পরের টি-২০ বিশ্বকাপেও মোট ২০টি দেশ অংশগ্রহণ করবে। ইতিমধ্যেই ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউ জিল্যান্ড, আয়ারল্যান্ড এবং পাকিস্তান যোগ্যতা অর্জন করে ফেলেছে।

এয়ারটেলের টি২০ বিশ্বকাপ ধামাকা ! ৪৯৯ টাকার প্ল্যানে Disney+Hotstar-এর তিন মাসের সাবস্ক্রিপশন ফ্রি

কলকাতা: টি২০ বিশ্বকাপ এখন এয়ারটেলে। গ্রাহকদের জন্য দুর্দান্ত প্ল্যান নিয়ে এল ভারতের অন্যতম টেলিকম সংস্থা। এয়ারটেল ইউজাররা সস্তায় পাচ্ছেন টি২০ বিশ্বকাপের অফিসিয়াল স্ট্রিমিং পার্টনার Disney+Hotstar-এর তিন মাসের সাবস্ক্রিপশন। প্রিপেইড, পোস্টপেইড, ইন্টারন্যাশনাল রোমিং, হোম ব্রডব্যান্ড এবং এয়ারটেল ডিজিটাল টিভিতে এই সুবিধা পাবেন ইউজাররা।

টি২০ বিশ্বকাপের জন্য মাত্র ৪৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে Disney+Hotstar-এর তিন মাসের সাবস্ক্রিপশন সহ দৈনিক ৩ জিবি ডেটা পাবেন এয়ারটেল ইউজাররা। প্রতিদিন আনলিমিটেড লোকাল ও এসটিডি কলের সঙ্গে এই প্ল্যানে Airtel Xstream Play-তে বিনামূল্যে ২০টির বেশি OTT প্ল্যাটফর্মও দেখা যাবে।

আরও পড়ুন– রাশিয়ান তরুণীর দরাদরির ভিডিও ভাইরাল! নেটিজেনরা বলছেন, ‘ভারতীয় নাগরিকত্ব দেওয়া হোক’

এ ছাড়া ৮৬৯ টাকায় ৮৪ দিনের প্ল্যান রয়েছে। এতে প্রতিদিন ২ জিবি ডেটা মিলবে। প্রতিদিন আনলিমিটেড লোকাল ও এসটিডি কলের সঙ্গে Disney+Hotstar-এর তিন মাসের সাবস্ক্রিপশন ২০টির বেশি OTT প্ল্যাটফর্ম দেখা যাবে বিনামূল্যে।

৩,৩৫৯ টাকার বার্ষিক প্ল্যানে Disney+ Hotstar-এর এক বছরের সাবস্ক্রিপশনের সঙ্গে Xstream অ্যাপে OTT প্ল্যাটফর্মে অ্যাক্সেস এবং প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাবেন ইউজাররা। Xstream অ্যাপে একটি OTT প্ল্যাটফর্মের বিনামূল্যে অ্যাক্সেস পাবেন ইউজাররা।

আরও পড়ুন– ৩ হাজার টাকায় ‘নমো কুলার’, বিদ্যুৎ ছাড়াই ঘর থাকবে ঠান্ডা, আরামসে চলবে ১৫ বছর

পোস্টপেইড প্ল্যানগুলিতে আনলিমিটেড ৫জি ডেটা এবং ফ্যামিলি অ্যাড-অন সুবিধা-সহ Xstream অ্যাপে 20টিরও বেশি OTT প্ল্যাটফর্মে অ্যাক্সেস এবং এক বছরের Disney+ Hotstar সাবস্ক্রিপশন দিচ্ছে এয়ারটেল। ১৪৯৯, ১১৯৯, ৯৯৯, ৫৯৯, ৪৯৯ এবং ৩৯৯ টাকার প্ল্যানে এই সুবিধা মিলবে।

৯৯৯ টাকা, ১৪৯৮ টাকা এবং ৩৯৯৯ টাকায় উচ্চ-গতির ইন্টারনেট, বিনোদন, পেশাদার এবং ইনফিনিটি প্ল্যান পাবেন এয়ারটেলের হোম কাস্টমাররা। এর সঙ্গে সীমাহীন Disney+ Hotstar সাবস্ক্রিপশন এবং অন্যান্য সুবিধা তো রয়েইছে।

বিশ্বকাপের ম্যাচ দেখতে অনেক ক্রিকেট অনুরাগীই উড়ে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র। তাঁদের জন্য ইন-ফ্লাইট সংযোগ-সহ ইন্টারন্যাশনাল রোমিং প্যাকগুলিকে আরও সরল করেছে এয়ারটেল, যাতে ক্রিকেটপ্রেমীরা লাইভ স্ট্রিম ম্যাচ এবং আন্তর্জাতিক রোমিং উপভোগ করতে পারেন। এছাড়াও বিশ্বের সবচেয়ে বড় টি২০ ক্রিকেট বিশ্বকাপে ইউজারদের অনন্য অভিজ্ঞতা দিতে এয়ারটেল ডিজিটাল টিভিতে, ক্রিকেটপ্রেমীরা এখন ভারতের প্রথম 4K পরিষেবা উপভোগ করতে পারবেন।