Tag Archives: Airtel

দুর্দান্ত নতুন এই প্ল্যান চালু করল Airtel, দেখে নিন আপনি কী কী সুবিধা পেতে চলেছেন ?

সম্প্রতি বিদেশে ভ্রমণকারীদের জন্য ইন্টারন্যাশনাল রোমিং প্যাক চালু করল Airtel। নতুন এই ট্যারিফ প্ল্যান শুরু হচ্ছে প্রতিদিন ১৩৩ টাকা থেকে। এর পাশাপাশি অতিরিক্ত বেনিফিটও থাকছে। যার মধ্যে অন্যতম হল আরও অতিরিক্ত ডেটা, ইন-ফ্লাইট কানেক্টিভিটি এবং ২৪×৭ কন্ট্যাক্ট সেন্টার সাপোর্ট।
সম্প্রতি বিদেশে ভ্রমণকারীদের জন্য ইন্টারন্যাশনাল রোমিং প্যাক চালু করল Airtel। নতুন এই ট্যারিফ প্ল্যান শুরু হচ্ছে প্রতিদিন ১৩৩ টাকা থেকে। এর পাশাপাশি অতিরিক্ত বেনিফিটও থাকছে। যার মধ্যে অন্যতম হল আরও অতিরিক্ত ডেটা, ইন-ফ্লাইট কানেক্টিভিটি এবং ২৪×৭ কন্ট্যাক্ট সেন্টার সাপোর্ট।
এই প্ল্যান বিশ্বের ১৮৪টি দেশের ক্ষেত্রে প্রযোজ্য। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, একটি সিঙ্গেল ইন্টারন্যাশনাল রোমিং প্যাক নিয়েই সংশ্লিষ্ট দেশগুলিতে ঘুরতে পারবেন গ্রাহকরা। এর পাশাপাশি এই প্ল্যানের ক্ষেত্রে অটো-রিনিউয়ালের সুবিধাও রয়েছে।
এই প্ল্যান বিশ্বের ১৮৪টি দেশের ক্ষেত্রে প্রযোজ্য। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, একটি সিঙ্গেল ইন্টারন্যাশনাল রোমিং প্যাক নিয়েই সংশ্লিষ্ট দেশগুলিতে ঘুরতে পারবেন গ্রাহকরা। এর পাশাপাশি এই প্ল্যানের ক্ষেত্রে অটো-রিনিউয়ালের সুবিধাও রয়েছে।
ব্যবহারকারীরা Thanks app-এর মাধ্যমে এই ধরনের ডেটা প্ল্যানে সাবস্ক্রাইব করতে পারবেন। আর একবার রিচার্জ করা হয়ে গেলে এই প্ল্যান তখনই অ্যাক্টিভেট হবে, যখন গ্রাহকরা নিজেদের গন্তব্যে পৌঁছবেন।
ব্যবহারকারীরা Thanks app-এর মাধ্যমে এই ধরনের ডেটা প্ল্যানে সাবস্ক্রাইব করতে পারবেন। আর একবার রিচার্জ করা হয়ে গেলে এই প্ল্যান তখনই অ্যাক্টিভেট হবে, যখন গ্রাহকরা নিজেদের গন্তব্যে পৌঁছবেন।
এমনিতে Airtel-এর ইন-ফ্লাইট ডেটা অ্যাক্সেস-সহ একাধিক প্ল্যান রয়েছে।Airtel-এর সবথেকে সস্তার ইন্টারন্যাশনাল প্ল্যান শুরু হচ্ছে ১৯৫ টাকা থেকে। যা একদিনের জন্য বৈধ। এই প্ল্যানে মিলবে ২৫০ এমবি ডেটা, ১০০ মিনিটের কল (শুধুমাত্র ভারতেই, আউটগোয়িং এবং ইনকামিং উভয়ই) এবং ১০০টি ফ্রি এসএমএস। থাকবে ইন-ফ্লাইট ডেটা বেনিফিটও।
এমনিতে Airtel-এর ইন-ফ্লাইট ডেটা অ্যাক্সেস-সহ একাধিক প্ল্যান রয়েছে।
Airtel-এর সবথেকে সস্তার ইন্টারন্যাশনাল প্ল্যান শুরু হচ্ছে ১৯৫ টাকা থেকে। যা একদিনের জন্য বৈধ। এই প্ল্যানে মিলবে ২৫০ এমবি ডেটা, ১০০ মিনিটের কল (শুধুমাত্র ভারতেই, আউটগোয়িং এবং ইনকামিং উভয়ই) এবং ১০০টি ফ্রি এসএমএস। থাকবে ইন-ফ্লাইট ডেটা বেনিফিটও।
একই রকম আরও একটি ডেটা প্ল্যান এনেছে সংশ্লিষ্ট সংস্থা। যার মূল্য ২৯৫ টাকা। আর এটা একদিনের জন্যই বৈধ। এই প্ল্যানে মিলবে ৫০০ এমবি ডেটা। আর বাকি সব কিছুই আগের প্ল্যানের মতোই। আর তৃতীয় প্ল্যানের মূল্য ৫৯৫ টাকা। এটাও একদিনের জন্য বৈধ। ইন-ফ্লাইট ডেটা বেনিফিট-সহ এই প্ল্যানের ক্ষেত্রে ডেটা মিলবে ১ জিবি। আর বাকি সব আগের মতোই।
একই রকম আরও একটি ডেটা প্ল্যান এনেছে সংশ্লিষ্ট সংস্থা। যার মূল্য ২৯৫ টাকা। আর এটা একদিনের জন্যই বৈধ। এই প্ল্যানে মিলবে ৫০০ এমবি ডেটা। আর বাকি সব কিছুই আগের প্ল্যানের মতোই। আর তৃতীয় প্ল্যানের মূল্য ৫৯৫ টাকা। এটাও একদিনের জন্য বৈধ। ইন-ফ্লাইট ডেটা বেনিফিট-সহ এই প্ল্যানের ক্ষেত্রে ডেটা মিলবে ১ জিবি। আর বাকি সব আগের মতোই।
আবার যেসব গ্রাহক এক্সটেন্ডেড ভ্যালিডিটি-সহ ইন্টারন্যাশনাল প্ল্যান খুঁজছেন, তাঁরা ২৯৯৭ টাকার রিচার্জ প্ল্যান নিতে পারেন। এই প্ল্যানটি ৩৬৫ দিনের জন্য বৈধ। মিলবে ২ জিবি ডেটা, ১০০ মিনিটের ফ্রি কল এবং ২০টি এসএমএস। আবার আরও একটি ইন্টারন্যাশনাল রোমিং প্ল্যান রয়েছে। যার মূল্য ২৯৯৮ টাকা। এই প্ল্যানের বৈধতা ৩০ দিন। এতে মিলবে ৫ জিবি ডেটা ক্যাপ এবং ২০০ মিনিটের ফ্রি আউটগোয়িং কল।

আবার যেসব গ্রাহক এক্সটেন্ডেড ভ্যালিডিটি-সহ ইন্টারন্যাশনাল প্ল্যান খুঁজছেন, তাঁরা ২৯৯৭ টাকার রিচার্জ প্ল্যান নিতে পারেন। এই প্ল্যানটি ৩৬৫ দিনের জন্য বৈধ। মিলবে ২ জিবি ডেটা, ১০০ মিনিটের ফ্রি কল এবং ২০টি এসএমএস। আবার আরও একটি ইন্টারন্যাশনাল রোমিং প্ল্যান রয়েছে। যার মূল্য ২৯৯৮ টাকা। এই প্ল্যানের বৈধতা ৩০ দিন। এতে মিলবে ৫ জিবি ডেটা ক্যাপ এবং ২০০ মিনিটের ফ্রি আউটগোয়িং কল।
এখানেই শেষ নয়, অন্যান্য ইন্টারন্যাশনাল রোমিং প্ল্যানও এনেছে Airtel। তবে এক্ষেত্রে ইন-ফ্লাইট ডেটা বেনিফিট পাওয়া যাবে না। এর মধ্যে একটির মূল্য ৬৪৯ টাকা। যার ভ্যালিডিটি ছিল ১ দিন। এতে মিলবে ৫০০ এমবি ডেটা, ১০০ মিনিট ফ্রি-কল এবং ১০টি ফ্রি-এসএমএস। আরও একটির মূল্য ৭৫৫ টাকা। যার ভ্যালিডিটি ৫ দিন। মিলবে ১ জিবি ডেটা। তবে কলিং বেনিফিট পাওয়া যাবে না।

এখানেই শেষ নয়, অন্যান্য ইন্টারন্যাশনাল রোমিং প্ল্যানও এনেছে Airtel। তবে এক্ষেত্রে ইন-ফ্লাইট ডেটা বেনিফিট পাওয়া যাবে না। এর মধ্যে একটির মূল্য ৬৪৯ টাকা। যার ভ্যালিডিটি ছিল ১ দিন। এতে মিলবে ৫০০ এমবি ডেটা, ১০০ মিনিট ফ্রি-কল এবং ১০টি ফ্রি-এসএমএস। আরও একটির মূল্য ৭৫৫ টাকা। যার ভ্যালিডিটি ৫ দিন। মিলবে ১ জিবি ডেটা। তবে কলিং বেনিফিট পাওয়া যাবে না।
এরপর রয়েছে ৫ দিনের ভ্যালিডিটি-সহ ৭৫৬ টাকার প্ল্যান। এখানে ডেটা এবং এসএমএস-এর সুবিধা মিলবে না। তবে ১০০ মিনিটের কল বেনিফিট পাওয়া যাবে। এছাড়াও রয়েছে ১০ দিনের বেনিফিট-সহ ৮৯৯ টাকার রিচার্জ প্ল্যান। এতে মিলবে ১০০ মিনিট ফ্রি কল এবং ২০টি ফ্রি এসএমএস।
এরপর রয়েছে ৫ দিনের ভ্যালিডিটি-সহ ৭৫৬ টাকার প্ল্যান। এখানে ডেটা এবং এসএমএস-এর সুবিধা মিলবে না। তবে ১০০ মিনিটের কল বেনিফিট পাওয়া যাবে। এছাড়াও রয়েছে ১০ দিনের বেনিফিট-সহ ৮৯৯ টাকার রিচার্জ প্ল্যান। এতে মিলবে ১০০ মিনিট ফ্রি কল এবং ২০টি ফ্রি এসএমএস।

