Tag Archives: Air India Flight

Team India: বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটারদের নিয়ে উড়ল সবচেয়ে বেশি ট্র্যাক করা ‘AIC24WC’ এয়ার ইন্ডিয়ার বিমানটি, মুহূর্তে ভাইরাল পোস্ট

নয়া দিল্লি: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৩ বছরের খরা কেটেছে বার্বাডোসে৷ কিন্তু বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেট দল হ্যারিকেন বেরিলের দাপটে আটকে পড়েছিল বার্বাডোসের মাটিতে৷ যেখানে বিরাট, রোহিতদের ছবি সমাজমাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়েছে৷ বিশ্বজয়ীদের দেশে ফিরিয়ে আনতে ভারত থেকে উড়েছিল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান,’AIC24WC’৷ যাত্রাপথ ছিল ১৬৩৪৫ কিমি দীর্ঘ পথ৷ সময় লেগেছে প্রায় ১৬ ঘণ্টা৷ এই বিশেষ বিমানকে নিয়ে তাই কৌতুহলের শেষ নেই৷ সবচেয়ে বেশি ট্র্যাক করা বিমানের রেকর্ড ছুল এই বিশেষ বিমান৷

আরও পড়ুন: মুম্বইয়ে ‘বিজয় রথে’ সওয়ার টিম ইন্ডিয়া, আরব সাগরের তীরে বিশ্বজয়ীদের দেখতে জনসুনামি

ফ্লাইট ট্র্যাকিং পোর্টাল তাদের টুইটার হ্যান্ডেলে লিখেছে, ‘‘এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি ট্র্যাক করা ফ্লাইট- টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয়ী ক্রিকেটারদের নিয়ে ভারতের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে৷’’ পোর্টালের রিয়েল টাইম তথ্য অনুযায়ী প্রায় ৫২৫২ জন ইউজার এই বিমানটিকে ট্র্যাক করেছেন৷ টুইটার হ্যান্ডেলে এই পোর্টাল তাঁদের দ্বিতীয় পোস্ট করেছিল, ‘‘আর মাত্র এক ঘণ্টার মধ্যেই ভারতে বিশ্বকাপ জয়ী ক্রিকেটররা দিল্লি অবতরণ করবে৷’’ এই পোস্ট সমাজমাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছিল৷ ভিউয়ের সংখ্যা প্রায় দু’লক্ষের কাছাকাছি৷ পোস্টের কমেন্ট সেকশন হার্ট ইমোজি, ফারার ইমোটিকন ও ‘ম্যান ইন ব্লু’র প্রশংসায় ভরে গেছে৷

আরও পড়ুন: প্লেনের ভিতরই রোহিত-কোহলিদের সেলিব্রেশন, মুহূর্তে ভাইরাল হল সেই ভিডিও

বুধবারে বার্বাডোস থেকে রওনা দেওয়া এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চায় থাকা বিমানটি বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ দেশের মাটি ছুঁয়েছিল৷ সেখান থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা হয়৷ হোটেলে পৌঁছে কেক কাটেন বিরাট, রোহিতরা৷ মুম্বাইতে পৌঁছানোর পর তাঁদের স্বাগত জানানোর জন্য উন্মুক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে৷ রাস্তা জুড়ে স্বপ্ন ছুঁয়ে আসা বিশ্বজয়ীদের দেখতে মুম্বাইয়ের রাস্তা এই মুহূর্তে জনসমুদ্রে পরিণত হয়েছে৷ তারপর তাঁদের ওয়াংখেড়েতে সম্বর্ধনা দেওয়ার কথা রয়েছে৷

Israel-Iran Tensions: ইজরায়েল-ইরানে যুদ্ধ পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের আকাশসীমা এড়াচ্ছে এয়ার ইন্ডিয়া-সহ বহু বিমান সংস্থা

নয়া দিল্লি: আশঙ্কাই সত্যি হতে চলেছে। শনিবার গভীর রাত থেকেই ইজরায়েলে মিসাইল ও ড্রোন হামলা শুরু করেছে ইরানের সেনাবাহিনী৷ জেরুজালেমে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে৷ সংবাদসংস্থার খবর অনুযায়ী, ইজরায়েলের উপর ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইরান ৷ মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার পরিস্থিতির মধ্যে ইতিমধ্যেই বেশ কিছু এয়ারলাইন্স ইরানে ফ্লাইট বাতিল করেছে এবং দ্রুত ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরায়েল ও ইরানের আকাশসীমার ব্যবহার সীমিত করেছে।

