Tag Archives: Surya Kumar Yadav
Surya Kumar Yadav: একদিনের ক্রিকেটে কেরিয়ার শেষ সূর্যকুমারের? বড় ইঙ্গিত বোর্ডের নির্বাচক কমিটির প্রধানের
Surya Kumar Yadav: কার জন্য এত সফল? বিশ্বকাপ জয়ের পর গোপন কথা ফাঁস করলেন সূর্যকুমার
মুম্বই: প্রত্যেক সফল পুরুষের পিছনেই এক জন নারীর অবদান থাকে। এই প্রবাদবাক্য কতটা সত্যি? সূর্যকুমার যাদবের ক্ষেত্রে ১০০ শতাংশ। টি২০ বিশ্বকাপ জেতার পর নিজেই স্বীকার করেছেন এই কথা। ক্যামেরার সামনে বলেছেন, স্ত্রী দেবীশা শেঠিই তাঁকে টুর্নামেন্ট জুড়ে শান্ত রেখেছেন। শিখিয়েছেন নম্র হতে।
বার্বাডোজে টি২০ বিশ্বকাপ জেতার পর আবেগ ধরে রাখতে পারেননি সূর্যকুমার। চোখে জল আর মুখে হাসি নিয়ে বলেন, “এখন কী বলা উচিত আমি জানি না। আসলে এইমাত্র কী ঘটল সেটাই বুঝতে পারছি না। একটা ঘোরের মধ্যে আছি। এক বা দুই দিন সময় লাগবে। ভারতের মাটিতে পা রাখলে হয়তো বুঝতে পারব কী হয়েছে”।
আরও পড়ুন: টি২০ থেকে অবসর নিলেও টেস্ট এবং ওডিআই খেলবেন বিরাট-রোহিত, মাঠে নামবেন কবে?
সূর্যকুমারের এমন আবেগমাখা বক্তব্যের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই। ক্যাপশনে লেখা, “বার্বাডোজে জয়ের পর আবেগে ভাসছেন সূর্যকুমার”। পোস্টের কমেন্টে সূর্যকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সবার মুখেই সেই অবিশ্বাস্য ক্যাচের কথা। একজন লিখেছেন, “ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট সূর্য”। অধিকাংশ নেটিজেনই একমত। তাঁরা লিখেছেন, “আমাদের চ্যাম্পিয়ান সূর্যর সেরা ক্যাচগুলোর মধ্যে এটা অন্যতম। অভিনন্দন স্যর”।
এমন ক্যাচের পর বিসিসিআইকে ফাইনাল ম্যাচের বল সূর্যকুমারকে উপহার হিসেবে দেওয়ার আর্জি জানিয়েছেন এক ক্রিকেট অনুরাগী। তিনি লিখেছেন, “সূর্যকুমারের ওই অবিশ্বাস্য ক্যাচের পর ফাইনাল ম্যাচের বল উপহার হিসেবে তাঁকে দেওয়া হোক। বিসিসিআই বিষয়টা দেখুক”।
শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৬ বলে ১৬ রান। হার্দিক পান্ডিয়ার প্রথম বলে বাউন্ডারি লাইন থেকে দুর্দান্ত ক্যাচে ডেভিড মিলারকে ফেরান সূর্যকুমার। অনেকেই বলছেন, ওই ক্যাচই ভারতের জয়ের রাস্তা খুলে দেয়। বিসিসিআই-এর শেয়ার করা ভিডিওতে সূর্যকুমার বলছেন, “শুধু এই মুহূর্তটাই বাঁচছি। পরিবারের সঙ্গে সবকিছু উপভোগ করছি”।
নিজের সাফল্যের পিছনে স্ত্রী দেবীশা শেঠির অবদান রয়েছে বলে জানান সূর্যকুমার। ম্যাচ শেষে স্ত্রীকে টেনে আনেন ক্যামেরার সামনে। দেবীশাকে পাশে নিয়ে বলেন, “পুরো বিশ্বকাপ জুড়ে আমাকে শান্ত রেখেছে। নম্র রেখেছে।” তারপর বিশ্বকাপ দেখিয়ে বলেন, “আমরা এই নিয়ে কথা বলিনি। কিন্তু মনে মনে ভেবেছিলাম, এটা নিয়েই বাড়ি ফিরব। আমি খুশি”।
