Tag Archives: World Cup 2022

বিশ্বকাপের ফাইনালে ‘লাইট দ্য স্কাই’ হিন্দিতে গেয়ে আসর মাতালেন নোরা ফাতেহি

#দোহা: ২০ নভেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছিল কাতার বিশ্বকাপ। তারপর একমাসের ফুটবল যুদ্ধ। অভিনেতা-নৃত্যশিল্পী নোরা ফাতেহি ফিফা বিশ্বকাপ ২০২২-এর সমাপনী অনুষ্ঠানে মঞ্চে আগুন লাগিয়ে দিলেন। রবিবার নোরা বলকিস, রাহমা রিয়াদ এবং মানালের সঙ্গে লাইট দ্য স্কাই গান পরিবেশন করতে পারেন। অভিনেত্রী দোহার মঞ্চের কেন্দ্রে দাঁড়িয়ে হিন্দিতে গান গাইলেন।

পারফরম্যান্সের জন্য, তিনি একটি উজ্জ্বল কালো পোশাক বেছে নিয়েছিলেন। ফ্রিলস রয়েছে নীচে, সঙ্গে ছিল কালো স্টকিংস এবং হিল। ফিফার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে তাঁর পারফরম্যান্সের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। বর্তমানে অভিনেত্রীর ইনস্টাগ্রাম ঢুঁ মারলেও দেখা যাবে সেই ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by ?big fan page?/?? (@nooraafan)

সেই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল। নোরার ভক্তরা তাঁর চমকপ্রদ পারফরম্যান্স পছন্দ করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “#NoraFatehi লাইভ পারফর্ম করে #ক্লোজিং সেরেমোনিতে চোখ জুড়িয়ে দিয়েছিল।”

আরও পড়ুন : মেসির বায়োপিকে অক্ষয়? ভিডিও আসতেই নেটমাধ্যমে তোলপাড়

আরও পড়ুন : ‘আজ রাতে অনেকেরই ঘুম হবে না’! মেসি-জ্বরে কাবু ওপারের চঞ্চলও

অন্য একজন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “নোরা এবং দীপিকা সমাপনী অনুষ্ঠানের হৃদয় ছিলেন, স্বীকার করুন বা না করুন।”

মেসির বায়োপিকে অক্ষয়? ভিডিও আসতেই নেটমাধ্যমে তোলপাড়

#মুম্বই: রবিবার আর্জেন্টিনার দিন, মেসির দিন। লিওনেল মেসির কোটি কোটি ফ্যান রবিবার থেকে আনন্দের জোয়ারে ভাসছেন। এবারের বিশ্বকাপে অল্পের জন্য গোল্ডেন বুট হাতছাড়া হলেও গোল্ডেন বল তাঁরই দখলে৷ দুটি বিশ্বকাপে গোল্ডেন বল অর্থাৎ টুর্নামেন্ট সেরা হওয়ার নজির গড়লেন মেসি৷ মেসি জ্বরে কাবু সারা দুনিয়া।

হাজার হাজার নীল-সাদা শার্ট পরা ভক্ত মেসির জন্য গ্যালারি থেকে চেচাঁচ্ছে। মেসি স্টেজে উঠে বললেন, “আমরা বিশ্বের চ্যাম্পিয়ন!” সেই সঙ্গে সঙ্গে ট্যুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে। কিছু দেশি ভক্ত বলিউডের একটা ভিডিও মিম হিসেবে শেয়ার করেই চলেছেন।

মেসি এবং আর্জেন্টিনার দল বিশ্বকাপ ট্রফি হাতে নেওয়ার কিছুক্ষণ পরেই, আর্জেন্টিনার রঙে অক্ষয়ের ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে। ‘হাউসফুল 3’-এর স্টিলগুলি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভরে যায়। মিম নির্মাতারা বলেছে, “মেসির বায়োপিকে মেসির চরিত্রে অভিনয় করবেন অক্ষয় কুমার।”

আরও পড়ুন : ‘আজ রাতে অনেকেরই ঘুম হবে না’! মেসি-জ্বরে কাবু ওপারের চঞ্চলও

আরও পড়ুন : ইতিহাস গড়লেন দীপিকা পাডুকোন! প্রথম ভারতীয় হিসেবে ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচন করলেন অভিনেত্রী

 

