Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷

Guru Purnima 2024 Ending Time: কখন ছাড়ছে গুরু পূর্ণিমা? তিথি-সময় মেনে পুজো করুন, ফল পাবেন হাতেনাতে, গুরুর কৃপায় ব্যাঙ্কে টাকা রেখে শেষ শেষ করতে পারবেন না

অনেকেই এই গুরু পূর্ণিমাকে ব্যসদেবের স্মরণে ব্যস পূর্ণিমা বলে উল্লেখ করেন। গুরু পূর্ণিমা একটি বড় উৎসব। পূর্ণিমার বিশেষ তিথিতে এই পার্বন উদযাপন হয়। গুরু পূর্ণিমা আজ, ২১ জুলাই, পালিত হচ্ছে। এই সময়কালে রয়েছে বেশ কিছু শুভ যোগ তৈরি হয়েছে। আজ ২১ জুলাই গুরু পূর্ণিমা৷ চলতি বছরে গুরু পূর্ণিমার দিন একাধিক বিরল যোগ তৈরি হচ্ছে৷ সর্বার্থ সিদ্ধি যোগের মতো শুভ যোগ গঠিত হয়েছে গুরু পূর্ণিমায়৷ গুরু পূর্ণিমা উপলক্ষে, সকাল ০৫:৩৭ থেকে সর্বার্থ সিদ্ধি যোগ গঠিত হবে৷ স্নান, দান, পূণ্যের শুভ যোগ রয়েছে গুরু পূর্ণিমায়।
অনেকেই এই গুরু পূর্ণিমাকে ব্যসদেবের স্মরণে ব্যস পূর্ণিমা বলে উল্লেখ করেন। গুরু পূর্ণিমা একটি বড় উৎসব। পূর্ণিমার বিশেষ তিথিতে এই পার্বন উদযাপন হয়। গুরু পূর্ণিমা আজ, ২১ জুলাই, পালিত হচ্ছে। এই সময়কালে রয়েছে বেশ কিছু শুভ যোগ তৈরি হয়েছে। আজ ২১ জুলাই গুরু পূর্ণিমা৷ চলতি বছরে গুরু পূর্ণিমার দিন একাধিক বিরল যোগ তৈরি হচ্ছে৷ সর্বার্থ সিদ্ধি যোগের মতো শুভ যোগ গঠিত হয়েছে গুরু পূর্ণিমায়৷ গুরু পূর্ণিমা উপলক্ষে, সকাল ০৫:৩৭ থেকে সর্বার্থ সিদ্ধি যোগ গঠিত হবে৷ স্নান, দান, পূণ্যের শুভ যোগ রয়েছে গুরু পূর্ণিমায়।
গুরু পূর্ণিমা ২০২৪: ২১ জুলাই, ২০২৪ রবিবার গুরু পূর্ণিমার উৎসব। এই দিনটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই তারিখে মহাভারতের রচয়িতা ঋষি বেদ ব্যাস জন্মগ্রহণ করেছিলেন, তাই এই দিনটিকে গুরু পূর্ণিমা বলা হয়। এছাড়া এই তিথিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। এবার গুরুপূর্ণিমা পড়েছে ২১ জুলাই, রবিবার৷ যেহেতু রবিবার, তাই স্নানের পর সূর্যের পূজা করা উচিত। তাদের জল দিয়ে অর্ঘ্য নিবেদন করুন। এটি আপনার রাশিফল ​​থেকে সূর্যদোষ দূর করবে।
গুরু পূর্ণিমা ২০২৪: ২১ জুলাই, ২০২৪ রবিবার গুরু পূর্ণিমার উৎসব। এই দিনটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই তারিখে মহাভারতের রচয়িতা ঋষি বেদ ব্যাস জন্মগ্রহণ করেছিলেন, তাই এই দিনটিকে গুরু পূর্ণিমা বলা হয়। এছাড়া এই তিথিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। এবার গুরুপূর্ণিমা পড়েছে ২১ জুলাই, রবিবার৷ যেহেতু রবিবার, তাই স্নানের পর সূর্যের পূজা করা উচিত। তাদের জল দিয়ে অর্ঘ্য নিবেদন করুন। এটি আপনার রাশিফল ​​থেকে সূর্যদোষ দূর করবে।
গুরু পূর্ণিমার দিন থেকে অনেক রাশির ভাগ্যের উন্নতি হতে চলেছে৷ এই রাশির জাতকদের চাকরি, কর্মজীবন এবং দাম্পত্য জীবনের চলমান সমস্যার অবসান ঘটবে। জেনে নিন গুরু পূর্ণিমার দিন থেকে কোন ভাগ্যবান রাশির জাতক জাতি উপকৃত হবেন।
গুরু পূর্ণিমার দিন থেকে অনেক রাশির ভাগ্যের উন্নতি হতে চলেছে৷ এই রাশির জাতকদের চাকরি, কর্মজীবন এবং দাম্পত্য জীবনের চলমান সমস্যার অবসান ঘটবে। জেনে নিন গুরু পূর্ণিমার দিন থেকে কোন ভাগ্যবান রাশির জাতক জাতি উপকৃত হবেন।
