১৫ বছরের এক ছেলে, বিরাট কোহলির জন্য যা করল, জানলে গর্ব হবে আপনারও

কানপুর : ৭ ঘণ্টায় ৫৮ কিমি পথ! কোহলির জন্য এই ছেলে যা করল, জানলে গর্ব হবে আপনারও

ভারতে ক্রিকেটের প্রতি মানুষের ভালবাসা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তিন বছর পর টেস্ট ফিরেছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। রোহিত শর্মা-বিরাট কোহলিদের খেলা দেখতে ভক্তরা ভিড় জমিয়েছেন। তবে টেস্টের প্রথম দিন থেকেই সেখানে বৃষ্টি। ফলে মন খারাপ ভক্তদের। যদিও এরই মধ্যে ১৫ বছর বয়সী এক স্কুলপড়ুয়া কার্তিকেয়া যা করেছেন, তা নিয়ে এখন চর্চা সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন- কানপুর টেস্ট বৃষ্টিতে ড্র হলে ভারতের বড় ক্ষতি! কারণ জানলে চিন্তা বাড়বে আপনারও

কার্তিকেয়ার বাড়ি উন্নাওয়ে। গ্রিন পার্ক থেকে ৫৮ কিলোমিটার দূরে। সাইকেল চালিয়ে সেই পথ পাড়ি দিয়েছিল সে। কোহলির ব্যাটিং দেখার জন্য বাড়ি থেকে সাইকেলে চেপে রওনা দেয় সে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দশম শ্রেণি পড়ুয়া কার্তিকেয়া।

—- Polls module would be displayed here —-

তার মনের ইচ্ছা প্রথম দিনে পূরণ হয়নি। টস জিতে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭ রানে প্রথম দিনের খেলা শেষ করতে বাধ্য হয়। কারণ বৃষ্টি ও কম আলো। বৃষ্টির কারণে দেড় সেশনের বেশি সময় হাতে রেখেই দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা।

কার্তিকেয়া জানিয়েছে, বাড়ি থেকে ভোর ৪টেয় সাইকেলে রওনা দিয়ে গ্রিন পার্কে সে পৌঁছেছে সকাল ১১টায়। ৭ ঘণ্টা সাইকেল চালিয়ে কোহলির ব্যাটিং দেখতে এসেছিল সে। কার্তিকেয়া আরও জানিয়েছে, সে নিজের ইচ্ছাতেই খেলা দেখতে এসেছে। তবে মা–বাবা বিষয়টি জানতেন। কার্তিকেয়া বলেছে, কোহলিকে দেখতে পেলে আমার এতদূর আসা সার্থক হবে।

আরও পড়ুন- সরফরাজ খানের ভাই মুশির খানের মারাত্মক অ্যাক্সিডেন্ট, এক চুলের জন্য বাঁচলেন প্রাণ

ছেলেটি গ্যালারিতে একটি প্ল্যাকার্ডও উঁচিয়ে ধরে। তাতে লেখা ছিল, মা তাকে মন্দিরে যেতে বলেছিলেন। কিন্তু সে সেখান থেকে গ্রিন পার্কে এসেছে কোহলিকে দেখতে।