Tag Archives: King Cobra

Knowledge Story: বলুন তো, সাপ কোন দেশের জাতীয় সরীসৃপ? উত্তর জানলে অবাক হবেন

আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে।
আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে।
সাধারণ জ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জেনে রাখা উচিত। এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়।
সাধারণ জ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জেনে রাখা উচিত। এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়।
তবে আজ এই প্রতিবেদনে এমন একটি প্রশ্নটি নিয়ে আমরা হাজির হয়েছি সেটি খুব চেনা একটি প্রশ্ন, কিন্তু তারপরও অনেকেই এর উত্তর দিতে গিয়ে ভুল করে থাকেন।
তবে আজ এই প্রতিবেদনে এমন একটি প্রশ্নটি নিয়ে আমরা হাজির হয়েছি সেটি খুব চেনা একটি প্রশ্ন, কিন্তু তারপরও অনেকেই এর উত্তর দিতে গিয়ে ভুল করে থাকেন।
সাপ নিয়ে আমাদের কম-বেশী সকলেরই ভীতি কাজ করে। সাপ নিয়ে জানার কৌতুহলও কম নয়। কিন্তু বলুন তো, সাপ কোন দেশের জাতীয় সরীসৃপ? এর উত্তর অনেকের অজানা।
সাপ নিয়ে আমাদের কম-বেশী সকলেরই ভীতি কাজ করে। সাপ নিয়ে জানার কৌতুহলও কম নয়। কিন্তু বলুন তো, সাপ কোন দেশের জাতীয় সরীসৃপ? এর উত্তর অনেকের অজানা।
আবার আসা যাক উত্তরে। সাপ কোন দেশের জাতীয় সরীসৃপ তা জানলে অবাক হবেন আপনিও। কারণ সাপ ভারতের জাতীয় সরীসৃপ। কিং কোবরা শাপকে ভারতের জাতীয় সরীসৃপ বাছা হয়েছে।
আবার আসা যাক উত্তরে। সাপ কোন দেশের জাতীয় সরীসৃপ তা জানলে অবাক হবেন আপনিও। কারণ সাপ ভারতের জাতীয় সরীসৃপ। কিং কোবরা শাপকে ভারতের জাতীয় সরীসৃপ বাছা হয়েছে।
কিং কোবরা ভারতের জঙ্গলে এবং দক্ষিণ-পূর্ব এশিয়াতেও পাওয়া যায়। কিং কোবরা বিশ্বের দীর্ঘতম বিষধর সাপ হিসেবে পরিচিত। কিং কোবরা ২৫ বছর পর্যন্ত বাঁচতে পারে এবং ১৯ ফুট পর্যন্ত সর্বাধিক লম্বা হয়ে থাকে।
কিং কোবরা ভারতের জঙ্গলে এবং দক্ষিণ-পূর্ব এশিয়াতেও পাওয়া যায়। কিং কোবরা বিশ্বের দীর্ঘতম বিষধর সাপ হিসেবে পরিচিত। কিং কোবরা ২৫ বছর পর্যন্ত বাঁচতে পারে এবং ১৯ ফুট পর্যন্ত সর্বাধিক লম্বা হয়ে থাকে।

Dangerous Snake: চা বাগানে ফোঁসফোঁসানি…! হঠাৎ চোখে পড়ল বিশালাকৃতির কিং কোবরা, বিষাক্ত সাপ দেখে ভয়ে কাঁটা গ্রামবাসীরা

জলপাইগুড়ি: জঙ্গল সংলগ্ন এলাকাহওয়ায় চা বাগানের বাসিন্দাদের ভয়ে ভয়ে দিন কাটাতে হয়। কখনও বন্যপ্রাণীর হামলা তো কখনও সরীসৃপের আনাগোনা, দুশ্চিন্তা লেগেই থাকে। এদিন ডুয়ার্সের মেটেলি ব্লকের বড়দীঘি চা বাগানের টিলাবাড়ি ডিভিশন থেকে প্রায় ১৪ ফিটের কিং কোবরা সাপ উদ্ধার করা হল সর্পপ্রেমী যুবকের তৎপরতায়।

আরও পড়ুন: আর খানিকক্ষণেই স্বস্তির বৃষ্টি! দাবদাহ থেকে মুক্তি ৫ জেলায়, তোলপাড় হবে ঝড়বৃষ্টিতে! IMD-র জরুরি সতর্কতা