 

Airtel-IPL Offer: আইপিএল বোনানজা! মাত্র ৩৯ টাকা দিয়ে শুরু আনলিমিটেড ডেটা প্যাক, কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের জন্য ধামাকা অফার নিয়ে এল এয়ারটেল

শুরু হয়ে গিয়েছে আইপিএল। ক্রিকেট জ্বরে ভুগছে গোটা দেশ। এর মধ্যে এয়ারটেল ইউজারদের জন্য নিয়ে এল সীমিত সময়ের ‘আইপিএল বোনানজা অফার’। মাত্র ৩৯ টাকা থেকে শুরু হচ্ছে এই প্ল্যান। ক্রিকেটপ্রেমীদের জন্য সোনায় সোহাগা।
শুরু হয়ে গিয়েছে আইপিএল। ক্রিকেট জ্বরে ভুগছে গোটা দেশ। এর মধ্যে এয়ারটেল ইউজারদের জন্য নিয়ে এল সীমিত সময়ের ‘আইপিএল বোনানজা অফার’। মাত্র ৩৯ টাকা থেকে শুরু হচ্ছে এই প্ল্যান। ক্রিকেটপ্রেমীদের জন্য সোনায় সোহাগা।
এয়ারটেল একটি নতুন ডেটা প্যাক চালু করেছে। এবং দুটি ডেটা প্যাক সংশোধন করেছে। শুধু তাই নয়, আইপিএলের জন্য স্টার স্পোর্টসের সঙ্গেও গাঁটছড়া বেঁধেছে এয়ারটেল। এখন থেকে অল্প টাকায় আইপিএলের ভরপুর আনন্দ উপভোগ করতে পারবেন এয়ারটেলের ক্রিকেট অনুরাগী ইউজাররা। এখন ইউজারদের জন্য এয়ারটেলের ‘আইপিএল বোনানজা অফার’-এ চোখ বুলিয়ে নেওয়া যাক।
এয়ারটেল একটি নতুন ডেটা প্যাক চালু করেছে। এবং দুটি ডেটা প্যাক সংশোধন করেছে। শুধু তাই নয়, আইপিএলের জন্য স্টার স্পোর্টসের সঙ্গেও গাঁটছড়া বেঁধেছে এয়ারটেল। এখন থেকে অল্প টাকায় আইপিএলের ভরপুর আনন্দ উপভোগ করতে পারবেন এয়ারটেলের ক্রিকেট অনুরাগী ইউজাররা। এখন ইউজারদের জন্য এয়ারটেলের ‘আইপিএল বোনানজা অফার’-এ চোখ বুলিয়ে নেওয়া যাক।
প্রিপেইড ইউজারদের জন্য ৪৯ টাকা এবং ৯৯ টাকার আনলিমিটেড ডেটা প্যাক প্ল্যানের সংশোধন এয়ারটেল। আইপিএলের মরশুমে সেগুলি পাওয়া যাবে যথাক্রমে ৩৯ টাকা এবং ৭৯ টাকায়। এই দুটি প্যাক আইপিএলের জন্যই বিশেষভাবে কাস্টমাইজড করা হয়েছে, যাতে এয়ারটেলের ক্রিকেটপ্রেমী ইউজাররা ম্যাচ দেখার সময় ডেটা ফুরিয়ে না যায়, নিরবিচ্ছিন্ন সংযোগ উপভোগ করতে পারেন।৩৯ টাকার ডেটা প্ল্যানে আনলিমিটেড ডেটা পাবেন এয়ারটেল ইউজাররা। এই প্ল্যানের বৈধতা একদিন।
প্রিপেইড ইউজারদের জন্য ৪৯ টাকা এবং ৯৯ টাকার আনলিমিটেড ডেটা প্যাক প্ল্যানের সংশোধন এয়ারটেল। আইপিএলের মরশুমে সেগুলি পাওয়া যাবে যথাক্রমে ৩৯ টাকা এবং ৭৯ টাকায়। এই দুটি প্যাক আইপিএলের জন্যই বিশেষভাবে কাস্টমাইজড করা হয়েছে, যাতে এয়ারটেলের ক্রিকেটপ্রেমী ইউজাররা ম্যাচ দেখার সময় ডেটা ফুরিয়ে না যায়, নিরবিচ্ছিন্ন সংযোগ উপভোগ করতে পারেন। ৩৯ টাকার ডেটা প্ল্যানে আনলিমিটেড ডেটা পাবেন এয়ারটেল ইউজাররা। এই প্ল্যানের বৈধতা একদিন।
৪৯ টাকার সংশোধিত ডেটা প্ল্যানের বৈধতাও একদিন। কিন্তু এতে আনলিমিটেড ডেটার সঙ্গে ৩০ দিনের উইঙ্ক প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন গ্রাহক। ৭৯ টাকার ডেটা প্ল্যানে ২ দিন আনলিমিটেড ডেটা উপভোগ করতে পারবেন এয়ারটেল ইউজাররা। তবে ইউজারের মূল অ্যাকাউন্টের বৈধ সময়সীমার মধ্যে রিচার্জ করতে হবে। ৩৯, ৪৯ এবং ৭৯ টাকার ডেটা প্ল্যানের দৈনিক FUP ২০ জিবি। প্রতিদিনের নির্ধারিত ২০ জিবি শেষ হয়ে গেলে ৬৪ কেবিপিএস স্পিডে চলবে ইন্টারনেট।
৪৯ টাকার সংশোধিত ডেটা প্ল্যানের বৈধতাও একদিন। কিন্তু এতে আনলিমিটেড ডেটার সঙ্গে ৩০ দিনের উইঙ্ক প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন গ্রাহক। ৭৯ টাকার ডেটা প্ল্যানে ২ দিন আনলিমিটেড ডেটা উপভোগ করতে পারবেন এয়ারটেল ইউজাররা। তবে ইউজারের মূল অ্যাকাউন্টের বৈধ সময়সীমার মধ্যে রিচার্জ করতে হবে। ৩৯, ৪৯ এবং ৭৯ টাকার ডেটা প্ল্যানের দৈনিক FUP ২০ জিবি। প্রতিদিনের নির্ধারিত ২০ জিবি শেষ হয়ে গেলে ৬৪ কেবিপিএস স্পিডে চলবে ইন্টারনেট।
শুধু প্রিপেইড ইউজারদের জন্য নয়, আইপিএল ২০২৪ মরশুমে এয়ারটেল ডিটিএইচ ইউজারদের ক্রিকেটের আনন্দ দিতে এয়ারটেল ডিজিটাল টিভি যুক্ত হয়েছে স্টার স্পোর্টসের সঙ্গে। এর ফলে এয়ারটেল ডিজিটাল টিভিতে ইউজাররা স্টার স্পোর্টস ইনোভেটিভ 4K পরিষেবা পাবেন। ২২ মার্চ ২০২৪ থেকে ইউজাররা তাঁদের স্ট্রিমিং ডিভাইসে টাটা আইপিএল ২০২৪-এর রোমাঞ্চকর, নিরবিচ্ছিন্ন ক্রিকেট উপভোগ করতে পারবেন।
শুধু প্রিপেইড ইউজারদের জন্য নয়, আইপিএল ২০২৪ মরশুমে এয়ারটেল ডিটিএইচ ইউজারদের ক্রিকেটের আনন্দ দিতে এয়ারটেল ডিজিটাল টিভি যুক্ত হয়েছে স্টার স্পোর্টসের সঙ্গে। এর ফলে এয়ারটেল ডিজিটাল টিভিতে ইউজাররা স্টার স্পোর্টস ইনোভেটিভ 4K পরিষেবা পাবেন। ২২ মার্চ ২০২৪ থেকে ইউজাররা তাঁদের স্ট্রিমিং ডিভাইসে টাটা আইপিএল ২০২৪-এর রোমাঞ্চকর, নিরবিচ্ছিন্ন ক্রিকেট উপভোগ করতে পারবেন।

Phone Recharge Plan: প্রতি মাসে রিচার্জে খরচ বেশিই? ১ বছরের Airtel-র সবচেয়ে লাভজনক প্ল্যান

