কেটে ফেলা হয়েছে গাছ।

West Burdwan News : প্রকৃতির নিজের হাতে সাজানো মাইথনের ফুসফুসে আঘাত! নির্বিচারে কেটে ফেলা হচ্ছে গাছ

আসানসোল, পশ্চিম বর্ধমান : মাইথন জলাধার পশ্চিম বর্ধমান জেলার অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল। পাহাড়, সবুজ জঙ্গলে ঘেরা এই জায়গাটি বারবার কাছে ডাকে পর্যটকদের। প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়েছে এই জায়গাটিকে। মাইথন সংলগ্ন জঙ্গল এলাকাকে আসানসোল শহরের ফুসফুস বলে অনেকেই দাবি করেন। আর সেই ফুসফুসে লাগছে আঘাত। নির্বিচারে ধ্বংস হচ্ছে এই জায়গার সবুজ পরিবেশ।

মাইথন জলাধার সংলগ্ন থার্ড ডাইক এলাকায় রয়েছে ঘন জঙ্গল। আশপাশের এলাকাগুলিতে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের বসবাস। এই জঙ্গলকে কেন্দ্র করে তাদের জীবনযাপন। আবার এই জঙ্গল মাইথনের অন্যতম সৌন্দর্য। এই জঙ্গল যেমন স্থানীয় মানুষজনের জীবনযাত্রাকে সহজ করে, তেমনভাবেই গোটা আসানসোল শহরের অক্সিজেনের যোগান দেয়। অথচ সেই জায়গাতেই করা হচ্ছে আঘাত।

আরও পড়ুন : গোটা গ্রাম আতঙ্কে! খনিতে বিস্ফোরণ হলেই উড়ে আসছে বড় বড় পাথর, বীভৎস কাণ্ড

স্থানীয় বাসিন্দারা বলছেন, কাউকে কিছু না জানিয়ে এলাকায় গাছ কেটে ফেলা হচ্ছে। অনেকেই অভিযোগ করছেন, এলাকার সৌন্দর্যকে কাজে লাগিয়ে মুনাফা লুটতে চাইছেন কেউ কেউ। তাই জঙ্গল নষ্ট করে সেখানে রিসর্ট তৈরির পরিকল্পনা হয়ে থাকতে পারে। যে কারণে গাছ কেটে ফেলা হচ্ছে। যদিও এই বিষয়ে বন দফতরের কাছে কোনওরকম খবর নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিক।

আরও পড়ুন : সাক্ষাৎ যমদূত হয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট, ৭ দিনের শিকার ১৫! রাস্তা মেরামতি যেন কাল হয়েছে

এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বলছেন, তাদের এলাকার ফুসফুস নষ্ট করে দেওয়া হচ্ছে। এর আগেও একাধিকবার গাছ কেটে ফেলার সামনে এসেছে। পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে নির্বিচারে প্রকৃতি ধ্বংস করা হচ্ছে বলে তারা দাবি করছেন। তাই অবিলম্বে প্রশাসন এবং বন দফতরের নজরদারি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

একইসঙ্গে তারা বলছেন, এইভাবে গাছ কেটে ফেলা হলে তা বড়ই বিপদের কারণ হয়ে দাঁড়াবে। মাইথনের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হবে। আসানসোল শহরের ফুসফুস নষ্ট হয়ে যাবে।

নয়ন ঘোষ