‘রক্তঝরা ইতিহাস’ থেকে বর্তমান লোকসভা ভোট! সভা শুরুর আগেই বড় বার্তা দিলেন অভিষেক, ২১ জুলাই নিয়ে কী জানালেন তৃণমূলের সেনাপতি?

Abhishek Banerjee on 21 July: ‘রক্তঝরা ইতিহাস’ থেকে বর্তমান লোকসভা ভোট! সভা শুরুর আগেই বড় বার্তা দিলেন অভিষেক, ২১ জুলাই নিয়ে কী জানালেন তৃণমূলের সেনাপতি?

মাত্র কিছুক্ষণের অপেক্ষা। ঘড়ির কাঁটা ১২ টা ছুঁলেই শুরু হবে ২১ জুলাইয়ের সভা। তার আগেই তৃণমূলের শহিদ দিবস পালনের ইতিহাস স্মরণ করালেন অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়।
মাত্র কিছুক্ষণের অপেক্ষা। ঘড়ির কাঁটা ১২ টা ছুঁলেই শুরু হবে ২১ জুলাইয়ের সভা। তার আগেই তৃণমূলের শহিদ দিবস পালনের ইতিহাস স্মরণ করালেন অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়।
২১ জুলাইয়ের সভার প্রস্তুতি পর্বে এই বছর দেখা যায়নি অভিষেককে। তবে সভা শুরুর আগেই বিশেষ বার্তা দিলেন তৃণমূলের সেনাপতি। ২১ জুলাইয়ের ইতিহাস থেকে বর্তমান লোকসভার ফলাফল, অভিষেকের তাঁর বার্তায় তুলে ধরেছেন সবটাই।
২১ জুলাইয়ের সভার প্রস্তুতি পর্বে এই বছর দেখা যায়নি অভিষেককে। তবে সভা শুরুর আগেই বিশেষ বার্তা দিলেন তৃণমূলের সেনাপতি। ২১ জুলাইয়ের ইতিহাস থেকে বর্তমান লোকসভার ফলাফল, অভিষেকের তাঁর বার্তায় তুলে ধরেছেন সবটাই।
‘‘একুশে জুলাই দিনটি আবেগকম্পিত স্মৃতির আলেখ্যে লেখা এক আকাশ ভাস্বর প্রভার নাম। এই দিন শহিদ তর্পণের দিন।’’ এই দিনের মাহাত্ম‍্য বার্তার ছত্রে ছত্রে বুঝিয়েছেন তৃণমূলের যুবনেতা। ১৩ জন ‘বীরকে শ্রদ্ধা’ জানানোর পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিও অভিষেক তাঁর বার্তায় তুলে ধরেছেন।
‘‘একুশে জুলাই দিনটি আবেগকম্পিত স্মৃতির আলেখ্যে লেখা এক আকাশ ভাস্বর প্রভার নাম। এই দিন শহিদ তর্পণের দিন।’’ এই দিনের মাহাত্ম‍্য বার্তার ছত্রে ছত্রে বুঝিয়েছেন তৃণমূলের যুবনেতা। ১৩ জন ‘বীরকে শ্রদ্ধা’ জানানোর পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিও অভিষেক তাঁর বার্তায় তুলে ধরেছেন।
লোকসভা ভোটে একক সংখ‍্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি বিজেপি। রাজ‍্যেও লোকসভার ফলাফলে গেরুয়ার আধিক‍্য আরও কমেছে। অভিষেকের বার্তায় পাওয়া গেল তৃণমূলের সদ‍্য জয়ের আনন্দের আভাস।

লোকসভা ভোটে একক সংখ‍্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি বিজেপি। রাজ‍্যেও লোকসভার ফলাফলে গেরুয়ার আধিক‍্য আরও কমেছে। অভিষেকের বার্তায় পাওয়া গেল তৃণমূলের সদ‍্য জয়ের আনন্দের আভাস।
তাঁর কথায়, ‘‘নিশ্চিতভাবে এই জয় মা-মাটি-মানুষের। এই জয়ের আনন্দ যতটা মধুর, ঠিক ততটাই উপভোগ্য। কারণ, বিগত দশ বছরে ভারতের পবিত্র মাটিতে গণতন্ত্র ও সংবিধানকে বারংবার বুড়ো আঙুল দেখিয়েছে যারা, তারা আজ উল্লাসের মঞ্চ থেকে সরে গিয়ে দূরে কোথাও হিসেবনিকেশ করছে— কোনও ষড়যন্ত্র বা চক্রান্ত কাজে এল না তাদের। তবুও এখনও অনেকটা পথচলা বাকি।’’
তাঁর কথায়, ‘‘নিশ্চিতভাবে এই জয় মা-মাটি-মানুষের। এই জয়ের আনন্দ যতটা মধুর, ঠিক ততটাই উপভোগ্য। কারণ, বিগত দশ বছরে ভারতের পবিত্র মাটিতে গণতন্ত্র ও সংবিধানকে বারংবার বুড়ো আঙুল দেখিয়েছে যারা, তারা আজ উল্লাসের মঞ্চ থেকে সরে গিয়ে দূরে কোথাও হিসেবনিকেশ করছে— কোনও ষড়যন্ত্র বা চক্রান্ত কাজে এল না তাদের। তবুও এখনও অনেকটা পথচলা বাকি।’’
তবে ‘আত্মতুষ্টির কোনও জায়গা নেই’,বারবার মনে করিয়ে দিয়েছেন তৃণমূলের সেনাপতি। অভিষেক তাঁর বার্তায় বলেছেন, ‘‘কয়েকটি জায়গায় আমাদের প্রার্থীগণ দুর্দান্ত লড়াই করেও, বাংলা-বিরোধীদের চক্রান্ত-ষড়যন্ত্রের ফলে পরাজিত হয়েছেন। কিন্তু তাঁদের লড়াই থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কোথাও কোনও খামতি থাকলে সেইখানে সংবেদনশীলতার সঙ্গে তা বিচার করতে হবে।’’
তবে ‘আত্মতুষ্টির কোনও জায়গা নেই’,বারবার মনে করিয়ে দিয়েছেন তৃণমূলের সেনাপতি। অভিষেক তাঁর বার্তায় বলেছেন, ‘‘কয়েকটি জায়গায় আমাদের প্রার্থীগণ দুর্দান্ত লড়াই করেও, বাংলা-বিরোধীদের চক্রান্ত-ষড়যন্ত্রের ফলে পরাজিত হয়েছেন। কিন্তু তাঁদের লড়াই থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কোথাও কোনও খামতি থাকলে সেইখানে সংবেদনশীলতার সঙ্গে তা বিচার করতে হবে।’’