MI vs RR preview : আইপিএলে বাটলারদের বিরুদ্ধে আজ নবম হার আটকানোই একমাত্র লক্ষ্য মুম্বই ইন্ডিয়ান্সের

#মুম্বই: জার্সি দেখে যায় চেনা! পারফরম্যান্স কিন্তু সে কথা বলছে না। মুম্বই ইন্ডিয়ান্সের হতশ্রী দশা দেখে কে বলবে, দলটা পাঁচবারের চ্যাম্পিয়ন! আট ম্যাচের আটটিতেই হেরে আইপিএল প্লে-অফে ওঠার আশা কার্যত শেষ রোহিত শর্মারদের। টানা হারের বেনজির লজ্জা থেকে মুক্তির খোঁজে শনিবার তারা মুখোমুখি হবে আত্মবিশ্বাসে ভরপুর রাজস্থান রয়্যালসের। একেবারেই অসম লড়াই। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রাজস্থান।

আরও পড়ুন – Rajasthan Royals on Shane Warne : কিংবদন্তি শেন ওয়ার্নকে কিভাবে শ্রদ্ধা জানাবে রাজস্থান রয়্যালস ? অবাক হবেন জানলে

চলতি আসরে দুই দলের প্রথম সাক্ষাতে মুম্বই ইন্ডিয়ান্সকে ২৩ রানে হারিয়েছিলেন সঞ্জু স্যামসনরা। শনিবারও জয়ের ধারা অব্যাহত রেখে প্রয়াত প্রাক্তন অধিনায়ক শেন ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে চায় রাজস্থান। সেই উপলক্ষে প্রত্যেক ক্রিকেটারের জার্সির কলারে লেখা থাকবে ‘এস ডব্লিউ ২৩’।

এবার দারুণ ছন্দে রয়েছে রাজস্থান। দুই ওপেনার জস বাটলার ও দেবদূত পাদিক্কাল রানের মধ্যে আছেন। বাটলারের ঝুলিতে ইতিমধ্যে উঠেছে তিনটি শতরান। সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়ার ও রিয়ান পরাগও ভরসা দিচ্ছেন। রাজস্থানের বোলাররাও ফর্মে রয়েছেন। তারকা পেসার ট্রেন্ট বোল্ট তাঁর পুরনো দল মুম্বইয়ের টপ অর্ডারকে সমস্যায় ফেলতে পারেন।

চাহাল তো আবার ১৮টি উইকেট নিয়ে আপাতত সর্বাধিক উইকেট শিকারি। অন্যদিকে, মুম্বই যে কোনও মূল্যে জিততে মরিয়া। সে জন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। দুই ওপেনার রোহিত শর্মা ও ঈশান কিষান পুরোপুরি ব্যর্থ। এরমধ্যে ১৫.২৫ কোটিতে নেওয়া ঈশান আট ম্যাচ করেছেন ১৯৯ রান।

সুর্যকুমার যাদব, তিলক ভার্মা, ডিওয়াল্ড ব্রেভিস মিডল অর্ডারে চেষ্টা চালিয়েও দলকে জয়ের মুখ দেখাতে পারছেন না। সবচেয়ে খারাপ দশা তারকা পেসার যশপ্রীত বুমরাহর। তারকাদের বিবর্ণ দশায় দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের লজ্জার বহর।