Tag Archives: Rescued

Wife Rescued Senseless: শরীর জুড়ে ক্ষতচিহ্ন! পুকুরপাড়ে জ্ঞান হারিয়ে পড়ে স্ত্রী…স্বামীর অভিযোগে তরজা

প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: পুকুরপাড় থেকে অচৈতন্য অবস্থায় আদিবাসী বধূ উদ্ধার! শরীরের বিভিন্ন জায়গায় তাঁর ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। বধূর স্বামীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হল এক যুবককে। ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার রাইপুরে।

বধূর শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত থাকায় প্রথমে বধূকে রাইপুর গ্রামীণ হাসপাতালে ও পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। আহত বধূর স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে স্থানীয় কারগিল গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে বাবলু দুলে নামের এক যুবককে। আজ ধৃতকে খাতড়া মহকুমা আদালতে পেশ করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই বধূকে মারধর করে ফেলে রাখা হয়েছিল ওই পুকুরের পাড়ে।

আরও পড়ুন- পটলের ইংরেজি কী? বলতে পারবেন না বেশিরভাগই…! চ্যালেঞ্জ নেবেন নাকি? মেলান উত্তর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার রাইপুর থানা এলাকার আদিবাসী এক গৃহবধূ হঠাৎই নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। পরে খোঁজ চালিয়েও তাঁর সন্ধান মেলেনি। সোমবার দুপুরে স্থানীয়রা গ্রাম লাগোয়া একটি পুকুরের পাড়ে ওই বধূকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হয়। রাইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বধূকে উদ্ধার করে প্রথমে রাইপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।

পুলিশ জানিয়েছে ওই বধূর শরীর ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল বিকালে নির্যাতিতার স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে রাইপুর থানার পুলিশ পার্শ্ববর্তী কারগিল গ্রামের বাসিন্দা বাবলু দুলেকে গ্রেফতার করে। আজ তাকে খাতড়া মহকুমা আদালতে পেশ করা হচ্ছে । ধৃত বাবলু দুলের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী চাপানউতোর।

আরও পড়ুন- ওজন কমাতে যখন তখন চিয়া সিড খাচ্ছেন? ভয়ঙ্কর! একমাত্র ঠিক সময় খেলেই পাবেন উপকার…

তৃনমূলের দাবি, ধৃত বিজেপির সক্রিয় কর্মী। অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, ওই যুবক শাসক ঘনিষ্ঠ। বামেরা এই ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ওই বধূকে মারধর করার কারণ জানার চেষ্টা চলছে।

Indian Rescued: বিদেশের মাটিতে সাইবার প্রতারণার শিকার, লাওসের মাটি থেকে থেকে উদ্ধার ৬৩৫ ভারতীয়

ভিয়েনতিয়েন: লাওসের সাইবার প্রতারণার কেন্দ্রে আটকে পড়া অন্তত ৪৭জন ভারতীয়দের দেশ ফেরাল লাওসের ভারতীয় দূতাবাস৷ শনিবার, দক্ষিণপূর্ব এশিয়ার ভারতীয় দূতাবাস থেকে এই উদ্ধারকার্যের কথা জানানো হয়েছে৷

লাওসে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেকেই জাল চাকরির ফাঁদে পা দিয়ে ভারত থেকে লাওসে চলে যান৷ তারপর এখানে এসে তাঁরা প্রতারণার শিকার হন৷ এর জন্য ভারতীয় প্রশাসন নাগরিকদের এই নিয়ে সতর্ক থাকতে অনুরোধ করেছে৷

আরও পড়ুন: সেপ্টেম্বরেও বানভাসি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চল, ভারী থেকে অতিভারী বৃষ্টি আশঙ্কা আবহাওয়া দপ্তরের

ভারতীয় প্রশাসন এখনও পর্যন্ত ৬৩৫ জন ভারতীয়দের লাওসের সাইবার প্রতারণার কেন্দ্র থেকে উদ্ধার করেছে৷ তাঁদের ভারতে ফেরানোর ব্যবস্থা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে৷

আরও পড়ুন: পুজোর বাসনে কালচে ছোপ পড়ে যাচ্ছে? রইল মোক্ষম উপায়, নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে

ভারতীয় দূতাবাস তাদের অফিসিয়াল সাইট থেকে বিবৃতি প্রকাশ করেছে৷
সেখান থেকে জানা গিয়েছে দূতাবাসের কর্মকর্তারা আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারের জন্য রাজধানী ভিয়েনতিয়েন থেকে হোকিওতে যান৷