এয়ার ইন্ডিয়া এবং কান্টাস বিমানগুলি এখন ইরানের আকাশসীমা এড়াতে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে৷ ফ্লাইট ট্র্যাকিং ডেটা ইঙ্গিত দেয় যে ইরানের আকাশসীমা এড়াতে শনিবার লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট উল্লেখযোগ্যভাবে দীর্ঘ পথ নিয়েছে। সাংবাদমাধ্যমের সূত্রের খবর, ইউরোপের গন্তব্যে পৌঁছাতে ক্যারিয়ারটি এখন ৪৫ মিনিটের বেশি সময় নিতে পারে। তবে ক্রমবর্ধমান উত্তেজনা মধ্যপ্রাচ্যের ফ্লাইটগুলিতে প্রভাব ফেলবে না কারণ তারা ইরানের আকাশসীমার দক্ষিণে রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস আক্রমনের পর ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধ শুরু হলে এয়ার ইন্ডিয়া দিল্লি থেকে তেল আভিভ সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছিল৷ গাজা যুদ্ধের প্রায় পাঁচ মাস পর মার্চের শুরুতে এয়ার ইন্ডিয়া তেল আভিভ ফ্লাইট পুনরায় চালু করে।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

ভিস্তারার একজন মুখপাত্র বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের কিছু অংশকে প্রভাবিত করে বর্তমান পরিস্থিতির কারণে, আমরা আমাদের কিছু ফ্লাইটের পথ পরিবর্তন করছি। এই ধরনের পরিস্থিতির সময় অপারেশনাল ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য উপলব্ধ রাখা হয় এমন আকস্মিক রুটগুলি পরিবর্তে ব্যবহার করা হচ্ছে। এর ফলে নির্দিষ্ট রুটে ফ্লাইটের সময় বেশি হতে পারে এবং সংশ্লিষ্ট বিলম্ব হতে পারে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে আরও পরিবর্তন করা হবে’৷

কেরিয়ার এবং এর সহযোগী অস্ট্রিয়ান এয়ারলাইন্স বলেছে যে তাদের বিমান আর ইরানের আকাশসীমা ব্যবহার করবে না। অফিসিয়াল বিবৃতিতে “মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি” উদ্ধৃত করেছে। ইরান প্রাথমিকভাবে তুর্কি এবং মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সের মাধ্যমে লুফথানসা এবং এর অধীনস্থ একমাত্র পশ্চিমা বাহক হিসেবে বর্তমানে তেহরানে সেবা দিচ্ছে। বর্তমান পরিস্থিতির কারণে, লুফথানসা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল পর্যন্ত এবং তেহরান থেকে ফ্লাইট স্থগিত করছে। এয়ারলাইনটি আর ইরানের আকাশসীমা ব্যবহার করছে না,কোম্পানির মুখপাত্র জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যের আকাশসীমা এড়াতে কান্টাস এয়ারওয়েজ সাময়িকভাবে তার পরিষেবাগুলিকে পুনরায় রুট করেছে। পার্থ থেকে লন্ডন পর্যন্ত QF9 ফ্লাইটটি এখন সিঙ্গাপুর হয়ে আগামী কয়েকদিনের জন্য জ্বালানি বন্ধের জন্য উড়বে কারণ কোম্পানি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কোয়ান্টাসের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে QF10 রিটার্ন ফ্লাইট (পাশাপাশি লন্ডনের বাইরের অন্যান্য পথ) প্রভাবিত হয়নি। কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স আর ইসরায়েল এবং ইরানের উপর দিয়ে উড়বে না। প্রেস এজেন্সি এএনপি ডাচ আর্ম অফ এয়ার ফ্রান্স-কেএলএম-এর একজন মুখপাত্রের বরাত দিয়ে যোগ করেছে যে ক্যারিয়ারটি তেল আভিভের (ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে) উড্ডয়ন চালিয়ে যাবে।