‘‘তুমি নিশ্চয় ছোটবেলায় আমার খেলা দেখনি’’ আঁতকে উঠে রাহুল দ্রাবিড় কী বললেন, দেখুন ভিডিও

#নয়াদিল্লি : ভারতীয় ক্রিকেটে নতুন ধামাকা ক্রিকেট সেনসেশন সূর্যকুমার যাদব৷ তাঁর বিস্ফোরক ব্যাটিং দেখে সকলেই একেবারে মুগ্ধ হয়ে যান৷ ভারত বনাম শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজ জয়ের মধ্যেই সামনে এল সূর্যকুমার যাদবের নানা সিক্রেট৷ সূর্যকুমারের সাক্ষাৎকার নেন খোদ কোচ রাহুল দ্রাবিড়৷

সিরিজ জয়ের পরে কোচ দ্রাবিড় ছিলেন দারুণ খোশমেজাজে৷  এরপরেই সূর্যকুমার যাদবকে বলেন ‘‘মনে হয় তুমি ছোটবেলায় আমার খেলা দেখনি’’ তার উত্তরে হাসতে হাসতে দ্রাবিড়কে সূর্যকুমার যাদব বলেন না না দেখেছি৷ ’’

দেখে নিন ভারি মজার সেই ভিডিও…(Viral Video)

 

সূর্যকুমার যাদব বলেছেন তাঁর পরিবারে তিনিই প্রথম ক্রিকেটার, কারণ তাঁর বাবা ইঞ্জিনিয়ার ছিলেন৷ পাশাপাশি তিনি এও জানান তাঁর স্ত্রী এখন তাঁর খাওয়াদাওয়ার ওপর পুরো নজর রাখেন৷

ভারত বনাম শ্রীলঙ্কা তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ ব্যাটিং ধামাকায় ভরিয়ে দেন তিনি৷ তাঁর শতরানের ইনিংসে ৯টি বড় সাইজের ছক্কা হাঁকিয়েছেন সূর্যকুমার যাদব। ম্যাচে ভারতীয় দল প্রথমে খেলতে গিয়ে ৫ উইকেটে ২২৮ রানের বিশাল স্কোর খাড়া করে। জবাবে ব্যাট করতে নেমে ১৩৭ রান করে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা দল। বাঁহাতি ফাস্ট বোলার অর্শদীপ সিং নেন ৩ উইকেট। ফলে ২-১  সিরিজ দখল করল টিম ইন্ডিয়া।  ১০ জানুয়ারি থেকে দুই দেশের মধ্যে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ হবে।

তৃতীয় টি-টোয়েন্টিতে নিজের শতরানের ইনিংসে সূর্যকুমার যাদব দুর্দান্ত শট খেলেন। তবে তাঁর একটি ছক্কা মারা নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। বাঁহাতি ফাস্ট বোলার দিলশান মধুশঙ্কার ফুল টস বলে উইকেটের পিছনে ছক্কা মারেন তিনি। শটটি অফার করার পর তিনি নিজের শরীরের ভারসাম্য হারিয়ে মাটিতেই পড়ে যান, কিন্তু কাজের কাজ হওয়া তাতে আটকায়নি৷ তাঁর সেই ছক্কার ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