বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটারদের নিয়ে ওড়া 'AIC24WC' এয়ার ইন্ডিয়ার বিমানটি আলোচনার কেন্দ্রবিন্দুতে

Team India: বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটারদের নিয়ে উড়ল সবচেয়ে বেশি ট্র্যাক করা ‘AIC24WC’ এয়ার ইন্ডিয়ার বিমানটি, মুহূর্তে ভাইরাল পোস্ট

নয়া দিল্লি: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৩ বছরের খরা কেটেছে বার্বাডোসে৷ কিন্তু বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেট দল হ্যারিকেন বেরিলের দাপটে আটকে পড়েছিল বার্বাডোসের মাটিতে৷ যেখানে বিরাট, রোহিতদের ছবি সমাজমাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়েছে৷ বিশ্বজয়ীদের দেশে ফিরিয়ে আনতে ভারত থেকে উড়েছিল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান,’AIC24WC’৷ যাত্রাপথ ছিল ১৬৩৪৫ কিমি দীর্ঘ পথ৷ সময় লেগেছে প্রায় ১৬ ঘণ্টা৷ এই বিশেষ বিমানকে নিয়ে তাই কৌতুহলের শেষ নেই৷ সবচেয়ে বেশি ট্র্যাক করা বিমানের রেকর্ড ছুল এই বিশেষ বিমান৷

আরও পড়ুন: মুম্বইয়ে ‘বিজয় রথে’ সওয়ার টিম ইন্ডিয়া, আরব সাগরের তীরে বিশ্বজয়ীদের দেখতে জনসুনামি

ফ্লাইট ট্র্যাকিং পোর্টাল তাদের টুইটার হ্যান্ডেলে লিখেছে, ‘‘এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি ট্র্যাক করা ফ্লাইট- টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয়ী ক্রিকেটারদের নিয়ে ভারতের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে৷’’ পোর্টালের রিয়েল টাইম তথ্য অনুযায়ী প্রায় ৫২৫২ জন ইউজার এই বিমানটিকে ট্র্যাক করেছেন৷ টুইটার হ্যান্ডেলে এই পোর্টাল তাঁদের দ্বিতীয় পোস্ট করেছিল, ‘‘আর মাত্র এক ঘণ্টার মধ্যেই ভারতে বিশ্বকাপ জয়ী ক্রিকেটররা দিল্লি অবতরণ করবে৷’’ এই পোস্ট সমাজমাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছিল৷ ভিউয়ের সংখ্যা প্রায় দু’লক্ষের কাছাকাছি৷ পোস্টের কমেন্ট সেকশন হার্ট ইমোজি, ফারার ইমোটিকন ও ‘ম্যান ইন ব্লু’র প্রশংসায় ভরে গেছে৷

আরও পড়ুন: প্লেনের ভিতরই রোহিত-কোহলিদের সেলিব্রেশন, মুহূর্তে ভাইরাল হল সেই ভিডিও

বুধবারে বার্বাডোস থেকে রওনা দেওয়া এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চায় থাকা বিমানটি বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ দেশের মাটি ছুঁয়েছিল৷ সেখান থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা হয়৷ হোটেলে পৌঁছে কেক কাটেন বিরাট, রোহিতরা৷ মুম্বাইতে পৌঁছানোর পর তাঁদের স্বাগত জানানোর জন্য উন্মুক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে৷ রাস্তা জুড়ে স্বপ্ন ছুঁয়ে আসা বিশ্বজয়ীদের দেখতে মুম্বাইয়ের রাস্তা এই মুহূর্তে জনসমুদ্রে পরিণত হয়েছে৷ তারপর তাঁদের ওয়াংখেড়েতে সম্বর্ধনা দেওয়ার কথা রয়েছে৷