Crime News

Viral News: সঙ্গীকে ভয় দেখাতে রেললাইনে ঝাঁপ! তারপরেই সাংঘাতিক কাণ্ড … মহিলার চরম পরিণতি দেখে শিউরে উঠল সবাই

সঙ্গীর সঙ্গে ঝগড়া করে তাঁকে ভয় দেখাতে রেললাইনে ঝাঁপ দিয়েছিলেন ৩৮ বছর বয়সী এক মহিলা। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের ধাক্কায় পড়ে গেলেন তিনি। উত্তরপ্রদেশের আগ্রার রাজা কি মান্ডি স্টেশনে এই ঘটনা দেখে শিউরে উঠেছেন প্রত্যক্ষদর্শীরা। আর সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে গোটা ঘটনাটি। যা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

পুলিশ সূত্রে খবর, মৃত ওই মহিলার নাম রানি বলে জানা গিয়েছে। তিনি লোহামান্ডি এলাকায় বর্ফওয়ালি গলিতে কিশোর নামে এক ব্যক্তির সঙ্গে লিভ-ইন করছিলেন। ইন্ডিয়া টুডে-র একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, কিশোর পেশায় একজন চাউমিন বিক্রেতা। গত সোমবার রাত ১০টা নাগাদ মদ্যপ অবস্থায় তিনি বাড়ি ফিরেছিলেন। এরপরেই তাঁদের মধ্যে শুরু হয় তীব্র কলহ। আসলে কিশোরের মদ্যপানের অভ্যাস নিয়েই তর্কাতর্কি হচ্ছে তাঁদের। এরপরেই রানি ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা করার হুমকি দেন।

রানিকে নিরস্ত করার চেষ্টা করছিলেন কিশোর। কিন্তু তাঁকে রাজা কি মান্ডি স্টেশনে নিয়ে যান রানি। স্থানীয়দের থেকে জানা গিয়েছে যে, স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে পৌঁছনোর পরে কিশোর এবং রানি একটি বেঞ্চে বসে পড়েন। সেখানেই চলতে থাকে উত্তপ্ত বাক্য বিনিময়।

এরপর রাত সাড়ে ১১টা নাগাদ বেঞ্চ থেকে উঠে পড়েন রানি। সঙ্গীকে ভয় দেখানোর জন্য রেললাইনে নেমে পড়েন তিনি। এদিকে তিনি জানতেন না যে, ওই লাইন ধরেই আগ্রা ক্যান্টনমেন্ট থেকে দিল্লির উদ্দেশ্যে যাওয়ার জন্য এগিয়ে আসছিল কেরল এক্সপ্রেস।

তীব্র বেগে ছুটে আসা ট্রেনটি দেখে প্ল্যাটফর্ম বেয়ে ওঠার চেষ্টাও করেছিলেন রানি। কিন্তু সময়মতো আর উঠতে পারেননি। পালানোর চেষ্টা করার সময়েই ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝে পড়ে যান তিনি। এই সময়েই ট্রেনটি এসে সজোরে ধাক্কা মারে রানিকে।

ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, সঙ্গে সঙ্গে কনস্টেবলদের নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আরপিএফ আউটপোস্ট ইন-চার্জ লক্ষ্মণ পচৌরি। ট্রেনের তলা থেকে রানিকে বার করে তাঁকে এসএন মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় রানির। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জিআরপি ক্যান্টনমেন্ট ইন-চার্জ ইনস্পেক্টর সমর বাহাদুরের বক্তব্য। তিনি জানিয়েছেন, রানির লিভ-ইন সঙ্গী কিশোর দাবি করেছেন যে, রানির অতীত খুব একটা সুখকর নয়। অতিরিক্ত মদ্যপানের কারণেই তাঁর প্রাক্তন স্বামী ধর্মেন্দ্ররও মৃত্যু হয়েছিল।
ইন্ডিয়া টুডে-র ওই প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে, কিশোরের সঙ্গে প্রায় ১ বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন রানি। পুলিশের কাছে তাঁর বাবা বিনোদ জানান যে, আগের বিয়ে থেকে রানির তিন পুত্র সন্তান রয়েছে। এদের মধ্যে ২ জন রানির সঙ্গেই থাকে। তবে তাঁর বড় ছেলে আলাদা থাকে।

ইতিমধ্যেই রানির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইনস্পেক্টর বাহাদুরের বক্তব্য, এখনও পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি। একবার অভিযোগ জমা পড়লে পদক্ষেপ করা হবে।