Tag Archives: KKR vs SRH

KKR Andre Russell: রাজা রাসেল! KKR-কে শুধু জেতালেন না, ইডেনে এমন এক কাণ্ড ঘটালেন! ক’জনই বা পারে

আইপিএলের প্রথম ম্যাচেই KKR-এর হয়ে ইডেনে ঝড় তুলেছেন আন্দ্রে রাসেল। ব্যাটিংয়ে যেমন ঝড়, তেমনই বল হাতেও ২ উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল।
আইপিএলের প্রথম ম্যাচেই KKR-এর হয়ে ইডেনে ঝড় তুলেছেন আন্দ্রে রাসেল। ব্যাটিংয়ে যেমন ঝড়, তেমনই বল হাতেও ২ উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল।
কলকাতা নাইট রাইডার্সকে কার্যত একার হাতে ম্যাচ জিতিয়েছেন তিনি। ম্যান অফ দ্য ম্যাচও সেই কারণেই বেছে নেওয়া হয়েছে এই ক্যারিবিয়ান তারকাকেই।
কলকাতা নাইট রাইডার্সকে কার্যত একার হাতে ম্যাচ জিতিয়েছেন তিনি। ম্যান অফ দ্য ম্যাচও সেই কারণেই বেছে নেওয়া হয়েছে এই ক্যারিবিয়ান তারকাকেই।
তবে, রাসেল জয়ের কৃতিত্ব দিচ্ছেন সতীর্থ হর্ষিত রানাকেও। যে ভাবে শেষ ওভারে হর্ষিত বল করেছেন, তা মুগ্ধ করেছে রাসেলকেও। মাঠে তাঁর উচ্ছ্বাস প্রকাশ দেখেও তা টের পাওয়া গিয়েছে।
তবে, রাসেল জয়ের কৃতিত্ব দিচ্ছেন সতীর্থ হর্ষিত রানাকেও। যে ভাবে শেষ ওভারে হর্ষিত বল করেছেন, তা মুগ্ধ করেছে রাসেলকেও। মাঠে তাঁর উচ্ছ্বাস প্রকাশ দেখেও তা টের পাওয়া গিয়েছে।
শনিবার ইডেনে ২৫ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আন্দ্রে রাসেল। সেই ঝড়ের মধ্যে ছিল ৩টি চার এবং ৭টি ছক্কা। আর এরই সঙ্গে কেকেআর আলরাউন্ডার আইপিএলে ২০০টি ছয় মারার বিরাট কীর্তি গড়েছেন ইডেনে।
শনিবার ইডেনে ২৫ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আন্দ্রে রাসেল। সেই ঝড়ের মধ্যে ছিল ৩টি চার এবং ৭টি ছক্কা। আর এরই সঙ্গে কেকেআর আলরাউন্ডার আইপিএলে ২০০টি ছয় মারার বিরাট কীর্তি গড়েছেন ইডেনে।
এর আগে মাত্র ৮জন ক্রিকেটারের এই কীর্তি ছিল। নবম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন আন্দ্রে রাসেল। আইপিএলে নিজের ৯৭তম ইনিংসে ২০০ ছয়ের মাইলফলক স্পর্শ করলেন রাসেল।
এর আগে মাত্র ৮জন ক্রিকেটারের এই কীর্তি ছিল। নবম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন আন্দ্রে রাসেল। আইপিএলে নিজের ৯৭তম ইনিংসে ২০০ ছয়ের মাইলফলক স্পর্শ করলেন রাসেল।
আইপিএলে সবথেকে বেশি ছয়ের নজির রয়েছে আরেক ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের। আইপিএলে সব থেকে বেশি ছয় মারার নজির রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটার ক্রিস গেলের। ১৪১ ইনিংসে ৩৫৭টি ছক্কা মেরেছেন গেইল। পরের স্থানেই রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। রোহিত এখনও পর্যন্ত ২৩৮টি ইনিংসে ২৫৭টি ছয় মেরেছেন। তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স। তিনি ১৭০টি ইনিংসে ২৫১টি ছক্কা মেরেছেন। সেই তালিকায় এবার ঢুকে গেলেন আন্দ্রে রাসেলও।
আইপিএলে সবথেকে বেশি ছয়ের নজির রয়েছে আরেক ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের। আইপিএলে সব থেকে বেশি ছয় মারার নজির রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটার ক্রিস গেলের। ১৪১ ইনিংসে ৩৫৭টি ছক্কা মেরেছেন গেইল। পরের স্থানেই রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। রোহিত এখনও পর্যন্ত ২৩৮টি ইনিংসে ২৫৭টি ছয় মেরেছেন। তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স। তিনি ১৭০টি ইনিংসে ২৫১টি ছক্কা মেরেছেন। সেই তালিকায় এবার ঢুকে গেলেন আন্দ্রে রাসেলও।
ইডেনে শনিবার আক্ষরিক অর্থেই উঠেছিল রাসেল ঝড়। শনিবার ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। কেকআরের টপ অর্ডারে অভিষকে নজর কাড়েন ওপেনার ফিল সল্ট। তাঁর অর্ধশতরান ছাড়া কেকেআর টপ অর্ডারে ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতিশ রানারা কেউ রান পাননি। ফিল সল্টকে কিছুটা সঙ্গ দেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা রমনদীপ সিং। ৫৪ রান জুটিতে যোগ করেন তারা।
ইডেনে শনিবার আক্ষরিক অর্থেই উঠেছিল রাসেল ঝড়। শনিবার ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। কেকআরের টপ অর্ডারে অভিষকে নজর কাড়েন ওপেনার ফিল সল্ট। তাঁর অর্ধশতরান ছাড়া কেকেআর টপ অর্ডারে ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতিশ রানারা কেউ রান পাননি। ফিল সল্টকে কিছুটা সঙ্গ দেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা রমনদীপ সিং। ৫৪ রান জুটিতে যোগ করেন তারা।
ফিল সল্ট ৫৪ ও রমনদীপ সিং ৩৫ রান করে আউট হতেই ফের চাপে পড়ে যায় কেকেআর। ১১৯ রান ৬ উইকট পড়ে যায় নাইটদের। তারপর কেকেআরর বাকি ইনিংস জুড়ে শুধুই রাসেলের মাসেল পাওয়ার। ইডেনে রীতিমতো তাণ্ডব চালান ক্যারিবিয়ান তারকা। তাকে সঙ্গ দেন রিঙ্কু সিং। ৮১ রানের পার্টনারশিপ করেন তারা।

ফিল সল্ট ৫৪ ও রমনদীপ সিং ৩৫ রান করে আউট হতেই ফের চাপে পড়ে যায় কেকেআর। ১১৯ রান ৬ উইকট পড়ে যায় নাইটদের। তারপর কেকেআরর বাকি ইনিংস জুড়ে শুধুই রাসেলের মাসেল পাওয়ার। ইডেনে রীতিমতো তাণ্ডব চালান ক্যারিবিয়ান তারকা। তাকে সঙ্গ দেন রিঙ্কু সিং। ৮১ রানের পার্টনারশিপ করেন তারা।
রিঙ্কু ২৩ রান করে আউট হন। ২৫ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন রাসেল। ৭টি ছয় ও ৩টি চার মারেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২০৮ রান করে কেকেআর। এরপরই বল হাতেও দুটি মূল্যবান উইকেট নেন রাসেল।
রিঙ্কু ২৩ রান করে আউট হন। ২৫ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন রাসেল। ৭টি ছয় ও ৩টি চার মারেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২০৮ রান করে কেকেআর। এরপরই বল হাতেও দুটি মূল্যবান উইকেট নেন রাসেল।

IPL 2024 KKR Player: সর্বনাশ! KKR-এর জয়ের নায়ক পেল বড় শাস্তি! চরম ক্ষুব্ধ গাভাসকারও! কী ঘটল রাতের ইডেনে?