অপর একজন ব্যঙ্গ করে বলেছেন, “অক্ষয় ইতিমধ্যেই তাঁর পরবর্তী সিনেমার জন্য প্রস্তুত।” অন্য একজন ভক্ত বায়োপিকের জন্য একটি শিরোনামেরও পরামর্শ দিয়েছিলেন, “লিওনেল মেসি: দ্য লিজেন্ড অফ আর্জেন্টিনার বায়োপিক ইনকামিং! @অক্ষয়কুমার অভিনীত।”

ENG vs USA: হতশ্রী ইংল্যান্ড, মার্কিনদের বিরুদ্ধে গোলমুখই খুলতে পারল না সাউথগেটের ছেলেরা

#আল খোর: ইংল্যান্ডের সুযোগ নষ্ট৷ আমেরিকার বিরুদ্ধে ম্যাচে ০-০ ড্র করল গ্যারেথ সাউথগেটের ছেলেরা৷ এদিনের খেলা থেকে পুরো পয়েন্ট না পাওয়ায় তারা দ্বিতীয় ম্যাচেই শেষ ষোলয় যাওয়ার সুযোগও হারাল৷ এদিন গ্রুপ বি-র ম্যাচে আমেরিকার বিরুদ্ধে সেভাবে প্রভাব বিস্তার করতে ব্যর্থ ইংল্যান্ড৷ সোমবারই তারা ইরানকে হারিয়েছিল ৬-২  গোলে৷ কিন্তু সেদিনের মতো এদিন ম্যাচ জয়ের প্রবল খিদে দেখা যায়নি ইংল্যান্ডের খেলায়৷

অন্যদিকে গোল না পেলেও আল বায়াৎ স্টেডিয়ামে এদিন অনেকটা অংশ ইউএএসে ম্যাচ কন্ট্রোল করলেও গোলমুখ খুলতে পারেনি৷ ফলে এদিন তারাও তিন পয়েন্ট পেতে পারল না৷ এই নিয়ে বিশ্বকাপের মঞ্চে তৃতীয়বার আমেরিকার বিরুদ্ধে ম্যাচে জানদার পারফরম্যান্স দিতে ব্যর্থ হল ইংল্যান্ড৷

 

 

১৯৫০ সালে আমেরিকার কাছে অবিশ্বাস্য হার, তারপর ২০১০- ১-১ ড্রয়ের পর এবার আমেরিকার প্রবল প্রচেষ্টার কাছে ফিকে দেখাল ইংল্যান্ডকে৷ এবারের বিশ্বকাপে ইরানকে উড়িয়ে দিয়ে শুরু করেছিলে ইংল্যান্ড এদিন থ্রি লায়ন্সের সেই উতপ্ত পারফরম্যান্সের পর হঠাৎই জল পড়ে গেল৷

 

আরও পড়ুন –  Anti Aging Tips: ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে শুরু করেছে! সাবধান, এই ভুলগুলি ডেকে আনবে মারাত্মক বিপদ!

 

যদিও এদিন ড্রয়ের পরেও নিজেদের পরিস্থিতিকে এতটাও খারাপ পরিস্থিতি করে ফেলেনি যাতে তারা আর টুর্নামেন্টেই এগোতে পারবে না এমনটা নয়৷ এখনও পরস্থিতি তাদের নিয়ন্ত্রণে৷

গ্রুপের শেষ ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে একটি ড্র হলেও তারা নকআউট পর্বের জন্য যোগ্যতা অর্জন করে নিতে পারবে৷ আর যদি তারা ওয়েলসকে হারিয়ে যায় তাহলে তারা নিজেদের গ্রুপে এক নম্বরে থেকে শেষ ১৬ তে যেতে পারবে৷

এদিকে আমেরিকা যারা দুটি ম্যাচই ড্র করেছে তারা যদি ইরানের বিরুদ্ধেও ড্র করে তাহলে তারাও শেষ ষোলয় পৌঁছে যেতে পারবে৷

গ্রেগ ব্রি হল্টারের গ্রুপ দ্বিতীয় কনিষ্ঠতম দল এবারের বিশ্বকাপের৷ আমেরিকার থ্যাঙ্কস গিভিংয়ের পর ইংল্যান্ড সেই মুড থেকে বেরোতে পারেনি তারাই খুব বেশি টার্কিতে ডুবে ছিল৷

 

