Ned vs Sen: শেষবেলায় গাকপো, ক্লাসেনের পরপর গোল, সেনেগালের বিরুদ্ধে জয় ডাচদের

#দোহা: কডি গাকপো এবং ডাভি ক্লাসেনের পরপর দুটি গোল একেবারে ম্যাচের শেষবেলায় আর তার জোরেই সেনেগালের বিরুদ্ধে  ২-০ গোলে জয় দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করল নেদারল্যান্ডস৷ বিশ্বকাপে তাদের ফিরে আসাটা তারা স্মরণীয় করে রাখল৷ এদিনের ম্যাচে সেনেগালের তারকা প্লেয়ার সাডিও মানে চোটের কারণে খেলতে পারেননি৷ এদিকে নেদারল্যান্ডসও তাঁদের প্রধান আক্রমণকারী মেমফিস ডিপে পুরো ম্যাচে খেলেননি৷

দোহাতে গ্রুপ এ -র নেদারল্যান্ডস বনাম সেনেগাল ম্যাচ গোলশূন্য ভাবে শেষ হবে কী এই নিয়ে যখন জোর বিশ্লেষণ তখন একেবারে শেষবেলায় গোলমুখ খুলতে পারে ওলন্দাজরা৷ পিএসভি আইন্দহোভেনের ফরোয়ার্ড গাকপো সেনেগালের গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডির সামনে হেড দিয়ে গোল করে যান৷ ফ্যাঙ্কি ডি জংয়ের বাঁ দিক থেকে আসা ক্রসকে জালবন্দি করতে কোনও ভুল করেননি গাকপো৷

 

 

 ম্যাচের ৭৯ মিনিটে মাঠে পরিবর্ত  হিসেবে নামা ক্লাসেনও এদিন কামাল করে দেন৷ তাঁর গোলে ম্যাচ জয় নিশ্চিত হয়ে যায় ডাচদের৷ ইনজুরি টাইমে অর্থাৎ সংযুক্তি সময়ের ৯৯ মিনিটে তিনি গোল করে যান৷

 

আরও পড়ুন-  USA vs Wales: অভিজ্ঞ বেলে চমৎকার পারফরম্যান্স , আমেরিকাকে আটকে দিল ওয়েলস

 

তারকা ডিপে এদিন ম্যাচের ৬২ মিনিটে জেনসেনের পরিবর্ত হিসেবে মাঠে নামেন৷ তাঁর একটি আক্রমণ সেনেগালের গোলরক্ষক মেন্ডি বাঁচানোর অল্পক্ষণের মধ্যেই ক্লাসেন গোল করে দেন৷

এদিন ২-০ জয়ের ফলে নিজেদের গ্রুপে ইকুয়েডরের সঙ্গে শীর্ষে রইল৷ ইকুয়েডর এদিন টুর্নামেন্টের প্রথম ম্যাচে কাতারের বিরুদ্ধে ২-০ গোলে ম্যাচ জেতে৷

লুই ফান গলের দল শুক্রবার ইকুয়েডরের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে মাঠে নামবে৷ অন্যদিকে সেনেগাল যদি শেষ ষোলয় যেতে চায় তাহলে কাতারের বিরুদ্ধে তাদের ম্যাচ জিততেই হবে৷