Abhishek Banerjee: ‘জো হামারে সাথ…,’ লোকসভায় শুভেন্দুর মন্তব্য তুলে বঞ্চনার জোরাল অভিযোগ, শ্বেতপত্র প্রকাশের দাবি অভিষেকের

নয়াদিল্লি:  চলতি বাজেট অধিবেশনে প্রথমবার সংসদে বক্তৃতা করলেন তৃণমূল নেতা তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ শুভেন্দু অধিকারীর মন্তব্য থেকে শুরু করে বাংলাকে বঞ্চনা, অভিষেকের বক্তৃতায় উঠে এল রেলের সুরক্ষার প্রসঙ্গও৷

এদিন বক্তৃতার শুরুতেই চব্বিশের কেন্দ্রীয় বাজেটের তুমুল সমালোচনা করেন তৃণমূল নেতা৷ বিহার, অন্ধ্রপ্রদেশকে বিশেষ কেন্দ্রীয় আর্থিক প্যাকেজ বরাদ্দ করার প্রসঙ্গে অভিষেকের কটাক্ষ, ‘‘গতকালের (মঙ্গলবার বাজেট পেশের পরে) পরে একটা বিষয় পরিষ্কার৷ জোট মানেই তোষণের রাজনীতি৷’’

এক্ষেত্রে, শুভেন্দু অধিকারীর বলা সাম্প্রতিক একটি মন্তব্যেরও সংসদে উল্লেখ করেন ডায়মন্ড হারবারের সাংসদ৷ দিন কয়েক শুভেন্দু তাঁদের দলীয় কনভেনশনে বক্তৃতাকালীন, মোদির ‘সবকা সাথ, সবকা বিকাশ’ স্লোগানের পরিবর্তন করে বলেছিলেন ‘জো হামারে সাথ, হাম উসকে সাথ’৷ এদিন শুভেন্দুর সেই মন্তব্যের উল্লেখ করে অভিষেক অভিযোগ করেন, বিজেপির নিজের দলের নেতারাই বৈষম্যের নীতি মেনে চলেন৷

আরও পড়ুন: ‘যদি অবাঞ্ছিত ঘটনা ঘটে…,’ শারীরিক নিগ্রহের অভিযোগে এবার সরাসরি স্পিকারকে চিঠি শুভেন্দু অধিকারীর!

বাংলার আর্থিক বঞ্চনা প্রসঙ্গে অভিষেক সংসদে অভিযোগ তোলেন, ‘‘বিগত কয়েক বছরে বিজেপি বাংলাকে শুধু বঞ্চনাই করেনি, বাংলার নামও খারাপ করছে৷ অর্থমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশ করে বলতে বলুন, বাংলায় ২০২১ সালে হারের পর কত টাকা দিয়েছে। কাগজ দেখতে চাইছি, এরা কাগজ দেখাতে চাইছে না। আর এরাই গোটা দেশের থেকে সিএএর নামে কাগজ দেখতে চেয়েছিল। এই হল বিজেপি৷’’

তৃণমূল নেতার অভিযোগ, ‘‘এটিআর জমা করার পরও টাকা দেওয়া হয়নি। টাকা চাইতে এসে সাংসদদের আটক করা হয়েছে। মহিলারা সাংসদরাও বাদ যাননি৷’’

অভিষেক দাবি করেন, বিজেপি দেশের সাধারণ মানুষকে ‘অচ্ছে দিনের’ স্বপ্ন দেখিয়ে প্রতারণা করেছে৷ সাধারণ মানুষ, মহিলা এমনকি দিনমজুরদেরও প্রতারণা করা হয়েছে৷ তৃণমূল নেতার কটাক্ষ বাজেটের ‘U’-এর অর্থ ‘Unemployment’৷ মোদির জমানায় দেশের বেকারত্ব বর্তমানে ৯.৪ শতাংশে পৌঁছেছে৷

আরও পড়ুন: বিধানসভায় শুভেন্দু অধিকারীকে শারীরিক নিগ্রহ? বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে

এছাড়া, সংসদে বিজেপির মহিলা সাংসদের সংখ্যার উল্লেখ করা থেকে শুরু করে শাসকদলের সংখ্যালঘু প্রতিনিধি শূন্য থাকা সবই উঠে আসে তৃণমূল নেতার কথায়৷ তোলেন রেলের সুরক্ষার প্রসঙ্গও৷ সবশেষে, অভিষেকের মন্তব্য, ‘‘এই বাজেটে একটা জিনিসই মূল্যবৃদ্ধির থেকে বাড়ছে, সেটা হল বিজেপির ব্রোকেন প্রমিসেস৷’’