আরও পড়ুন – Covid 19 in IPL 2022: আইপিএলে ফের হানা করোনার, দিল্লি ক্যাপিটাল্সে পাওয়া গেল কোভিড পজিটিভ

তবে খেলাটা যেহেতু ক্রিকেট, আর ফরম্যাট যখন টি-২০, তখন অনেক হিসেবই নিমেষে ওলট পালট হয়ে যেতে পারে। গত ম্যাচে দিল্লির বিরুদ্ধে বড় ব্যবধানে হেরেছিল কেকেআর। সেই ধাক্কা রাসেলরা কতটা সামলে উঠতে পেরেছেন, সেটাই দেখার। তবে অ্যারন ফিনচের আগমনে নাইট শিবিরে দেখা যাচ্ছে খুশির হাওয়া। আসলে ওপেনার অজিঙ্কা রাহানে একেবারেই ছন্দে নেই। তাঁর জায়গায় একজন দক্ষ ওপেনার প্রয়োজন। সেক্ষেত্রে ফিনচ দুর্দান্ত বিকল্প।

তবে অজি তারকাকে খেলাতে হলে প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন ঘটাতে হবে কেকেআর টিম ম্যানেজমেন্টকে। নিয়ম অনুযায়ী চার বিদেশি খেলানো যায় একটি ম্যাচে। আন্দ্রে রাসেল, সুনীল নারিনের বাদ পড়ার সম্ভাবনা কম, যদি কেউ চোট না পান। রইল বাকি প্যাট কামিন্স ও উইকেটরক্ষক স্যাম বিলিংস। তবে প্রথম ম্যাচে কামিন্সের অলরাউন্ডার পারফরম্যান্স দেখার পর কোচ ম্যাকালাম হয়তো তাঁকেই খেলাতে চাইবেন।

সেক্ষেত্রে বিলিংসেরই বাদ পড়ার সম্ভাবনা বেশি। তাহলে উইকেট কিপিং করবেন কে? শেল্ডন জ্যাকসনের পাশাপাশি রয়েছেন বাবা ইন্দ্রজিৎ। তবে জ্যাকসন যেহেতু একটা ম্যাচ খেলেছেন, তাই তাঁকেই দস্তানা হাতে উইকেটের পিছনে দেখা যেতে পারে। অজিঙ্কা রাহানে বাদ পড়লে ফিনচের সঙ্গে হয়তো ওপেন করবেন বেঙ্কটেশ আয়ার।

বাকিরা হলেন শ্রেয়স আয়ার, নীতীশ রানা, আন্দ্রে রাসেল। যদি শেল্ডন জ্যাকসন খেলেন তাহলে তিনি ব্যাট করবেন মিডল অর্ডারে। রশিক সালামের বাদ পড়ার প্রভূত সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটতে পারে রিঙ্কু সিংয়ের। বোলিং বিভাগ মোটামুটি একই থাকছে।

উমেশ যাদব, প্যাট কামিন্সের সঙ্গে দুই স্পিনার সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। হায়দরাবাদ অবশ্য সহজে ছেড়ে দেবে না। ক্যাপ্টেন কেন উইলিয়ামসন ছন্দ ফিরে পেয়েছেন। পর পর দু’টি ম্যাচ জেতায় মনোবল তুঙ্গে টম মুডির ছেলেদের।