জনপ্রিয় টেলিকম কোম্পানি এয়ারটেল তার গ্রাহকদের বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। এই প্ল্যানগুলি বিভিন্ন গ্রাহকদের বিভিন্ন চাহিদা অনুযায়ী অফার করা হয়। তবে, কেউ যদি একজন এয়ারটেল গ্রাহক হন এবং ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান, দীর্ঘমেয়াদ সহ একটি সাশ্রয়ী মূল্যের প্ল্যান চান, তাঁর জন্য রয়েছে সুখবর।
জনপ্রিয় টেলিকম কোম্পানি এয়ারটেল তার গ্রাহকদের বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। এই প্ল্যানগুলি বিভিন্ন গ্রাহকদের বিভিন্ন চাহিদা অনুযায়ী অফার করা হয়। তবে, কেউ যদি একজন এয়ারটেল গ্রাহক হন এবং ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান, দীর্ঘমেয়াদ সহ একটি সাশ্রয়ী মূল্যের প্ল্যান চান, তাঁর জন্য রয়েছে সুখবর।
আজ এখানে আমরা একটি বিশেষ প্ল্যান সম্পর্কে বলতে যাচ্ছি, যা এয়ারটেল অফার করে। এয়ারটেলের এই অফারের মাধ্যমে ঘন ঘন রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে দীর্ঘমেয়াদ সহ একটি সাশ্রয়ী মূল্যের প্ল্যান পাওয়া সম্ভব।
আজ এখানে আমরা একটি বিশেষ প্ল্যান সম্পর্কে বলতে যাচ্ছি, যা এয়ারটেল অফার করে। এয়ারটেলের এই অফারের মাধ্যমে ঘন ঘন রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে দীর্ঘমেয়াদ সহ একটি সাশ্রয়ী মূল্যের প্ল্যান পাওয়া সম্ভব।
বর্তমান ভারতের টেলিকম কোম্পানির বাজারে চলছে তীব্র প্রতিযোগিতা। বিভিন্ন টেলিকম কোম্পানি তাদের গ্রাহকদের ধরে রাখতে এবং নতুন গ্রাহকদের কাছে পৌছাতে লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন প্ল্যান। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান সহ পোস্টপেইড প্ল্যান।
বর্তমান ভারতের টেলিকম কোম্পানির বাজারে চলছে তীব্র প্রতিযোগিতা। বিভিন্ন টেলিকম কোম্পানি তাদের গ্রাহকদের ধরে রাখতে এবং নতুন গ্রাহকদের কাছে পৌছাতে লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন প্ল্যান। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান সহ পোস্টপেইড প্ল্যান।
আজ এখানে আমরা জনপ্রিয় টেলিকম কোম্পানি Airtel-এর ১৭৯৯ টাকার প্রিপেড প্ল্যান সম্পর্কে বলতে যাচ্ছি। এই প্ল্যানটি ৩৬৫ দিনের দীর্ঘ বৈধতার সঙ্গে আসে। এছাড়াও এতে ডেটা, আনলিমিটেড কল এবং এসএমএস সহ আরও অনেক বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি।
আজ এখানে আমরা জনপ্রিয় টেলিকম কোম্পানি Airtel-এর ১৭৯৯ টাকার প্রিপেড প্ল্যান সম্পর্কে বলতে যাচ্ছি। এই প্ল্যানটি ৩৬৫ দিনের দীর্ঘ বৈধতার সঙ্গে আসে। এছাড়াও এতে ডেটা, আনলিমিটেড কল এবং এসএমএস সহ আরও অনেক বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি।
এই প্ল্যানে গ্রাহকদের ৩৬৫ দিনের বৈধতা দেওয়া হয়েছে। এছাড়াও, পুরো বৈধতার সময় এটিতে ২৪GB ডেটা দেওয়া হয়। এছাড়াও গ্রাহকদের আনলিমিটেড লোকাল এবং এসটিডি কল দেওয়া হয়। এছাড়াও, সম্পূর্ণ বৈধতার সময় ৩৬০০টি SMS পাওয়া যায়। এছাড়াও, গ্রাহকদের এই প্ল্যানে ৩ মাসের জন্য Apollo 24/7 সার্কেল, বিনামূল্যে Hellotunes এবং বিনামূল্যে Wink Music সমর্থন দেওয়া হয়।
এই প্ল্যানে গ্রাহকদের ৩৬৫ দিনের বৈধতা দেওয়া হয়েছে। এছাড়াও, পুরো বৈধতার সময় এটিতে ২৪GB ডেটা দেওয়া হয়। এছাড়াও গ্রাহকদের আনলিমিটেড লোকাল এবং এসটিডি কল দেওয়া হয়। এছাড়াও, সম্পূর্ণ বৈধতার সময় ৩৬০০টি SMS পাওয়া যায়। এছাড়াও, গ্রাহকদের এই প্ল্যানে ৩ মাসের জন্য Apollo 24/7 সার্কেল, বিনামূল্যে Hellotunes এবং বিনামূল্যে Wink Music সমর্থন দেওয়া হয়।
এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, জনপ্রিয় টেলিকম কোম্পানি এয়ারটেলের এই প্ল্যানে এসএমএসের জন্য একদিনের সীমা ১০০ টাকা। একই সময়ে, ডেটা সীমা শেষ হওয়ার পরে, ব্যবহারকারীদের ৫০p/MB হারে চার্জ করা হবে। তবে ব্যবহারকারীরা ডেটা প্যাকও কিনতে পারবেন।
এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, জনপ্রিয় টেলিকম কোম্পানি এয়ারটেলের এই প্ল্যানে এসএমএসের জন্য একদিনের সীমা ১০০ টাকা। একই সময়ে, ডেটা সীমা শেষ হওয়ার পরে, ব্যবহারকারীদের ৫০p/MB হারে চার্জ করা হবে। তবে ব্যবহারকারীরা ডেটা প্যাকও কিনতে পারবেন।

রিচার্জ করলেই Netflix ফ্রি, জিও ও এয়ারটেলের এই দুটি প্ল্যান জানেন? কোনটায় লাভ বেশি দেখুন

বিনামূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন পেলে কেমন হয়? মন যে খুশিতে নেচে উঠবে বলার অপেক্ষা রাখে না। কিন্তু দুঃখের বিষয় হল, জিও, এয়ারটেলের মতো টেলিকম অপারেটররা অধিকাংশ প্ল্যান থেকে বিনামূল্যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন তুলে নিয়েছে।
বিনামূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন পেলে কেমন হয়? মন যে খুশিতে নেচে উঠবে বলার অপেক্ষা রাখে না। কিন্তু দুঃখের বিষয় হল, জিও, এয়ারটেলের মতো টেলিকম অপারেটররা অধিকাংশ প্ল্যান থেকে বিনামূল্যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন তুলে নিয়েছে।
হতাশ হওয়ার কিছু নেই। জিও এবং এয়ারটেলের দুটি প্রিপেড প্ল্যানে এখনও নেটফ্লিক্স সাবস্ক্রিপশন মিলছে একেবারে বিনামূল্যে। দুটি প্ল্যানেরই মেয়াদ ৮৪ দিন। এতে মোবাইল ডেটা, কল, এসএমএস সুবিধার সঙ্গে বিনামূল্যে নেটফ্লিক্সের বেসিক প্ল্যানের সাবস্ক্রিপশনও মিলছে।
হতাশ হওয়ার কিছু নেই। জিও এবং এয়ারটেলের দুটি প্রিপেড প্ল্যানে এখনও নেটফ্লিক্স সাবস্ক্রিপশন মিলছে একেবারে বিনামূল্যে। দুটি প্ল্যানেরই মেয়াদ ৮৪ দিন। এতে মোবাইল ডেটা, কল, এসএমএস সুবিধার সঙ্গে বিনামূল্যে নেটফ্লিক্সের বেসিক প্ল্যানের সাবস্ক্রিপশনও মিলছে।
জিও-র ১০৯৯ টাকার রিচার্জ প্ল্যান: জিও-র ১০৯৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানের মেয়াদ ৮৪ দিন। মোট ১৬৮ জিবি ডেটা মিলবে। অর্থাৎ প্রতিদিন ২ জিবি হাই স্পিড ডেটা। দৈনিক ডেটা কোটা শেষ হয়ে গেলে ৬৪ কেবিপিএসের ধীর গতির সীমাহীন ডেটা ব্যবহার করতে পারবেন ইউজার। এই প্ল্যানে সীমাহীন ভয়েস কল, প্রতিদিন ১০০টি এসএমএসের পাশাপাশি ৫জি অ্যাক্সেসেরও সুবিধা রয়েছে।
জিও-র ১০৯৯ টাকার রিচার্জ প্ল্যান: জিও-র ১০৯৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানের মেয়াদ ৮৪ দিন। মোট ১৬৮ জিবি ডেটা মিলবে। অর্থাৎ প্রতিদিন ২ জিবি হাই স্পিড ডেটা। দৈনিক ডেটা কোটা শেষ হয়ে গেলে ৬৪ কেবিপিএসের ধীর গতির সীমাহীন ডেটা ব্যবহার করতে পারবেন ইউজার। এই প্ল্যানে সীমাহীন ভয়েস কল, প্রতিদিন ১০০টি এসএমএসের পাশাপাশি ৫জি অ্যাক্সেসেরও সুবিধা রয়েছে।
তবে সবচেয়ে ভাল দিক হল, এই প্ল্যানে নেটফ্লিক্স মোবাইল সাবস্ক্রিপশন মিলবে একেবারে বিনামূল্যে। স্মার্টফোনে যত খুশি সিনেমা এবং টিভি শো দেখতে পারবেন ইউজার। পরিবারের বাইরে কাউকে নেটফ্লিক্সের পাসওয়ার্ড দেওয়া যায় না। সেদিক থেকেও এই প্ল্যান আদর্শ। এর পাশাপাশি জিও সিনেমা, জিও টিভি এবং জিও ক্লাউডের অ্যাক্সেসও পাবেন ইউজাররা।
তবে সবচেয়ে ভাল দিক হল, এই প্ল্যানে নেটফ্লিক্স মোবাইল সাবস্ক্রিপশন মিলবে একেবারে বিনামূল্যে। স্মার্টফোনে যত খুশি সিনেমা এবং টিভি শো দেখতে পারবেন ইউজার। পরিবারের বাইরে কাউকে নেটফ্লিক্সের পাসওয়ার্ড দেওয়া যায় না। সেদিক থেকেও এই প্ল্যান আদর্শ। এর পাশাপাশি জিও সিনেমা, জিও টিভি এবং জিও ক্লাউডের অ্যাক্সেসও পাবেন ইউজাররা।
এয়ারটেলের ১৪৯৯ টাকার প্ল্যান: এয়ারটেলের ১৪৯৯ টাকার প্ল্যানের বৈধতাও ৮৪ দিন। এতে প্রতিদিন ৩ জিবি ডেটা, সীমাহীন কল এবং এসএমএসের পাশাপাশি নেটফ্লিক্সের বেসিক সাবস্ক্রিপশন মিলছে বিনামূল্যে। এছাড়াও সীমাহীন ৫জি ডেটা অ্যাক্সেস, বিনামূল্যে Wynk মিউজিক ও হ্যালো টিউনস এবং স্বাস্থ্যসেবা প্রয়োজনের জন্য ৩ মাসের Apollo 24x7 সার্কেল সাবস্ক্রিপশনও পাওয়া যাচ্ছে।
এয়ারটেলের ১৪৯৯ টাকার প্ল্যান: এয়ারটেলের ১৪৯৯ টাকার প্ল্যানের বৈধতাও ৮৪ দিন। এতে প্রতিদিন ৩ জিবি ডেটা, সীমাহীন কল এবং এসএমএসের পাশাপাশি নেটফ্লিক্সের বেসিক সাবস্ক্রিপশন মিলছে বিনামূল্যে। এছাড়াও সীমাহীন ৫জি ডেটা অ্যাক্সেস, বিনামূল্যে Wynk মিউজিক ও হ্যালো টিউনস এবং স্বাস্থ্যসেবা প্রয়োজনের জন্য ৩ মাসের Apollo 24×7 সার্কেল সাবস্ক্রিপশনও পাওয়া যাচ্ছে।
বিনামূল্যে নেটফ্লিক্স-সহ জিও বনাম এয়ারটেলের প্ল্যান: দুটি প্ল্যানেরই নিজস্ব সুবিধা অসুবিধা রয়েছে। জিও দৈনিক ২জিবি ডেটা দিচ্ছে, সেখানে এয়ারটেল দিচ্ছে ৩ জিবি।
বিনামূল্যে নেটফ্লিক্স-সহ জিও বনাম এয়ারটেলের প্ল্যান: দুটি প্ল্যানেরই নিজস্ব সুবিধা অসুবিধা রয়েছে। জিও দৈনিক ২জিবি ডেটা দিচ্ছে, সেখানে এয়ারটেল দিচ্ছে ৩ জিবি।
জিও-র প্ল্যানে একটি মোবাইল বা ট্যাবলেটেই নেটফ্লিক্স দেখা যাবে। সেখানে এয়ারটেলে যে কোনও ডিভাইসেই নেটফ্লিক্স দেখতে পারবেন ইউজাররা। তবে জিও-র প্ল্যান এয়ারটেলের তুলনায় সস্তা। নেটফ্লিক্সে আগ্রহ না থাকলে জিও এবং এয়ারটেলে বিনামূল্যে Disney+ Hotstar, Prime-এর মতো ওটিটি প্ল্যাটফর্ম অ্যাক্সেসের প্ল্যানও রয়েছে।
জিও-র প্ল্যানে একটি মোবাইল বা ট্যাবলেটেই নেটফ্লিক্স দেখা যাবে। সেখানে এয়ারটেলে যে কোনও ডিভাইসেই নেটফ্লিক্স দেখতে পারবেন ইউজাররা। তবে জিও-র প্ল্যান এয়ারটেলের তুলনায় সস্তা। নেটফ্লিক্সে আগ্রহ না থাকলে জিও এবং এয়ারটেলে বিনামূল্যে Disney+ Hotstar, Prime-এর মতো ওটিটি প্ল্যাটফর্ম অ্যাক্সেসের প্ল্যানও রয়েছে।

এই রিচার্জ করালেই এবার আপনিও বিনামূল্যে দেখতে পাবেন Netflix এবং Hotstar

বর্তমান সময়ে ভারতের টেলিকম বাজারে শুরু হয়েছে তীব্র প্রতিযোগিতা। নিজেদের গ্রাহক ধরে রাখতে এবং নতুন গ্রাহকদের কাছে পৌঁছাতে বিভিন্ন টেলিকম কোম্পানি লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন প্ল্যান। এই সকল প্ল্যানে বিভিন্ন ধরনের সুবিধা অফার করা হচ্ছে। কিন্তু, বর্তমান সময়ে টেলিকম কোম্পানিগুলির প্রধান হাতিয়ার ওটিটি প্ল্যাটফর্ম।
বর্তমান সময়ে ভারতের টেলিকম বাজারে শুরু হয়েছে তীব্র প্রতিযোগিতা। নিজেদের গ্রাহক ধরে রাখতে এবং নতুন গ্রাহকদের কাছে পৌঁছাতে বিভিন্ন টেলিকম কোম্পানি লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন প্ল্যান। এই সকল প্ল্যানে বিভিন্ন ধরনের সুবিধা অফার করা হচ্ছে। কিন্তু, বর্তমান সময়ে টেলিকম কোম্পানিগুলির প্রধান হাতিয়ার ওটিটি প্ল্যাটফর্ম।
ভারতে এখন বিভিন্ন ধরনের ওটিটি প্ল্যাটফর্ম খুবই জনপ্রিয়। এর জন্য টেলিকম কোম্পানিগুলি তাদের প্ল্যানের সঙ্গে যুক্ত করে চলেছে ফ্রিতে ওটিটি সাবস্ক্রিপশন। বর্তমানে এয়ারটেল নিয়ে এসেছে তেমনই কয়েকটি প্ল্যান, যেখানে অন্যান্য সুবিধার সঙ্গে সঙ্গে ফ্রিতে পাওয়া যাবে ওটিটি সাবস্ক্রিপশন।
ভারতে এখন বিভিন্ন ধরনের ওটিটি প্ল্যাটফর্ম খুবই জনপ্রিয়। এর জন্য টেলিকম কোম্পানিগুলি তাদের প্ল্যানের সঙ্গে যুক্ত করে চলেছে ফ্রিতে ওটিটি সাবস্ক্রিপশন। বর্তমানে এয়ারটেল নিয়ে এসেছে তেমনই কয়েকটি প্ল্যান, যেখানে অন্যান্য সুবিধার সঙ্গে সঙ্গে ফ্রিতে পাওয়া যাবে ওটিটি সাবস্ক্রিপশন।

 

