উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে স্বাভাবিক বর্ষা কবে প্রবেশ করবে তার কোনও পূর্বভাস নেই। বরং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশই ঊর্ধ্বমুখী তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

East Medinipur News: দিঘায় এবার বাড়তি নজর…! পর্যটকদের বিশেষ সুবিধা, ভ্রমণ হবে আরও স্বচ্ছন্দ

দিঘা: রাজ্য তথা জেলার জনপ্রিয় পর্যটন নগরী দিঘা এবার  আরও বেশি নিরাপদ। পর্যটকদের কাছে এক আবেগের নাম দিঘা। কাজের চাপে হোক বা মনের ক্লান্তি কাটাতে বা নিছকই বন্ধু-বান্ধবের সঙ্গে ঘুরে বেড়ানো হোক, সবেতেই বাঙালি পছন্দ দিঘা। ফলে শীত-গ্রীষ্ম-বর্ষা সব ঋতুতেই দিঘায় পর্যটকের ঢল নামে। এবার চলতি বছর বর্ষায় দিঘা আসা পর্যটকদের সুরক্ষা দিতে উদ্যোগী হয়েছে প্রশাসন।

শীতের পর বর্ষার সময় দিঘায় ব্যাপক পরিমাণে পর্যটকের ঢল নামে। কারণ বর্ষায় দিঘা সমুদ্রের রূপ সৌন্দর্যতা পর্যটকদের বেশি করে আকৃষ্ট করে। বর্ষাকালে জোয়ারের সময় উত্তাল হয়ে ওঠে সমুদ্র। বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ে গার্ডওয়ালে। সমুদ্রের এই উত্তাল ভয়ংকর সুন্দর রূপ দেখতে পর্যটকেরা বর্ষাকালে পাড়ি জমায় দিঘাতে। ফলে বর্ষাকালে দিঘায় পর্যটকদের নিরাপত্তা বা সুরক্ষা দিতে প্রশাসন নজরদারি বাড়ায়। বিশেষ করে জোয়ারের সময় যখন সমুদ্র উত্তাল থাকে।

জোয়ারের সময় সমুদ্র উত্তাল হলে পর্যটকদের সমুদ্রস্থানে নিষেধাজ্ঞা জারি হয়। পর্যটকদের সমুদ্রের ধারে কাছে আসতে দেওয়া হয় না। সিভিল ডিফেন্স কর্মী এবং লুলিয়াদের কড়া নজরদারি চলে ওল্ড দিঘা থেকে নিউ দিঘার সৈকত সরণীতে। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন সময় পর্যটকেরা উত্তাল সমুদ্রে নেমে পড়েন আর বিপত্তির মুখে পড়ে। এসব এড়াতে চলতি বছর বর্ষার সময়ে দিঘায় আরও বেশি করে নজরদারির বাড়ানোর চিন্তাভাবনা শুরু করেছে প্রশাসন।

দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ সূত্রে জানা গিয়েছে, বর্ষাকালে পর্যটকদের সুরক্ষা দিতে জোয়ারের সময় সৈকত সরণী জুড়ে আরও বেশি নুলিয়া এবং সিভিল ডিফেন্স কর্মীর পাশাপাশি পুলিশ মোতায়ন রাখার চিন্তাভাবনা করা হয়েছে। এর পাশাপাশি দিঘায় বেশ কয়েক জায়গায় সিসিটিভি ইনস্টল করার চিন্তাভাবনা করা হয়েছে। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, রাতে পর্যটকদের নিরাপত্তা দিতে দিঘা জুড়ে চলবে বিশেষ নজরদারি। সব মিলিয়ে বর্ষার সময় দিঘা আসা পর্যটকদের একধারে নিরাপত্তা দিতে বাড়তি উদ্যোগ গ্রহণ করবে প্রশাসন।