IND vs SA: শুধু ফিনিশারের রোলেই নয়, ভরসার আরেক নাম এখন রিঙ্কু, নাইটের খুঁজে আনা সৈনিক এখন খাপখোলা তলোয়ার
IND vs SA: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির কালো ছায়া৷ প্রথমেই ম্যাচ শুরুর আগে বৃষ্টি হয়, তার ফলে ম্যাচ শুরু হয়ে নির্ধারিত সময়ের পরে৷ তারপরে ম্যাচ শুরু হলেও ভারতের ইনিংস শেষ হওয়ার ঠিক ৩ বল বাকি থাকতে ফের একবার বৃষ্টি শুরু হয়ে যায়৷ এদিন ভারতের ইনিংসে নজর কাড়লেন রিঙ্কু সিং৷ পাশাপাশি অধিনায়কের দায়িত্ব পালন করেন সূর্য কুমার যাদব৷
এদিন ভারতের জার্সি গায়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি কেরিয়ারে নিজের প্রথম অর্ধ শতরান করে ফেললেন রিঙ্কু সিং৷ ভারতের মাটিতে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজেও ভালই পারফর্ম করছিলেন রিঙ্কু সিং৷ কিন্তু এদিন শুধু ধামাকা ফিনিশার নয়, একেবারে দায়িত্বশীল ইনিংস খেলে ছাপ রাখলেন রিঙ্কু৷
First of many more to come!
Maiden T20I half-century for Rinku Singh 👏👏
Live – https://t.co/4DtSrebAgI #SAvIND pic.twitter.com/R7nYPCgSY0
— BCCI (@BCCI) December 12, 2023
এদিন রিঙ্কু ৩০ বলে ৫০ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৯ টি চার মারেন৷
আরও পড়ুন – IPL 2024 Auction: এঁরা সকলে খেলা শুরু করবেন ২ কোটি টাকা থেকে, ভারতের শুধু এঁরাই পেলেন জায়গা
এদিন রিঙ্কু ছাড়া সূর্য কুমারও ভারতের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনে সফল৷ ৩৬ বলে ৫৬ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ৯ টি চার ও ২ টি ছয় দিয়ে৷
এদিন দক্ষিণ আফ্রিকার গতিশীল পিচে যেখানে ঝকমকে তারকারা ফ্লপ সেখানে কেকেআরের খুঁজে আনা নাইট একেবারে ধারালো তলোয়ারের কাজ করবে৷
Ind vs Aus T20: ‘আমিও তরুণ’ ভারত বনাম অস্ট্রেলিয়া সাংবাদিক সম্মেলনে সূর্যকুমারের চাঞ্চল্যকর দাবি
বিশাখাপত্তনম: বিশ্বকাপ ফাইনালের হতশ্রী পারফরম্যান্সের পরে ফের ক্রিকেট শুরু ভারতের। বৃহস্পতিবার বিশাখাপত্তনমের ডক্টর ওয়াই এস রাজশেখর রেড্ডি স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টি টোয়েন্টি ম্যাচ। সূর্যকুমার যাদব অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্বের দায়িত্বে।
এদিনের প্রেস কনফারেন্স ছিল বেশ চমকপ্রদ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ি এদিন বিশাখাপত্তনমে সাংবাদিক সম্মেলনে মাত্র ২ টি সংবাদমাধ্যম নাকি হাজির ছিল৷
From 200 odd media people (during World Cup) to just two in press conference in India is
staggering!SKY wouldn’t have imagined this in his firstPC as captain.
Is this a record with fewest attendance in a press conference in India?