এয়ারটেল হল ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি। সম্প্রতি, এয়ারটেল ৩৭০ মিলিয়ন ব্যবহারকারী অতিক্রম করেছে। এয়ারটেল কোম্পানি ক্রমাগত তার বিশাল ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ধরনের অফার সহ বিভিন্ন পরিকল্পনা চালু করে চলেছে।
এয়ারটেল হল ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি। সম্প্রতি, এয়ারটেল ৩৭০ মিলিয়ন ব্যবহারকারী অতিক্রম করেছে। এয়ারটেল কোম্পানি ক্রমাগত তার বিশাল ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ধরনের অফার সহ বিভিন্ন পরিকল্পনা চালু করে চলেছে।
উল্লেখযোগ্যভাবে, এয়ারটেল সম্প্রতি এমন বেশ কয়েকটি প্ল্যান চালু করেছে যাতে অন্যান্য বিভিন্ন ধরনের সুবিধার সঙ্গে Netflix এবং Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখযোগ্যভাবে, এয়ারটেল সম্প্রতি এমন বেশ কয়েকটি প্ল্যান চালু করেছে যাতে অন্যান্য বিভিন্ন ধরনের সুবিধার সঙ্গে Netflix এবং Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত রয়েছে।
এই নতুন এয়ারটেল প্ল্যানগুলি ব্যবহারকারীদের উভয় OTT প্ল্যাটফর্মে সুবিধাজনক অ্যাক্সেস অফার করে। একই সঙ্গে এয়ারটেলের এই প্ল্যানে ইন্টারনেট ডেটা সহ রয়েছে বিভিন্ন ধরনের সুবিধা। এয়ারটেল তাদের ব্যবহারকারীদের জন্য তাদের নতুন প্ল্যানে অতিরিক্ত বিনোদনের একগুচ্ছ নতুন বৈশিষ্ট্য নিয়ে এসেছে। এক নজরে দেখে নেওয়া যাক এয়ারটেলের এই নতুন প্ল্যানের বিশদ বিবরণ।
এই নতুন এয়ারটেল প্ল্যানগুলি ব্যবহারকারীদের উভয় OTT প্ল্যাটফর্মে সুবিধাজনক অ্যাক্সেস অফার করে। একই সঙ্গে এয়ারটেলের এই প্ল্যানে ইন্টারনেট ডেটা সহ রয়েছে বিভিন্ন ধরনের সুবিধা। এয়ারটেল তাদের ব্যবহারকারীদের জন্য তাদের নতুন প্ল্যানে অতিরিক্ত বিনোদনের একগুচ্ছ নতুন বৈশিষ্ট্য নিয়ে এসেছে। এক নজরে দেখে নেওয়া যাক এয়ারটেলের এই নতুন প্ল্যানের বিশদ বিবরণ।
এয়ারটেলের ৮৩৯ টাকার রিচার্জ প্ল্যান -এই প্ল্যানের অধীনে, গ্রাহকরা ৮৪-দিনের মেয়াদ সহ এবং ১৬৮GB মোট ডেটা উপভোগ করতে পারবেন, যা ২GB-এর দৈনিক ব্যবহারের সীমার সমান। অতিরিক্তভাবে, গ্রাহকরা একটি স্ট্যান্ডআউট বৈশিষ্ট্য সহ প্রতিদিন ১০০টি SMS পাবেন। এছাড়াও রয়েছে ডিজনি প্লাস হটস্টারের একটি তিন মাসের সাবস্ক্রিপশন। এই প্যাকেজ ব্যবহারকারীদের শুধুমাত্র একটি রিচার্জের মাধ্যমে ডেটা, কলিং এবং OTT পরিষেবা অ্যাক্সেস করতে সক্ষম করে।
এয়ারটেলের ৮৩৯ টাকার রিচার্জ প্ল্যান –
এই প্ল্যানের অধীনে, গ্রাহকরা ৮৪-দিনের মেয়াদ সহ এবং ১৬৮GB মোট ডেটা উপভোগ করতে পারবেন, যা ২GB-এর দৈনিক ব্যবহারের সীমার সমান। অতিরিক্তভাবে, গ্রাহকরা একটি স্ট্যান্ডআউট বৈশিষ্ট্য সহ প্রতিদিন ১০০টি SMS পাবেন। এছাড়াও রয়েছে ডিজনি প্লাস হটস্টারের একটি তিন মাসের সাবস্ক্রিপশন। এই প্যাকেজ ব্যবহারকারীদের শুধুমাত্র একটি রিচার্জের মাধ্যমে ডেটা, কলিং এবং OTT পরিষেবা অ্যাক্সেস করতে সক্ষম করে।
এয়ারটেলের ১৪৯৯ টাকার রিচার্জ প্ল্যান -এই প্ল্যানের বৈধতা ৮৪ দিন পর্যন্ত প্রসারিত। এতে রয়েছে ২৫২ GB ডেটা, যা ৩GB দৈনিক ব্যবহারের সমতুল্য। উপরন্তু, যোগ্য ব্যবহারকারীরা ১০০টি দৈনিক SMS-এর সুবিধা সহ সীমাহীন ৫G ডেটা উপভোগ করতে পারবেন। OTT সুবিধার বিষয়ে, Airtel গ্রাহকদের একটি Netflix সাবস্ক্রিপশন অফার করে। যার মাধ্যমে গ্রাহকরা OTT পরিষেবা অ্যাক্সেস করতে পারবেন।
এয়ারটেলের ১৪৯৯ টাকার রিচার্জ প্ল্যান –
এই প্ল্যানের বৈধতা ৮৪ দিন পর্যন্ত প্রসারিত। এতে রয়েছে ২৫২ GB ডেটা, যা ৩GB দৈনিক ব্যবহারের সমতুল্য। উপরন্তু, যোগ্য ব্যবহারকারীরা ১০০টি দৈনিক SMS-এর সুবিধা সহ সীমাহীন ৫G ডেটা উপভোগ করতে পারবেন। OTT সুবিধার বিষয়ে, Airtel গ্রাহকদের একটি Netflix সাবস্ক্রিপশন অফার করে। যার মাধ্যমে গ্রাহকরা OTT পরিষেবা অ্যাক্সেস করতে পারবেন।

গঙ্গার নীচেও মিলবে নিরবচ্ছিন্ন পরিষেবা, ইস্ট-ওয়েস্ট মেট্রো জুড়ে নেটওয়ার্ক স্থাপন Airtel ও VI-এর

কলকাতা: গঙ্গার নিচ দিয়ে মেট্রো সফর। আজ, বুধবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু অনেকেই প্রশ্ন করছেন, গঙ্গার নীচে কি ফোনের নেটওয়ার্ক পাওয়া যাবে? এর উত্তর, হ্যাঁ। ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার গ্রাহকরা পাবেন এই সুবিধা। তবে এয়ারটেলই প্রথম গঙ্গার নীচে নেটওয়ার্ক স্থাপন করার কথা ঘোষণা করে। একই পথে হাঁটল ভোডাফোন আইডিয়াও।

ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে সংযোগ প্রদানকারী প্রথম টেলিকম অপারেটর এয়ারটেল। হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ এবং এসপ্ল্যানেড স্টেশনগুলির মধ্যে ৪.৮ কিলোমিটার এলাকা জুড়ে নেটওয়ার্ক স্থাপন করেছে এয়ারটেল। গ্রাহকরা ৫জি স্পিড, ডেটা ট্রান্সমিশন, ভয়েস কল করতে পারবেন নির্বিঘ্নে। ভারতী এয়ারটেলের সিইও (পশ্চিমবঙ্গ এবং ওড়িশা) অয়ন সরকার বলেন, ‘‘নদীর তলদেশে টানেলে সম্পূর্ণ নেটওয়ার্ক পাবেন গ্রাহকরা। হাই-ডেফিনিশন ভিডিও স্ট্রিমিং, গেমিং, একাধিক চ্যাটিং, তাৎক্ষণিক ফটো আপলোড করতে পারবেন অনায়াসে।’’

আরও পড়ুন- এক সময় চলতে হত টাকা বাঁচিয়ে, আজ ৮ হাজার কোটি টাকার কোম্পানির মালিক ! ৪ কোটি টাকার গাড়ি চালান, চেনেন এঁকে?

অন্য দিকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাত্রীদের জন্য নির্বিঘ্ন নেটওয়ার্ক সংযোগ নিশ্চিত করতে, রুটের ১৭টি স্টেশন জুড়ে অত্যাধুনিক নেটওয়ার্ক পরিকাঠামো স্থাপন করেছে ভিআই-ও। এর মধ্যে ৬টি ভূগর্ভস্থ স্টেশন (ফুলবাগান, শিয়ালদহ, এসপ্ল্যানেড, মহাকরণ, হাওড়া স্টেশন, হাওড়া ময়দান পর্যন্ত ১০.৮ কিলোমিটার) এবং ১১টি গ্রাউন্ড/এলিভেটেড স্টেশন (তেঘরিয়া, রঘুনাথপুর, বাগুইআটি, দমদম পার্ক, কেষ্টপুর, সল্টলেক সেক্টর ফাইভ, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল এবং সল্টলেক স্টেডিয়াম)।

Photo Courtesy: PM Narendra Modi/X Handle
Photo Courtesy: PM Narendra Modi/X Handle

আরও পড়ুন- নদী তীরের ছোট্ট কুঁড়ে ঘর থেকে অদ্ভুত আওয়াজ, পুলিশ অভিযান চালাতেই চক্ষু চড়কগাছ

১১টি এলিভেটেড স্টেশনের মধ্যে সল্টলেক সেক্টর ফাইভ, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল এবং সল্টলেক স্টেডিয়াম, অর্থাৎ ৬টি স্টেশন চালু হয়ে গিয়েছে। বাকি ৫টি স্টেশনেও খুব শীঘ্রই চালু হবে বলে জানা গিয়েছে। তবে ভিআই ইতিমধ্যেই সব ক’টা স্টেশনে নেটওয়ার্ক পরিকাঠামো স্থাপন করেছে।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর উল্লেখযোগ্য বিষয় হল গঙ্গার নীচের টানেল। এর মধ্যে দিয়েই মেট্রো রেল ছুটবে। হুগলি নদীর তলদেশের ১৩ মিটার নীচে এবং পৃষ্ঠতলের ৩৩ মিটার নীচে টানেল রাখা হয়েছে। গ্রাহকদের নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক দিতে নদীর তলদেশের সুড়ঙ্গের পাশাপাশি ভূগর্ভস্থ মেট্রো টানেলের ভিতরে আইবিএস (ইন-বিল্ডিং সলিউশন) স্থাপন করেছে ভিআই।
এই প্রসঙ্গে ভোডাফোন আইডিয়ার পূর্বাঞ্চলের ক্লাস্টার বিজনেস হেড নবীন সিঙ্ঘভি বলেন, ‘‘কলকাতা এবং হাওড়াবাসীর বহুদিনের স্বপ্নপূরণ করে ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন হল। দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর হিসেবে ভূগর্ভস্থ রেলপথ জুড়ে নেটওয়ার্ক স্থাপন করতে পেরে আমরা গর্বিত। ভিআই-এর গ্রাহকরা গঙ্গার নীচেও নিরবচ্ছিন্ন পরিষেবা উপভোগ করতে পারবেন।’’

