Actor Life: পুত্রসন্তানের আকাঙ্খায় দ্বিতীয় বিয়ে অভিনেতার, নরক যন্ত্রণায় মোড়া পর্দার ভিলনের ব্যক্তিগত জীবন

অভিনয় জগতে নিজের একটি আলাদা পরিচয় তৈরি করেছেন এই অভিনেতা৷ ভিলেন হিসেবে তিনি যে কোনও হিরোর থেকেও জনপ্রিয়৷ ব্যক্তিগত জীবনও তাঁর ফিল্মের থেকে কম কিছু নয়৷
অভিনয় জগতে নিজের একটি আলাদা পরিচয় তৈরি করেছেন এই অভিনেতা৷ ভিলেন হিসেবে তিনি যে কোনও হিরোর থেকেও জনপ্রিয়৷ ব্যক্তিগত জীবনও তাঁর ফিল্মের থেকে কম কিছু নয়৷
অত্যন্ত প্রতিভাবান অভিনেতা। কিন্তু তাঁর ভক্তরাও জানতেন না তার জীবনে আসা এই বড় দুঃখের কথা। আজ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েও তাঁকে সহ্য করতে হয়েছে যন্ত্রণা৷
অত্যন্ত প্রতিভাবান অভিনেতা। কিন্তু তাঁর ভক্তরাও জানতেন না তার জীবনে আসা এই বড় দুঃখের কথা। আজ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েও তাঁকে সহ্য করতে হয়েছে যন্ত্রণা৷
১৯৯৪ সালে তিনি তামিল ইন্ডাস্ট্রিতে পা রাখেন৷ তখন তিনি ছবির জন্য মাত্র ৩০০ টাকা পেতেন।
১৯৯৪ সালে তিনি তামিল ইন্ডাস্ট্রিতে পা রাখেন৷ তখন তিনি ছবির জন্য মাত্র ৩০০ টাকা পেতেন।
১৯৯৪ সালে অভিনেত্রী ললিতাকে বিয়ে করেন প্রকাশ। ৩টি সন্তান ছিল তাঁদের। দুই মেয়ে ও এক ছেলে। তবে মাত্র ৫ বছর বয়সে তাঁদের ছেলে মারা যায়৷ পুত্র শোকে পাথড় হয়ে যান প্রকাশ৷ ললিতার সঙ্গে পরবর্তীতে বিয়ে ভেঙে যায় অভিনেতার৷ ২০০৯ সালে তাদের দুজনের বিবাহবিচ্ছেদ হয়।
১৯৯৪ সালে অভিনেত্রী ললিতাকে বিয়ে করেন প্রকাশ। ৩টি সন্তান ছিল তাঁদের। দুই মেয়ে ও এক ছেলে। তবে মাত্র ৫ বছর বয়সে তাঁদের ছেলে মারা যায়৷ পুত্র শোকে পাথড় হয়ে যান প্রকাশ৷ ললিতার সঙ্গে পরবর্তীতে বিয়ে ভেঙে যায় অভিনেতার৷ ২০০৯ সালে তাদের দুজনের বিবাহবিচ্ছেদ হয়।
২০১০ সালে, একটি পুত্র সন্তানের আকাঙ্ক্ষায়, প্রকাশ রাজ পনি ভার্মাকে দ্বিতীয়বার বিয়ে করেন। ২০১৫ সালে তাঁদের পুত্রসন্তানের জন্ম হয়৷ ছেলের নাম বেদান্ত৷
২০১০ সালে, একটি পুত্র সন্তানের আকাঙ্ক্ষায়, প্রকাশ রাজ পনি ভার্মাকে দ্বিতীয়বার বিয়ে করেন। ২০১৫ সালে তাঁদের পুত্রসন্তানের জন্ম হয়৷ ছেলের নাম বেদান্ত৷
প্রকাশ রাজ কন্নড় টিভি সিরিয়াল দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। দক্ষিণে তামিল, তেলেগু এবং মালায়লাম ভাষায় প্রায় ২০০টি চলচ্চিত্র করেছেন। প্রকাশ রাজকে সবসময়ই একজন সহ-অভিনেতা বা খলনায়কের চরিত্রে দেখা যায়। বলিউডে সিংহম ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।
প্রকাশ রাজ কন্নড় টিভি সিরিয়াল দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। দক্ষিণে তামিল, তেলেগু এবং মালায়লাম ভাষায় প্রায় ২০০টি চলচ্চিত্র করেছেন। প্রকাশ রাজকে সবসময়ই একজন সহ-অভিনেতা বা খলনায়কের চরিত্রে দেখা যায়। বলিউডে সিংহম ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।