এমবাপেকে আটকাতে জোড়া ঘাতক ডিফেন্ডার প্রস্তুত আর্জেন্টিনার! হবে সাঁড়াশি আক্রমণ

#দোহা: চলতি বিশ্বকাপে সেরা ফুটবলার একদিকে যদি লিওনেল মেসি হন অপরদিকে অবশ্যই কিলিয়ান এমবাপে। কাতারে এখন পর্যন্ত ৫ টি গোল করেছেন এমবাপে। ফাইনালে মুখোমুখি দুবারের চ্যাম্পিয়ন ফ্রান্স ও দুবারের মুখোমুখি আর্জেন্টিনা। মেসি বনাম এমবাপে দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে গোটা বিশ্ব। রবিবার লুসেইল স্টেডিয়ামে ফরাসি গোলমেশিন এমবাপেকে আটকানোর দায়িত্বে থাকছেন নাহুয়েল মলিনা ও গঞ্জালো মনটিয়েল।

একজন খেলবেন রাইট উইং এ, আরেকজন রাইট ব্যাকে। ২৪ বছর বয়সী নাহুয়েল মলিনা লুসেরো তার ক্লাব এথলেটিকো মাদ্রিদ ও তার দেশ আর্জেন্টিনার হয়ে রাইট ব্যাক পজিশনে খেলেন। এই বিশ্বকাপে প্রশংসনীয় প্রদর্শন করেছেন মলিনা। গত বছর থেকে আর্জেন্টিনার হয়ে খেলছেন তিনি, এখনো পর্যন্ত ২৬ টি ম্যাচ খেলেছেন তিনি, করেছেন একটি গোল, যে গোলটি এসেছে এই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে।

আরও পড়ুন – `মেসি মনে রেখ, দিয়েগো মারাদোনা কিন্তু ফাইনালটা দেখবেন’ ! আবেগে ভাসলেন বাতিস্তুতা

এখনো পর্যন্ত বোকা জুনিয়ার্স , ডিফেনসা ওয়াই জাস্টিসিয়া, রোসারিও সেন্ট্রাল, উদিনেস ও আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলেছেন মলিনা। ক্লাব কেরিয়ারে ১২২ টি ম্যাচে ১২ টি গোল করেছেন। তবে ফাইনাল ম্যাচে মলিনা তার চিরাচরিত রাইট ব্যাক পজিশনের বদলে রাইট উইং পজিশনে খেলবেন।

এমবাপের ক্ষিপ্র দৌড় আটকানোর অন্যতম দায়িত্ব তার। গঞ্জালো মন্ট্রিয়েলও মলিনার মতন আর্জেন্টিনা দলে রাইট ব্যাক পজিশনে খেলেন। এই বিশ্বকাপে দলের ভরসা যোগাচ্ছেন তিনি। আর্জেন্টিনার হয়ে ২১ টি ম্যাচ খেলেছেন তিনি। ক্লাব কেরিয়ারে রিভার প্লেট ও সেভিলার হয়ে খেলেছেন তিনি ৯৮ টি ম্যাচ ,করেছেন ৪ টি গোল।

কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে আটকানোর দায়িত্ব ছিল তার। তাকে আটকাতে গিয়ে তার পা থেকে রক্ত পর্যন্ত ঝড়েছে। কিন্তু তাও তার কর্তব্যে অবিচল ছিলেন মনটিয়েল। তিনি তাই হুঙ্কার দিয়েছেন নেইমারকে আটকাতে পারলে, এমবাপেকেও নরার একবিন্দুও জায়গা দেবেন না তিনি। এই দুই ডিফেন্ডার পালা করে কভার করবেন গতির রাজা এমবাপেকে। মলিনা এবং মন্টিলের সাঁড়াশি আক্রমণেই এমবাপেকে অকেজো করে দিতে চায় আর্জেন্টিনা।