USA vs Wales: অভিজ্ঞ বেলে চমৎকার পারফরম্যান্স , আমেরিকাকে আটকে দিল ওয়েলস

#আর রায়ান:   আমেরিকাকে ১-১ আটকে দিল ওয়েলস৷ গ্রুপ বি-তে নিজেদের প্রথম ম্যাচ হয় এআই রায়ান স্টেডিয়ামে সোমবার গভীর রাতে এই ম্যাচ আয়োজন হয়েছিল৷ মার্কিন যুক্তরাষ্ট্র এদিন প্রথমার্ধেই এগিয়ে যায়৷

আমেরিকার হয়ে গোল করে টিমোথি ওয়েহ৷ ম্যাচের ৩৬ মিনিটে গোল করেন তিনি৷ সার্জেন্ট এবং পুলিসিকের কম্বিনেশনে দ্রুত ওয়েলসের অর্ধে বল নিয়ে ঢুকে পড়ে৷ এরপর একটুও সময় নষ্ট করেননি তাঁরা লো বল ওয়েহকে থ্রু করে দেন৷ মার্কিন স্ট্রাইকার বলকে একবারে চিপকে রাখেন পায়ে এবং আর কোনও ভুল করেনি ওয়েহ৷  এক গোলে এগিয়ে যায় আমেরিকা৷

 

 

এরপর প্রথমার্ধের খেলা শেষ হয় ১-০ গোলে৷ এক গোলে পিছিয়ে থাকা ওয়েলস দ্বিতীয়ার্ধে খেলার ঝাঁঝ বাড়ায়৷ ৮২ মিনিটে দলের হয়ে গোল করে দেন গ্যারেথ বেল৷

 

আরও পড়ুন –  FIFA World Cup News: ঘরের মেয়েকে এখন বিশ্ব চিনেছে, নিউজ ১৮ বাংলায় সরাসরি সাক্ষাৎকার বিপাশার

 

ম্যাচের ৮১ মিনিটে পেনাল্টি পায় ৷ জিমারম্যানের একটি খারাপ ট্যাকেল বেলকে পর্যদুস্ত করে৷ রেফারি পরিস্থিতি দেখে নেন এক নিমেষে৷ কোনও ভুল করেননি গ্যারেথ বেল৷  নিজের নামের ওপর সুবিচার করেন ২০২২ -র বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে৷ অভিজ্ঞ তারকা চাপ নিয়ে স্পট কিক নিয়ে গোল করেন৷ টার্নার থেকে  ফিঙ্গার টিপ গোল করেন৷ এর ফলে ১-১ হয় ফল৷