Ajinkya Rahane: নতুন রাহানে যেন ফিনিক্স পাখি! ‘টেস্টের বিশ্বকাপ’ জেতাতে চান ভারতকে

মুম্বই: একটা সময় ভারতের সেরা টেস্ট ব্যাটসম্যান বলা হত তাকে। ক্রিকেটীয় ব্যাকরণ মেনে তিনি যেসব শট খেলতে পারেন তা পারেন না অনেক ভারতীয় ক্রিকেটার। বিরাট কোহলি যখন ছিলেন না কঠিন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার মাটি থেকে সেঞ্চুরি করে ভারতকে টেস্ট জিতিয়েছিলেন। কিন্তু তারপর খারাপ ফর্ম, দল থেকে বাদ পড়ে যান। কিন্তু লড়াই ছাড়েননি। মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলে গেছেন টানা এক বছর।

১৫ মাস পরে আবার ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে নেওয়া হয়েছে তাঁকে। জাতীয় দলে সুযোগ পাওয়ার পরে অবশেষে মুখ খুললেন আইপিএলে চেন্নাই সুপার কিংসের ব্যাটার। নিজের সমাজমাধ্যমের পাতায় রাহানে লিখেছেন, পেশাদার ক্রিকেটার হিসাবে আমি বুঝেছি যে সব সময় সব কিছু সাবলীল ভাবে চলে না।

আরও পড়ুন – Litton Das: বাংলাদেশি বলেই লিটনের সঙ্গে অন্যায় করছে কেকেআর! পদ্মা পারে ক্ষোভ তুঙ্গে

অনেক সময় পরিকল্পনার বাইরেও অনেক কিছু হয়। তখন ভুল করার আশঙ্কা থাকে। কিন্তু আমি শিখেছি যে পরিশ্রম করে যেতে হবে। ফলের কথা ভাবলে হবে না। দীর্ঘ দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেললে কোনও ক্রিকেটারের উপর প্রত্যাশা তৈরি হয়। সেই প্রত্যাশার চাপ পূরণ করা সহজ নয়। রাহানের ক্ষেত্রেও সেটাই হয়েছে। কিন্তু প্রত্যাশার চাপ সরিয়ে রাখতে চাইছেন রাহানে।

অনেক খোলা মনে খেলতে চাইছেন তিনি। মহেন্দ্র সিংহ ধোনিদের দলের ক্রিকেটার লিখেছেন, এত দিন ধরে জাতীয় দলে খেললে প্রত্যাশার চাপ থাকবেই। কিন্তু আমি শিখেছি যে এই চাপ সরিয়ে রেখে খেলতে নামতে হবে। শুধু নিজের শক্ত অনুযায়ী তৈরি হতে হবে। সুযোগ আসবেই। সেটা কাজে লাগাতে হবে। আপাতত আইপিএল চলছে।

সেখানেও চেন্নাইয়ের জার্সিতে রাহানে ধারাবাহিক পারফর্ম করছেন। কিন্তু রাহানের আসল লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে এই ট্রফিটা জিততে মরিয়া ভারত। দীর্ঘদিন আইসিসি ট্রফি নেই ভারতের ঘরে। রাহানে সেখানে বড় অবদান রাখতে চান। মহেন্দ্র সিং ধোনির মোটিভেশন তাকে সাহায্য করেছে নিজেকে নতুন করে ফিরে পেতে।