Abhishek Banerjee: মালদহ থেকে বিদায় নেবে বিজেপি, প্রচারে গিয়ে দাবি অভিষেকের

আগামী ৭ মে মালদহের দুই কেন্দ্রে নির্বাচন৷ এ ছাড়াও ভোট রয়েছে অধীর চৌধুরীর জেলা মুর্শিদাবাদের দুই কেন্দ্রে৷ তার আগে এ দিন মালদহের সামসিতে সভা করতে গিয়ে অধীর এবং কংগ্রেসকেই নিশানা করেন অভিষেক৷ এতদিন তৃণমূলের সঙ্গে বিজেপির সেটিংয়ের অভিযোগ তুলতেন কংগ্রেস এবং বাম নেতারা৷ এ দিন পাল্টা অধীরের সঙ্গে বিজেপির সেটিংয়ের অভিযোগ করে অভিষেক বলেন, ‘তৃণমূলের একাধিক নেতাকে অনৈতিক ভাবে গ্রেফতার করে বছরের পর বছর জেলে ঢুকিয়ে রেখেছে৷ আর এই অধীর চৌধুরী সারদায় নাম থাকা সত্ত্বেও একটা নোটিস পর্যন্ত দেয়নি ইডি, সিবিআই। সেটিংয়ের তত্ত্ব আমরা করছি না৷ মানুষ বুঝতে পারছে। সিপিএম-কংগ্রেস বিজেপির বি-টিম হয়ে কাজ করছে। মানুষকে বিভ্রান্ত করছে। ২০১৯ সালে এই কংগ্রেস সাড়ে তিন লক্ষ ভোট না কাটলে এই মালদা উত্তর আসন আশি হাজার ভোটে জিতত না খগেন মুর্মু, জিতত মৌসম নূর। আমাদের দিল্লিতে প্রতিবাদ আরও শক্তিশালী হতো৷ আমি এদের কাছে বশ্যতা স্বীকার করিনা। আমি-আমরা অন্য ধাতুতে তৈরি। এবার মালদহের দুটো আসন আপনারা আমাদের দেবেন।’