যাত্রীদের জন্য দারুণ সুখবর। কারণ বিগেস্ট স্প্ল্যাশ সেল চলছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে। এই সেল চলছে airindiaexpress.com, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মোবাইল অ্যাপ এবং প্রধান বুকিং প্ল্যাটফর্মগুলিতে। শুক্রবার ২৮ জুন পর্যন্ত বুকিংয়ের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। আর আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত ভ্রমণের ক্ষেত্রে এটি প্রযোজ্য থাকবে। Photo Courtesy: Air India Express

Air India Express: মাত্র ৮৮৩ টাকায় মিলবে বিমানের টিকিট ! স্প্ল্যাশ সেল চলছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে; দেরি না করে ঝটপট কেটে ফেলুন

যাত্রীদের জন্য দারুণ সুখবর। কারণ বিগেস্ট স্প্ল্যাশ সেল চলছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে। এই সেল চলছে airindiaexpress.com, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মোবাইল অ্যাপ এবং প্রধান বুকিং প্ল্যাটফর্মগুলিতে। শুক্রবার ২৮ জুন পর্যন্ত বুকিংয়ের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। আর আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত ভ্রমণের ক্ষেত্রে এটি প্রযোজ্য থাকবে। Photo Courtesy: Air India Express
যাত্রীদের জন্য দারুণ সুখবর। কারণ বিগেস্ট স্প্ল্যাশ সেল চলছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে। এই সেল চলছে airindiaexpress.com, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মোবাইল অ্যাপ এবং প্রধান বুকিং প্ল্যাটফর্মগুলিতে। শুক্রবার ২৮ জুন পর্যন্ত বুকিংয়ের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। আর আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত ভ্রমণের ক্ষেত্রে এটি প্রযোজ্য থাকবে। Photo Courtesy: Air India Express
কিন্তু এই বিগেস্ট স্প্ল্যাশ সেল থেকে কী কী সুবিধা পেতে চলেছেন যাত্রীরা? যেসব মেম্বার বা সদস্যরা airindiaexpress.com এবং মোবাইল অ্যাপের মাধ্যমে বুকিং করেন, তাঁদের ক্ষেত্রে এক্সপ্রেস লাইট ফেয়ার শুরু হচ্ছে মাত্র ৮৮৩ টাকা থেকে। আর যেসব যাত্রী অন্যান্য বুকিং চ্যানেলের মাধ্যমে বুকিং করবেন, তাঁদের ক্ষেত্রে এক্সপ্রেস ভ্যালু ফেয়ার শুরু হচ্ছে ১০৯৬ টাকা থেকে।
কিন্তু এই বিগেস্ট স্প্ল্যাশ সেল থেকে কী কী সুবিধা পেতে চলেছেন যাত্রীরা? যেসব মেম্বার বা সদস্যরা airindiaexpress.com এবং মোবাইল অ্যাপের মাধ্যমে বুকিং করেন, তাঁদের ক্ষেত্রে এক্সপ্রেস লাইট ফেয়ার শুরু হচ্ছে মাত্র ৮৮৩ টাকা থেকে। আর যেসব যাত্রী অন্যান্য বুকিং চ্যানেলের মাধ্যমে বুকিং করবেন, তাঁদের ক্ষেত্রে এক্সপ্রেস ভ্যালু ফেয়ার শুরু হচ্ছে ১০৯৬ টাকা থেকে।
এখানেই শেষ নয়, যেসব যাত্রী airindiaexpress.com থেকে টিকিট বুকিং করছেন, তাঁরা এক্সপ্রেস লাইট ফেয়ারে পাবেন বিশেষ ছাড়ও। সঙ্গে মিলবে জিরো চেক-ইন ব্যাগেজের মতো এক্সক্লুসিভ বেনিফিটও। আসলে এই ভাড়ার ক্ষেত্রে যাত্রীরা অতিরিক্ত কোনও চার্জ ছাড়াই অতিরিক্ত ৩ কেজি কেবিন লাগেজ প্রি-বুক করার বিকল্প পাবেন। এর পাশাপাশি চেক-ইন ব্যাগেজেও পাওয়া যাবে ডিসকাউন্টেড ফি।