হ্যারি কেন এবং হ্যারি ম্যাগুয়ের নিজের চোট ও অসুস্থতা থেকে সেরে উঠেছেন৷ ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারের পর এদিনই প্রথম ইংল্যান্ড কোনও পরিবর্তন ছাড়া দল মাঠে নামিয়েছিল৷

ইংল্যান্ড ইরানের বিরুদ্ধে দাপট দেখিয়ে শুরু থেকে খেললেও এদিন আমেরিকার বিরুদ্ধে সেই লক্ষণ দেখায়নি এবং খেলা শেষ হয় ০-০ গোলে৷

 

FIFA World Cup 2022: ‘বুড়ো’ রোনাল্ডো হোক বা ‘খোকা’ রিচার্লসন -কথা নয় কাজেই জাত চেনান

#দোহা:  একজনের বয়স ৩৭, আরেক জনের বয়স ২৫৷ একজনের শেষ বিশ্বকাপ আরেক জনের সামনে অনেক পথ চলার বাকি৷ একজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যজন রিচার্লসন ৷ গোটা ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তুলে না নেওয়া অবধি হয়ত একটা পেনাল্টি অফিসিয়াল রেকর্ডে লেখা রয়েছে৷ কিন্তু সারা ম্যাচে তাঁর যে চেষ্টা তা কিন্তু মাঠে হাজির দর্শক থেকে টিভি -র দর্শক সকলেই মর্মে মর্মে বুঝেছেন৷

বিপক্ষের বক্সে গিয়ে একের পর এক হেডার৷ ৩৭ -এও তরুণ প্রতিপক্ষদের উঁচুতে লাফিয়ে উঠে বলে মাথা ঠেকানো যেন এক ফুটবল রূপকথাকে সামনে থেকে দেখা৷

 

আরও পড়ুন –  IND vs NZ: শ্রেয়সের ব্যাটে ঝকঝকে ৮০, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩০৬ রান ভারতের

 

সোশ্যাল মিডিয়ায় তাই ভাইরাল হতে সময় নেয়নি মোটেই৷

 

 

এদিকে সাঁয়তিরিশের মাঠে এখন বল দখলের খিদে যখন সকলের নজর কাড়ল ঠিক সেই সময়েই ব্রাজিলের তরুণ তুর্কি  রিচার্লসনের দুরন্ত গোল কেড়ে নিল লাইমলাইট৷ টটেনহ্যাম হস্পারের ফরোয়ার্ড ব্রাজিলের সম্প্রচারকারী চ্যানেলকে জানিয়েছে আমরা ভাল খেলেছি৷

 

আরও পড়ুন –  Neymar Injury: পায়ের চোট ‘ডিরেক্ট ট্রমা’ জানালেন ব্রাজিলের চিকিৎসক, নেইমারের চোট নিয়ে মুখ খুললেন তিতেও

 

এদিন তাঁর দুরন্ত গোল যাঁরা মিস করেছেন তাঁদের জন্য এই ভাইরাল ভিডিও রইল ৷

এখন সামনে আরও অনেক খেলা বাকি৷ অনেক তারকা ঝকঝক করবেন, কোনও তারকা হারিয়ে যাবেন, কোনও অনামী ফুটবলার তারকা হয়ে উঠবেন৷ এটাই ফুটবল বিশ্বকাপের সবচেয়ে মজা৷

এই মজার জন্যেই চার বছরের অপেক্ষা করতেও অসুবিধা হয় না সকলেরই ৷

FIFA World Cup 2022: মঙ্গলে বিশ্বকাপ শুরু মেসির, মারাদোনাকে ছুঁতে পারবেন কী মেসি?

#কলকাতা: মঙ্গলে বিশ্বকাপ শুরু মেসির। কেরিয়ারের শেষ বিশ্বকাপে ট্রফি জয়ের স্বপ্নে বুঁদ লিও। আর্জেন্টাইন তারকা কী পারবেন অধরা স্বপ্ন পূরণ করতে? জার্মানির বিরুদ্ধে আট বছর আগে ১১৪ মিনিট লড়াইয়ের পর স্বপ্নভঙ্গ হয়েছিল ফুটবল দুনিয়ার নতুন রাজপুত্রের। ফাইনালে অতিরিক্ত সময়ে গোলে সেই হার চোখে জল এনে দিয়েছিল মেসির।‌‌ বিশ্বকাপ ট্রফিটা ছোঁAয়া হয়নি। ২০১৮ বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনালেই ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল।