I would imagine so. pic.twitter.com/O41WbIUKla— Vimal कुमार (@Vimalwa) November 22, 2023
এদিকে স্ট্যান্ডবাই হয়ে আসা অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথম ম্যাচের আগে প্রেস কনফারেন্সের সময় এমন একটি কথা বলেন যা সবাইকে চমকে দেয়৷ এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে সূর্যকুমার ‘অনেক তরুণের সঙ্গে সিরিজ খেলবেন যাঁরা অনেক বিশ্বকাপে খেলবে’ আসলে বিশ্বকাপের পর একাধিক সিনিয়র ক্রিকেটারই দলের সঙ্গে নেই, ফলে বেশ কিছু তরুণ মুখ সুযোগ পেয়েছেন, এই রেফারেন্স দিয়ে সাংবাদিক প্রশ্নটি করেন৷ এরপরেই দ্রুত তাঁকে বাধা দিয়ে সূর্যকুমার যাদব বলেন , ‘আই অ্যাম অলসো ইয়াং’- অর্থাৎ ‘আমিও তরুণ৷ ’ এরপরেই তুমুল চাঞ্চল্য শুরু হয়ে যায়৷
আরও পড়ুন – Sara Tendulkar: সারা তেন্ডুলকর রেগে আগুন হয়ে সোশ্যাল মিডিয়ায় , তারপরেই যা হল…
সূর্যকুমার ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর ফাইনালে ভারতের প্লেয়িং ইলেভেনের সদস্য ছিলেন৷ সেই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত, সূর্যকুমার এদিন হারের পরের অনুভূতির কথাও বলেন৷
“দৃশ্যতই এটা একটু হতাশাজনক, শেষে যখন আপনি পুরো জার্নির দিকে ফিরে তাকান, এটি সত্যিই একটি দুর্দান্ত ছিল। আমরা যেভাবে দেশের মাটিতে আমাদের প্রতিভা প্রদর্শন করেছি তাতে প্রত্যেক সদস্য, শুধুমাত্র খেলোয়াড়ই নন, সমগ্র ভারত খুবই গর্বিত। এটাই ইতিবাচক, ক্রিকেটের ব্র্যান্ড যা আমরা পুরো টুর্নামেন্টে খেলেছি। এবং আমরা এর জন্য সত্যিই গর্বিত’’- এটাও বলেন সূর্যকুমার যাদব৷
তিনি আরও বলেন, বিশ্বকাপের পর হতাশা কাটতে কিছুটা সময় লাগবে।
“এটা কঠিন. সময় লাগবে। এটা হতে পারে না যে আপনি পরের দিন সকালে উঠলেন এবং যা ঘটেছিল সব ভুলে গেলেন। এটি একটি দীর্ঘ টুর্নামেন্ট ছিল। স্বাভাবিকভাবেই, আমরা জিততে চেয়েছিলাম। কিন্তু আপনি টানেল শেষে আলোর দিকে দেখুন৷ আপনাকে ভুলে যেতে হবে, এবং এগিয়ে যেতে হবে। একটি নতুন দল, নতুন ছেলে এবং নতুন শক্তি নিয়ে। সুতরাং, আমরা এই সিরিজের জন্য উন্মুখ৷’’
🗣️ My message to the players is very clear – just be fearless and do whatever it takes to help the team 👌👌#TeamIndia Captain @surya_14kumar ahead of the 1st T20I against Australia.@IDFCFIRSTBank | #INDvAUS pic.twitter.com/jmjqqdcZBi
— BCCI (@BCCI) November 22, 2023
এছাড়াও তিনি দলের সদস্যদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন যে সাহসী হয়ে প্রতিটা পরিস্থিতির মোকাবিলা করতে হবে৷ বৃহস্পতিবারই ভারত বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি ম্যাচ শুরু হবে৷ খেলা সন্ধ্যাবেলায়৷
Yuvraj: ‘সূর্যগ্রহণ হয়নি, আবার উঠবে আকাশে’! বিশ্বকাপকে সামনে রেখে বড় বয়ান যুবরাজের
দিল্লি: সূর্য কুমার যাদব এত তাড়াতাড়ি খারাপ ব্যাটসম্যান হয়ে যেতে পারেন না পরিষ্কার জানিয়ে দিয়েছেন যুবরাজ সিং। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটে ম্যাচ দেখে সূর্য কুমারের বিচার করা ঠিক নয় মনে করেন যুবি। যুবরাজ বলেছেন, সূর্যগ্রহণ হয়নি, বিশ্বকাপের আকাশে আবার দেখা যাবে সূর্য। যুবি মনে করেন যে, ২০২৩ অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপের দলে সূর্যকে প্রয়োজন হবে।