কলকাতা: প্রথমে রাসেলের মাসেল পাওয়ার। তারপর ক্লাসেনের ক্লাসিক হিট। শেষ পর্যন্ত শনিবার রাতে জয়ের হাসি হাসল কেকেআর। মরশুমের প্রথম ম্যাচেই ৪ রানের রুদ্ধশ্বাস জয় পেলে নাইটরা। ক্লাসেনের বিধ্বংসী ব্যাটিং একসময় গোটা ইডেনকে স্তব্ধ করে দিয়েছিল। বিশেষ করে ২৫ কোটির স্টার্ক পুরোপুরি ফ্লপ প্রথম ম্যাচে। কিন্তু শেষ ওভারে প্রায় হারা ম্যাচ কেকেআরকে জিতিয়ে জয়ের নামক হর্ষিত রানা।
কলকাতা: প্রথমে রাসেলের মাসেল পাওয়ার। তারপর ক্লাসেনের ক্লাসিক হিট। শেষ পর্যন্ত শনিবার রাতে জয়ের হাসি হাসল কেকেআর। মরশুমের প্রথম ম্যাচেই ৪ রানের রুদ্ধশ্বাস জয় পেলে নাইটরা। ক্লাসেনের বিধ্বংসী ব্যাটিং একসময় গোটা ইডেনকে স্তব্ধ করে দিয়েছিল। বিশেষ করে ২৫ কোটির স্টার্ক পুরোপুরি ফ্লপ প্রথম ম্যাচে। কিন্তু শেষ ওভারে প্রায় হারা ম্যাচ কেকেআরকে জিতিয়ে জয়ের নামক হর্ষিত রানা।
কিন্তু ম্যাচের শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সকে জয় এনে দিয়েও শাস্তির মুখে পড়তে হল হর্ষিত রানাকে। কেকেআর বোলারের ম্যাচ ফি-র ৬০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। তাঁর বিতর্কিত আচরণের জন্য সমালোচনা করেছেন সুনীল গাভাসকারও।
কিন্তু ম্যাচের শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সকে জয় এনে দিয়েও শাস্তির মুখে পড়তে হল হর্ষিত রানাকে। কেকেআর বোলারের ম্যাচ ফি-র ৬০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। তাঁর বিতর্কিত আচরণের জন্য সমালোচনা করেছেন সুনীল গাভাসকারও।
ঠিক কী ঘটেছিল? ম্যাচে প্রথমে মায়াঙ্ক এবং পরে ম্যাচের চূড়ান্ত উত্তেজনার সময় ক্লাসেনকে আউট করে মাত্রাতিরিক্ত উত্তেজনা প্রকাশ করেছিলেন হর্ষিত রানা। হায়দরাবাদের দুই ব্যাটসম্যানকেই বিদ্রুপ করেন তিনি। যা আইপিএলের আচরণবিধি সম্মত নয়। আচরণবিধির ২.৫ নম্বর ধারা লঙ্ঘন করেছেন হর্ষিত।

