আবার একই সাপ যদি পরপর দু'বার কামড় দেয় তাহলে নাকি বিষে বিষে বিষক্ষয় হয়, এরকমই একটি কুসংস্কার বা ধারণার কথাও শোনা যায়। চিকিৎসা করতে গিয়ে বারংবার এমন কথা শুনেছেন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর শ্যামল কুণ্ডু। তাঁর বক্তব্য শুনলে কিন্তু চমকে যাবেন।

14-feet-long Rattlesnake: উঠোনময় ঘুরে বেড়াচ্ছে ১৪ ফুটের সাপ, তারপরই যে মারাত্মক ঘটনা ঘটল, জানলে শিউরে উঠবেন

ইয়েল্লাপুর: ১৪ ফুটের সাপ! সেই সাপ নাকি হেলেদুলে হেঁটে বেড়াচ্ছে উঠোন দিয়ে৷ ঘটনাটি ঘটেছে, তেলেঙ্গানার ইয়েল্লাপুরে৷ শনিবার বিকেলে বিষ্ণু নাইকা নামে একজনের উঠোনে এই বিশালাকার সাপকে দেখা যায়৷

সাপটিকে উদ্ধার করার জন্য সুরজ শেঠিকে ডাকা হয়৷ প্রথমদিকে সাপটিকে উদ্ধার করতে সুরজের বেশ বেগ পেতে হয়েছে৷ সেই সময় অঝোরে বৃষ্টিপাত হচ্ছিল৷ ফলে সাপের গা আরও পিচ্ছিল হয়ে যাওয়ার ফলে সাপটিকে পাকড়াও করা বেশ কঠিন হয়ে পড়ছিল৷

আরও পড়ুন: অ্যাপ ক্যাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! রাজধানীতে অটো-ট্যাক্সি ধর্মঘট, বিপাকে সাধারণ মানুষ

অবশেষে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় সুরজ শেঠি সাপটিকে পাকড়াও করতে সক্ষম হন৷ এই বিশালাকার সাপটি আসলে র‍্যাটেল স্নেকের প্রজাতির৷ ওজন ছিল প্রায় ১২ কেজি৷ এত বেশি ওজন হওয়ার কারণে সাপটিকে ধরা আরও সমস্যাজনক হয়ে যাচ্ছিল৷

আরও পড়ুন: ইউটিউব নতুন চ্যানেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, শুরুতেই বলে বলে দশ গোল মেসিকে

সাপের গা এমনিতেই পিচ্ছিল ধরনের৷ বৃষ্টির ফলে সেই বিশাল নাগরাজমশাইকে ধরা বেশ বিপদজ্জনক ছিল৷ কিন্তু অভিজ্ঞতার উপর ভর করে সুরজ শেঠ শেষ অবধি এই র‍্যাটেল স্নেককে ধরতে সক্ষম হয়েছিল৷
এখনও অবধি তিনি প্রায় ৫০০টিরও বেশি সাপ উদ্ধার করেছেন৷

এই চরম প্রতিকূল অবস্থায় লড়াই না ছাড়ার জন্য, সক্ষমভাবে সাপকে ধরার জন্য গ্রামবাসীরা সুরজ শেঠিকে ধন্যবাদ জানিয়েছেন৷ তবে এই ঘটনায় স্থানীয়রা বেশ উদ্বিগ্ন৷ বর্ষাকালে এমনিতেই সাপের উপদ্রব বেশি হয়, সেখানে এই ধরনের বিশালাকার সাপের উপস্থিতিতে তাঁরা রীতিমতো ভীত, সন্ত্রস্ত হয়ে পড়েছেন৷