অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee: ‘বিসর্জন খালি সময়ের অপেক্ষা…’ জঙ্গলমহলের মাটিতে ‘ভবিষ্যদ্বাণী’ অভিষেকের

বাঁকুড়া: “যত দিন যাচ্ছে ততদিন মহিলাদের সমর্থন বাড়ছে। মহিলারা যেদিকে থাকে, তাদের কেউ সরাতে পারবে না৷” বাঁকুড়ার শালতোড়ার সভা থেকে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড তাঁর নির্বাচনী ভাষণে এদিন বারবারই তুলে ধরেন জঙ্গলমহলে শাসকদলের উন্নয়নের ফরমান ।

অভিষেকের তীব্র কটাক্ষ, “২০১৯ সালে সুভাষ সরকারকে সাংসদ করে পাঠালেন। ২০২১ সালে জঙ্গলমহলের তিন বিধানসভা এলাকা বাদে সব বিজেপি জিতল। এখন ভোট ঘোষণা হতেই জুতো পালিশ থেকে গায়ে সাবান মাখিয়ে দিচ্ছেন সুভাষ সরকার৷ মা বোনেদের বলব, এঁদের ডেকে শৌচালয় পরিষ্কার করাবেন৷ দরকারে ডেকে বাসন মাজাবেন৷ ভোট বড় বালাই। সুভাষ সরকারকে জিজ্ঞাসা করুন মুল্যবৃদ্ধি নিয়ে৷ জঙ্গলমহলের অবস্থা আগে কি ছিল? আর এখন দেখুন কী অবস্থা! জলের সমস্যা ঠিক করেছে আমাদের সরকার। ২০২৬ সালে আবার ভোট দেওয়ার সুযোগ পাবেন৷ জল না পেলে, আপনারা ভোট দেবেন না।”

আরও পড়ুন:আর মাত্র ২৪ ঘণ্টা…! বঙ্গোপসাগরে আসছে শক্তিশালী নিম্নচাপ! আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘রিমল’? অশনি সঙ্কেত বাংলায়? সাইক্লোন নিয়ে আপডেট দিল IMD

নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিষেকের নিশানা, “তিন দিন আগে এসেছিলেন প্রধানমন্ত্রী। একবারও বলেছে বাঁকুড়ার জন্য কিছু করেছেন। বিজেপি এবার ক্ষমতায় আসবে না৷ বিসর্জন খালি সময়ের অপেক্ষা ওদের। মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। চার তারিখ দেশে পরিবর্তন হবেই। কেউ আটকে রাখতে পারবে না।”

বিজেপির প্রতিশ্রুতিকে মিথ্যা আখ্যা দিয়ে অভিষেকের ফরমান, “মিথ্যা কথা বললে গাছে বেঁধে রাখবেন৷ কোনও ধরণের শারীরিক আক্রমণ করবেন না৷ আমাদের ডাকবেন৷ আমরা রিপোর্ট কার্ড নিয়ে আসব।”