ঠিক কী ঘটেছিল? ম্যাচে প্রথমে মায়াঙ্ক এবং পরে ম্যাচের চূড়ান্ত উত্তেজনার সময় ক্লাসেনকে আউট করে মাত্রাতিরিক্ত উত্তেজনা প্রকাশ করেছিলেন হর্ষিত রানা। হায়দরাবাদের দুই ব্যাটসম্যানকেই বিদ্রুপ করেন তিনি। যা আইপিএলের আচরণবিধি সম্মত নয়। আচরণবিধির ২.৫ নম্বর ধারা লঙ্ঘন করেছেন হর্ষিত।
তাঁকে ‘লেভেল ১’ পর্যায়ের অপরাধে অভিযুক্ত করেছেন ম্যাচ রেফারি মনু নায়ার। ম্যাচের পরের শুনানিতে নিজের ভুলও স্বীকার করে নিয়েছেন রানা। প্রথম অপরাধের জন্য ম্যাচ ফির ১০ শতাংশ এবং দ্বিতীয় বার একই অপরাধ করার জন্য ম্যাচ ফির আরও ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে তাঁকে। অর্থাৎ ম্যাচ ফির মোট ৬০ শতাংশ জরিমানা হয়েছে তাঁর। হর্ষিতের সমালোচনা করেছেন সুনীল গাভাসকারও।
তাঁকে ‘লেভেল ১’ পর্যায়ের অপরাধে অভিযুক্ত করেছেন ম্যাচ রেফারি মনু নায়ার। ম্যাচের পরের শুনানিতে নিজের ভুলও স্বীকার করে নিয়েছেন রানা। প্রথম অপরাধের জন্য ম্যাচ ফির ১০ শতাংশ এবং দ্বিতীয় বার একই অপরাধ করার জন্য ম্যাচ ফির আরও ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে তাঁকে। অর্থাৎ ম্যাচ ফির মোট ৬০ শতাংশ জরিমানা হয়েছে তাঁর। হর্ষিতের সমালোচনা করেছেন সুনীল গাভাসকারও।
শনিবার ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। কেকআরের টপ অর্ডারে অভিষকে নজর কাড়েন ওপেনার ফিল সল্ট। তাঁর অর্ধশতরান ছাড়া কেকেআর টপ অর্ডারে ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতিশ রানারা কেউ রান পাননি। ফিল সল্টকে কিছুটা সঙ্গ দেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা রমনদীপ সিং। ৫৪ রান জুটিতে যোগ করেন তারা।
শনিবার ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। কেকআরের টপ অর্ডারে অভিষকে নজর কাড়েন ওপেনার ফিল সল্ট। তাঁর অর্ধশতরান ছাড়া কেকেআর টপ অর্ডারে ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতিশ রানারা কেউ রান পাননি। ফিল সল্টকে কিছুটা সঙ্গ দেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা রমনদীপ সিং। ৫৪ রান জুটিতে যোগ করেন তারা।
ফিল সল্ট ৫৪ ও রমনদীপ সিং ৩৫ রান করে আউট হতেই ফের চাপে পড়ে যায় কেকেআর। ১১৯ রান ৬ উইকট পড়ে যায় নাইটদের। তারপর কেকেআরর বাকি ইনিংস জুড়ে শুধুই রাসেলের মাসেল পাওয়ার। ইডেনে রীতিমতো তাণ্ডব চালান ক্যারিবিয়ান তারকা। তাকে সঙ্গ দেন রিঙ্কু সিং। ৮১ রানের পার্টনারশিপ করেন তারা।
ফিল সল্ট ৫৪ ও রমনদীপ সিং ৩৫ রান করে আউট হতেই ফের চাপে পড়ে যায় কেকেআর। ১১৯ রান ৬ উইকট পড়ে যায় নাইটদের। তারপর কেকেআরর বাকি ইনিংস জুড়ে শুধুই রাসেলের মাসেল পাওয়ার। ইডেনে রীতিমতো তাণ্ডব চালান ক্যারিবিয়ান তারকা। তাকে সঙ্গ দেন রিঙ্কু সিং। ৮১ রানের পার্টনারশিপ করেন তারা।
রিঙ্কু ২৩ রান করে আউট হন। ২৫ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন রাসেল। ৭টি ছয় ও ৩টি চার মারেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২০৮ রান করে কেকেআর।
রিঙ্কু ২৩ রান করে আউট হন। ২৫ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন রাসেল। ৭টি ছয় ও ৩টি চার মারেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২০৮ রান করে কেকেআর।
২০৯ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভাল করে সানরাইজার্স হায়দরাবাদ। মারকাটারি শট খেলতে থাকেন দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ও ইমপ্যাক্ট প্লেয়ার অভিষেক শর্মা। ৫ ওভারের মধ্যে অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুজনে। ষষ্ঠ ওভারে ৬০ রানে প্রথম উইকেট পড়ে সানরাইজার্সের। ওপেনিং জুটি ভাঙতেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে হায়দরাবাদ।
২০৯ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভাল করে সানরাইজার্স হায়দরাবাদ। মারকাটারি শট খেলতে থাকেন দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ও ইমপ্যাক্ট প্লেয়ার অভিষেক শর্মা। ৫ ওভারের মধ্যে অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুজনে। ষষ্ঠ ওভারে ৬০ রানে প্রথম উইকেট পড়ে সানরাইজার্সের। ওপেনিং জুটি ভাঙতেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে হায়দরাবাদ।
চাপের মুহূর্তে কেকেআর যেমন রাসেল টেনেছিলে, হায়দরাবাদের হয়ে ঠিক সেই কাজই করেন হেনরিক ক্লাসেন। বিধ্বংসী ব্যাটিং করে কেকেআরের জয়ের গ্রাস প্রায় কেড়েই নিয়েছিলেন তিনি। ক্লাসেনকে কিছুটা সঙ্গ দেন শাহবাজ আহমেদ। ২৫ কোটির স্টার্ক ১৯তম ওভারে চারটি ছয় দিয়ে প্রায় ম্যাচ হারিয়েই দিয়েছিলেন। ৪ ওভারে বিনা উইকেটে ৫৩ রান খরচ করেন তিনি।
চাপের মুহূর্তে কেকেআর যেমন রাসেল টেনেছিলে, হায়দরাবাদের হয়ে ঠিক সেই কাজই করেন হেনরিক ক্লাসেন। বিধ্বংসী ব্যাটিং করে কেকেআরের জয়ের গ্রাস প্রায় কেড়েই নিয়েছিলেন তিনি। ক্লাসেনকে কিছুটা সঙ্গ দেন শাহবাজ আহমেদ। ২৫ কোটির স্টার্ক ১৯তম ওভারে চারটি ছয় দিয়ে প্রায় ম্যাচ হারিয়েই দিয়েছিলেন। ৪ ওভারে বিনা উইকেটে ৫৩ রান খরচ করেন তিনি।
শেষ ওভারে হর্ষিত রানা ম্যাচ উইনিং ওভার করেন। ক্লাসেন ও শাহবাজ দুজনকেই আউট করেন তিনি। ২৯ বলে ৬৩ রান করে আউট হন ক্লাসেন। হতাশা নিয়ে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২০৪ রান করে সানরাইজার্স। ৪ রানে ম্যাচ জেতে কেকেআর। মরশুমের প্রথম ম্যাচ মাঠে দেখতে এসে রুদ্ধশ্বাস জয় উপহার পেলেন শাহরুখ খান।
শেষ ওভারে হর্ষিত রানা ম্যাচ উইনিং ওভার করেন। ক্লাসেন ও শাহবাজ দুজনকেই আউট করেন তিনি। ২৯ বলে ৬৩ রান করে আউট হন ক্লাসেন। হতাশা নিয়ে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২০৪ রান করে সানরাইজার্স। ৪ রানে ম্যাচ জেতে কেকেআর। মরশুমের প্রথম ম্যাচ মাঠে দেখতে এসে রুদ্ধশ্বাস জয় উপহার পেলেন শাহরুখ খান।

KKR News: এবার কী করবেন গম্ভীর? ৪ ওভারে ৫৩ রান খরচ ২৫ কোটির বোলারের, প্রথম ম্যাচে ডাহা ফেল মিচেল স্টার্ক

কলকাতা: নিলামে রেকর্ড ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে অস্ট্রেলিয়ার স্পিড স্টার মিচেল স্টার্কে কিনেছিল কলকাতা নাইট রাই়ডার্স। আইপিএলের ইতিহাস সবথেকে দামি ক্রিকেটার তিনি। মরশুম শুরুর আগই কেকেআর মেন্টর গৌতম গম্ভীর স্টার্ককে এবার দলে সেরা এক্স ফ্যাক্টর বলে আখ্যা দিয়েছিলেন। কিন্তু মরশুমের প্রথম ম্যাচে ডাহা ফেল বাঁ হাতি তারকা পেসার।

নতুন বলে ও ডেথ ওভারে দলকে সাফল্য এনে দেওয়ার জন্যই স্টার্ককে নেয় কেকেআর।কিন্তু সানরাইজার্স হায়দরাাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে স্টার্কের কারণেই আরেকটু হলে হারতে বসেছিল নাইটরা। ম্যাচের প্রথম ৩ ওভারেও খুব একটা দাগ কাটতে পারেননি স্টার্ক। তবে তখনও মনে হয়নি ১৯ তম ওভারে স্টার্কের কারণেই ম্যাচ হাত থেকে বেরিয়ে যাওয়ার মত পরিস্থিতি হবে কেকেআরের।

২০৯ রানের টার্গেট তাড়া করতে নেমে তখন বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছেন সানরাইডার্সের হেনরিক ক্লাসেন। শেষ ২ ওভারে দরকার ছিল ৩৯ রান। শ্রেয়স আইয়ার দলের সবথেকে অভিজ্ঞ পেসার স্টার্ককে বল তুলে দেন। কিন্তু সেই ওভারে স্টারক্কে নিয়ে রীতিমত ছেলে খেলা করেন ক্লাসেন। ৩টি ছয় মারেন ক্লাসেন ও একটি ছয় মারেন শাহবাজ আহমেদ। ওভারে ২৬ রান দেন তিনি। ৪ ওভার বোলিং করে বিনা উইকেট খরচ করেন ৫৩ রান।

আরও পড়ুনঃ KKR News: প্রথম ম্যাচেই রুদ্ধশ্বাস জয় কেকেআরের, নাইটদের জয়ের নায়ক রাসেল ও হর্ষিত রানা, সুপার ফ্লপ স্টার্ক

শেষ ওভারে সানরাইজার্সের দরকার ছিল ১৪। হর্ষিত রানার ম্যাচ উইনিং বোলিং করেন। ক্লাসেন ও শাহবাজ দুজনকেই আউট করেন তিনি। শেষ পর্যন্ত ৪ রানে রুদ্ধশ্বাস ম্যাচ জেতে কেকেআর। কিন্তু প্রায় ২৫ কোটি টাকা দিয়ে নেওয়া বোলারের এমন পারফরম্যান্সে হতাশ ফ্যানেরা। এর আগেও একজন বোলারের পিছনে এত খরচ করা নিয়ে উঠেছিল প্রশ্ন। স্বাভাবিকভাবে সেই প্রশ্ন আবার উঠবে। দ্বিতীয় স্টার্ক ঘুড়ে দাঁড়াতে পারেন কিনা সেটাই দেখার।

