Neeraj Chopra: সোনা, রুপো তো হল, এবার হীরে! নজির গড়ে ডায়মন্ড লিগে সেরা নীরজ চোপড়া

#বার্লিন: নীরজ চোপড়া বৃহস্পতিবার আবার নতুন ইতিহাস তৈরি করলেন। ৮ সেপ্টেম্বর প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে বিশ্বের অন্যতম সেরা স্পোর্টিং ইভেন্ট ডায়মন্ড লিগে সেরা হলেন। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে প্রথম হলেন তিনি। ২৪ বছরের অলিম্পিক্সের সোনা জয়ী নীরজ চোপড়া এদিন ৮৮.৪৪ মিটার থ্রো করে পোডিয়ামের টপ হলেন৷

টোকিও অলিম্পিক্সে সোনা জয়, বিশ্ব অ্যাথলেটিক্স মিটে রূপো জয়ের পর এবার ডায়মন্ড লিগেও সেরা হলেন নীরজ চোপড়া৷ নীরজ চোপড়া চেক প্রজাতন্ত্রের জাকুব ভাল্দজ, জার্মানির জুলিয়ান ওয়েবারকে হারিয়ে স্ক্রিপ্ট তৈরি করলেন৷

 

আরও পড়ুন –  ‘বকেয়া নেই ডিএ!’, রাজ্যের যুক্তি শুনল হাইকোর্ট শুক্রবার ফের শুনানি 

 

আরও পড়ুন –  Weather Alert: আজ রাত পোহালেই আবহাওয়ার ১৮০ ডিগ্রি নাটকীয় বদল, প্রবল হাওয়া-বৃষ্টিতে টালমাটাল হবে জীবন

 

দেখে নিন ঠিক কী পারফরম্যান্স দিয়ে ফের সেরা হলেন নীরজ চোপড়া৷ রইল ভিডিও৷

 

 

ভারতের সেরা জ্যাভলিন স্টার শুরু করেছিলন ভুল করে জাকুব ভাল্দজ তখন এগিয়ে যান৷ নিজের প্রথম প্রচেষ্টায় তিনি ৮৪.১৫ মিটার থ্রো করেন৷ নিজের দ্বিতীয় থ্রো-তে তিনি ৮৮.৪ থ্রো করেন৷ এর চেয়ে আর কেউ ভাল ছুঁড়তে পারেনি৷

নীরজ নিজের তৃতীয় অ্যাটেম্পেটে ৮৮.০ মিটার ছোঁড়েন৷ চতুর্থ প্রচেষ্টায় ৮৬.১১ , পঞ্চমবারে ৮৭.০০ মিটার, এবং শেষবার ৮৩.৬০ ছোঁড়েন৷ জাকুব ভাল্দজের সেরা থ্রো ছিল ৮৬.৯৪ মিটার৷