জানা গিয়েছে, এদিন বাগানের ৩৪সি সেকশনে কাজ করার সময় শ্রমিকরা ওই কিং কোবরাটিকে দেখতে পায়। এরপরেই আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা। চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। দেরি না করে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় চালসার সর্পপ্রেমী যুবক দিবস রাইকে। দিবস এসে কিং কোবরাটিকে উদ্ধার করে নিয়ে যায়।

সাপটি সুস্থ থাকায় এদিনই সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে দিবস জানায়। উল্লেখ্য, এর আগেও টিলাবারি ডিভিশন চা বাগান থেকে কিং কোবরা উদ্ধার করা হয়েছিল। বাগানটির পাশেই রয়েছে গরুমারা জঙ্গল। গরুমারা জঙ্গল থেকেই কিং কোবরাটি চা বাগানে চলে আসতে পারে বলে বাসিন্দাদের প্রাথমিক অনুমান।

সুরজিৎ দে

Viral News: কুয়ো ভর্তি বিষধর সাপের মধ্যে এক ব্যক্তি, এক ছোবলেই হতে পারেন ছবি, তারপর…ভাইরাল ভিডিও

চোখের সামনে বিষধর সাপ দেখলে ভয় পাবেন না বা আঁতকে উঠবেন না এমন ব্যক্তি পাওয়া কঠিন। এবার ভাবুন তো একটি নয়, কোনও সাপ ভর্তি কুয়োর মধ্যে যদি আপাকে ছেড়ে দেওয়া হয় যেখানে কিং কোবরা, গোখরো, কেউটে, অজগর সহ আরও একাধিক বিষাক্ত ও বৃহদাকার সাপের বাস। তাহলে তো আর কতাই নেই। কিন্তু সাম্প্রতিক সময় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে এমনই একটি সাপের কুয়োর জীবনকে বাজি লাগিয়ে সাপের মোকাবিলা করে সেগুলিকে ধরছেন এক ব্যক্তি।

পৃথিবীতে বিভিন্ন ধরণের মানুষ রয়েছে এবং তাদের বিভিন্ন বিষয়ে দক্ষতা রয়েছে। কেউ কেউ অন্য প্রাণীদের দেখলেই ভয় পায়। আবার কিছু মানুষ আছে যারা সবচেয়ে বিষাক্ত এবং বিপজ্জনক প্রাণী দেখেও ভয় পায় না। এমনই এক ব্যক্তির ভিডিও এই মুহূর্তে ভাইরাল। তিনি অন্যান্য সাধারণ প্রাণীর মতই বিষাক্ত সাপকেও মোকাবেলা করে। ভিডিওতে দেখা যায় উত্তর প্রদেশের যৌনপুর নামক একটি গ্রামে যেখানে একটি কুপে বিভিন্ন ধরনের বিষধর সাপের বাস। কুয়োর ভিতর সাপগুলিকে দেখলে শরীরের শিহরণ জাগবে আপনারও।

কিন্তু ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তি একা সাপের কুয়োর ভিতরে নেমে পড়ে। নেমে প্রথমে কোন কোন সাপ রয়েছে তার বিবরণ দেয়। তারপর বিপজ্জনক সাপের মাঝে দাঁড়িয়ে সে একের পর এক সব সাপকে বস্তায় ভরতে থাকেন। সাপগুলিকে সে হাত দিয়েও ধরে। তিনি যখন এই দুঃসাধ্য কাজ করছেন তখন কুয়োর উপর গ্রামবাসীদের ভিড়। সকলেই দেখছেন কীভাবে প্রাণের ঝুঁকি নিয়ে ওই ব্যক্তি সাপগুলিকে ধরছেন। প্রত্যেকটি সাপকে বস্তাবন্দি করে উপরে উঠে আসেন ওই ব্যক্তি।

আরও পড়ুনঃ IPL 2023: গর্ভবতী হওয়ার পরও ছাড়তে পারেননি ‘নেশা’, দেখুন কী করেছিলেন আন্দ্রে রাসেলের লাস্যময়ী স্ত্রী

আরও পড়ুনঃ Viral News: ডিভোর্সের পরও একসঙ্গে ডেটিং, হোটেলে সময় কাটান যুগল, কারণ জানলে অবাক হবেন 