নতুন প্রিপেড প্ল্যান চালু করেছে Airtel; আপনি এবার পাবেন বিরাট এই সুবিধা

বর্তমান সময়ে ভারতের টেলিকম বাজারে চলছে তীব্র প্রতিযোগিতা। বিভিন্ন টেলিকম কোম্পানি নিজেদের গ্রাহক ধরে রাখতে এবং নতুন গ্রাহকদের কাছে পৌঁছে যাওয়ার জন্য লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন প্ল্যান। গ্রাহক ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের প্ল্যান চালু করার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সুবিধা সেই সকল প্ল্যানে যুক্ত করা হচ্ছে।
বর্তমান সময়ে ভারতের টেলিকম বাজারে চলছে তীব্র প্রতিযোগিতা। বিভিন্ন টেলিকম কোম্পানি নিজেদের গ্রাহক ধরে রাখতে এবং নতুন গ্রাহকদের কাছে পৌঁছে যাওয়ার জন্য লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন প্ল্যান। গ্রাহক ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের প্ল্যান চালু করার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সুবিধা সেই সকল প্ল্যানে যুক্ত করা হচ্ছে।
বর্তমান সময়ে টেলিকম কোম্পানিগুলি তাদের গ্রাহকদের আকর্ষণ করার জন্য প্ল্যানের সঙ্গে যুক্ত করেছে বিভিন্ন ধরনের ওটিটি প্ল্যাটফর্ম। একই সঙ্গে সেই সকল প্ল্যানে দেওয়া হচ্ছে আরও বিভিন্ন ধরনের সুবিধা। জনপ্রিয় টেলিকম কোম্পানি এয়ারটেল নিয়ে এসেছে তেমনই আকর্ষণীয় কয়েকটি প্ল্যান। এক নজরে দেখে নেওয়া যাক এই প্ল্যানের সমস্ত খুঁটিনাটি বিষয়।
বর্তমান সময়ে টেলিকম কোম্পানিগুলি তাদের গ্রাহকদের আকর্ষণ করার জন্য প্ল্যানের সঙ্গে যুক্ত করেছে বিভিন্ন ধরনের ওটিটি প্ল্যাটফর্ম। একই সঙ্গে সেই সকল প্ল্যানে দেওয়া হচ্ছে আরও বিভিন্ন ধরনের সুবিধা। জনপ্রিয় টেলিকম কোম্পানি এয়ারটেল নিয়ে এসেছে তেমনই আকর্ষণীয় কয়েকটি প্ল্যান। এক নজরে দেখে নেওয়া যাক এই প্ল্যানের সমস্ত খুঁটিনাটি বিষয়।
Airtel দেশের অন্যতম শীর্ষস্থানীয় জনপ্রিয় টেলিকম কোম্পানি। এয়ারটেল একটি প্রিপেড প্ল্যান অফার করা শুরু করেছে, যার মূল্য ৬৬৬ টাকা, এবং এটি ৮৪ দিনের জন্য বৈধ। নতুন প্রিপেড প্ল্যান সারা দেশে যে কোনও নম্বরে আনলিমিটেড ভয়েস কলিং অফার করে।
Airtel দেশের অন্যতম শীর্ষস্থানীয় জনপ্রিয় টেলিকম কোম্পানি। এয়ারটেল একটি প্রিপেড প্ল্যান অফার করা শুরু করেছে, যার মূল্য ৬৬৬ টাকা, এবং এটি ৮৪ দিনের জন্য বৈধ। নতুন প্রিপেড প্ল্যান সারা দেশে যে কোনও নম্বরে আনলিমিটেড ভয়েস কলিং অফার করে।
এয়ারটেলের নতুন প্ল্যানে বিনামূল্যে জাতীয় রোমিংও রয়েছে এবং অতিরিক্ত সুবিধাও রয়েছে। যেমন - দৈনিক ১০০টি SMS বিনামূল্যে এবং ১.৫GB ডেটার সুবিধা।
এয়ারটেলের নতুন প্ল্যানে বিনামূল্যে জাতীয় রোমিংও রয়েছে এবং অতিরিক্ত সুবিধাও রয়েছে। যেমন – দৈনিক ১০০টি SMS বিনামূল্যে এবং ১.৫GB ডেটার সুবিধা।
5G স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একচেটিয়া সুবিধা -যে সমস্ত ব্যবহারকারীরা 5G স্মার্টফোন ব্যবহার করছেন এবং 5G নেটওয়ার্কগুলি অ্যাক্সেস করছেন, তাঁদের জন্য Airtel আরও সীমাহীন 5G ডেটা অ্যাক্সেস করার সুযোগ দেয়৷ এই অফারগুলি পেতে, ব্যবহারকারীদের তাঁদের হ্যান্ডসেটে Airtel থ্যাক্স অ্যাপ ডাউনলোড করতে হবে এবং আনলিমিটেড 5G প্ল্যান সক্রিয় করতে হবে।
5G স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একচেটিয়া সুবিধা –
যে সমস্ত ব্যবহারকারীরা 5G স্মার্টফোন ব্যবহার করছেন এবং 5G নেটওয়ার্কগুলি অ্যাক্সেস করছেন, তাঁদের জন্য Airtel আরও সীমাহীন 5G ডেটা অ্যাক্সেস করার সুযোগ দেয়৷ এই অফারগুলি পেতে, ব্যবহারকারীদের তাঁদের হ্যান্ডসেটে Airtel থ্যাক্স অ্যাপ ডাউনলোড করতে হবে এবং আনলিমিটেড 5G প্ল্যান সক্রিয় করতে হবে।
একই সঙ্গে সেই সকল গ্রাহকদের নিশ্চিত করতে হবে যে, তাঁদের ফোনের সেটিংস 5G/4G/3G/2G পরিষেবার সঙ্গে মোবাইল নেটওয়ার্ক পছন্দ করার জন্য কনফিগার করা হয়েছে। সেই সঙ্গে, এই প্রিপেড প্ল্যানে বিনামূল্যে Hello Tunes এবং Wynk Music-এ অ্যাক্সেসের মতো অফার রয়েছে।
একই সঙ্গে সেই সকল গ্রাহকদের নিশ্চিত করতে হবে যে, তাঁদের ফোনের সেটিংস 5G/4G/3G/2G পরিষেবার সঙ্গে মোবাইল নেটওয়ার্ক পছন্দ করার জন্য কনফিগার করা হয়েছে। সেই সঙ্গে, এই প্রিপেড প্ল্যানে বিনামূল্যে Hello Tunes এবং Wynk Music-এ অ্যাক্সেসের মতো অফার রয়েছে।
ইন-ফ্লাইট প্যাক -সম্প্রতি, টেলিকম কোম্পানিগুলি ইন-ফ্লাইট প্ল্যান চালু করেছে। যা ফ্লাইটের সময় ব্যবহারকারীদের কানেক্টিভিটির চাহিদা পূরণ করে। Airtel-এর ১৯৫ টাকার এই প্ল্যানে, ব্যবহারকারীরা ২৫০MB ডেটার সঙ্গে ১০০ মিনিটের আউটগোয়িং কল এবং ১০০টি বিনামূল্যে SMS পাবেন। অন্য দিকে, ২৯৫ টাকার প্ল্যানে ৫০০MB ডেটা এবং ৫৯৫ টাকার প্ল্যান ১GB ডেটার সুবিধা পাওয়া যায়। এই প্ল্যান মূলত চালু করা হয়েছে ফ্লাইটে থাকার সময় ব্যবহার করার জন্য।
ইন-ফ্লাইট প্যাক –
সম্প্রতি, টেলিকম কোম্পানিগুলি ইন-ফ্লাইট প্ল্যান চালু করেছে। যা ফ্লাইটের সময় ব্যবহারকারীদের কানেক্টিভিটির চাহিদা পূরণ করে। Airtel-এর ১৯৫ টাকার এই প্ল্যানে, ব্যবহারকারীরা ২৫০MB ডেটার সঙ্গে ১০০ মিনিটের আউটগোয়িং কল এবং ১০০টি বিনামূল্যে SMS পাবেন। অন্য দিকে, ২৯৫ টাকার প্ল্যানে ৫০০MB ডেটা এবং ৫৯৫ টাকার প্ল্যান ১GB ডেটার সুবিধা পাওয়া যায়। এই প্ল্যান মূলত চালু করা হয়েছে ফ্লাইটে থাকার সময় ব্যবহার করার জন্য।

মাঝ আকাশেও বন্ধ হবে না Internet ব্রাউজ করা, তাও মাত্র ১৯৫ টাকায়, দারুন সুযোগ এয়ারটেলে