২০২২ সালে সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি ফর্ম্যাটে দুরন্ত ছন্দে ছিলেন। এখনও তিনি আইসসি ক্রমতালিকায় এক নম্বর টি-টোয়েন্টি প্লেয়ার। সূর্য ৩১টি টি-টোয়েন্টি ইনিংস খেলে ১১৬৪ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৮৭.৪৩। এবং গড় ৪৬.৫৬। এই ইনিংসের মধ্যে তাঁর ২টি সেঞ্চুরি এবং ৯টি হাফসেঞ্চুরি রয়েছে।
আরও পড়ুন – East Bengal: গম্বাউ সম্ভবত বাদ, ইস্টবেঙ্গলের কোচের দৌড়ে হাবাস এবং এক জার্মান ম্যানেজার
২০২৩ সালের শুরুটা মোটেও ভাল হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটারের। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে সূর্য তিনটি ব্যাক-টু-ব্যাক ম্যাচে গোল্ডেন ডাক করে আউট হয়ে গিয়েছিলেন। এই ধরনের খারাপ পারফরম্যান্সের পর যে কোনও ক্রিকেটারের আত্মবিশ্বাস নষ্ট হতে যেতে পারে। আর সূর্যও এর ব্যতিক্রম নয়।
Every sports person goes thru ups & downs in their career! We’ve all experienced it at sum point. I believe @surya_14kumar is a key player for India ?? & will play an imp role in the #WorldCup if given the opportunities. Let’s back our players coz our Surya ? will rise again ?
— Yuvraj Singh (@YUVSTRONG12) March 24, 2023
ভারতের তারকা ব্যাটসম্যান ৩৬০ ডিগ্রি শট খেলার জন্য পরিচিত। কিন্তু ওডিআই সিরিজে তাঁকে একেবারেই পরিচিত ছন্দে পাওয়া যায়নি। বিশেষ করে অজিদের বিরুদ্ধে টানা তিন ম্যাচে গোল্ডেন ডাক করার পর যখন তাঁকে নিয়ে তীব্র সমালোচনা চলছে, তখন সূর্য পাশে পেয়েছেন যুবরাজ সিং-কে।
যুবি মনে করেন যে, ২০২৩ অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপের দলে সূর্যকে প্রয়োজন হবে। উল্লেখ্য এর আগে কপিল দেব পর্যন্ত বলেছিলেন সূর্য কুমার অসাধারণ এক প্রতিভা। এমন প্রতিভা খুব বেশি আসে না। এমনকি ভিভ রিচার্ডস, ডিভিলিয়ার্সদের থেকে খুব একটা পিছিয়ে রাখেননি, সূর্যকে। এখন দেখার সূর্য কুমার বিশ্বকাপে নিজের পুরনো ছন্দে ফিরতে পারেন কিনা।
IND vs AUS: পরপর দুই ম্যাচে শূন্য! সূর্যকে বাদ দেবেন রোহিত? উত্তর শুনলে অবাক হবেন
বিশাখাপত্তনম: সূর্য কুমার যাদবের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। ভারতীয় ক্রিকেটে তার অভিষেক হওয়ার পর থেকে সূর্য যেভাবে এগিয়ে গিয়েছেন সেটা অবিশ্বাস্য। টি টোয়েন্টিতে দুনিয়ার এক নম্বর ব্যাটসম্যান হয়েছেন। কিন্তু একদিনের ক্রিকেটে কেমন যেন ব্যর্থ হচ্ছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম দুটো ম্যাচ শূন্য করেছেন সূর্য কুমার।
দুবারই মিচেল স্টার্ক তাকে এল বিডব্লিউ করেছেন। আউটের ধরন দেখে প্রশ্ন উঠছে। রোহিত শর্মাকে জিজ্ঞেস করা হয়েছিল সূর্যকে কী তিন নম্বর ম্যাচে সুযোগ দেওয়া হবে? হাওয়ায় ভাসতে থাকে সঞ্জু স্যামসনের নাম। রোহিত পুরস্কার জানিয়ে দেন শুধু সূর্য কুমার নয়, টিম ম্যানেজমেন্ট যে ক্রিকেটারের দক্ষতায় বিশ্বাস রাখবে তাদের যথেষ্ট সুযোগ দেওয়া হবে।
Who is best batsman between them .
