শোওয়ার ঘরে নয় ফুটের কিং কোবরা

Viral Video: শোওয়ার ঘরে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য! ওখানে ওটা কী? ভাইরাল ভিডিও দেখে গা শিউরে উঠবে

আগুম্বে: সাপ মানেই শিড়দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে চলা৷ অনেক সময়তেই দেখা যায়, ঘরের মধ্যে সাপ ঢুকে বসে থাকে৷ বিশেষ করে বর্ষাকালে এই ধরনের ঘটনা প্রায়ই দেখা যায়৷ এবার এক বড় কোবরা ঢুকে বসল খোদ শোওয়ার ঘরে৷

ঘটনাটি ঘটেছে কর্ণাটকের এক গ্রামে৷ সেখানে প্রায় নয় ফুটের এক সাপকে দেখতে পাওয়া যায়৷ কাঠের বাক্সের মধ্যে এই সাপটি লুকিয়ে ছিল৷ পরে সাপটিকে উদ্ধারের জন্য বনবিভাগকে খবর দেওয়া হয়েছিল৷

আরও পড়ুন: অ্যাম্বুলেন্সে হেনস্থার শিকার মহিলা, অক্সিজেনের অভাবে মৃত স্বামী, নারী নির্যাতনের আরও এক ভয়াবহ ছবি উত্তরপ্রদেশে

খবরটি পাওয়া মাত্র আগুম্বে রেনফরেস্ট রিসার্চ স্টেশনের বিশেষজ্ঞরা আসে ও সাপটিকে উদ্ধার করে৷ রেনফরেস্ট রিসার্চ স্টেশনের ফিল্ড ডিরেক্টর অজয় গিরির নেতৃত্বে এই বিশালাকৃতির সাপকে বের করার অভিযানটি চলেছিল৷

আরও পড়ুন: কয়েক মিনিটেই ঝকঝকে হয়ে কমোড, ঘেন্না লাগবেনা একফোঁটাও, ঘরেতে এগুলো রাখলেই কেল্লা ফতে

দুঃসাহসিক অভিযানটি সম্পূর্ণভাবে ক্যামেরা বন্দী হয়েছিল৷ জানা যায় বড়ির মালিক ও গ্রামবাসীদের কতৃক তাঁদেরকে খবর দেওয়া হয়েছিল৷ সংবাদটি জানা মাত্রই তাঁরা চলে এসেছিল৷

 

View this post on Instagram

 

A post shared by Ajay Giri (@ajay_v_giri)


ভিডিওতে দেখা যায়, তাঁরা প্রথমে বাড়িতে প্রবেশ করে কোবরাটি কোথায় আছেন, তা দেখে৷ তারপর সেই দলের একজন কর্মী বিছানায় উঠে একটা বড় লাঠি নিয়ে কোবরাটিকে ঘরের বাইরে নিয়ে আসেন৷ তারপর একটা কালো ভাবে ঢুকিয়ে দেয়৷

সাপটিকে উদ্ধার করার পর অজয় গিরি ও তাঁর টিমের সকল সদস্য বাড়ির সকলের সঙ্গে কথা বলেন৷ তাঁরা স্বাভাবিকভাবেই অত্যন্ত আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল৷ সাপটিকে উদ্ধার করে অজয় গিরিরা নিকটবর্তী জঙ্গলে ছেড়ে দিয়ে আসে৷ সাপটি জঙ্গলের ঝোঁপের আড়াল দিয়ে আস্তে আস্তে চলে যায়৷

ভিডিওটি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়ে যায়৷ কিছুক্ষণের মধ্যেই প্রায় ২ লাখের উপর ভিউ হয়ে যায়৷ নেটিজেনরা অনেকেই এই দুঃসাহসিক অভিযানে অংশ গ্রহণকারী সদস্যদের সাহস ও কর্মদক্ষতাকে কুর্নিশ জানায়৷