বিনোদন Rupsa Chatterjee: এ তো পুরো বলিউড…! স্বপ্নের বিয়েতে রূপসা যেন রূপকথার নায়িকা, রিসেপশনের ছবিতে চোখ ধাঁধাবে Gallery October 7, 2024 Bangla Digital Desk টলিপাড়ায় ফের বিয়ের সানাই। সাত পাকে বাঁধা পড়লেন টলিউডের বিখ্যাত নায়িকা রূপসা চট্টোপাধ্যায়।(ছবি- সমাজমাধ্যম) ছোটপর্দার খলনায়িকা হিসাবেই জনপ্রিয় রূপসা। বাংলা ধারাবাহিকের বেশ পরিচিত মুখ বলা চলে তাঁকে। মেহেন্দি, আইবুড়োভাত, গায়ে হলুদ এবং সর্বোপরি বিয়ে- সবেতেই তাঁর সাজ ছিল নজরকাড়া। (ছবি- সমাজমাধ্যম) ছবিগুলি দেখে অনুরাগীরা বর-কনেকে শুভেচ্ছা আশীর্বাদে ভরিয়েছেন। বিয়ের মেনুতে বাঙালি পদেরই আধিক্য ছিল বেশি। রিসেপশনের সাজেও এক্কেবারে চমকে দিলেন টলি সুন্দরী রূপসা। বিয়েতে বেনারসি পরলেও রিসেপশনে পরেছিলেন প্যাস্টেল শেডের ল্যাহেঙ্গা। গলা জুড়ে শোভা পাচ্ছিল স্বর্ণখচিত গহনা। মেনুতে ছিল নানা রকমের স্যালাড, ফিশ কচুরি, রুমালি রুটি, আলু দম, শাহি পনির, রাইস, চিংড়ি, চিকেন, পোলাও, মটন, গুলাব জামুন, মাখা সন্দেশ, রাবড়ি। মেহেন্দি অনুষ্ঠানে তিনি পরেছিলেন মেরুন ল্য়াহেঙ্গা, সঙ্গে ছিল টিকলি ও মানানসই গহনা। এসেছিলেন অনন্য়া, সম্পূর্ণার মতো জনপ্রিয় অভিনেত্রীরা। (ছবি- সমাজমাধ্যম) বৃদ্ধির লুকেও তাঁর সাজ ছিল নজরকাড়া। শোলার মুকুট, দু-হাতে পানপাতা, গায়ে সোনার গয়না। মুখে সেই চেনা মিষ্টি হাসি। (ছবি- সমাজমাধ্যম) গায়ে হলুদের সময়ে অভিনেত্রী পরেছিলেন হলুদ সিল্কের শাড়ির সঙ্গে লাল স্ট্রিং ব্লাউজ। হাতে রয়েছে শাঁখা-পলা এবং বালা। সঙ্গে ফুলের গয়না। একাধিক পোশাকে, একাধিক লুকে জমিয়ে প্রি-ওয়েডিংও করেছেন অভিনেত্রী। তাঁর ইচ্ছে ছিল স্বপ্নের মতো বিয়ে করার। তাইই করেছেন তিনি। দীর্ঘদিনের প্রেমিক সায়নদীপ সরকারের সঙ্গে ২০২৩ সালে ভ্যালেন্টাইন ডের দিন আইনি বিয়ে সেরেছিলেন রূপসা চট্টোপাধ্যায়। তারপর বাবা মায়ের সঙ্গেই থাকতেন তিনি। সামাজিক বিয়ের পরেই হবে তাঁর সংসার শুরু। বিয়েতে রূপসা মেরুন রঙের বেনারসি পরেছিলেন। সঙ্গে ছিল গা ভর্তি সোনার গয়না। মাথায় শোলার মুকুট পরেছিলেন, চন্দনের সাজ তো ছিলই।