1 .like ♥️-Sanju Samson
2. Retweet ?- Surya Kumar #SuryakumarYadav #RohitSharma #SanjuSamson#INDvsAUS #HardikPandya pic.twitter.com/FeiHMd4Da0
— Thalapathy 67 (@Abhinav79910314) March 19, 2023
বিরাট কোহলি, রাহুলের ক্ষেত্রে হয়েছে। সূর্যের ক্ষেত্রেও হবে। রোহিত জানিয়ে দিয়েছেন একজন ক্রিকেটার যদি মনে মনে জানে অন্তত পাঁচ ছটা ম্যাচ সে সুযোগ পাবে নিজেকে প্রমাণ করতে তাহলে অনেক ঠান্ডা মাথায় খেলতে পারে। আর বাদ পড়ার ভয় থাকলে এমনিতেই পারফরম্যান্স আসবে না।
তাই দুটো ম্যাচ দেখে সূর্যকে বাদ দেবেন না পরিষ্কার করে দিয়েছেন ভারত অধিনায়ক। সূর্য কুমার এক অসাধারণ প্রতিভা সেটাও মনে করিয়ে দিয়েছেন রোহিত। তিনি স্পেশাল ব্যাটসম্যান। তাই সূর্যের বাদ পড়া সম্ভাবনা এই মুহূর্তে নেই সেটা নিশ্চিত ভাবেই বলা যায়।
ঋষভ নেই তাতে কী ! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে সূর্য কুমারকে বিশেষ দায়িত্ব দিচ্ছে ভারত
#মুম্বই: ঋষভ পন্থ একটু একটু করে সুস্থ হচ্ছেন। কিন্তু তার সম্পূর্ণ সুস্থ হতেও এখন অনেক সময় দরকার। ক্রিকেট মাঠে ফেরা এখন ভাবনার বাইরে। সব সময় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স ছিল তার। তবে ঋষভ এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে না পারলেও চিন্তা নেই ভারতের। ভারত রাহুলকে উইকেট রক্ষক হিসেবে ব্যবহার করার কথা ভাবছে।
ঋষভ যে ভূমিকা ব্যাট হাতে পালন করত, সেই দায়িত্ব দেওয়া হবে সূর্যকে। অর্থাৎ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সূর্য কুমারকে রান বাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে বিশেষ দায়িত্ব দেওয়া হবে। ভারতীয় নির্বাচক শ্রীধরন শরথ সমালোচকদের মনে করিয়ে দিয়েছেন পন্ত নেই বলে চিন্তার কারণ নেই। তাঁর মতে পন্তের আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরিবর্ত হিসেবে ভারত ব্যবহার করতে পারে সূর্যকুমার যাদবকে।
আরও পড়ুন – মোহনবাগানের সামনে আজ ওড়িশার চ্যালেঞ্জ, জিতে নক আউটের রাস্তায় থাকতে চান হুয়ান
তিনি মনে করিয়ে দিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটেও সূর্যের ৫০০০ এরও বেশি রান রয়েছে। ভারতের হয়ে এখনও টেস্টে অভিষেক হয়নি সূর্যের। ভারতীয় সিনিয়র টেস্ট দলে তিনি প্রথমবার সুযোগ পেয়েছেন। ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩২টি ইনিংস খেলেছেন সূর্য। তাঁর ঝুলিতে রয়েছে ৫৫৪৯ রান। করেছেন ১৪টি শতরান এবং ২৮টি অর্ধশতরান।