জানা যায় এমন দুঃসাহসীক কাজ করা ব্যক্তির নাম মুরলিওয়ালে হোসলা। ২০০০ সাল থেকে এমনভাবে সাপ ধরছেন তিনি যাতে মানুষের জীবন বিপদে না পড়ে এবং সাপকেও বাঁচানো যায়। @murliwalehausla নামের একটি চ্যানেল থেকে ভিডিওটি ইউটিউবে শেয়ার করা হয়েছে। যা কোটি কোটি মানুষ দেখেছেন এবং পছন্দ করেছেন। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা। কিন্তু ওই ব্যক্তি যেভাবে সাপের কুয়োয় নেমে সাপ ধরলেন তাতে অলাক নেটিজেনরা।

King Cobra: দু’ঘণ্টা গলায় জড়িয়ে বসে কিং কোবরা ! ওই অবস্থাতেই শুয়ে থাকল ৬ বছরের শিশু

মুম্বই: গলায় সাপ জড়ানো অবস্থায় শুয়ে রয়েছে ৬ বছরের শিশুটি ৷ আর ৫-১০ মিনিটের জন্য নয় ৷ পুরো দু’ঘণ্টা ধরে গলায় জড়িয়ে ধরে বসে থাকল একটি কিং কোবরা (King Cobra) ! একেবারে ফণা তুলে বসে ৷ একটু নড়াচড়া করলেই এক ছোবলে ছবি! ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) বর্ধা জেলার সেলু তহসিলের বোরখেড়িকলা গ্রামে ৷

আরও পড়ুন– ‘শাহরুখ,সলমন, আমিররা আসলে ভয় পায়’, মোদি সরকারকে ফের কটাক্ষ নাসিরুদ্দিন শাহের

জানা গিয়েছে, পরী নামের ওই বাচ্চা মেয়েটি গলায় দু’ঘণ্টা ধরে কোবরা জড়িয়ে চুপচাপ শুয়ে ছিল ৷ একটুও নড়েনি সে ৷ ওই অবস্থাতেই শুয়ে ছিল সে ৷ দু’ঘণ্টা ধরে একইভাবে শুয়ে থাকার পর অবশেষে সাপটি গলা থেকে  সরে অন্যত্র চলে যায় ৷

আরও পড়ুন-স্বস্তিতে সৌরভ, করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মা

কিং কোবরার মতো ভয়ঙ্কর সাপকে দেখে, যেখানে বাড়ির কেউই কিছু করতে পারেননি ৷ সেখানে যথেষ্ট সাহসিকতারই পরিচয় দিয়েছে ওই শিশু ৷ তবে অতটা সময় ওইভাবে থাকার পর অসুস্থ হয়ে পড়ে পরী ৷ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকরা জানিয়েছেন, ঘটনার পর ভালোমতোই অসুস্থ হয়ে পড়েছে মেয়েটি ৷ তার চিকিৎসা চলছে ৷

এদিকে গুজরাতের দাহোদে একটি দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে ৷ সিসিটিভি ফুটেজে সেই দুর্ঘটনার ছবি দেখলে ভয়ে গায়ে কাঁটা দেওয়ার মতোই ৷ প্রায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছেন এক ব্যক্তি ৷ কীভাবে ? তা ভিডিওটি না দেখলে বোঝার উপায় নেই !

বাইকে স্ত্রী-কে পিছনে বসিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি ৷ স্ত্রী-র কোলে ছিল তাদের শিশুও ৷ প্রচণ্ড বৃষ্টিতে রাস্তায় প্রায় সর্বত্রই জল জমে ছিল ৷ কোনওরকমে জমা জল এড়িয়ে মোটরবাইক চালিয়ে যাচ্ছিলেন ৷ কিন্তু রাস্তায় একটি ট্র্যাক্টর এসে পড়ায়, সেটিকে পাশ কাটাতে গিয়েই বিপত্তি ৷ বাইকের চাকা পিছলে গিয়ে রাস্তায় পড়ে যান চালক এবং পিছনে বসা দু’জনেই ৷ সেইসময় ট্র্যাক্টরের পিছনের চাকা বাইক চালকের মাথার উপর দিয়ে চলে যায় ৷ গুরুতর আহত হলেও প্রাণে অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন তিনি ৷

