অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee: কারও হাতে লাল গোলাপ…, কারও হাতে মিষ্টি…! ‘বিরতির’ আগেই ডায়মন্ড হারবারে অভিষেক

কলকাতা: রেকর্ড ভোটে ডায়মন্ড হারবার লোকসভা জেতার পরে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা, এলাকার কর্মী ও লোকসভার অন্তর্গত বিধানসভার বিধায়কদের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে শুভেচ্ছা বিনিময় করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় তিন ঘণ্টারও বেশি সময় এলাকার কর্মী-নেতাদের সঙ্গে হালকা মেজাজে সৌজন্য বিনিময় করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে অভিষেকের আমতলার দলীয় কার্যালয়েই প্রচুর মানুষ অভিষেকের সঙ্গে সাক্ষাৎ করেন শুক্রবার।

কারও হাতে লাল গোলাপ, কেউ বা আনলেন মিষ্টির প্যাকেট অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারকালীন নানা মুহূর্তের ছবি। শওকত মোল্লা জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মী নেতাদের উদ্দেশ্যে এদিন বলেন, “সকলকে আগামী দিনে আরও নম্র হতে হবে। আরও বেশি করে মানুষের কাছে পৌঁছতে হবে। মানুষ তাঁদের জনমত জানিয়েছেন, বিপুল সংখ্যক মানুষ তৃণমূল কংগ্রেসকে পছন্দ করেছেন, তাঁদের চাহিদা মেটানো তাই দলের নৈতিক দায়িত্বের মধ্যে পরে। তাই আগামী দিনে প্রচার পর্বে দেওয়া যাবতীয় প্রতিশ্রুতি পালনে সচেষ্ট হতে হবে।

ইতিমধ্যেই দিন দুয়েক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, চিকিৎসার জন্য সাময়িক বিরতি নিতে চলেছেন তিনি। তাই সেই বিরতির আগেই নিজে এসে নিজের লোকসভা কেন্দ্রের মানুষ জনের প্রতি কৃতজ্ঞতা ও সৌজন্য জানাতে ভুললেন না অভিষেক।

লোকসভা ভোটে ডায়মন্ড হারবারের একাধিক জায়গায় রোড শো ও জনসভা করেছেন অভিষেক। শুধু তাই নয়, এই আমতলা দলীয় অফিসে বসেই টানা চারদিন বিধানসভা ধরে ধরে সাংগঠনিক বৈঠকও করতে দেখা গিয়েছিল তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডকে। ডায়মন্ড হারবার থেকে চার লক্ষ ভোটের টার্গেট বেঁধে দিয়েছিলেন অভিষেক যদিও ফল প্রকাশিত হতে দেখা গিয়েছিল সব রেকর্ড বেয়ে টার্গেট ছুঁয়ে গিয়েছিল ৭ লক্ষে। স্বভাবতই খুশি অভিষেক। এই দিন সেই খুশির ঝলকই বারবার দেখা গেল অভিষেকের মুখে চোখে।