লাওসে ভারতের রাষ্ট্রদূত প্রশান্ত আগরওয়াল জানিয়েছেন উদ্ধারকারী ভারতীয়দের সঙ্গে তাঁর কথা হয়েছে৷ তাঁদের সমস্যার কথাও তিনি শুনেছেন৷

উদ্ধারকারী ভারতীয়দের মধ্যে অন্তত ৩০ জন ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছেন৷ বাকি আরও ১৭ জন শীঘ্রই ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন৷

14-feet-long Rattlesnake: উঠোনময় ঘুরে বেড়াচ্ছে ১৪ ফুটের সাপ, তারপরই যে মারাত্মক ঘটনা ঘটল, জানলে শিউরে উঠবেন

ইয়েল্লাপুর: ১৪ ফুটের সাপ! সেই সাপ নাকি হেলেদুলে হেঁটে বেড়াচ্ছে উঠোন দিয়ে৷ ঘটনাটি ঘটেছে, তেলেঙ্গানার ইয়েল্লাপুরে৷ শনিবার বিকেলে বিষ্ণু নাইকা নামে একজনের উঠোনে এই বিশালাকার সাপকে দেখা যায়৷

সাপটিকে উদ্ধার করার জন্য সুরজ শেঠিকে ডাকা হয়৷ প্রথমদিকে সাপটিকে উদ্ধার করতে সুরজের বেশ বেগ পেতে হয়েছে৷ সেই সময় অঝোরে বৃষ্টিপাত হচ্ছিল৷ ফলে সাপের গা আরও পিচ্ছিল হয়ে যাওয়ার ফলে সাপটিকে পাকড়াও করা বেশ কঠিন হয়ে পড়ছিল৷

আরও পড়ুন: অ্যাপ ক্যাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! রাজধানীতে অটো-ট্যাক্সি ধর্মঘট, বিপাকে সাধারণ মানুষ

অবশেষে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় সুরজ শেঠি সাপটিকে পাকড়াও করতে সক্ষম হন৷ এই বিশালাকার সাপটি আসলে র‍্যাটেল স্নেকের প্রজাতির৷ ওজন ছিল প্রায় ১২ কেজি৷ এত বেশি ওজন হওয়ার কারণে সাপটিকে ধরা আরও সমস্যাজনক হয়ে যাচ্ছিল৷

আরও পড়ুন: ইউটিউব নতুন চ্যানেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, শুরুতেই বলে বলে দশ গোল মেসিকে

সাপের গা এমনিতেই পিচ্ছিল ধরনের৷ বৃষ্টির ফলে সেই বিশাল নাগরাজমশাইকে ধরা বেশ বিপদজ্জনক ছিল৷ কিন্তু অভিজ্ঞতার উপর ভর করে সুরজ শেঠ শেষ অবধি এই র‍্যাটেল স্নেককে ধরতে সক্ষম হয়েছিল৷
এখনও অবধি তিনি প্রায় ৫০০টিরও বেশি সাপ উদ্ধার করেছেন৷

এই চরম প্রতিকূল অবস্থায় লড়াই না ছাড়ার জন্য, সক্ষমভাবে সাপকে ধরার জন্য গ্রামবাসীরা সুরজ শেঠিকে ধন্যবাদ জানিয়েছেন৷ তবে এই ঘটনায় স্থানীয়রা বেশ উদ্বিগ্ন৷ বর্ষাকালে এমনিতেই সাপের উপদ্রব বেশি হয়, সেখানে এই ধরনের বিশালাকার সাপের উপস্থিতিতে তাঁরা রীতিমতো ভীত, সন্ত্রস্ত হয়ে পড়েছেন৷

Old Woman Rescued by Boatman: নাতনির মৃত্যু শোক সহ্য করতে না পেরে গঙ্গায় ঝাঁপ ঠাকুমার!