অল্পের জন্য কিং কোবরার ছোবল থেকে বাঁচলেন ব্যক্তি, রুদ্ধশ্বাস এই ভিডিও দেখার পর আঁতকে উঠবেন

#শিবামোগ্গা: কর্নাটকের শিবামোগ্গার ঘটনা। সাপ ধরতে গিয়েছিলেন ব্যক্তি। কিন্তু অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন। একটু বেকায়দা হতেই তেড়ে আসে কিং কোবরা। ছোবল মারতে যায় ওই ব্যক্তির পায়ে। এর জেরে ভয়ে জলে পড়ে যান তিনি। তবে আর এক সহকারীর জন্য প্রাণে বেঁচে যান। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিও।

সম্প্রতি ANI ট্যুইটারে এই ঘটনার একটি ভিডিও শেয়ার করা হয়েছে। দেখা যাচ্ছে, চার দিকে জল। একটি ভাঙা গাছের গুঁড়ির উপরে দাঁড়িয়ে রয়েছে লোকটি। আর কোবরাটিকে ধরার চেষ্টা করছে। এমন সময় একটু বেকায়দা হতেই, তেড়ে আসে কিং কোবরা।

ইতিমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে ভিডিওটি। ১.২ লক্ষ বারের বেশি দেখা হয়েছে।IFS অফিসার পরভিন কাসওয়ান (Parveen Kaswan) ভিডিওটি পোস্ট করে জানিয়েছেন, সাপটি কিং কোবরা ছিল। ব্যক্তির ভাগ্য ভাল। একটু-ওদিক হলেই ব্যক্তির প্রাণহানি ঘটত।

ঘটনাকে ঘিরে প্রশ্ন আর কৌতূহলও অনেক। যা স্পষ্ট হয়েছে কমেন্ট বক্সে। যাঁরা সাপ ধরার কাজ করছেন, তাঁদের জন্য উপযুক্ত নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার পক্ষে সওয়াল করেছেন নেটিজেনদের একাংশ। অনেকে আবার ব্যক্তির সাহসের প্রশংসা করেছেন। তবে ঘটনাটির বিরোধিতাও করেছেন ট্যুইট ব্যবহারকারীদের একাংশ। তাঁদের কথায়, জঙ্গল থেকে এভাবে সাপেদের ধরে তাদের বিষ কেড়ে নেওয়া কোনও ভাবেই সমর্থনযোগ্য নয়। একজন লিখেছেন, উপযুক্ত সুরক্ষা না নিয়ে কিং কোবরা ধরাটা অত্যন্ত ঝঁুকিপূর্ণ। এক্ষেত্রে সাপের বিষ উদ্ধারকারীকেই পরে উদ্ধার করতে হত।

প্রসঙ্গত, দেশে ধীরে ধীরে বাড়ছে সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা। ক্রমশ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এটি। ২০১৭ সালের Down To Earth-এর এক প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, পুরো পৃথিবীর সাপে কামড়ে মৃত্যুর ঘটনার প্রায় অর্ধেকই ঘটেছে ভারতে। ২০১৭ সালের জুন মাসে এই বিষয়টিকে নেগলেকটেড ট্রপিকাল ডিজিজ (Neglected Tropical Diseases) নামেও চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর এর শিকার এশিয়া, আফ্রিকা ও আমেরিকা।

প্রধানত, চারটি বড় সাপ অর্থাৎ স্পেকট্যাকেলড কোবরা (Spectacled Cobra), রাসেল ভাইপার (Russell’s Viper), ক্রেইট (Krait) ও স-স্কেলড ভাইপারের (Saw Scaled Viper) প্রতি নজর রাখা হয়। সাপ ধরার পর এদের বিষ থেকেই তৈরি হয় অ্যান্টি-ভেনম। যা চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত অপরিহার্য। এক্ষেত্রে যাঁরা সাপ ধরেন, তাঁদের নানা কো-অপারেটিভ সোসাইটি থাকে। আর এই কো-অপারেটিভ সোসাইটিগুলি নানা সংস্থাকে বিষ সরবরাহ করে। পরে বিষ থেকে অ্যান্টি-ভেনম তৈরি হয়।