KKR News: প্রথম ম্যাচেই রুদ্ধশ্বাস জয় কেকেআরের, নাইটদের জয়ের নায়ক রাসেল ও হর্ষিত রানা, সুপার ফ্লপ স্টার্ক

কলকাতা: প্রথমে রাসেলের মাসেল পাওয়ার। তারপর ক্লাসেনের ক্লাসিক হিট। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল কেকেআর। মরশুমের প্রথম ম্যাচেই ৪ রানের রুদ্ধশ্বাস জয় পেলে নাইটরা। ক্লাসেনে বিধ্বংসী ব্যাটিং একসময় গোটা ইডেনকে স্তব্ধ করে দিয়েছিল। বিশেষ করে ২৫ কোটির স্টার্ক পুরোপুরি ফ্লপ প্রথম ম্যাচে। কিন্তু শেষ ওভারে প্রায় হারা ম্যাচ কেকেআরকে জিতিয়ে জয়ের নামক হর্ষিত রানা।

ম্যাচ টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। কেকআরের টপ অর্ডারে অভিষক নজর কাড়েন ওপনার ফিল সল্ট। তারঁ অর্ধশতরানের রান ছাড়া কেকেআর টপ অর্ডারে ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতিশ রানারা কেউ রান পাননি। ফিল সল্টকে কিছুটা সঙ্গ দেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা রমনদীপ সিং। ৫৪ রান জুটিতে যোগ করেন তারা।

ফিল সল্ট ৫৪ ও রমনদীপ সিং ৩৫ রান করে আউট হতেই ফের চাপে পড়ে যায় কেকেআর। ১১৯ রান ৬ উইকট পড়ে যায় নাইটদের। তারপর কেকেআরর বাকি ইনিংস জুড়ে শুধুই রাসেলের মাসেল পাওয়ার। ইডেনে রীতিমত তাণ্ডব তালান ক্যারিবিয়ান তারকা। তাকে সঙ্গ দেন রিঙ্কু সিং। ৮১ রানের পার্টনারশিপ করেন তারা। রিঙ্কু ২৩ রান করে আউট হন। ২৫ বলে ৬৪ রানর বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন রাসেল। ৭টি ছয় ও ৩টি চার মারেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২০৮ রান করে কেকেআর।

২০৯ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভাল করে সানরাইজার্স হায়দরাবাদ। মারকাটারি শট খেলতে থাকেন দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ও ইমপ্যাক্ট প্লেয়ার অভিষেক শর্মা। ৫ ওভারের মধ্যে অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুজনে। ষষ্ঠ ওভারে ৬০ রানে প্রথম উইকেট পড়ে সানরাইজার্সের। ওপেনিং জুটি ভাঙতেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে হায়দরাবাদ।

চাপের মুহূর্তে কেকেআর যেমন রাসেল টেনেছিলে, হায়দরাবাদের হয়ে ঠিক সেই কাজই করেন হেনরিক ক্লাসেন। বিধ্বংসী ব্যাটিং করে কেকেআরের জয়ের গ্রাস প্রায় কেড়েই নিয়েছিলেন তিনি। ক্লাসেনকে কিছুটা সঙ্গ দেন শাহবাজ আহমেদ। ২৫ কোটির স্টার্ক ১৯তম ওভারে চারটি ছয় দিয়ে প্রায় ম্যাচ হারিয়েই দিয়েছিলেন। ৪ ওভারে বিনা উইকেটে ৫৩ রান খরচ করেন তিনি।

শেষ ওভারে হর্ষিত রানা ম্যাচ উইনিং ওভার করেন। ক্লাসেন ও শাহবাজ দুজনকেই আউট করেন তিনি। ২৯ বলে ৬৩ রান করে আউট হন ক্লাসেন। হতাশা নিয়ে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২০৪ রান করে সানরাইজার্স। ৪ রানে ম্যাচ জেতে কেকেআর। মরশুমের প্রথম ম্যাচ মাঠে দেখতে এসে রুদ্ধশ্বাস জয় উপহার পেলেন শাহরুখ খান।

KKR News: কেকেআর স্পিড স্টার স্টার্ক তৈরি করেছেন ‘খতরনাক অস্ত্র’! উড়বে প্রতিপক্ষের ঘুম

আইপিএলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ার তিনি। ২৪.৭৫ কোটি টাকা দিয়ে অজি স্পিড স্টার মিচেল স্টার্ককে কিনেছিল কেকেআর। স্টার্কের হাত ধরেই কেকেআরের পেস বোলিংয়ের দুর্দশা কাটবে বলে আশাদাবী সকলেই।
আইপিএলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ার তিনি। ২৪.৭৫ কোটি টাকা দিয়ে অজি স্পিড স্টার মিচেল স্টার্ককে কিনেছিল কেকেআর। স্টার্কের হাত ধরেই কেকেআরের পেস বোলিংয়ের দুর্দশা কাটবে বলে আশাদাবী সকলেই।
কলকাতায় পা রেখেই কেকেআরের অনুশীলন শিবিরে যোগ দেন মিচেল স্টার্ক। অনুশীলনে ঘাম ঝরিয়ে নিজেকে তৈরি করে নিয়েছেন তারকা পেসার। ম্যাচে নামার জন্য মুখিয়ে রয়েছে স্টার্ক।
কলকাতায় পা রেখেই কেকেআরের অনুশীলন শিবিরে যোগ দেন মিচেল স্টার্ক। অনুশীলনে ঘাম ঝরিয়ে নিজেকে তৈরি করে নিয়েছেন তারকা পেসার। ম্যাচে নামার জন্য মুখিয়ে রয়েছে স্টার্ক।
শনিবার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআর জার্সিতে স্টার্কের অভিষেক হওয়া প্রায় পাকা। ইডেনের পিচে সবুজ আভা দেখে উজ্জীবিত বাঁ হাতি তারকা পেসার। প্রতিপক্ষের জন্য কী কী অস্ত্র তৈরি রাখছেন তাও জানালেন স্টার্ক।
শনিবার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআর জার্সিতে স্টার্কের অভিষেক হওয়া প্রায় পাকা। ইডেনের পিচে সবুজ আভা দেখে উজ্জীবিত বাঁ হাতি তারকা পেসার। প্রতিপক্ষের জন্য কী কী অস্ত্র তৈরি রাখছেন তাও জানালেন স্টার্ক।
ম্যাচের আগের দিন স্টার্ক বলেন,"অনুশীলনে নতুন ও পুরনো দুই ধরনের বল দিয়ে অনুশীলন করেছি। নতুন বলে প্রতিক্ষকে ধাক্কা দেওয়ার কিছু পরিকল্পনা তৈরি করেছি। এছাড়া ডেথ ওভারে বোলিংয়ের জন্য ইয়র্কার সহ বেশ কিছু বৈচিত্র তৈরি করেছি।"
ম্যাচের আগের দিন স্টার্ক বলেন,”অনুশীলনে নতুন ও পুরনো দুই ধরনের বল দিয়ে অনুশীলন করেছি। নতুন বলে প্রতিক্ষকে ধাক্কা দেওয়ার কিছু পরিকল্পনা তৈরি করেছি। এছাড়া ডেথ ওভারে বোলিংয়ের জন্য ইয়র্কার সহ বেশ কিছু বৈচিত্র তৈরি করেছি।”
এর পাশাপাশি স্টার্ক জানিয়েছেন, দলকে সাফল্য এনে দিতে বল হাতে আমার যাবতীয় অস্ত্র তৈরি রাখছি। তবে আমি বেসিক ক্রিকেটে বিশ্বাসী। তাতেই সাফল্য পেয়েছি এতদিন। আর প্রয়োজনে ব্য়াট হাতেও দলের হয়ে অবদান রাখার বিষয়ে আত্মবিশ্বাসী স্টার্ক।
এর পাশাপাশি স্টার্ক জানিয়েছেন, দলকে সাফল্য এনে দিতে বল হাতে আমার যাবতীয় অস্ত্র তৈরি রাখছি। তবে আমি বেসিক ক্রিকেটে বিশ্বাসী। তাতেই সাফল্য পেয়েছি এতদিন। আর প্রয়োজনে ব্য়াট হাতেও দলের হয়ে অবদান রাখার বিষয়ে আত্মবিশ্বাসী স্টার্ক।