হুগলি: নাতনির অস্বাভাবিক মৃত্যুর ধাক্কা সামলাতে না পেরে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধার। যদিও ত্রিবেণী ঘাটের নৌকার মাঝিরা সাঁতরে গিয়ে আরতী ঘোষ (৭৮) নামে ওই বৃদ্ধাকে উদ্ধার করেন। ফলে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি।

দু’বছর আগে ছেলে ও মাস কয়েক আগে নাতনির মৃত্যুতে নিজেকে অপয়া ভেবে বসেছিলেন বৃদ্ধা আরতী ঘোষ। সেই থেকেই গভীর মানসিক অবসাদে ভুগছিলেন। আত্মহত্যা করার জন্যই বাড়ি থেকে বেরিয়ে ত্রিবেনী ঘাটের কাছে গঙ্গায় ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে জলের স্রোতে ভেসে যেতে থাকেন। বিষয়টি নজরে আসে নৌকার মাঝিদের। তাঁরাই ওই বৃদ্ধাকে উদ্ধার করেন।

আর‌ও পড়ুন: রাতে পার্কিং করে রাখা গাড়ি ঘুম থেকে উঠে দেখলেন পুকুরে ভাসছে! এ কী কাণ্ড

পরিবার সূত্রে জানা গেছে, বৃদ্ধার বড় ছেলে শৈলেন ঘোষের মেয়ে ডালিয়ার অস্বাভাবিক মৃত্যু হয় মাস দুয়েক আগে। পোলবার আমনান গ্রামে মারা যান তিনি। মা মরা মেয়ে ঠাকুমা আরতিদেবীর কাছেই মানুষ হয়েছিলেন। নাতনিকে নিজের মেয়ের মত করে মানুষ করেন বৃদ্ধা। বড় ছেলের বছর দুয়েক আগে মৃত্যু হলে বৃদ্ধার একমাত্র অবলম্বন ছিলেন এই নাতনি। সেই নাতনি চলে যাওয়ায় আরতি ঘোষ অবসাদগ্রস্ত হয়ে পড়েন। তবুও নিজের কাজ নিজেই করতেন।

এদিন ব্যাঙ্কে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন। ব্যাঙ্ক বন্ধ থাকায় বৃদ্ধা তাঁর বাপের বাড়ি বেহুলায় চলে যান। সেখান থেকে টোটোতে করে ত্রিবেণী ঘাটে স্নান করবেন বলে আসেন। টোটো চালককে বৃদ্ধা বলেন ফিরে যেতে, তিনি পরে বাড়ি ফিরবেন। ঘাটে বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ নদীতে ঝাঁপ দেন বৃ্দ্ধা। কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা দেখতে পেয়ে চিৎকার করে ওঠেন। ঘাটে থাকা নৌকার মাঝিরা ভেসে যেতে থাকা ওই বৃদ্ধাকে উদ্ধার করেন। পরে বলাগড় থানার ওসি রাজকিরণ মুখোপাধ্যায় বৃদ্ধার বাড়িতে খবর দেন। নাতি সুমন ঘোষ ত্রিবেণী ঘাটে এসে ঠাকুমাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে যান।

রাহী হালদার

Woman Rescued: মাঝরাতে রাস্তায় পড়ে রক্তাক্ত মহিলা, স্থানীয় যুবকদের নজরে পড়তেই যা হল….

উত্তর ২৪ পরগনা: মাঝরাতে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন মহিলা। দেখতে পেয়ে এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন স্থানীয় যুবকরা। চিকিৎসার ব্যবস্থা করলেন তাঁরা। হাড়োয়ার ঘটনা।

উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়ার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের মাজমপুর মেছোভেড়ি সংলগ্ন এলাকার রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন বছর ৩৫-এর এক মহিলা। সেই সময় স্থানীয় কয়েকজন যুবক হাড়োয়ায় নিজেদের কাজ মিটিয়ে বাইকে করে বাড়িতে ফিরছিলেন। তাঁরাই ওই মহিলাকে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি ওই মহিলাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য।

আর‌ও পড়ুন: শিশু চুরির গুজবে ফের গণপিটুনি, বারাসতের পর অশোকনগর

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত ওই মহিলার মাথায় প্রায় তিনটি সেলাই পড়েছে। তিনি এখন অনেকটাই সুস্থ বোধ করছেন। তবে কীভাবে আহত হলেন, আর কেনই বা তিনি রাতের অন্ধকারে রাস্তার পাশে পড়েছিলেন সেটা এখনও জানা যায়নি। তবে স্থানীয় একটি সূত্র মারফত দাবি করা হয়েছে, ওই মহিলা ভবঘুরে এবং মানসিক ভারসাম্যহীন। তবে এলাকার ওই যুবকদের তৎপরতাতেই কার্যত তাঁর প্রাণ রক্ষা পেয়েছে বলে মনে করছেন সকলে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে ওই মহিলার ঠিকানা জানার জন্য খোঁজ চালানো হচ্ছে।

জুলফিকার মোল্যা