অঘোরী নৃত্য পরিবেশন 

Murshidabad News: হনুমান পুজোয় মেতে উঠলেন শহরবাসী! শোভাযাত্রাতে অঘোরী নৃত্য! ভক্তের ভিড়

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের কান্দি শহর জুড়ে শোভাযাত্রা হনুমান পুজোয়। বিশেষ আকর্ষণ ছিল আঘোরী সাজে শিব তান্ডব নৃত্য পরিবেশন। শ্রাবণ মাস কে শিবের মাস হিসেবেই ধরা হয়। তাই অঘোরী নৃত্য পরিবেশন চলে সমগ্র শোভাযাত্রা জুড়েই। কথিত আছে, রোগ নাশ কর আর সর্ব পীড়া হর। মহাবীর নাম যেবা স্মরে নিরন্তর। সঙ্কটেতে হনুমান উদ্ধার করিতে। তাঁহার চরণে যেবা মন প্রাণ দিবে। এমনই উল্লেখ আছে হনুমান চাল্লিশায়।

সংকটমোচন হনুমানের পুজো করলে সকল কার্য্যে সিদ্ধিলাভ হয়। একথা সকল ভক্তই বিশ্বাস করেন। আর এই কারণেই প্রতি মঙ্গলবার পুজিত হন অঞ্জনি পুত্র হনুমান। প্রচলিত ধারণা অনুসারে লাল জবা দিয়ে হনুমানের পুজো করলে ভালো ফল পাওয়া যায়। তবে, জানেন কি কেন প্রতি মঙ্গলবারই ভগবান হনুমানের পুজো করা হয়?

আরও পড়ুন:ফুচকার ভিতর সাদা সাদা দানা! কী ভরা ওগুলো জানেন? একবার খেলে স্বাদ ভুলতে পারবেন না, জানুন

প্রচলিত মত অনুসারে, ভগবান হনুমান হলেন শিবের অবতার। পবন এবং অঞ্জনি পুত্র হনুমান চৈত্র মাসের মঙ্গলবার পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন। আর এই কারণেই মঙ্গলবার পুজিত হন ভগবান হনুমান। তবে, সপ্তাহের যে কোনও দিনই হনুমানের পুজো করা যায়। তবে মঙ্গলবার বেশি শুভ মনে করা হয়। তবে অঘোরী নৃত্য পরিবেশন দেখতে রাস্তার দু’ধারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কৌশিক অধিকারী