KKR News: কে থাকবে দলে আর কে পড়বে বাদ! প্রথম ম্যাচেই কেকেআর একাদশে চমক দিতে পারেন গম্ভীর

বিগত বছরগুলির ব্যর্থতা সব অতীত। ২০২৪ সাল নতুন মরশুম, নতুন মেন্টর, দলে নতুন তারকাদের নিয়ে নতুন ভোরের অপেক্ষায় মাঠ নামতে চলেছ কলকাতা নাইট রাইডার্স। শনিবার ইডেনে আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ সান রাইজার্স হায়দরাবাদ।
বিগত বছরগুলির ব্যর্থতা সব অতীত। ২০২৪ সাল নতুন মরশুম, নতুন মেন্টর, দলে নতুন তারকাদের নিয়ে নতুন ভোরের অপেক্ষায় মাঠ নামতে চলেছ কলকাতা নাইট রাইডার্স। শনিবার ইডেনে আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ সান রাইজার্স হায়দরাবাদ।
নাইটদর ভাগ্য ফেরাতে ফ্র্যাঞ্চাইজির সবথেকে সফল অধিনায়ক গৌতম গম্ভীরকে মেন্টর কর ফিরিয়ে এনেছে কেকেআর। যেই দলকে একসময় খাদের কিনারা থেকে টেনে তুলে ২বার চ্যাম্পিয়ন করেছিলেন, সেই চ্যালেঞ্জ ফের নিয়ে কাজ শুরু করে দিয়েছেন গম্ভীর। এসআরকে দলের ভালোর জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন গম্ভীরকে।
নাইটদর ভাগ্য ফেরাতে ফ্র্যাঞ্চাইজির সবথেকে সফল অধিনায়ক গৌতম গম্ভীরকে মেন্টর কর ফিরিয়ে এনেছে কেকেআর। যেই দলকে একসময় খাদের কিনারা থেকে টেনে তুলে ২বার চ্যাম্পিয়ন করেছিলেন, সেই চ্যালেঞ্জ ফের নিয়ে কাজ শুরু করে দিয়েছেন গম্ভীর। এসআরকে দলের ভালোর জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন গম্ভীরকে।
এছাড়া নিলামে ২৫.৭৫ কোটি টাকা দিয়ে মিচেল স্টার্কের মত তারকা পেসারকে নিয়ে চমক দিয়েছে কেকেআর। সঙ্গে রয়েছে ফিল সল্টদের মত টি-২০ স্পেশালিস্ট ব্যাটারদের অন্তর্ভুক্তি। এছাড়া রানা,রিঙ্কু, শ্রেয়স,ভেঙ্কটেশ,রাসেল, নারিন মত তারকারা তো রয়েইছে।
এছাড়া নিলামে ২৫.৭৫ কোটি টাকা দিয়ে মিচেল স্টার্কের মত তারকা পেসারকে নিয়ে চমক দিয়েছে কেকেআর। সঙ্গে রয়েছে ফিল সল্টদের মত টি-২০ স্পেশালিস্ট ব্যাটারদের অন্তর্ভুক্তি। এছাড়া রানা,রিঙ্কু, শ্রেয়স,ভেঙ্কটেশ,রাসেল, নারিন মত তারকারা তো রয়েইছে।
এত কিছুর পরেও শ্রেয়স আইয়ারের ফিটনেস নিয়ে ধোঁয়াশা, ওপেনিং কে করবে, বোলি অর্ডারে স্টার্কের সঙ্গী কে হবেন, স্পিন অ্যাটাকে কারা খেলবেন,মরশুমের প্রথম ম্যাচের আগে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কেকেআর ফ্যানেদের অন্দরে। তবে ঘরের মাঠে প্যাট কামিন্সের হায়দরবাদকে হারাতে যে পুরোপুরি তৈরি কেকেআর, তা স্পষ্ট।
এত কিছুর পরেও শ্রেয়স আইয়ারের ফিটনেস নিয়ে ধোঁয়াশা, ওপেনিং কে করবে, বোলি অর্ডারে স্টার্কের সঙ্গী কে হবেন, স্পিন অ্যাটাকে কারা খেলবেন,মরশুমের প্রথম ম্যাচের আগে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কেকেআর ফ্যানেদের অন্দরে। তবে ঘরের মাঠে প্যাট কামিন্সের হায়দরবাদকে হারাতে যে পুরোপুরি তৈরি কেকেআর, তা স্পষ্ট।
এক ঝলকে দেখে নিন প্রথম ম্যাচে কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, ফিল সল্ট / রহমানউল্লাহ গুরবাজ (উইকেট কিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মিচেল স্টার্ক, চেতন সাকারিয়া, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা / সূয়শ শর্মা।
এক ঝলকে দেখে নিন প্রথম ম্যাচে কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, ফিল সল্ট / রহমানউল্লাহ গুরবাজ (উইকেট কিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মিচেল স্টার্ক, চেতন সাকারিয়া, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা / সূয়শ শর্মা।
অপরদিকে, অন্যান্যবারে তুলনায় অনেক বেশি শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদ। বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে নেতৃত্ব দিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছে এসআরএইচ। ট্রেভিস হেডের দলে আসা ব্যাটিং শক্তি অনেক বাড়িয়ে দিয়েছে। বোলিংয়েও রয়েছে ভারসাম্য।
অপরদিকে, অন্যান্যবারে তুলনায় অনেক বেশি শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদ। বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে নেতৃত্ব দিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছে এসআরএইচ। ট্রেভিস হেডের দলে আসা ব্যাটিং শক্তি অনেক বাড়িয়ে দিয়েছে। বোলিংয়েও রয়েছে ভারসাম্য।
এক ঝলকে দেখে নিন সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য প্রথম একাদশ: মায়াঙ্ক আগরওয়াল, ট্রেভিস হেড, রাহুল ত্রিপাঠী, এডেন মার্করাম, হেনরিক ক্লাসেন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, উমরান মালিক, মায়াঙ্ক মার্কান্ডে।
এক ঝলকে দেখে নিন সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য প্রথম একাদশ: মায়াঙ্ক আগরওয়াল, ট্রেভিস হেড, রাহুল ত্রিপাঠী, এডেন মার্করাম, হেনরিক ক্লাসেন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, উমরান মালিক, মায়াঙ্ক মার্কান্ডে।

IPL 2024, KKR vs SRH : প্রথম ম‍্যাচেই মহা ধামাকা! নাইটদের মনোবল বাড়াতে আজ ইডেনে থাকবেন শাহরুখ খান

