রিমলের বিপদ কাটল! পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম কী জানেন? নামকরণ করছে পাকিস্তান

ঘূর্ণিঝড়ের রিমলের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলবর্তী অঞ্চলে। ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিও হয়েছে।
ঘূর্ণিঝড়ের রিমলের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলবর্তী অঞ্চলে। ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিও হয়েছে।
প্রশাসনের তরফে অনেক আগে থেকেই সতর্কতা জারি করা হয়েছিল। তবুও উপকূলবর্তী এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর।
প্রশাসনের তরফে অনেক আগে থেকেই সতর্কতা জারি করা হয়েছিল। তবুও উপকূলবর্তী এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর।
এর আগেও আয়লা, আমফান, ইয়াস ও মোখার মতো ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলেছে বাংলার বিস্তীর্ণ এলাকায়।
এর আগেও আয়লা, আমফান, ইয়াস ও মোখার মতো ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলেছে বাংলার বিস্তীর্ণ এলাকায়।
সাগরে নিম্নচাপের সময় বাতাসের প্রচণ্ড ঘূর্ণায়মান গতির ফলে সংঘটিত বায়ুমণ্ডলীয় উত্তাল অবস্থাকে সংক্ষেপে ঘূর্ণিঝড় বলা হয়। বাতাসের এই একটানা ঘূর্ণায়মান গতি যখন একটি নির্দিষ্ট মাত্রায় পৌঁছায়, তখনই এর নামকরণ করা হয়।
সাগরে নিম্নচাপের সময় বাতাসের প্রচণ্ড ঘূর্ণায়মান গতির ফলে সংঘটিত বায়ুমণ্ডলীয় উত্তাল অবস্থাকে সংক্ষেপে ঘূর্ণিঝড় বলা হয়। বাতাসের এই একটানা ঘূর্ণায়মান গতি যখন একটি নির্দিষ্ট মাত্রায় পৌঁছায়, তখনই এর নামকরণ করা হয়।
আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড় সব থেকে বেশি সংগঠিত হয় বঙ্গোপসাগরে। কারণ, আরব সাগরে বাতাসের প্রবাহ। পশ্চিম উপকূলে আরব সাগর, পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের চেয়ে ঠান্ডা। আবহাওয়াবিদদের মতে, ঠান্ডা মহাসাগরের তুলনায় উষ্ণ মহাসাগরে ঝড় বেশি হয়।
আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড় সব থেকে বেশি সংগঠিত হয় বঙ্গোপসাগরে। কারণ, আরব সাগরে বাতাসের প্রবাহ। পশ্চিম উপকূলে আরব সাগর, পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের চেয়ে ঠান্ডা। আবহাওয়াবিদদের মতে, ঠান্ডা মহাসাগরের তুলনায় উষ্ণ মহাসাগরে ঝড় বেশি হয়।
আয়লা হোক বা ইয়াস, জানেন ঝড়ের এমন নাম কোথা থেকে এল। কখনও শোনা যায় ঝড়ের নাম রেখেছে ভারত, কখনও বাংলাদেশ, কখনও ওমান।
আয়লা হোক বা ইয়াস, জানেন ঝড়ের এমন নাম কোথা থেকে এল। কখনও শোনা যায় ঝড়ের নাম রেখেছে ভারত, কখনও বাংলাদেশ, কখনও ওমান।
কীভাবে স্থির হয় কোন দেশ রাখবে ঝড়ের নাম? কীভাবেই বা রাখা হয় ঝড়ের নাম? আগে ঘূর্ণিঝড়ের কোনও নাম থাকত না। অতীতে বহু দাপুটে ঝড়েরই কোনও নাম রাখা হয়নি।
কীভাবে স্থির হয় কোন দেশ রাখবে ঝড়ের নাম? কীভাবেই বা রাখা হয় ঝড়ের নাম? আগে ঘূর্ণিঝড়ের কোনও নাম থাকত না। অতীতে বহু দাপুটে ঝড়েরই কোনও নাম রাখা হয়নি।
বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লুএমও) আঞ্চলিক কমিটি একেকটি ঝড়ের নামকরণ করে। উত্তর ভারত মহাসাগরের ঝড়গুলির নামকরণ করে বেশ কয়েকটি দেশ। এর আগে ২০০৪ সালে আটটি দেশ মিলে নামকরণের যে তালিকা করেছিল, তা শেষ হয় আমফান ঝড়ের মাধ‍্যমে।
বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লুএমও) আঞ্চলিক কমিটি একেকটি ঝড়ের নামকরণ করে। উত্তর ভারত মহাসাগরের ঝড়গুলির নামকরণ করে বেশ কয়েকটি দেশ। এর আগে ২০০৪ সালে আটটি দেশ মিলে নামকরণের যে তালিকা করেছিল, তা শেষ হয় আমফান ঝড়ের মাধ‍্যমে।
২০২০ সালে ১৩ দেশ মিলে মোট ১৬৯টি নামের ঘোষণা করেছে। সেখানে বলা হয়েছে, আগামী দিনে এই দেশগুলির ভৌগলিক এলাকা মানে উত্তর ভারত সাগর ও আরব সাগরে তৈরি হওয়া ঝড়ের নাম কী হবে, তা ইতিমধ্যে ঠিক হয়ে গিয়েছে।
২০২০ সালে ১৩ দেশ মিলে মোট ১৬৯টি নামের ঘোষণা করেছে। সেখানে বলা হয়েছে, আগামী দিনে এই দেশগুলির ভৌগলিক এলাকা মানে উত্তর ভারত সাগর ও আরব সাগরে তৈরি হওয়া ঝড়ের নাম কী হবে, তা ইতিমধ্যে ঠিক হয়ে গিয়েছে।
এই দেশগুলির তালিকায় রয়েছে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মলদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, থাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরব, ইয়েমেন এবং সংযুক্ত আরব আমিরাশাহী।
এই দেশগুলির তালিকায় রয়েছে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মলদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, থাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরব, ইয়েমেন এবং সংযুক্ত আরব আমিরাশাহী।
রিমলের পর যে ঘূর্ণিঝড় হবে তার নাম রেখেছে পাকিস্তান।
রিমলের পর যে ঘূর্ণিঝড় হবে তার নাম রেখেছে পাকিস্তান।
রিমলের পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম পাকিস্তান রেখেছে আসনা।
রিমলের পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম পাকিস্তান রেখেছে আসনা।
আসনার পর যে ঘূর্ণিঝড় হবে তার নাম হবে ডানা। সেই নাম দেওয়া কাতারের। তার পর ফেঙ্গাল। সেই নাম দেওয়া সৌদি আরবের।
আসনার পর যে ঘূর্ণিঝড় হবে তার নাম হবে ডানা। সেই নাম দেওয়া কাতারের। তার পর ফেঙ্গাল। সেই নাম দেওয়া সৌদি আরবের।