প্রতীকী ছবি

Election Commission: ভরা গরমে ভোট, ভোটারদের জন্য বুথে বুথে বিশেষ পদক্ষেপ, গাইডলাইন দিল কমিশন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: চলতি বছরের মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত হবে লোকসভা ভোট। সেই সময়ে দেশ জুড়ে একাধিক জায়গায় তাপপ্রবাহের আশঙ্কা আছে। তাপপ্রবাহ থেকে শুরু করে অত্যাধিক গরমে রাজ্যে রাজ্যে কমিশনের কী কী পদক্ষেপ হবে, তা নিয়ে বিশেষ গাইডলাইন্স দিল নির্বাচন কমিশন।

কমিশনের তরফে প্রতিটি রাজ্যের সিইও-দের এই গাইডলাইন দেওয়া হয়েছে। মূলত ভোটারদের কী কী সুবিধা মিলবে, তা নিয়ে বিস্তারিত বলা হয়েছে। গাইডলাইনে বলা হয়েছে কোনও ভোটারের বাড়ি থেকে তাঁর ভোটকেন্দ্র ২ কিলোমিটারের বেশি দূরত্বে হবে না। পাশাপাশি ভোট কেন্দ্রে রাখতে হবে প্রয়োজনীয় জলের ব্যবস্থা। গাইডলাইন্সে বলা হয়েছে, ভোটগ্রহণ কেন্দ্রে যাঁরা লাইনে দাঁড়াবেন, তাঁদের মাথার উপর ছাউনি থাকবে। তা ছাড়া মায়েরা শিশুদের নিয়ে ভোট দিতে গেলেও থাকবে বিশেষ ব্যবস্থা।

আরও পড়ুন- ‘এভাবে রাস্তায় বেরোলেই পুরুষরা ঘুরে ঘুরে তাকায়…’, ব্যাপক ক্ষুব্ধ ফিটনেস ইনফ্লুয়েন্সার

মূলত কেউ যাতে ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে না পড়েন, তার জন্য কমিশন সতর্কমূলক এই পদক্ষেপগুলো নিয়েছে। কমিশন জানিয়েছে, কোনও ভোটকেন্দ্র বাড়ির উপরের তলায় থাকবে না, নিচ তলা অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে করতে হবে। প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে পর্যাপ্ত জলের ব্যবস্থা রাখতে হবে। জল খাওয়ার জন্য গ্লাসও রাখতে হবে। ভোটারদের পাশাপাশি পোলিং এজেন্টদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে বলে কমিশন জানিয়েছে। কমিশন জানিয়েছে, বুথে টেবিল, চেয়ার ও বেঞ্চ রাখতে হবে।প্রতিবন্ধি, প্রবীণ ভোটারদের জন্য বসার ব্যবস্থা রাখতে হবে। তা ছাড়া অনেকে শিশুদের নিয়ে ভোট দিতে আসেন। সেক্ষেত্রে শিশুদের রক্ষণাবেক্ষণের জন্য একজন করে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। কারও যদি সান স্ট্রোক হয়, তার জন্য কী করণীয়, তাও বলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- এই ৬ গাছ ভুলেও নিজের বাগানে লাগাবেন না, সাপ টেনে আনতে এদের জুড়ি মেলা ভার!

কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ কেন্দ্রের কোনও ঠান্ডা জায়গায় ওই ব্যক্তিকে শুইয়ে রাখতে হবে, মাথায় জল ঢালতে হবে। এ ছাড়া দুপুর ১২ টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বাইরে প্রয়োজন ছাড়া যাতে না বেরোয় সেই বিষয়ও গাইডলাইন্সে সতর্ক করেছে কমিশন। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোট। এ রাজ্যের তিনটি লোকসভা আসনে ওই দিন ভোট হবে।