Viral Video : বরফের ঢালে পেটে ভর দিয়ে সাতসকালে পেঙ্গুইনদের কাজে যাওয়ার তাড়া! অ্যান্টার্কটিকার ভাইরাল ভিডিও দেখুন

বড় শহরে সকাল সন্ধ্যায় অফিসটাইমে যানজট নিত্য সমস্যা৷ কানের কাছে তীব্র হর্নের শব্দ আরও কয়েক গুণ বাড়িয়ে তোলে বিরক্তিকে ৷ কিন্তু জানেন কি সুদূর অ্যান্টার্কটিকাতেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সকালে ব্যস্ততা তুঙ্গে ওঠে৷ কিন্তু শীতলতম জনবিরল মহাদেশে কীসের এত ব্যস্ততা? সে ব্যস্ততা পেঙ্গুইনদের ৷ তাদের কাজের তাড়া মন জয় করেছে নেটিজেনদের ৷ অচিরেই ভাইরাল এক দঙ্গল পেঙ্গুইনদের কাজে যাওয়ার ভিডিও৷

ভিডিওটি প্রথমে শেয়ার করা হয়েছে ট্যুইটারে ৷ তার পর তা ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের বিভিন্ন শাখায় ৷ সেখানে দেখা যাচ্ছে অসংখ্য পেঙ্গুইন পেটের উপর ভর দিয়ে পিচ্ছিল বরফের ঢাল বেয়ে এগিয়ে যা্ছে৷ যেন পার্কে স্লিপে চড়েছে বাচ্চারা ৷ তাদের উপর দিয়ে চক্কর কেটে যাচ্ছে বরফদেশের পাখিদের দল ৷ গম্ভীরমুখো পেঙ্গুইনদের কাজের জায়গায় পৌঁছনর তাড়া দেখে হাসির রোল নেটদুনিয়ায়৷ শেয়ার করা ভিডিওর ক্যাপশন দেওয়া হয়েছে ‘অ্যান্টার্কটিকায় সাতসকালের ব্যস্ততা’৷

 

আরও পড়ুন : লকডাউনে ঘরে বসে নিজের হাতে তৈরি করা বিমানে সপরিবার ইউরোপ সফর করলেন যুবক

নেটিজেনদের মন ও মনোযোগ দুই-ই নেটিজেনদের জয় করে নিয়েছে ৷ একজন লিখেছেন ‘এই দৃশ্য মনোমুগ্ধকর’৷ আর একজনের জিজ্ঞাসা পেঙ্গুইনরা কোথায় যাচ্ছে? ওরা কি খেলছে? কোনও কোনও পেঙ্গুইন একদিকে যাচ্ছে৷ বাকিদের গন্তব্য বিপরীত দিক ৷ কিন্তু কেন এই স্লিপ স্লিপ খেলা? সে কারণও জানিয়েছেন এক নেটিজেন ৷ তাঁর মতে, বরফের উপরে হাঁটার বদলে এ ভাবে গেলে সময় অনেক কম লাগে ৷

আরও পড়ুন :  ৯০ ডিগ্রি বেঁকে গিয়েছিল ঘাড়, নিখরচায় অস্ত্রোপচারে পাকিস্তানি কিশোরীর নতুন জীবন ভারতের চিকিৎসকের হাতে

চিরশীতল দেশের বাসিন্দাদের সকালের ব্যস্ততা নিয়ে আপনার কী মত?