ঘন ঘন যাঁরা ফ্লাইটে যাতায়াত করেন, তাঁদের জন্য চলে এসেছে ধামাকা ডেটা প্ল্যান। প্লেনে যাতায়াত করার সময় ইন্টারনেট থেকে সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং বন্ধু ও পরিবারের সঙ্গে চ্যাট করতে না পারা অন্যতম বড় যন্ত্রণা। কিন্তু অনলাইন জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে কাটানো সেই দীর্ঘ, ক্লান্তিকর ঘন্টাগুলো শীঘ্রই অতীত হয়ে যেতে চলেছে। কারণ এয়ারটেল নিয়ে এসেছে একটি নতুন সমাধান।
ঘন ঘন যাঁরা ফ্লাইটে যাতায়াত করেন, তাঁদের জন্য চলে এসেছে ধামাকা ডেটা প্ল্যান। প্লেনে যাতায়াত করার সময় ইন্টারনেট থেকে সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং বন্ধু ও পরিবারের সঙ্গে চ্যাট করতে না পারা অন্যতম বড় যন্ত্রণা। কিন্তু অনলাইন জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে কাটানো সেই দীর্ঘ, ক্লান্তিকর ঘন্টাগুলো শীঘ্রই অতীত হয়ে যেতে চলেছে। কারণ এয়ারটেল নিয়ে এসেছে একটি নতুন সমাধান।
ভারতীয় টেলিকম জায়ান্ট ইন-ফ্লাইট রোমিং প্ল্যানগুলি চালু করেছে, যা গ্রাহকদের প্লেনে থাকাকালীন উচ্চ-গতির ইন্টারনেট ব্রাউজিং এবং কলিংয়ের অ্যাক্সেস দেয়। এই নিফটি ডেটা প্যাকগুলির সঙ্গে, গ্রাহকরা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে পারেন, ভিডিওগুলি স্ট্রিম করতে পারেন এবং অনলাইনে কাজও করতে পারেন৷
ভারতীয় টেলিকম জায়ান্ট ইন-ফ্লাইট রোমিং প্ল্যানগুলি চালু করেছে, যা গ্রাহকদের প্লেনে থাকাকালীন উচ্চ-গতির ইন্টারনেট ব্রাউজিং এবং কলিংয়ের অ্যাক্সেস দেয়। এই নিফটি ডেটা প্যাকগুলির সঙ্গে, গ্রাহকরা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে পারেন, ভিডিওগুলি স্ট্রিম করতে পারেন এবং অনলাইনে কাজও করতে পারেন৷
পরিষেবাটি সক্ষম করার জন্য, এয়ারটেল অ্যারোমোবাইলের সঙ্গে জুটি বেঁধেছে, যা সম্ভবত বিমানের নিজস্ব যোগাযোগ ব্যবস্থায় যুক্ত। এই প্ল্যানগুলি ১৯টি আন্তর্জাতিক এয়ারলাইনকে কভার করে, যাতে গ্রাহকরা যে প্লেনেই থাকুন না কেন, ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে যেতে পারনবে।
পরিষেবাটি সক্ষম করার জন্য, এয়ারটেল অ্যারোমোবাইলের সঙ্গে জুটি বেঁধেছে, যা সম্ভবত বিমানের নিজস্ব যোগাযোগ ব্যবস্থায় যুক্ত। এই প্ল্যানগুলি ১৯টি আন্তর্জাতিক এয়ারলাইনকে কভার করে, যাতে গ্রাহকরা যে প্লেনেই থাকুন না কেন, ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে যেতে পারনবে।
এর ২৫০MB ডেটা, ১০০ মিনিটের আউটগোয়িং কল এবং ১০০ SMS সহ ২৪-ঘন্টার প্যাকের দাম মাত্র ১৯৫ টাকা থেকে শুরু হয়৷ কিন্তু কারও যদি আরও ডেটার প্রয়োজন হয়, তাহলে টপ-টায়ার ৫৯৫ টাকার প্ল্যান ১GB পর্যন্ত ডেটা এবং একই ১০০ মিনিট/এসএমএস এর সুবিধা দেয়। এক নজরে দেখে নেওয়া যাক সম্পূর্ণ প্ল্যানের তালিকা -
এর ২৫০MB ডেটা, ১০০ মিনিটের আউটগোয়িং কল এবং ১০০ SMS সহ ২৪-ঘন্টার প্যাকের দাম মাত্র ১৯৫ টাকা থেকে শুরু হয়৷ কিন্তু কারও যদি আরও ডেটার প্রয়োজন হয়, তাহলে টপ-টায়ার ৫৯৫ টাকার প্ল্যান ১GB পর্যন্ত ডেটা এবং একই ১০০ মিনিট/এসএমএস এর সুবিধা দেয়। এক নজরে দেখে নেওয়া যাক সম্পূর্ণ প্ল্যানের তালিকা –
পোস্টপেড -- ১৯৫ টাকার প্ল্যানে রয়েছে ২৫০ MB ডেটা, ১০০ মিনিটের আউটগোয়িং কল এবং ১০০ SMS সহ ২৪ ঘণ্টার বৈধতা।

- ২৯৫ টাকার প্ল্যানে রয়েছে ৫০০ MB ডেটা, ১০০ মিনিটের আউটগোয়িং কল এবং ১০০ SMS সহ ২৪ ঘণ্টার বৈধতা।

- ৫৯৫ টাকার প্ল্যানে রয়েছে ১GB ডেটা, ১০০ মিনিটের আউটগোয়িং কল এবং ১০০ SMS সহ ২৪ ঘণ্টার বৈধতা।
পোস্টপেড –
– ১৯৫ টাকার প্ল্যানে রয়েছে ২৫০ MB ডেটা, ১০০ মিনিটের আউটগোয়িং কল এবং ১০০ SMS সহ ২৪ ঘণ্টার বৈধতা।
– ২৯৫ টাকার প্ল্যানে রয়েছে ৫০০ MB ডেটা, ১০০ মিনিটের আউটগোয়িং কল এবং ১০০ SMS সহ ২৪ ঘণ্টার বৈধতা।
– ৫৯৫ টাকার প্ল্যানে রয়েছে ১GB ডেটা, ১০০ মিনিটের আউটগোয়িং কল এবং ১০০ SMS সহ ২৪ ঘণ্টার বৈধতা।
প্রিপেড -- ১৯৫ টাকার প্ল্যানে রয়েছে ২৫০ MB ডেটা, ১০০ মিনিটের আউটগোয়িং কল এবং ১০০ SMS সহ ২৪ ঘণ্টার বৈধতা।

- ২৯৫ টাকার প্ল্যানে রয়েছে ৫০০ MB ডেটা, ১০০ মিনিটের আউটগোয়িং কল এবং ১০০ SMS সহ ২৪ ঘণ্টার বৈধতা।
প্রিপেড –
– ১৯৫ টাকার প্ল্যানে রয়েছে ২৫০ MB ডেটা, ১০০ মিনিটের আউটগোয়িং কল এবং ১০০ SMS সহ ২৪ ঘণ্টার বৈধতা।
– ২৯৫ টাকার প্ল্যানে রয়েছে ৫০০ MB ডেটা, ১০০ মিনিটের আউটগোয়িং কল এবং ১০০ SMS সহ ২৪ ঘণ্টার বৈধতা।
- ৫৯৫ টাকার প্ল্যানে রয়েছে ১GB ডেটা, ১০০ মিনিটের আউটগোয়িং কল এবং ১০০ SMS সহ ২৪ ঘণ্টার বৈধতা।এটি সীমাহীন ডেটা অফার না করলেও, দীর্ঘ পথের যাত্রায় WhatsApp-এর মতো অ্যাপের মাধ্যমে গ্রাহকদের বহির্জগতের সঙ্গে সংযুক্ত রাখতে পর্যাপ্ত তো বটেই!
– ৫৯৫ টাকার প্ল্যানে রয়েছে ১GB ডেটা, ১০০ মিনিটের আউটগোয়িং কল এবং ১০০ SMS সহ ২৪ ঘণ্টার বৈধতা।
এটি সীমাহীন ডেটা অফার না করলেও, দীর্ঘ পথের যাত্রায় WhatsApp-এর মতো অ্যাপের মাধ্যমে গ্রাহকদের বহির্জগতের সঙ্গে সংযুক্ত রাখতে পর্যাপ্ত তো বটেই!

Call History: ৬ মাস আগের কল হিস্টরি চাই? কীভাবে খুঁজবেন দেখুন

Call History: স্মার্টফোন ছাড়া জীবন অচল। ফোন হোক বা মেসেজ কিংবা ডেটা, স্মার্টফোন ছাড়া এক মুহূর্ত চলবে না। আর কল তো আছেই। এর জন্যই তো ফোন। প্রতিদিন শয়ে শয়ে কল করে মানুষ। কিন্তু মাস ছয়েক আগের কল হিস্টরি কি খুঁজে বের করা যায়?

এক-দুমাসের কল হিস্টরি সহজেই খুঁজে বের করা যায়। কল লগ খুললেই চোখের সামনে সব ভেসে উঠবে। কিন্তু ছয় মাসের হিস্টরি বের করার প্রক্রিয়াটা জটিল। একটু কাঠখড় পোড়াতে হবে। ব্যবসার জন্য হোক বা অন্য কোনও কারণে, ছয় মাসের কল হিস্টরি ট্র্যাক রাখাটা এক ধরনের দক্ষতা। এখানে ভারতের দুটি প্রধান টেলিকম সংস্থা জিও এবং এয়ারটেলের কল হিস্টরি খুঁজে বের করার পদ্ধতি দেওয়া হল।

আরও পড়ুন: দিনে বেশ কয়েকবার দুধ চা খান? অজান্তেই শরীরের ভয়াবহ ক্ষতি! বিশেষজ্ঞের মত ভয় ধরাবে!

