উদ্ধার হওয়া প্যাঙ্গোলিন

Cooch Behar News: বাড়ির পিছনে ছিল পরিত্যক্ত কুয়ো, আচমকা ভয়ঙ্কর আওয়াজ! কাছে যেতেই ‌দেখা গেল…

মেখলিগঞ্জ: পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার  প্যাঙ্গোলিন। বিশেষ প্রজাতির এই প্রাণী উদ্ধারের ঘটনায় রীতিমতো হইচই শুরু হয়ে যায় গোটা এলাকায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভিড় জমান বহু মানুষ। একেবারেই শান্ত স্বভাবের এই প্রাণী ছোট পোকা-মাকড়, পিঁপড়ে খেয়ে জীবন ধারণ করে। অনেক এলাকার মানুষেরা এই প্রাণীটিকে রুহিন কিংবা বনরুই বলেও ডেকে থাকেন। উত্তরের পাহাড়ী এলাকাতেই বনরুই বা প্যাঙ্গোলিনের মূল নিবাস। তবে আরও অন্যান্য বেশ কিছু অঞ্চলে দেখা মিলছে এই প্যাঙ্গোলিনের।

স্থানীয় সূত্রে খবর, উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের বটতলি বাড়ি এলাকার বাসিন্দা শ্যামল রায়। হঠাৎ করেই তিনি তাঁর বাড়ির পেছনের পরিত্যক্ত কুয়ো থেকে জলের আওয়াজ শুনতে পান। ঘটনা নিজে চোখে দেখতে গিয়ে তিনি প্রথম কুয়োতে প্যাঙ্গোলিনটিকে দেখতে পান। দ্রুত তিনি খবর পাঠান জামালদহ বিট অফিসের বন দফতরের কর্মীদের কাছে। এরপর খবর পেয়ে বন দফতরের জামালদহ বিট অফিসের কর্মীরা এসে ওই প্যাঙ্গোলিনটিকে উদ্ধার করে নিয়ে যান।

আরও পড়ুন– পুরসভার ডেপুটি কমিশনার কাকাকে বিয়ে ভাইঝির, তরুণী বললেন, ‘প্রেম করেছি, কোনও অপরাধ করিনি’

বন দফতরের জামালদহের বিট অফিসার সুনীল রাভা বলেন, “খবর পাওয়া মাত্রই বন দফতরের কর্মীরা গিয়ে প্যাঙ্গোলিনটিকে উদ্ধার করে নিয়ে আসেন। এরপর রেঞ্জ অফিসে আনা হয় প্যাঙ্গোলিনটিকে।” এডিএফও বিজন কুমার নাথ বলেন, “বর্তমানে রেঞ্জ অফিসেই প্রাণীটির স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রাণীটি সম্পূর্ণ সুস্থ থাকলে আবারও তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।”