কলকাতাঃ আজ, শনিবার ২৩.০৩.২০৪ তারিখ কলকাতার ইডেন গার্ডেনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টুয়েন্টি-20 ক্রিকেট ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম‍্যাচ নিয়ে উন্মাদনা ইতিমধ‍্যে তুঙ্গে। আজ ইডেনে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে উপস্থিত থাকবেন শাহরুখ খান। প্রতিবছরই নিজের টিমের ম‍্যাচ দেখতে হাজির থাকেন স্বয়ং কিং খান। এবার একদম প্রথম ম‍্যাচেই মাঠে থাকবেন তিনি।

আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪ | IPL 2024 Points Table

আরও পড়ুনঃ

প্রসঙ্গত, আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরকে ৬উইকেটে হারিয়ে দেয় চেন্নাই। গতকাল, জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে সূচনা হয় আইপিএল ২০২৪-এর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭ তম মরশুমকে ঘিরে ক্রিকেট জ্বর কাবু করছে ক্রীড়া প্রেমিদের। এমএস ধোনি, বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলরা মাঠে নামার আগেই চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম কঁপালেন বলিউড তারকারা।

আইপিএল ২০২৪ পার্পল ক্যাপ | IPL 2024 Purple Cap

আইপিএল ২০২৪ অরেঞ্জ ক্যাপ | IPL 2024 Orange Cap

আইপিএল ২০২৪ ফলাফল | IPL 2024 Live Results

প্রতি বছরের মত এবারও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় বিসিসিআইয়ের তরফে। পারফর্ম করেন বলিউডের দুই সুপারস্টার অক্ষয় কুমার ও টাইগার স্রফ। দুই সুপার স্টারের ডান্সের সঙ্গে মেতে ওঠে গোটা চিপক স্টেডিয়াম।এরপর পারফরম করেন কিংবদন্তি অস্কার পুরস্কার বিজয়ী সুরকার এ আর রহমান এবং জাতীয় পুরস্কার বিজয়ী গায়ক সোনু নিগম। সোনু নিগমের বন্দে মাতরম গানে দাঁড়িয়ে পড়েন সকল দর্শকরা। সুরের মূর্ছনায় ভাসিয়ে দেন এর আর রহমানও।

আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪

KKR News: কেকেআরের ৫ সমস্যা! কী হবে প্রথম ম্যাচে? সমাধান করতেই হবে গম্ভীরকে

শনিবার থেকে আইপিএল অভিযান শুরু করলে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচে নামার আগে এই ৫ সমস্যার সমাধান করতই হবে গৌতম গম্ভীরকে।
শনিবার থেকে আইপিএল অভিযান শুরু করলে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচে নামার আগে এই ৫ সমস্যার সমাধান করতই হবে গৌতম গম্ভীরকে।
শ্রেয়স আইয়রের ফিটনেস নিয়ে ধোঁয়াশা: আইপিএলের প্রথম ম্যাচের আগেও কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়র পুরোপুরি ফিট কিনা, প্রথম ম্য়াচে খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। নীতিশ রানা জানিয়েছেন, শ্রেয়স মোটামুটি ফিট। প্রয়োজনে তিনি অধিনায়কত্ব করতে রাজি। ফলে শ্রেয়স না পাওয়া গেলে সমস্যা হতে পারে কেকেআরের।
শ্রেয়স আইয়রের ফিটনেস নিয়ে ধোঁয়াশা: আইপিএলের প্রথম ম্যাচের আগেও কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়র পুরোপুরি ফিট কিনা, প্রথম ম্য়াচে খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। নীতিশ রানা জানিয়েছেন, শ্রেয়স মোটামুটি ফিট। প্রয়োজনে তিনি অধিনায়কত্ব করতে রাজি। ফলে শ্রেয়স না পাওয়া গেলে সমস্যা হতে পারে কেকেআরের।
ওপেনিং জুটির সমস্যা: সেট ওপেনিং জুটি দলের সাফল্যে জন্য খুবই দরকার। কিন্তু কেকেআরে বরাবর কোনও নির্দিষ্ট ওপেনিং জুটি দেখা যায়নি। তবে এবার গৌতম গম্ভীরের হাতে একাধিক অপশন রয়েছে। ভেঙ্কটেশ আইয়ার, রহমানউল্লাহ গুরবাজ, ফিল সল্টদের মত তারকারা রয়েছে। এবার দেখার এরমধ্যে কারা ক্লিক করে।
ওপেনিং জুটির সমস্যা: সেট ওপেনিং জুটি দলের সাফল্যে জন্য খুবই দরকার। কিন্তু কেকেআরে বরাবর কোনও নির্দিষ্ট ওপেনিং জুটি দেখা যায়নি। তবে এবার গৌতম গম্ভীরের হাতে একাধিক অপশন রয়েছে। ভেঙ্কটেশ আইয়ার, রহমানউল্লাহ গুরবাজ, ফিল সল্টদের মত তারকারা রয়েছে। এবার দেখার এরমধ্যে কারা ক্লিক করে।
অতিরিক্ত রাসেল নির্ভরতা: ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল একদিকে যেমন দলের শক্তি তিনি। ঠিক তেমনই তার উপর এতটা নির্ভরশীল হয়ে পরে কেকেআর যে সেটা সবসময় দলের পক্ষে যায় না। ফলে রাসেল নির্ভরতা কমিয়ে দলের অন্যান্য ক্রিকেটারদেরও বাড়তি দায়িত্ব নিতে হবে এবার।
অতিরিক্ত রাসেল নির্ভরতা: ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল একদিকে যেমন দলের শক্তি তিনি। ঠিক তেমনই তার উপর এতটা নির্ভরশীল হয়ে পরে কেকেআর যে সেটা সবসময় দলের পক্ষে যায় না। ফলে রাসেল নির্ভরতা কমিয়ে দলের অন্যান্য ক্রিকেটারদেরও বাড়তি দায়িত্ব নিতে হবে এবার।
ধারাবাহিকতার অভাব: কেকেআরের সবথেকে প্রধান সমস্যা হল ধারাবাহিকতার অভাব। ব্যাটিং লাইনে নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়র হোক আর বোলিং অ্যাটাকে বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, এই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছে নাইটরা। এবার নতুন মেন্টর গৌতম গম্ভীর সেই সমস্যার সমাধান  করতে পারেন কিনা সেটাই দেখার।
ধারাবাহিকতার অভাব: কেকেআরের সবথেকে প্রধান সমস্যা হল ধারাবাহিকতার অভাব। ব্যাটিং লাইনে নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়র হোক আর বোলিং অ্যাটাকে বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, এই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছে নাইটরা। এবার নতুন মেন্টর গৌতম গম্ভীর সেই সমস্যার সমাধান করতে পারেন কিনা সেটাই দেখার।
ডেথ ওভারে বোলারের অভাব: কেকেআর দলের আরও একটি প্রধান সমস্যা হল ডেথ ওভারে বোলারের অভাব। পেস অ্যাটাকে এবার মিচেল স্টার্কের মত তারকার সংযোজন সেই সমস্যা কতটা কাটাতে পারে সেটাই দেখার। স্পিন অ্যাটাকে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীরও ফর্ম ওঠা-নামা করে। একমাত্র রাসেল ডেথ ওভারে কিছুটা ভরসা দিয়ে থাকেন।
ডেথ ওভারে বোলারের অভাব: কেকেআর দলের আরও একটি প্রধান সমস্যা হল ডেথ ওভারে বোলারের অভাব। পেস অ্যাটাকে এবার মিচেল স্টার্কের মত তারকার সংযোজন সেই সমস্যা কতটা কাটাতে পারে সেটাই দেখার। স্পিন অ্যাটাকে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীরও ফর্ম ওঠা-নামা করে। একমাত্র রাসেল ডেথ ওভারে কিছুটা ভরসা দিয়ে থাকেন।