জিও নম্বরের কল হিস্টরি বের করার পদ্ধতি: জিও ইউজাররা ‘মাই জিও’ অ্যাপের মাধ্যমে সহজেই কল হিস্টরি বের করতে পারেন। এর জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে মাই জিও অ্যাপ ইনস্টল করতে হবে। তারপর লগ ইন করে লিঙ্ক করতে হবে জিও নম্বর। এবার অ্যাপের উপরের ডান দিকে তিনটি বিন্দুতে ক্লিক করলে কয়েকটি অপশন আসবে। এখান থেকে ‘মাই স্টেটমেন্ট’ অপশনে ক্লিক করতে হবে। এবার ইউজার কোন তারিখের কল হিস্টরি দেখতে চান, সেই তারিখটা দিলেই, সে দিনের কল হিস্টরি চলে আসবে।

এয়ারটেল নম্বরের কল হিস্টরি বের করার পদ্ধতি: এয়ারটেলে গত ছয় মাসের কল হিস্টরি বের করার দুটি পদ্ধতি রয়েছে।

প্রথম পদ্ধতি: লিখতে হবে, EPREBILL, তারপর দিতে হবে সময়কাল বা যে তারিখের কল হিস্টরি দরকার সেই তারিখটা। কল হিস্টরি পাওয়ার জন্য মেল আইডি লিখতে হবে। এবার ১২১ নম্বরে পাঠিয়ে দিতে হবে এই মেসেজ।

দ্বিতীয় পদ্ধতি: এয়ারটেল ওয়েবসাইট থেকেও ছয় মাস আগের কল হিস্টরি জানা যাবে। প্রথমে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এবার যেতে হবে ‘ইউসেজ ডিটেলস’ বিভাগে। এখানেই কল রেকর্ড দেখার অপশন পাওয়া যাবে। নির্দিষ্ট তারিখ লিখে ‘সাবমিট’ অপশনে ক্লিক করলেই চলে আসবে সেই দিনের কল হিস্টরি।

Airtel-JIO Recharge Plans: এয়ারটেল-জিওর ধামাকা প্ল্যান! ৫৯৯ টাকায় ডেটা-কলিং পরিষেবা গোটা পরিবারের জন্য

*বর্তমানে ভারতের টেলিকম বাজারে চলছে তীব্র প্রতিযোগিতা। বিভিন্ন টেলিকম কোম্পানি তাদের গ্রাহক ধরে রাখতে এবং নতুন গ্রাহকদের কাছে পৌঁছতে লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন প্ল্যান। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার। সংগৃহীত ছবি। 
*বর্তমানে ভারতের টেলিকম বাজারে চলছে তীব্র প্রতিযোগিতা। বিভিন্ন টেলিকম কোম্পানি তাদের গ্রাহক ধরে রাখতে এবং নতুন গ্রাহকদের কাছে পৌঁছতে লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন প্ল্যান। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার। সংগৃহীত ছবি।
*জিও এবং এয়ারটেল নিয়ে এল ধামাকা ফ্যামিলি পোস্টপেড প্ল্যান। এক নজরে দেখে নেওয়া যাক জিও এবং এয়ারটেলের এই ধামাকা অফারের সমস্ত খুঁটিনাটি। সংগৃহীত ছবি। 
*জিও এবং এয়ারটেল নিয়ে এল ধামাকা ফ্যামিলি পোস্টপেড প্ল্যান। এক নজরে দেখে নেওয়া যাক জিও এবং এয়ারটেলের এই ধামাকা অফারের সমস্ত খুঁটিনাটি। সংগৃহীত ছবি।
*জিও এবং এয়ারটেলের ফ্যামিলি পোস্টপেড প্ল্যান সেই সমস্ত লোকদের নেওয়া উচিত, যাঁদের মোবাইল রিচার্জের মাসিক বিল বেশি। কেউ যদি রিচার্জ প্ল্যান সহ OTT অ্যাপস এবং বিনামূল্যের চ্যানেল উপভোগ করতে চায়, তাহলে তাঁদের কাছে একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। সংগৃহীত ছবি। 
*জিও এবং এয়ারটেলের ফ্যামিলি পোস্টপেড প্ল্যান সেই সমস্ত লোকদের নেওয়া উচিত, যাঁদের মোবাইল রিচার্জের মাসিক বিল বেশি। কেউ যদি রিচার্জ প্ল্যান সহ OTT অ্যাপস এবং বিনামূল্যের চ্যানেল উপভোগ করতে চায়, তাহলে তাঁদের কাছে একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। সংগৃহীত ছবি।
*জিও এবং এয়ারটেল উভয় কোম্পানিই এই ধরনের দুর্দান্ত পোস্টপেড প্ল্যান অফার করছে। কেউ যদি জিও এবং এয়াটেল ব্যবহারকারী হন এবং তাঁর মাসিক রিচার্জ প্ল্যান বেশি হয়, কারণ পরিবারের বিভিন্ন সদস্যদের জন্য আলাদা আলাদা রিচার্জ প্ল্যান নিতে হয়, যাতে বেশি টাকা খরচ হয়, তাঁদের জিও এবং এয়ারটেলের ফ্যামিলি পোস্টপেড প্ল্যান নিতে হবে, যা মাসিক মোবাইল রিচার্জ প্ল্যানের খরচ কমিয়ে দিতে পারে। সংগৃহীত ছবি। 
*জিও এবং এয়ারটেল উভয় কোম্পানিই এই ধরনের দুর্দান্ত পোস্টপেড প্ল্যান অফার করছে। কেউ যদি জিও এবং এয়াটেল ব্যবহারকারী হন এবং তাঁর মাসিক রিচার্জ প্ল্যান বেশি হয়, কারণ পরিবারের বিভিন্ন সদস্যদের জন্য আলাদা আলাদা রিচার্জ প্ল্যান নিতে হয়, যাতে বেশি টাকা খরচ হয়, তাঁদের জিও এবং এয়ারটেলের ফ্যামিলি পোস্টপেড প্ল্যান নিতে হবে, যা মাসিক মোবাইল রিচার্জ প্ল্যানের খরচ কমিয়ে দিতে পারে। সংগৃহীত ছবি।
*জিওর ৩৯৯ টাকার প্ল্যানঃ এই পোস্টপেড প্ল্যানটি এক মাসের বৈধতার সঙ্গে আসে। এতে মূল সিমের সঙ্গে ৩টি পারিবারিক সিম যুক্ত করা যাবে। প্রতিটি সিমের জন্য আলাদাভাবে ৯৯ টাকা দিতে হবে। এই প্ল্যানে ৭৫জিবি ডেটা পাওয়া যাচ্ছে। প্রতিটি সিমে ৫জিবি অতিরিক্ত ডেটা দেওয়া হয়। এই প্ল্যানের জন্য একবার ৫০০ টাকার সিকিউরিটি ডিপোজিট জমা করতে হবে। সংগৃহীত ছবি। 
*জিওর ৩৯৯ টাকার প্ল্যানঃ এই পোস্টপেড প্ল্যানটি এক মাসের বৈধতার সঙ্গে আসে। এতে মূল সিমের সঙ্গে ৩টি পারিবারিক সিম যুক্ত করা যাবে। প্রতিটি সিমের জন্য আলাদাভাবে ৯৯ টাকা দিতে হবে। এই প্ল্যানে ৭৫জিবি ডেটা পাওয়া যাচ্ছে। প্রতিটি সিমে ৫জিবি অতিরিক্ত ডেটা দেওয়া হয়। এই প্ল্যানের জন্য একবার ৫০০ টাকার সিকিউরিটি ডিপোজিট জমা করতে হবে। সংগৃহীত ছবি।
*এই প্ল্যান চালু করার উপায়ঃ নিজেদের WhatsApp নম্বর থেকে ৭০০০০ নম্বরে মিসড কল দিয়ে Jio Plus পরিষেবা সক্রিয় করা যেতে পারে। তারপর পোস্টপেড সিমের বিনামূল্যে হোম ডেলিভারির জন্য একটি অনুরোধ জমা দিতে হবে। নিজেদের পরিবারের তিন সদস্যের জন্য সিম পাওয়ার একটি বিকল্প থাকবে। সংগৃহীত ছবি। 
*এই প্ল্যান চালু করার উপায়ঃ নিজেদের WhatsApp নম্বর থেকে ৭০০০০ নম্বরে মিসড কল দিয়ে Jio Plus পরিষেবা সক্রিয় করা যেতে পারে। তারপর পোস্টপেড সিমের বিনামূল্যে হোম ডেলিভারির জন্য একটি অনুরোধ জমা দিতে হবে। নিজেদের পরিবারের তিন সদস্যের জন্য সিম পাওয়ার একটি বিকল্প থাকবে। সংগৃহীত ছবি।
*এয়ারটেলের ৫৯৯ টাকার প্ল্যানঃ এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা দেওয়া হয়েছে। এই প্ল্যানে মোট ১০৫জিবি ডেটা পাওয়া যাচ্ছে। এতে প্রাথমিক ব্যবহারকারীকে ৭৫জিবি ডেটা দেওয়া হয়, আর ৩০জিবি ডেটা সেকেন্ডারি ব্যবহারকারীদের দেওয়া হয়। সংগৃহীত ছবি। 
*এয়ারটেলের ৫৯৯ টাকার প্ল্যানঃ এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা দেওয়া হয়েছে। এই প্ল্যানে মোট ১০৫জিবি ডেটা পাওয়া যাচ্ছে। এতে প্রাথমিক ব্যবহারকারীকে ৭৫জিবি ডেটা দেওয়া হয়, আর ৩০জিবি ডেটা সেকেন্ডারি ব্যবহারকারীদের দেওয়া হয়। সংগৃহীত ছবি।
*এই প্ল্যানে ২০০জিবি পর্যন্ত ডেটা রোলওভারের সুবিধাও পাওয়া যাবে। এ ছাড়াও, এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১০০টি SMS-এর সুবিধা পাবে। এই প্ল্যানটি ৬ মাসের Amazon প্রাইম সদস্যতা এবং এক বছরের Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন-সহ আসে। সংগৃহীত ছবি।
*এই প্ল্যানে ২০০জিবি পর্যন্ত ডেটা রোলওভারের সুবিধাও পাওয়া যাবে। এ ছাড়াও, এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১০০টি SMS-এর সুবিধা পাবে। এই প্ল্যানটি ৬ মাসের Amazon প্রাইম সদস্যতা এবং এক বছরের Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন-সহ আসে। সংগৃহীত ছবি।