এখানেই শেষ নয়, যেসব যাত্রী airindiaexpress.com থেকে টিকিট বুকিং করছেন, তাঁরা এক্সপ্রেস লাইট ফেয়ারে পাবেন বিশেষ ছাড়ও। সঙ্গে মিলবে জিরো চেক-ইন ব্যাগেজের মতো এক্সক্লুসিভ বেনিফিটও। আসলে এই ভাড়ার ক্ষেত্রে যাত্রীরা অতিরিক্ত কোনও চার্জ ছাড়াই অতিরিক্ত ৩ কেজি কেবিন লাগেজ প্রি-বুক করার বিকল্প পাবেন। এর পাশাপাশি চেক-ইন ব্যাগেজেও পাওয়া যাবে ডিসকাউন্টেড ফি।
ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে ১৫ কেজি চেক-ইন ব্যাগেজ শুরু হচ্ছে ১০০০ টাকা থেকে আর ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে ২০ কেজি চেক-ইন ব্যাগেজ শুরু হচ্ছে ১৩০০ টাকা থেকে।এদিকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের লয়াল্টি মেম্বাররা ১০০ টাকা থেকে ৪০০ টাকার বিশেষ ছাড়ের সুবিধাও পেতে পারেন। সেই সঙ্গে এয়ারলাইনসের ওয়েবসাইটে প্রায় ৮ শতাংশ পর্যন্ত নিউকয়েন্সও আর্ন করতে পারবেন। এছাড়া এক্সক্লুসিভ কিছু ডিলস-এর সুবিধাও পাবেন তাঁরা। এর মধ্যে অন্যতম হল বিজনেস ও প্রাইম সিটে ৫০ শতাংশ ছাড়, Gourmair hot meals-এর ক্ষেত্রে ২৫ শতাংশ ছাড় এবং পানীয়ের উপর ৩৩ শতাংশ ছাড়।
ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে ১৫ কেজি চেক-ইন ব্যাগেজ শুরু হচ্ছে ১০০০ টাকা থেকে আর ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে ২০ কেজি চেক-ইন ব্যাগেজ শুরু হচ্ছে ১৩০০ টাকা থেকে।
এদিকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের লয়াল্টি মেম্বাররা ১০০ টাকা থেকে ৪০০ টাকার বিশেষ ছাড়ের সুবিধাও পেতে পারেন। সেই সঙ্গে এয়ারলাইনসের ওয়েবসাইটে প্রায় ৮ শতাংশ পর্যন্ত নিউকয়েন্সও আর্ন করতে পারবেন। এছাড়া এক্সক্লুসিভ কিছু ডিলস-এর সুবিধাও পাবেন তাঁরা। এর মধ্যে অন্যতম হল বিজনেস ও প্রাইম সিটে ৫০ শতাংশ ছাড়, Gourmair hot meals-এর ক্ষেত্রে ২৫ শতাংশ ছাড় এবং পানীয়ের উপর ৩৩ শতাংশ ছাড়।
এর পাশাপাশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের নতুন বোয়িং ৭৩৭-৮ এয়ারক্রাফটের উপরেও এক্সপ্রেস বিজ ফেয়ার প্রদান করা হচ্ছে। অর্থাৎ সস্তার উড়ানেও বিজনেস ক্লাসের মতো অভিজ্ঞতা লাভ করতে পারবেন যাত্রীরা। ‘ফ্লাই অ্যাজ ইউ আর’ ব্র্যান্ড প্রোপোজিশনে মিলবে দারুণ সমস্ত পরিষেবা। যাত্রীরা অতিরিক্ত আরামের জন্য ৫৮ ইঞ্চি পর্যন্ত বিস্তৃত সিট পিচ বিশিষ্ট এক্সপ্রেস বিজ আসনগুলি বেছে নিতে পারবেন। সম্প্রসারণ হয়েই চলেছে এই এয়ারলাইনের। গত বছরের অক্টোবর মাসে এই ব্র্যান্ড চালু হওয়ার পর থেকে প্রতি মাসে প্রায় ৪টি করে নতুন যোগ হচ্ছে। এর ফলে ২০টিরও বেশি নতুন এয়ারক্র্যাফটে মিলছে ৪-৮টি করে বিজনেস সিট।  
এর পাশাপাশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের নতুন বোয়িং ৭৩৭-৮ এয়ারক্রাফটের উপরেও এক্সপ্রেস বিজ ফেয়ার প্রদান করা হচ্ছে। অর্থাৎ সস্তার উড়ানেও বিজনেস ক্লাসের মতো অভিজ্ঞতা লাভ করতে পারবেন যাত্রীরা। ‘ফ্লাই অ্যাজ ইউ আর’ ব্র্যান্ড প্রোপোজিশনে মিলবে দারুণ সমস্ত পরিষেবা।
যাত্রীরা অতিরিক্ত আরামের জন্য ৫৮ ইঞ্চি পর্যন্ত বিস্তৃত সিট পিচ বিশিষ্ট এক্সপ্রেস বিজ আসনগুলি বেছে নিতে পারবেন। সম্প্রসারণ হয়েই চলেছে এই এয়ারলাইনের। গত বছরের অক্টোবর মাসে এই ব্র্যান্ড চালু হওয়ার পর থেকে প্রতি মাসে প্রায় ৪টি করে নতুন যোগ হচ্ছে। এর ফলে ২০টিরও বেশি নতুন এয়ারক্র্যাফটে মিলছে ৪-৮টি করে বিজনেস সিট।