নজর কাড়ছে স্থাপত্য, দুবাইয়ে ৮০ হাজার বর্গফুট জমিতে খুলে গেল সুদৃশ্য মন্দিরের দরজা

দুবাই : দুবাইয়ে মহা সমারোহে খুলে গেল সুদৃশ্য মন্দিরের দরজা৷ মঙ্গলবার উদ্বোধনের পর বুধবার থেকে সাধারণ মানুষের জন্য খুলে যায় এর দরজা৷ দশেরা বা বিজয়া দশমী তিথি উপলক্ষে বেছে নেওয়া হয়েছিল দিনটি৷ সংযুক্ত আরব আমিরশাহী সরকার গত ২০১৯ সালে এই মন্দিরের জন্য জমি বরাদ্দ করে৷ তার পর তিলে তিলে তিন বছর ধরে তৈরি করা হয়েছে মন্দিরটি৷ এমনকি, অতিমারির তীব্রতাও বন্ধ করতে পারেনি কাজ৷

স্থানীয় কমিউনিটি ডেভলপমেন্ট অথরিটি, দুবাই পুরসভা, দুবাই পুলিশ এবং দুবাই জমি দফতর থেকে অনুমতি পাওয়ার পরই শুরু হয়েছে কাজ৷ মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে সকল বিশ্বাসের মানুষই এই মন্দিরে স্বাগত৷ দুবাইয়ের জেবেল আলি এলাকায় ৮০ হাজার বর্গফুট আয়তনের এই মন্দির এখন পর্যটনের অন্যতম আকর্ষণ৷ এই মন্দিরের বিশেষত্ব হল শিব, কৃষ্ণ, গণেশ, মহালক্ষ্মী এবং গুরু গ্রন্থসাহিব-সহ মোট ১৬ জন উপাস্য এখানে অধিষ্ঠান করছেন৷ স্থাপত্যে নজর কেড়ে নিয়েছে বাইরের গম্বুজে বসানো পিতলের কলস এবং পিতলের ঘণ্টা৷ সঙ্গে থাকছে বড় প্রার্থনাকক্ষও৷

আরও পড়ুন : ১৫০ মাইল পথ পেরিয়ে এসে গুলিবৃষ্টি করে পুত্রবধূকে হত্যা, আমেরিকায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত বৃদ্ধ

 

আরও পড়ুন :  সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন ফ্রান্সের অশীতিপর সাহিত্যিক অ্যানি এরনো

মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য রাজু শ্রফ জানিয়েছেন ভারতের সব প্রদেশের মানুষ যাতে প্রার্থনার জন্য যেতে পারেন, সেভাবেই এই মন্দিরের পরিকল্পনা করা হয়েছে৷ আপাতত দীপাবলি পর্যন্ত কিউ আর কোড-এর মাধ্যমেই বুকিং করা যাবে মন্দির-দর্শন৷ তার পর সাধারণ ভাবেই সর্বসাধারণ দর্শনার্থীরা মন্দিরে আসতে পারবেন দর্শনের জন্য৷ জেবেল আলি এলাকায় যেখানে এই মন্দির তৈরি করা হয়েছে, সেখানে গির্জা ও গুরুদ্বারও আছে৷