KKR News: প্রথম ম্যাচের আগেই খারাপ খবর! মহাতারকাকে পাবে না কেকেআর? অশনি সংকেত রানার কথায়

শনিবার আইপিএল  ২০২৪-এর প্রথম ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স।  ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রতিপক্ষ সানরাইডজার্স হায়দরাবাদ। কিন্তু প্রথম ম্যাচে নামার আগে নীতিশ রানার মন্তব্য বাড়াল চিন্তা।
শনিবার আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রতিপক্ষ সানরাইডজার্স হায়দরাবাদ। কিন্তু প্রথম ম্যাচে নামার আগে নীতিশ রানার মন্তব্য বাড়াল চিন্তা।
চিন্তার কারণ হল শ্রেয়স আইয়ার। গত মরশুমে চোটের কারণে গোটা আইপিএল খেলেননি শ্রেয়স আইয়ার। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বিশ্বকাপে ভারতীয় দলে ফেরেন শ্রেয়স। বিশ্বকাপে ভাল পারফর্মও করেন তিনি।
চিন্তার কারণ হল শ্রেয়স আইয়ার। গত মরশুমে চোটের কারণে গোটা আইপিএল খেলেননি শ্রেয়স আইয়ার। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বিশ্বকাপে ভারতীয় দলে ফেরেন শ্রেয়স। বিশ্বকাপে ভাল পারফর্মও করেন তিনি।
তবে গত ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের সময়েই পিঠের পুরনো পিঠের ব্যথায় ফের কাবু হন শ্রেয়স। পিঠে ব্যাথা অনুভব করার জন্যই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ৩টি টেস্টে মাঠে নামেননি আইয়ার। তবে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির  ফাইনাল খেলতে গিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ের সময় ফের পিঠে ব্যথা অনুভব করেন তিনি।
তবে গত ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের সময়েই পিঠের পুরনো পিঠের ব্যথায় ফের কাবু হন শ্রেয়স। পিঠে ব্যাথা অনুভব করার জন্যই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ৩টি টেস্টে মাঠে নামেননি আইয়ার। তবে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির ফাইনাল খেলতে গিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ের সময় ফের পিঠে ব্যথা অনুভব করেন তিনি।
শ্রেয়সের আইপিএল খেলা নিয়ে সংশয় দেখা দেয় সেই থেকেই। যদিও যথা সময়ে তিনি নাইট শিবিরে যোগ দেন। মনে করা হয়ছিল পুরোপুরি ফিট তিনি। কিন্তু কেকেআরের প্রথম ম্যাচের আগে নীতিশ রানার মন্তব্যে শুনে মনে হচ্ছে এখনও পুরোপুরি ফিট নন শ্রেয়স।
শ্রেয়সের আইপিএল খেলা নিয়ে সংশয় দেখা দেয় সেই থেকেই। যদিও যথা সময়ে তিনি নাইট শিবিরে যোগ দেন। মনে করা হয়ছিল পুরোপুরি ফিট তিনি। কিন্তু কেকেআরের প্রথম ম্যাচের আগে নীতিশ রানার মন্তব্যে শুনে মনে হচ্ছে এখনও পুরোপুরি ফিট নন শ্রেয়স।
এসআরএইচ ম্যাচের আগে নীতিশ রানা বলেছেন,"শ্রেয়স দলের সঙ্গে যোগ দিয়েছে এবং ও মোটামুটি ফিট। অবশ্যই অতীতে ওর ফিটনেস ইস্যু ছিল এবং এগুলোকে হাল্কাভাবে নিতে পারি না। আশা করছি পুরো মরশুম ওকে পাওয়া যাবে।"
এসআরএইচ ম্যাচের আগে নীতিশ রানা বলেছেন,”শ্রেয়স দলের সঙ্গে যোগ দিয়েছে এবং ও মোটামুটি ফিট। অবশ্যই অতীতে ওর ফিটনেস ইস্যু ছিল এবং এগুলোকে হাল্কাভাবে নিতে পারি না। আশা করছি পুরো মরশুম ওকে পাওয়া যাবে।”
এছাড়াও রানা বলেন,"শ্রেয়সের চোট নিয়ে পুরোপুরি  নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে যদি তেমন পরিস্থিতি তৈরি হয় এবং আমাকে ফের ক্যাপ্টেনের আর্ম ব্যান্ড পরতে হয়, তাহলে আমি পুরোপুরি প্রস্তুত।"
এছাড়াও রানা বলেন,”শ্রেয়সের চোট নিয়ে পুরোপুরি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে যদি তেমন পরিস্থিতি তৈরি হয় এবং আমাকে ফের ক্যাপ্টেনের আর্ম ব্যান্ড পরতে হয়, তাহলে আমি পুরোপুরি প্রস্তুত।”
নীতিশ রানার এই মন্তব্যর পরই আশঙ্কা তৈরি হয়েছে যে তাহলে কী আইপিএলের প্রথম দিকের কিছু ম্যাচে পাওয়া যাবে না শ্রেয়স আইয়ারকে। উত্তর পেতে অপেক্ষা করতেহবে শনিবারের টিম ঘোষণা পর্যন্ত।
নীতিশ রানার এই মন্তব্যর পরই আশঙ্কা তৈরি হয়েছে যে তাহলে কী আইপিএলের প্রথম দিকের কিছু ম্যাচে পাওয়া যাবে না শ্রেয়স আইয়ারকে। উত্তর পেতে অপেক্ষা করতেহবে শনিবারের টিম ঘোষণা পর্যন্ত।

IPL 2024: শনিবার ইডেনে কেকেআর-হায়দরাবাদ ম‍্যাচ! দেখে নিন কোন কোন রাস্তা খোলা বা বন্ধ থাকবে

কলকাতাঃ 23.03.2024 তারিখে কলকাতার ইডেন গার্ডেনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টুয়েন্টি-20 ক্রিকেট ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ।

এই অনুষ্ঠানের জন্য কলকাতা শহরের জন্য সমস্ত শ্রেণির যানবাহন-সহ ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হবে কলকাতা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে।

১) 23.03.2024 তারিখে ইডেন গার্ডেন এবং ময়দান এলাকায় এবং এর আশেপাশের রাস্তায় সমস্ত ধরণের পণ্য যানবাহনের চলাচল সাময়িকভাবে সীমিত/স্থগিত করা হবে বিকেল ৪ টে থেকে রাত 01.00 পর্যন্ত । হাওড়া থেকে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড ধরে পোস্তা বাজার ছাড়া । যানবাহনগুলিকে রাস্তার মধ্যে পার্কিং, লোড/আনলোড করতে দেওয়া হবে না।

আরও পড়ুনঃ হাওড়া থেকে মেট্রোতে এই স্টেশনগুলিতে পৌঁছতে কত খরচ? তালিকা প্রকাশ করল কর্তৃপক্ষ! দেখে নিন

ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের আশেপাশে সব ধরনের পণ্যবাহী যান চলাচল সীমিত থাকবে, অর্থাৎ AJC বোস রোডের অংশ ডিএল খান রোড থেকে ক্যাথিড্রাল রোড, হাসপাতাল রোড, কুইন্সওয়ে, ক্যাথেড্রাল রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ এবং লাভার্স লেনের মধ্যে সব ধরনের পণ্যবাহী যান চলাচল সীমিত থাকবে।

২) ক্ষুদিরাম বোস রোড (অকল্যান্ড রোড), নর্থ ব্রুক অ্যাভিনিউ এবং গোস্থ পাল সরণি (কিংসওয়ে) বিকেল ৪ টে থেকে রাত 01.00 টা পর্যন্ত বা ভিড় শেষ হওয়া পর্যন্ত সমস্ত ধরণের যানবাহনের জন্য বন্ধ থাকবে৷ কলকাতা হাইকোর্টর গাড়িগুলিকে অকল্যান্ড রোড এবং নর্থ ব্রুক এভিনিউর পরিবর্তে এসপ্ল্যানেড রো ওয়েস্ট বরাবর চলাচলের অনুমতি দেওয়া হতে পারে, ডিউটিতে থাকা ট্রাফিক পুলিশ প্রয়োজনীয় বিবেচনা করবেন ।

৩) কর্তব্যরত ট্রাফিক পুলিশ যখন প্রয়োজন মনে করবে তখন নিম্নলিখিত রাস্তার উভয় পাশে যানবাহন পার্কিং নিষিদ্ধ করা হবে:-

1)গোস্থ পাল সরণি (কিংসওয়ে)।

2)ক্ষুদিরাম বোস রোড (অকল্যান্ড রোড)।

3) Rani Rashmoni Avenue.

4) পুরাতন কোর্ট হাউস স্ট্রিট।

5) ইন্দিরা গান্ধী সরণি (রেড রোড)

6) গুরু নানক সরণি (মেয়ো রোড)।

7) ডাফরিন রোড।

৪) BBD ব্যাগ এলাকার জন্য দক্ষিণ কলকাতা থেকে আসা বাস এবং মিনি বাসগুলিকে RR অ্যাভিনিউ , গভমেন্ট প্লেস ইস্ট ইস্ট, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, বিবিডি ব্যাগ থেকে নেতাজি মূর্তি দিকে ডাইভার্ট করা হবে৷ (ii) জেএল নেহেরু রোড থেকে বেন্টিঙ্ক স্ট্রিট, মিশন রো, ম্যাঙ্গো লেন, বিবিডি ব্যাগ, যানবাহনের পরিমাণের উপর নির্ভর করে ডিউটিতে থাকা পুলিশ যখন প্রয়োজন বলে মনে করবেন যানবাহন ডাইভার্ট করবেন ।

একইভাবে উত্তর ও পূর্ব কলকাতা থেকে বাস ও মিনি বাসগুলিকে (i) সেন্ট্রাল অ্যাভিনিউ, ম্যাঙ্গো লেন, বি বি ডি ব্যাগ থেকে গণেশ চন্দ্র এভিনিউ-এর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। l (ii) এস এন ব্যানার্জি রোড থেকে আরআর অ্যাভিনিউ, গভর্নমেন্টের দিকে। পূর্ব দিকে, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, পশ্চিমমুখী যাত্রার জন্য BBD ব্যাগ (iii) ওল্ড কোর্ট হাউস স্ট্রিট
থেকে এসপ্ল্যানেড রো ইস্ট, JL নেহেরু রোড দক্ষিণমুখী যাত্রার জন্য এবং যখন ডিউটিতে থাকা পুলিশ প্রয়োজনীয় বলে মনে করে।

5) দক্ষিণ কলকাতার গাড়িচালকরা A JC বোস রোড, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড ব্যবহার করতে পারেন এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশের নির্দেশ অনুসারে কাউন্সিল হাউস স্ট্রিটের দিকে কিরণ শঙ্কর রায় রোড হয়ে BBD ব্যাগ এলাকায় অ্যাক্সেস পেতে পারেন।

একইভাবে উত্তর ও পূর্ব কলকাতার গাড়ি চালকরা বিবি হয়ে বিবিডি ব্যাগ এলাকায় প্রবেশ করবে

গাঙ্গুলী স্ট্রিট এবং এস এন ব্যানার্জি রোড, আর আর অ্যাভিনিউ, গভর্নমেন্ট থেকেও। স্থান পূর্ব, পুরাতন কোর্ট হাউস

ডিউটিতে থাকা ট্রাফিক পুলিশ কর্তৃক নির্দেশিত রাস্তা ইত্যাদি।

6) হাওড়াগামী বাস এবং মিনি বাসগুলি দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম কলকাতা থেকে ডিএইচ রোড, খিদ্দারপুর ব্রিজ খিদ্দেরপুর রোড ধরে হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট পিটার্সবার্গ হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড – তাদের উত্তরমুখী যাত্রার জন্য, যখন প্রয়োজন।

7) হাওড়াগামী বাস এবং মিনি বাসগুলি দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম কলকাতা থেকে ডি এইচ রোড, স্ট্যান্ডল রোড, আলিপুর রোড বেলভেডের রোড জিরাত ব্রিজ বরাবর বেলভেদেরার রোড / AJC বোস রোড ক্রসিং থেকে AJC বোস রোড – AJC র‌্যাম্প – সেন্ট জর্জেস হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। গেট রোড – স্ট্র্যান্ড রোড তাদের উত্তরমুখী জুমের জন্য, যখন প্রয়োজন।

8) হাওড়াগামী বাস এবং মিনি বাসগুলি দক্ষিণ কলকাতা থেকে এজেসি বোস রোড ধরে আসছে – জে এল নেহেরু রোড – মেয়ো রোড ডাফেরিন রোড / মেয়ো রোড ক্রসিং থেকে ডাফরিন রোড – খিদ্দারপুর রোড – ঘোরাপথ – সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড – থেকে সরানো হবে। তাদের উত্তরমুখী যাত্রার জন্য, যখন প্রয়োজন।

9) ট্যাক্সি, প্রাইভেট বাস, ইত্যাদির জন্য কোন পার্কিং স্পেস দেওয়া হবে না। ইডেন গার্ডেনের আশেপাশে।

10) ব্যান্ড স্ট্যান্ড এবং অকল্যান্ড রোডের বাস স্ট্যান্ড ম্যাচের দিন কিরণ শঙ্কর রায় রোড এবং এসপ্ল্যানেড রো ইস্ট, সেন্ট্রাল বাস টার্মিনাসে স্থানান্তরিত হবে।

11) জনসাধারণের স্বার্থে যখন প্রয়োজন মনে করা হয় তখন কর্তব্যরত ট্রাফিক পুলিশ যে কোনও ধমনী এবং ফিডার রাস্তা থেকে যানবাহন চলাচলকে সরিয়ে দিতে পারে।

12) এই বিজ্ঞপ্তিগুলি ম্যাচের দিন অন্যান্য স্বাভাবিক বিধিনিষেধ ছাড়াও বলবৎ থাকবে, যা উপরে বিরোধী নয়।

Check Live updates আইপিএল ২০২৪ | পয়েন্ট টেবিল | রেজাল্ট | খবর
অরেঞ্জ ক্যাপপার্পল ক্যাপসর্বাধিক ছক্কা