ঘরের মধ্যে লুকিয়ে বিশাল গোখরো, পেঁচিয়ে ধরল মানুষের গলা, দেখুন রূদ্ধশ্বাস ভিডিও

#নৈনিতাল: ঘরের মধ্যে লুকিয়ে ছিল বিরাট আকারের গোখরো৷ প্রাণ ভয়ে বাড়ির বাইরে চলে গিয়েছিলেন বাড়ির বাসিন্দারা৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করলেন বনকর্মীরা৷ সেই ভিডিও-ই ট্যুইটারে শেয়ার করেছেন আইএফএস অফিসার আকাশ কুমার বর্মা৷ রূদ্ধশ্বাস সেই ভিডিও দেখে শিউরে উঠেছেন নেটিজেনরাও৷

ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের নৈনিতালে৷ সেখানেই একটি বাড়ির মধ্যে কোনওভাবে ঢুকে পড়েছিল ওই গোখরোটি৷ একটি টেবলের তলায় আশ্রয় নেয় বিশাল মাপের সাপটি৷ নৈনিতালের বন দফতরের উদ্ধারকারী দলের এক সদস্য অত্যন্ত দক্ষতার সঙ্গে বিষাক্ত সাপটির মাথা চেপে ধরে সেটিকে বাড়ির বাইরে নিয়ে আসেন৷ ততক্ষণে সাপ দেখেত ভিড় জমে গিয়েছে বাড়ির বাইরে৷

এর পর শুরু হয় সাপটিকে বস্তায় ভরার পালা৷ বস্তায় ভরার সময় সাপটি নিজের লেজের দিক দিয়ে হঠাৎই উদ্ধারকারী দলের ওই সদস্যের গলা পেঁচিয়ে ধরতে শুরু করে৷ ভিড় করে থাকা মানুষজন তাতে আঁতকে উঠলেও বিন্দুমাত্র বিচলিত হননি সাপটিকে উদ্ধার করে আনা ব্যক্তি৷ ধীরে ধীরে সেটিকে বস্তায় ভরে ফেলেন তিনি৷

পরে আকাশ কুমার বর্মা আরও একটি ভিডিও শেয়ার করেন৷ সেখানে দেখা যায়, উদ্ধার করা সাপটিকে একটি জঙ্গল ঘেরা এলাকায় ছেড়ে দেওয়া হচ্ছে৷

তবে ভিডিওটি দেখে অনেকেই যেমন শিউরে উঠেছেন, সেরকমই বহু মানুষই উদ্ধারকারী দলের সদস্যদের সাহসিকতার প্রশংসাও করেছেন৷

ফণা উঁচু করে মাঝ উঠোনে দাঁড়িয়ে প্রকাণ্ড কিং কোবরা, বালতি বালতি জল ঢেলে স্নান করাচ্ছেন যুবক, ভাইরাল ভিডিও

#খোলা উঠোনে ফণা তুলে দাঁড়িয়ে পেল্লায় কিং কোবরা । আর তাকে বালতি বালতি জলে স্নান করাচ্ছেন এক যুবক । রোমহর্ষক এই ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায় । ট্যুইটারে ভিডিওটি শেয়ার করেছেন ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা ।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, বালতি নিয়ে কল থেকে জল ভরছেন এক যুবক । পিছনে ফণা উঁচু করে দাঁড়িয়ে বিরাট কিং কোবরা ।  এরপর বালতি সুদ্ধ জল ধীরে ধীরে তার ফণার উপর দিয়ে সারা শরীরে ঢেলে দিচ্ছেন তিনি । গরমে আরাম পেতেই চুপ করে রয়েছে সে । শরীরে রাগের চিহ্ন নেই । তবে ভিডিওতে সাপটিকে স্নান করাতে দেখা যাচ্ছে যে যুবককে, তিনি যে যথোপযুক্ত প্রশিক্ষিত, তা তাঁর শরীরী ভাষায় স্পষ্ট ।

তবে ভিডিও পোস্ট করে ফরেস্ট আধিকারিক বার বার এই ঘটনা যাতে বাড়িতে কেউ না ঘটান বা বাড়িতে এরকম করার চেষ্টা করেন, তা বার বার অনুরোধ করেছেন ।  তাঁর দাবি, এমন ঘটনা বাড়িতে কেউ ঘটানর চেষ্টা করলে তার ফল মারাত্মক হতে পারে ।   তিনি লেখেন, “Summer time.. And who doesn’t like a nice head bath… Can be dangerous. Please don’t try.”