এবার কার্যত শেষবার সেই অধরা স্বপ্নের সন্ধানে নিয়েই কাতারে লিও। মেসির বয়স এখন ৩৫। আর্জেন্তিনাকে কোপা আমেরিকা জেতানোর পর মেসি চাইবেন অধরা বিশ্বকাপটাও ছুঁতে। ফুটবলের তামাম রেকর্ড ভেঙে দেওয়া, সাতটি ব্যালন ডি’অর খেতাবজয়ী মেসির দিকে বিশ্ব ফুটবলের নজর। বাঁ পায়ের জাদু দেখার অপেক্ষায় মেসি ও আর্জেন্টিনা ভক্তরা। কাতারে মেসিকে নিয়ে কৌতুহল তুঙ্গে। কি করছেন, কি খেলেন জানতে চায় গোটা দুনিয়া।

 

মেসির পায়ের দাম নিয়ে বিশ্বজুড়ে চর্চা। আর্জেন্টিনার প্র্যাকটিসে উপচে পড়া ভিড়। বিশ্বের প্রায় সব দেশের সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা একবার ক্যামেরাবন্দি করতে চাই মেসিকে। যদিও নিন্দুকেরা অনেকে বলেন ক্লাবে সফল মেসি নাকি দেশের জার্সিতে ততটা সফল নয়। তবে পরিসংখ্যান বলছে মেসির ম্যাজিক বিশ্বকাপেও রয়েছে। বিশ্বকাপের মঞ্চে মেসি খেলেছেন ১৯টি ম্যাচ। মেসির পা থেকে এসেছে ৬টি গোল। করেছেন ৫টি অ্যাসিস্ট।

 

আরও পড়ুন –  USA vs Wales: অভিজ্ঞ বেলে চমৎকার পারফরম্যান্স , আমেরিকাকে আটকে দিল ওয়েলস

জার্মানিতে ২০০৬ বিশ্বকাপ থেকে যাত্রা শুরু হয়েছিল মেসির। ৩ ম্যাচ খেলার পাশাপাশি তিনি করেছিলেন ১টি গোল ও ১টি অ্যাসিস্ট। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খুব একটা ভালো ছিল না মেসির জন্য। ২০১৪ বিশ্বকাপে সর্বোচ্চ ৪টি গোল করেছিলেন মেসি। তাই ফের একবার মেসিকে নিয়ে স্বপ্ন দেখা শুরু মেসি ভক্তদের। প্রার্থনা, আরও একবার ফিরে আসুক ২০১৪ সালের মেসির সেই ফর্ম। তবে এবার যেন স্বপ্ন অধরা না থেকে যায়। বিশ্বকাপ হাতে মেসিকে দেখতে চায় গোটা বিশ্বের ভক্তকুল।

 ERON ROY BURMAN

Ned vs Sen: শেষবেলায় গাকপো, ক্লাসেনের পরপর গোল, সেনেগালের বিরুদ্ধে জয় ডাচদের

#দোহা: কডি গাকপো এবং ডাভি ক্লাসেনের পরপর দুটি গোল একেবারে ম্যাচের শেষবেলায় আর তার জোরেই সেনেগালের বিরুদ্ধে  ২-০ গোলে জয় দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করল নেদারল্যান্ডস৷ বিশ্বকাপে তাদের ফিরে আসাটা তারা স্মরণীয় করে রাখল৷ এদিনের ম্যাচে সেনেগালের তারকা প্লেয়ার সাডিও মানে চোটের কারণে খেলতে পারেননি৷ এদিকে নেদারল্যান্ডসও তাঁদের প্রধান আক্রমণকারী মেমফিস ডিপে পুরো ম্যাচে খেলেননি৷

দোহাতে গ্রুপ এ -র নেদারল্যান্ডস বনাম সেনেগাল ম্যাচ গোলশূন্য ভাবে শেষ হবে কী এই নিয়ে যখন জোর বিশ্লেষণ তখন একেবারে শেষবেলায় গোলমুখ খুলতে পারে ওলন্দাজরা৷ পিএসভি আইন্দহোভেনের ফরোয়ার্ড গাকপো সেনেগালের গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডির সামনে হেড দিয়ে গোল করে যান৷ ফ্যাঙ্কি ডি জংয়ের বাঁ দিক থেকে আসা ক্রসকে জালবন্দি করতে কোনও ভুল করেননি গাকপো৷

