MI vs DC preview : ইডেনের টিকিট পেতে আজ রোহিতের মুম্বইয়ের দিকে তাকিয়ে বিরাট বাহিনী

#মুম্বই: পয়েন্ট তালিকায় অবস্থান অনুযায়ী মুম্বই ইন্ডিয়ান্সকে হারালেই প্লে-অফ নিশ্চিত দিল্লি ক্যাপিটালসের। ১৩টি খেলে ঋষভ পন্থদের ঝুলিতে ১৪ পয়েন্ট। শনিবার জিতলে তাদের পয়েন্ট হবে ১৬। ইতিমধ্যেই ১৪টি ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে নেট রান রেটে বিরাট কোহলিরা পিছিয়ে (-০.২৫৩)। পক্ষান্তরে দিল্লি অপেক্ষাকৃত ভাল জায়গায় (+০.২৫৫)।

আরও পড়ুন – Nikhat Zareen : এবার প্যারিস অলিম্পিকের জন্য বিশেষ প্রস্তুতি নেবেন সোনা জয়ী নিখাত

তাই মুম্বই-বাধা টপকাতে পারলেই ওয়ার্নার, মার্শরা কলকাতার বিমানে উঠে পড়বেন। তবে বিরাট কোহলি, ডু’প্লেসিরা চাইবেন ম্যাচটা জিতুক মুম্বই। কারণ, তাঁদের ভাগ্য যে এখন রোহিতদের হাতে।পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের এই ম্যাচে হারানোর কিছু নেই। বরং পাওয়ার রয়েছে অনেক কিছু। যেমন, হতাশ সমর্থকদের শেষ ম্যাচে জয়ের স্বাদ উপহার দিতে চাইবেন রোহিতরা।

পাশাপাশি দল নিয়েও অনেক পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন কোচ মাহেলা জয়বর্ধনে। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে শচীন পুত্র অর্জুন তেন্ডুলকর। নিলামে তাঁকে দলে নিলেও মুম্বই এবার কোনও ম্যাচে খেলায় বাঁহাতি পেসারটিকে। শেষ ম্যাচে তাঁকে সুযোগ দেওয়া হতে পারে, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের।

মুম্বইয়ের ব্যাটিংয়ে বড় ভরসা ক্যাপ্টেন রোহিত শর্মা, ঈশান কিষান। যদিও নামের প্রতি তাঁরা সুবিচার করতে পারেননি। যখন ফর্মে ফিরলেন, ততক্ষণে দল ছিটকে গিয়েছে প্লে-অফের দৌড় থেকে। এছাড়া তিলক ভার্মা, টিম ডেভিডের উপর নজর থাকবে। দুই তরুণ ব্যাটসম্যান ছন্দে আছেন।

অলরাউন্ডার ড্যানিয়েল স্যামস মুম্বইয়ের সেরা অস্ত্র। ফিরতে পারেন কিয়েরন পোলার্ডও। বোলিংয়ে সেরা বাজি যশপ্রীত বুমরাহ। যদিও দু’একটি ম্যাচ ছাড়া তিনি জ্বলে উঠতে পারেননি।