আধার কার্ড

Technology: আধার নম্বর না দিয়েই খোলা যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট? কার্ড থাকলেও দরকার ভার্চুয়াল আইডি, কার্ডের ব্যবহার জানুন

কলকাতাঃ VID মানে ভার্চুয়াল আইডি। এখন প্রশ্ন হল, আধার নম্বর তো আছেই, তাহলে আবার ভার্চুয়াল আইডি দরকার কেন হবে? দরকার বলেই তা নাগরিকদের সরবরাহ করছে UIDAI। এই VID আদতে একটা ১৬ ডিজিটের কোড যা আমাদের আধার নম্বরের সাপেক্ষে পাওয়া যাবে। একজন ইউজার একটিই VID পাবেন, তা প্রতি দিন আপডেটও করা যাবে। এর ব্যবহার ইউজারের আধারে থাকা ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবে, তা অন্যের সঙ্গে ভাগ করার দরকার হবে না।

VID কোন কোন ক্ষেত্রে কাজে আসবে?

*ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কাজে আসবে VID।

*সরকারি পরিষেবার আবেদনের সময়ে পরিচয়ের মাধ্যম রূপে VID ব্যবহার করা যাবে।

আরও পড়ুনঃ স্বপ্নে ফুল দেখেন? এই ৭ ফুলের স্বপ্ন জীবনে সাংঘাতিক প্রভাব ফেলে! কেন এমন হয় অবশ্যই জানুন

*ই-কেওয়াইসির সময়ে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে VID ব্যবহারে।

*Aadhaar PVC বা e-Aadhaar ডাউনলোডের সময়ে এটা ব্যবহার করা যেতে পারে।

*আধার নম্বর গোপন রেখেও সরকারি প্রকল্পের সুবিধা নিতে চাইলে VID কাজে আসবে।

*পাসপোর্টের আবেদনের সময়ে এর ব্যবহার করা যাবে।

*নতুন ইনস্যুরেন্স পলিসি নেওয়ার সময়ে আধার নম্বরের বদলে এই VID দেওয়া যাবে।

কীভাবে তা পাওয়া যায়?

*যেতে হবে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে: https://resident.uidai.gov.in/web/resident/vidgeneration।

*Aadhaar Service থেকে বেছে নিতে হবে Virtual ID (VID) Generator।

*আধার নম্বর এবং সিকিউরিটি কোড এন্টার করতে হবে। Send OTP-তে ক্লিক করলে রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে।

*ওটিপি এন্টার করার পরে বেছে নিতে হবে Generate/Retrieve VID, এবার Submit-এ ক্লিক করতে হবে।

*রেজিস্টার্ড মোবাইল নম্বরে এবং ই-মেল অ্যাড্রেসে ১৬ ডিজিটের ভার্চুয়ার আধার আইডি চলে আসবে।

চাইলে পরিষেবা নম্বরে এসএমএস পাঠিয়েও তা পাওয়া যায়। এর জন্য 1947 নম্বরে GVID লিখে সঙ্গে আধার নম্বরের শেষ চার ডিজিট যোগ করে মেসেজ পাঠাতে হবে। যেমন, GVID 1234। এর পর রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে ভার্চুয়াল আধার আইডি চলে আসবে।