Bollywood News: ‘…তারপর দেখলাম সব কাজ বন্ধ হয়ে গেল’, ব্যর্থতার দিনগুলো নিয়ে আক্ষেপ কঙ্গনার প্রাক্তন প্রেমিকের

দ্বিতীয় ছবি ‘রাজ-দ্য মিস্ট্রি কন্টিনিউজ’ বক্স অফিসে ব্যাপক হিট। পরপর ১২টি ছবিতে চুক্তি। সাফল্যে মাথা ঘুরে গিয়েছিল অভিনেতা অধ্যয়ন সুমনের। নিজেই স্বীকার করলেন সে কথা। জানালেন, “অতিরিক্ত আত্মবিশ্বাসী’ হয়ে পড়েছিলেন। তবে সাফল্য বেশিদিন থাকেনি। তৃতীয় ছবি ‘জশন’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

অভিনেতা শেখর সুমনের ছেলে অধ্যয়ন ‘হাল-ই-দিল’ ছবি দিয়ে আত্মপ্রকাশ করেন বলিউডে। ইমরান হাশমি এবং কঙ্গনা রানাউত অভিনীত ‘রাজ ২’-এর মাধ্যমে সাফল্য পান। ‘বম্বে জার্নি’কে দেওয়া সাক্ষাৎকারে অধ্যয়ন বলেন, “হাতে ১২টা ছবি ছিল। মিথ্যে বলব না, নিজেকে ‘কুল’ মনে হত। যে হ্যাঁ, আমি এসে গিয়েছি। অতিরিক্ত আত্মবিশ্বাস চলে এসেছিল। সেই সময় একটা সংবাদপত্র সেরা ৫ অভিনেতার তালিকা প্রকাশ করেছিল। রণবীর কাপুর, ইমরান খানের পর ছিল আমার নাম। মনে হল, এই তো জীবন। কিন্তু তারপরেই যে জীবন এভাবে ইউ টার্ন নেবে ভাবিনি, পরিস্থিতি বদলে গেল”।

আরও পড়ুন– রাশিফল ১৫ এপ্রিল- ২১ এপ্রিল: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

তৃতীয় ছবি ‘জশন’ চলেনি। তারপরই “১২টা ছবির কাজ বন্ধ হয়ে যায়”। অধ্যয়নের গলায় আক্ষেপ, “ভাল রিলিজ হয়নি। কিন্তু সুন্দর ছবি ছিল। অভিনেতা হিসেবে অনেকেই আমার প্রশংসা করেছিলেন। কিন্তু সব ছবিই বাতিল হয়ে গেল…ভেবেছিলাম আমার প্রজন্মের অনেক অভিনেতাই খারাপ ছবি করেছেন, ফ্লপ দিয়েছেন, কিন্তু এখনও কাজের সুযোগ পাচ্ছেন, অভিনয় চালিয়ে যাচ্ছেন। আর আমি এখানে। একটা হিট, একটা ফ্লপ, তবুও সব কাজ বন্ধ। আমার সঙ্গে কেন এমন হচ্ছে ভেবে কয়েক বছর কেটে গেল। তারপর বুঝলাম, এসব চিন্তা না করে, সামনের দিকে তাকানো উচিত”।

এই মুহূর্তে কেরিয়ারের সেকেন্ড ইনিংস শুরু করতে চলেছেন অধ্যয়ন। সঞ্জয় লীলা বনশালির ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ ছবিতে কাজ করেছেন। এই ছবিতে জুলফিকর আহমেদের চরিত্রে অভিনয় করেছেন অধ্যয়নের বাবা শেখর সুমনও। অধ্যয়নকে দেখা যাবে জোরোয়ার আলি খানের চরিত্রে। এক ধনী এবং অহংকারী নবাব, যে নিজের স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না।

বাবা এবং বনশালির সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা ভাগ করে নেন অধ্যয়ন। তাঁর কথায়, “বাবার সঙ্গে কাজ করা আমার স্বপ্ন ছিল। একটা দৃশ্যে আমরা একসঙ্গে আছি। এর বেশি কিছু বলা যাবে না। আর সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে কাজ করা তো প্রত্যেক অভিনেতার স্বপ্ন”।