অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee: ‘৫৫% মেয়েরা লড়াই করবে…’ ছাত্র সংসদের নির্বাচন নিয়ে বড় ঘোষণা অভিষেকের

কলকাতাঃ গোটা আরজি কর কাণ্ড পর্বে তাঁর নীরবতা নিয়ে তৃণমূলের অন্দরে এবং রাজনৈতিক মহলে তুমুল জল্পনা ছড়িয়েছিল৷ তৃণমূলের অন্দরে শীর্ষ স্তরে সমীকরণ নিয়েও নানা খবর হাওয়ায় ভাসছিল৷ শেষ পর্যন্ত আরজি কর কাণ্ডের পর প্রথমবার তৃণমূলের মঞ্চ থেকে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ ‘কারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন?’ আরজি কর কাণ্ডে মমতার হয়েই সওয়াল, বিজেপি তুলোধনা অভিষেকের

তিনি সভায় বারবার তুলে ধরেছেন টিএমসি চিরকাল মহিলাদের প্রাধান‍্য দিয়ে এসেছে। তিনি বলেন, ‘ছাত্র সংসদ নির্বাচন হবে আগামীদিনে। ৫৫% মেয়েরা যেন তাতে লড়াই করার সুযোগ পায়। এটা আমি অনুরোধ করব। যাতে কলেজ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।’

আরও পড়ুনঃ ধর্ষণ করলেই ফাঁসি, আইন করতে দশ দিনের মধ্যে বিল আনছে রাজ্য! বড় ঘোষণা মমতার

এ দিন মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠান থেকে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, ‘চলতি বছরের লোকসভায় আমাদের দল থেকে ২৯জন সাংসদ সংসদে গিয়েছেন। তাঁদের মধ‍্যে ১২ জন এই মহিলা। পঞ্চায়েত স্তরে আমাদের ৫০ শতাংশ মহিলা প্রতিনিধি আছে।’

শাসক দলের ছাত্র সংগঠনের সমাবেশ যথাযথ করতে মঙ্গলবার থেকেই ময়দানে তৃণমূল নেতৃত্ব। বিরোধীদের প্রশ্নের জবাব তৃণমূল শীর্ষ নেতৃত্ব দেবে বলে মনে করেছিল রাজনৈতিক মহল। আরজি কর ইস্যুতে পরবর্তী কর্মসূচি থেকে কলেজ ভোট নিয়ে অবস্থান সব নিয়েই কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।