জ্যোতিষী অনিল শর্মা বলেছেন, আপনি যদি কোনও গুরু মন্ত্র গ্রহণ না করে থাকেন তাহলে আপনার গুরুর কাছ থেকে গুরু মন্ত্র নেওয়ার জন্য গুরু পূর্ণিমা হল সেরা দিন।
জ্যোতিষী অনিল শর্মা বলেছেন, আপনি যদি কোনও গুরু মন্ত্র গ্রহণ না করে থাকেন তাহলে আপনার গুরুর কাছ থেকে গুরু মন্ত্র নেওয়ার জন্য গুরু পূর্ণিমা হল সেরা দিন।
আষাঢ় পূর্ণিমা উপলক্ষে চাল, চিনি, দুধ, দই, সাদা কাপড় ইত্যাদি দান করতে পারেন। যেহেতু রবিবার, তাই স্নানের পর সূর্যের পূজা করা উচিত। তাদের জল দিয়ে অর্ঘ্য নিবেদন করুন। এটি আপনার রাশিফল ​​থেকে সূর্যদোষ দূর করবে। এই কাজটি আপনার প্রতিদিন করা উচিত। সূর্যের মন্ত্র জপ করাও শুভ হতে পারে।
আষাঢ় পূর্ণিমা উপলক্ষে চাল, চিনি, দুধ, দই, সাদা কাপড় ইত্যাদি দান করতে পারেন। যেহেতু রবিবার, তাই স্নানের পর সূর্যের পূজা করা উচিত। তাদের জল দিয়ে অর্ঘ্য নিবেদন করুন। এটি আপনার রাশিফল ​​থেকে সূর্যদোষ দূর করবে। এই কাজটি আপনার প্রতিদিন করা উচিত। সূর্যের মন্ত্র জপ করাও শুভ হতে পারে।
২০২৪ গুরু পূর্ণিমায় ভোর ৫.৫৭ মিনিটে রয়েছে সর্বার্থ সিদ্ধি যোগ। উত্তরষঢ়া নক্ষত্র ভোর থেকে শুরু করে মধ্যরাত্রি ১২ টা ১৪ মিনিট পর্যন্ত থাকবে। এছাড়াও রাহু, কেতু, শনির অবস্থানের জেরে তৈরি হবে শশ রাজযোগ। বুধ সিংহে আর চন্দ্র মকরে অবস্থানের ফলে কুবের রাজযোগ তৈরি হবে। পড়ষ্টক রাজযোগও তৈরি হবে। এরফলে বহু রাশি লাভের মুখ দেখতে চলেছে।
২০২৪ গুরু পূর্ণিমায় ভোর ৫.৫৭ মিনিটে রয়েছে সর্বার্থ সিদ্ধি যোগ। উত্তরষঢ়া নক্ষত্র ভোর থেকে শুরু করে মধ্যরাত্রি ১২ টা ১৪ মিনিট পর্যন্ত থাকবে। এছাড়াও রাহু, কেতু, শনির অবস্থানের জেরে তৈরি হবে শশ রাজযোগ। বুধ সিংহে আর চন্দ্র মকরে অবস্থানের ফলে কুবের রাজযোগ তৈরি হবে। পড়ষ্টক রাজযোগও তৈরি হবে। এরফলে বহু রাশি লাভের মুখ দেখতে চলেছে।
গতকাল, অর্থাৎ শনিবার থেকেই পড়েছে পুর্ণিমার তিথি৷ আষাঢ় মাসের পূর্ণিমা তিথি হবে ২০শে জুলাই, শনিবার বিকেল ৫.৫৯ মিনিটে৷এই তারিখ ২১ জুলাই রবিবার বিকেল ৩.৪৬ টায় শেষ হবে। এ কারণে ২১ জুলাই, ২০২৪ রবিবার পূর্ণিমার রোজা পালন করা হচ্ছে। ফলে আপনি এই সময়ের মধ্যেই পুজো করতে পারবেন৷ রবিবার বিকেল ৩.৪৬-এর পর আর পুণ্য তিথি থাকবে না৷
গতকাল, অর্থাৎ শনিবার থেকেই পড়েছে পুর্ণিমার তিথি৷ আষাঢ় মাসের পূর্ণিমা তিথি হবে ২০শে জুলাই, শনিবার বিকেল ৫.৫৯ মিনিটে৷

২১ জুলাই রবিবার বিকেল ৩.৪৬ টায় শেষ হবে। এ কারণে ২১ জুলাই, ২০২৪ রবিবার পূর্ণিমার রোজা পালন করা হচ্ছে। ফলে আপনি এই সময়ের মধ্যেই পুজো করতে পারবেন৷ রবিবার বিকেল ৩.৪৬-এর পর আর পুণ্য তিথি থাকবে না৷
২১ জুলাই রবিবার বিকেল ৩.৪৬ টায় শেষ হবে। এ কারণে ২১ জুলাই, ২০২৪ রবিবার পূর্ণিমার রোজা পালন করা হচ্ছে। ফলে আপনি এই সময়ের মধ্যেই পুজো করতে পারবেন৷ রবিবার বিকেল ৩.৪৬-এর পর আর পুণ্য তিথি থাকবে না৷
Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