 

 

 ম্যাচের ৭৯ মিনিটে মাঠে পরিবর্ত  হিসেবে নামা ক্লাসেনও এদিন কামাল করে দেন৷ তাঁর গোলে ম্যাচ জয় নিশ্চিত হয়ে যায় ডাচদের৷ ইনজুরি টাইমে অর্থাৎ সংযুক্তি সময়ের ৯৯ মিনিটে তিনি গোল করে যান৷

 

আরও পড়ুন-  USA vs Wales: অভিজ্ঞ বেলে চমৎকার পারফরম্যান্স , আমেরিকাকে আটকে দিল ওয়েলস

 

তারকা ডিপে এদিন ম্যাচের ৬২ মিনিটে জেনসেনের পরিবর্ত হিসেবে মাঠে নামেন৷ তাঁর একটি আক্রমণ সেনেগালের গোলরক্ষক মেন্ডি বাঁচানোর অল্পক্ষণের মধ্যেই ক্লাসেন গোল করে দেন৷

এদিন ২-০ জয়ের ফলে নিজেদের গ্রুপে ইকুয়েডরের সঙ্গে শীর্ষে রইল৷ ইকুয়েডর এদিন টুর্নামেন্টের প্রথম ম্যাচে কাতারের বিরুদ্ধে ২-০ গোলে ম্যাচ জেতে৷

লুই ফান গলের দল শুক্রবার ইকুয়েডরের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে মাঠে নামবে৷ অন্যদিকে সেনেগাল যদি শেষ ষোলয় যেতে চায় তাহলে কাতারের বিরুদ্ধে তাদের ম্যাচ জিততেই হবে৷

USA vs Wales: অভিজ্ঞ বেলে চমৎকার পারফরম্যান্স , আমেরিকাকে আটকে দিল ওয়েলস

#আর রায়ান:   আমেরিকাকে ১-১ আটকে দিল ওয়েলস৷ গ্রুপ বি-তে নিজেদের প্রথম ম্যাচ হয় এআই রায়ান স্টেডিয়ামে সোমবার গভীর রাতে এই ম্যাচ আয়োজন হয়েছিল৷ মার্কিন যুক্তরাষ্ট্র এদিন প্রথমার্ধেই এগিয়ে যায়৷

আমেরিকার হয়ে গোল করে টিমোথি ওয়েহ৷ ম্যাচের ৩৬ মিনিটে গোল করেন তিনি৷ সার্জেন্ট এবং পুলিসিকের কম্বিনেশনে দ্রুত ওয়েলসের অর্ধে বল নিয়ে ঢুকে পড়ে৷ এরপর একটুও সময় নষ্ট করেননি তাঁরা লো বল ওয়েহকে থ্রু করে দেন৷ মার্কিন স্ট্রাইকার বলকে একবারে চিপকে রাখেন পায়ে এবং আর কোনও ভুল করেনি ওয়েহ৷  এক গোলে এগিয়ে যায় আমেরিকা৷

 

 

এরপর প্রথমার্ধের খেলা শেষ হয় ১-০ গোলে৷ এক গোলে পিছিয়ে থাকা ওয়েলস দ্বিতীয়ার্ধে খেলার ঝাঁঝ বাড়ায়৷ ৮২ মিনিটে দলের হয়ে গোল করে দেন গ্যারেথ বেল৷

 

আরও পড়ুন –  FIFA World Cup News: ঘরের মেয়েকে এখন বিশ্ব চিনেছে, নিউজ ১৮ বাংলায় সরাসরি সাক্ষাৎকার বিপাশার

 

ম্যাচের ৮১ মিনিটে পেনাল্টি পায় ৷ জিমারম্যানের একটি খারাপ ট্যাকেল বেলকে পর্যদুস্ত করে৷ রেফারি পরিস্থিতি দেখে নেন এক নিমেষে৷ কোনও ভুল করেননি গ্যারেথ বেল৷  নিজের নামের ওপর সুবিচার করেন ২০২২ -র বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে৷ অভিজ্ঞ তারকা চাপ নিয়ে স্পট কিক নিয়ে গোল করেন৷ টার্নার থেকে  ফিঙ্গার টিপ গোল করেন৷ এর ফলে ১-১ হয় ফল৷