Ind vs Ban: রবিবার সকাল সকাল সুখবর, বাংলাদেশের বিরুদ্ধে বড় জয় ভারতের

#চট্টগ্রাম: ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ভারত জিতে গেল ১৮৮ রানে৷ জেতা ছিল সময়ের অপেক্ষাই৷ চতুর্থ দিনের বাংলাদেশ ৪ উইকেটে ২৭২ রানে শেষ করেছিল৷ আর রবিবার ৩২৪ রানে প্যাকআপ হয়ে গেল৷

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালই করেছিলেন দুই বাংলাদেশী ওপেনার৷ ওপেনিং জুটিতে ওঠে ১২৪ রান৷ শান্ত ৬৭ ও জাকির হোসেন ১০০ রান করেন৷ কিন্তু এরপর শুধুমাত্র বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান ৮৪ রান করেন৷ কিন্তু তাছাড়া বাকি ক্রিকেটাররা কেউই ভারতের দেওয়া বিশাল রানের পাহাড় তাড়া করার জন্য যথেষ্ট লড়াই করতে পারেননি৷

 

প্রথম ইনিংসের পাঁচ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও ৩ উইকেট পান কুলদীপ যাদব৷ অক্ষর প্যাটেলও ভাল বোলিং করেন দুটি ইনিংসেই তবে প্রথম ইনিংসে মাত্র ১ উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট পান৷ পঞ্চম দিনের প্রথম উইকেট পড়ে মেহেদি হাসান মিরাজের৷ তাঁর উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ৷ শাকিব আল হাসানকে ৮৪ রানে আউট করেন কুলদীপ যাদব৷ বাকি বাংলাদেশি ব্যাটসম্যানরা শুধুই আয়ারাম-গয়ারাম৷

 

আরও পড়ুন –  ফুটবল জ্বরে আক্রান্ত সিউড়ি, আর্জেন্টিনাকে জেতাতে মেগা ঘোষণা হোটেল মালিকের

 

ফলে ভারত বিশাল ১৮৮ রানে  ম্যাচ জয় করে নেয়৷ চট্টগ্রাম টেস্টে জয়ের পর ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচ ঢাকাতে৷ খেলা হবে ২২ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর অবধি৷