Are you happy with the inclusion of Surya Kumar Yadav in the Indian Test Team instead of Sarfaraz or Easwaran? ?#SuryakumarYadav #SarfarazKhan #ShubmanGill #shubmangill? #MohammedSiraj #SirajMiya #INDvsNZ #indvsnztickets #HardikPandya? #HardikPandyanotout #gbbcricket #hardik pic.twitter.com/BK7ETcq108
— GBB Cricket (@GbbStudios) January 18, 2023
প্রসঙ্গত রঞ্জিতে অবশ্য প্রায় তিন বছর বাদে তিনি কামব্যাক করেছেন। ঋষভ পন্ত না থাকায়, ইশানকে নিয়ে খুব বেশি চর্চা না হলেও, আলোচনা চলছে সরফরাজের পরিবর্তে সূর্যের দলে সুযোগ পাওয়া নিয়ে। সূর্য কুমার নিজে আশাবাদী সাদা বলের ক্রিকেটের পাশাপাশি লাল বলের ক্রিকেটেও দেশের জার্সিতে তিনি সফল হবেন। তাকে যে দায়িত্ব দেওয়া হবে টেস্ট ক্রিকেটে সেটা পালন করতে নিজের সবকিছু উজাড় করে দেবেন মিস্টার ৩৬০ ডিগ্রি।
সূর্য কুমার যাদবকে দেখলে রিচার্ডসকে মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার এই কিংবদন্তীর
#নয়াদিল্লি: তিনি এখন যতই হাত দিচ্ছেন তাতেই সোনা ফলছে। এমনই স্বপ্নের ছন্দে আছেন। টি-২০ ফরম্যাটে এখন বিশ্বের এক নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব। ভারতীয় তারকার খেলার মধ্যে ভিভ রিচার্ডসের ঝলক খুঁজে পাচ্ছেন টম মুডি। অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডারের মতে, ‘সূর্য ব্যাটিং রীতিমতো শ্বাসরুদ্ধকর। শৈশবে রিচার্ডসের খেলা দেখে ঠিক এমনই মুগ্ধ হতাম।
সূর্য আমাকে ভিভের ব্যাটিং মনে করাচ্ছে। একার হাতে নিয়ন্ত্রণ করছে ম্যাচের গতিপথ।’ ফেলে আসা বছরে কুড়ি ওভারের ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান ছিল সূর্যরই। নতুন বছরের শুরুটাও সেঞ্চুরির মধ্যে দিয়ে করেছেন তিনি। তবে তার পরও শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতের প্রথম এগারোয় তাঁর জায়গা হয়নি।
যার জন্য সমালোচিত হয়েছে টিম ম্যানেজমেন্ট। অবশ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের স্কোয়াডে এসেছেন তিনি। তা নিয়েও চলছে চর্চা। বলা হচ্ছে, রনজি ট্রফিতে দুরন্ত ছন্দে থাকা মুম্বইয়ের সরফরাজ খানের সুযোগ পাওয়া উচিত ছিল। চলতি মরশুমে রনজিতে পাঁচ ম্যাচে দুটো শতরান সহ ৪৩১ রান করেছেন ২৫ বছর বয়সি ব্যাটসম্যানটি।
Happy birthday Rahul sir!
You are an inspiration and a legend!
