Viral Video : বানভাসি বেঙ্গালুরু! বসার ঘরেই সাঁতার কাটছেন এক ব্যক্তি, মুহূর্তে ভাইরাল ভিডিও…

#বেঙ্গালুরু: কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতেও ভারী বৃষ্টির কারণে জলে ডুবেছে শহর। ভারী বৃষ্টিতে শহরের অনেক জায়গায় যান চলাচল ব্যাহত হয়েছে, বাড়িঘর ও যানবাহন আংশিকভাবে তলিয়ে গিয়েছে। ইয়ামালুর, রেইনবো ড্রাইভ লেআউট, সানি ব্রুকস লেআউট এবং মারাঠাহল্লির মতো জায়গায়, অফিসগামী এবং স্কুলের বাচ্চাদের জলমগ্ন রাস্তা পার হওয়ার জন্য নৌকা এবং ট্রাক্টর ব্যবহার করতে দেখা গিয়েছে। সম্প্রতি যে ঘটনা দেখা গেল, তাতে চমকে উঠবেন আপনিও।

এপসিলন নামে এক এলাকায় এক ব্যক্তিকে তাঁর বাড়ির বসার ঘরে সাঁতার কাটতে দেখা গিয়েছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। ভিডিওতে লোকটিকে তাঁর বাড়ির একতলায় সাঁতার কাটতে দেখা যায় এবং তাঁর সঙ্গে আরও বেশ কিছু গৃহস্থালির জিনিসপত্র ভাসছে।

আরও পড়ুন: ভারতে এসে দারুন চমক হাসিনার, পা মেলালেন রাজস্থানী লোকনৃত্যে! দেখুন…

এপসিলন, বেঙ্গালুরুর পাশের এক জায়গা উইপ্রোর চেয়ারম্যান রিশাদ প্রেমজি এবং ব্রিটানিয়ার সিইও বরুণ বেরির মতো বিলিয়নেয়ারদের আবাসস্থল। আধুনিক স্টার্টআপের কিছু বিলিয়নেয়ার, যেমন বাইজু-এর রবীন্দ্রন এবং বিগ বাস্কেটের সহ-প্রতিষ্ঠাতা অভিনয় চৌধুরীও একই এলাকায় থাকেন। অশোক জেনোমাল, পেজ ইন্ডাস্ট্রিজের এমডি (জকি) সেখানে বসবাসকারী ১৫০ জনের মধ্যে একজন।

আরও পড়ুন: অয়েল এবং ন্যাচারাল গ্যাস কর্পোরেশনে মেগা রিক্রুটমেন্ট! আবেদনের সুযোগ ফস্কাবেন না

রবিবার রাতের মুষলধারে বৃষ্টির ফলে শহরের ধনী বাসিন্দারা এবং দেশের বহু মিলিয়ন ডলারের বাসস্থান এখন বিদ্যুৎ বা জল ছাড়াই। মঙ্গলবার সকালে ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস সফলভাবে এপসিলনে আটকে পড়া সমস্ত পরিবারকে উদ্ধার ও সরিয়ে নিয়েছিল। তাঁদের বেশিরভাগই ভাড়া বাড়িতে বা তাঁদের বন্ধু বা পরিবারের বাড়িতে গিয়ে থেকেছে।