Thank you for giving me the space and the freedom in the team to go out there and be myself on the ground! ? pic.twitter.com/7zFYhBzSJF— Surya Kumar Yadav (@surya_14kumar) January 11, 2023
গত মরশুমে ছয় ম্যাচে করেছিলেন ৯৮২ রান। বলা হচ্ছে, সরফরাজকে বাইরে রেখে সূর্যর টেস্ট স্কোয়াডে আসা আদতে রনজি ট্রফিরই অপমান। ক্রিকেটপ্রেমীদের একাংশ অবশ্য সূর্যর আক্রমণাত্মক ব্যাটিং স্টাইলকে অজিদের বিরুদ্ধে কাজে লাগানোর পক্ষপাতী। তাঁদের মতে, বিপক্ষ বোলিংয়ের লাইন-লেংথ নষ্ট করার কাজে সূর্য তুলনাহীন।
সেক্ষেত্রে ওপেনিংয়ে তাঁকে দেখতে চাইছেন অনেকে। বীরেন্দ্র সেওয়াগের উদাহরণও দেওয়া হচ্ছে। রোহিত শর্মা আর বেশিদিন টেস্টে খেলবেন না ধরে নিয়ে সূর্যকে তৈরি করার প্রস্তাব রয়েছে কারও কারও তরফে। আবার অনেকে তাঁকে তিন নম্বরে দেখতে আগ্রহী। কেউ কেউ আবার পরামর্শ দিচ্ছেন, ৩২ বছর বয়সিকে মুম্বইকরকে মিডল অর্ডারে পাঁচ নম্বরে নামানোর।
‘‘তুমি নিশ্চয় ছোটবেলায় আমার খেলা দেখনি’’ আঁতকে উঠে রাহুল দ্রাবিড় কী বললেন, দেখুন ভিডিও
#নয়াদিল্লি : ভারতীয় ক্রিকেটে নতুন ধামাকা ক্রিকেট সেনসেশন সূর্যকুমার যাদব৷ তাঁর বিস্ফোরক ব্যাটিং দেখে সকলেই একেবারে মুগ্ধ হয়ে যান৷ ভারত বনাম শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজ জয়ের মধ্যেই সামনে এল সূর্যকুমার যাদবের নানা সিক্রেট৷ সূর্যকুমারের সাক্ষাৎকার নেন খোদ কোচ রাহুল দ্রাবিড়৷
সিরিজ জয়ের পরে কোচ দ্রাবিড় ছিলেন দারুণ খোশমেজাজে৷ এরপরেই সূর্যকুমার যাদবকে বলেন ‘‘মনে হয় তুমি ছোটবেলায় আমার খেলা দেখনি’’ তার উত্তরে হাসতে হাসতে দ্রাবিড়কে সূর্যকুমার যাদব বলেন না না দেখেছি৷ ’’
দেখে নিন ভারি মজার সেই ভিডিও…(Viral Video)
???????? ???’? ??????????? ???? ??????? ?? ?????? ?
Head Coach Rahul Dravid interviews @surya_14kumar post #TeamIndia’s victory in the #INDvSL T20I series decider ???? – By @ameyatilak
Full Interview ??https://t.co/nCtp5wi46L pic.twitter.com/F0EfkFPVfb
— BCCI (@BCCI) January 8, 2023
সূর্যকুমার যাদব বলেছেন তাঁর পরিবারে তিনিই প্রথম ক্রিকেটার, কারণ তাঁর বাবা ইঞ্জিনিয়ার ছিলেন৷ পাশাপাশি তিনি এও জানান তাঁর স্ত্রী এখন তাঁর খাওয়াদাওয়ার ওপর পুরো নজর রাখেন৷
ভারত বনাম শ্রীলঙ্কা তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ ব্যাটিং ধামাকায় ভরিয়ে দেন তিনি৷ তাঁর শতরানের ইনিংসে ৯টি বড় সাইজের ছক্কা হাঁকিয়েছেন সূর্যকুমার যাদব। ম্যাচে ভারতীয় দল প্রথমে খেলতে গিয়ে ৫ উইকেটে ২২৮ রানের বিশাল স্কোর খাড়া করে। জবাবে ব্যাট করতে নেমে ১৩৭ রান করে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা দল। বাঁহাতি ফাস্ট বোলার অর্শদীপ সিং নেন ৩ উইকেট। ফলে ২-১ সিরিজ দখল করল টিম ইন্ডিয়া। ১০ জানুয়ারি থেকে দুই দেশের মধ্যে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ হবে।
তৃতীয় টি-টোয়েন্টিতে নিজের শতরানের ইনিংসে সূর্যকুমার যাদব দুর্দান্ত শট খেলেন। তবে তাঁর একটি ছক্কা মারা নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। বাঁহাতি ফাস্ট বোলার দিলশান মধুশঙ্কার ফুল টস বলে উইকেটের পিছনে ছক্কা মারেন তিনি। শটটি অফার করার পর তিনি নিজের শরীরের ভারসাম্য হারিয়ে মাটিতেই পড়ে যান, কিন্তু কাজের কাজ হওয়া তাতে আটকায়নি৷ তাঁর সেই ছক্কার ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