Tag Archives: Ajinkya Rahane

অজিঙ্কা রাহানে: জীবন, সাফল্য, কেরিয়ার এক ঝলকে!

পুরো নাম : অজিঙ্কা মধুকর রাহানে

জন্ম : ৫ জুন ১৯৮৮

উচ্চতা : ৫ ফুট ৬ ইঞ্চি (১.৬৮ মিটার)

জাতীয়তা : ভারতীয়

ক্রীড়াবিদডানহাতি ব্যাটসম্যান, ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার 

পরিবার

পিতা: মধুকর বাবুরাও রাহানে

মাতা: সুজাতা রাহানে

স্ত্রী: রাধিকা ধোপাভকর

ব্যক্তিগত জীবন

অজিঙ্কা রাহানে জন্মগ্রহণ করেন আহমেদনগরে। তাঁর একটি ছোট ভাই রয়েছে, যাঁর নাম শশাঙ্ক রাহানে এবং একটি ছোট বোন রয়েছে, যাঁর নাম অপূর্বা রাহানে। অজিঙ্কা রাহানে তাঁর প্রেমিকা রাধিকা ধোপাভকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ২০১৪ সালে।

কেরিয়ারের সূচনা

অজিঙ্কা রাহানে হলেন একজন ভারতীয় ক্রিকেটার। ৭ বছর বয়সে রাহানের বাবা তাঁকে ডম্বিবলির একটি কোচিং ক্যাম্পে নিয়ে যান, তখন থেকেই ক্রিকেট খেলা শুরু করেন তিনি। ১৭ বছর বয়সে প্রবীণ আমরের কাছে কোচিং নিয়েছেন তিনি। করাচিতে মোহাম্মদ নিসার ট্রফিতে খেলার জন্য নির্বাচিত হওয়ার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে অনুর্ধ্ব ১৯ ম্যাচ খেলেন তিনি। ২০০৭ সালে ১৯ বছর বয়সে করাচি আরবানের বিপক্ষে খেলার সময় মুম্বইয়ের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তাঁর। এছাড়া ২০০৭-০৮ মরসুমে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় অজিঙ্কা রাহানের।

উত্থান

২০১৪ সালে আজিঙ্কা রাহানে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক টেস্ট খেলেন। লর্ডসের মাটিতে তাঁর অভিষেক ম্যাচেই তিনি সেঞ্চুরি করেন। রাহানের এই সেঞ্চুরির জন্য ভার‍ত সিরিজে জয় লাভ করে।  

চেস্টার-লে-স্ট্রিটে ইংল্যান্ডের বিরুদ্ধে রাহানের ওডিআই অভিষেক হয় যেখানে তিনি ৯০ স্ট্রাইক রেটে ৪০ রান করেছিলেন। এই সিরিজে তিনি খুব ভালো পারফরমেন্স করেছিলেন এবং পরবর্তী সিরিজে তাঁর কেরিয়েরে প্রথম ওডিআই হাফ সেঞ্চুরি করেছিলেন। 

আন্তর্জাতিক টি২০ ফরম্যাটে তাঁর প্রথম অভিষেক হয় ২০১১ সালে। প্রথম ম্যাচেই স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম সোয়ান এবং টিম ব্রেসনানের মতো বোলারদের বিরুদ্ধে তিনি ৪৯ বলে ৬১ রান করেন। 

অধিনায়কত্ব

একের পর এক সাফল্যের নিরিখে ২০১৫ সালে জিম্বাবোয়ে সফরের জন্য রাহানাকে ওডিআই এবং টি-টোয়েন্টির অধিনায়ক হিসাবে নিযুক্ত করা হয়। ২০১৭ সালে বিরাট কোহলি আহত হওয়ার কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে তিনি ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব দেন। ভারত সেই ম্যাচে আট উইকেটে জয়লাভ বর্ডার-গাভাস্কার ট্রফি জয় করে।

ক্লাব ক্রিকেট

প্রাথমিক বছরগুলিতে, অজিঙ্কা রাহানে আইপিএলে মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলেছিলেন। পরবর্তী সময়ে আইপিএলে রাজস্থান রয়্যালস এবং রাইজিং পুণে সুপারজায়ান্টের হয়েও খেলেছেন তিনি। 

রেকর্ড

টেস্ট ক্রিকেটে প্রতিটি ইনিংসে সেঞ্চুরি করা পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান।

টেস্ট ম্যাচে নন-উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ সংখ্যক ক্যাচ।

অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট ম্যাচ জয়ী নবম ভারতীয় খেলোয়াড়।

কাউন্টি অভিষেকে পীযূষ চাওলা এবং মুরালি বিজয়ের পর সেঞ্চুরি করা তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হয়েছেন প্রথম ভারতীয় ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় যিনি সেঞ্চুরি করেছেন।

পুরস্কার

২০০৬-০৭-এ সেরা অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারের জন্য জিতেছেন এম এ চিদাম্বরম ট্রফি।

২০১৩ সালে Cricinfo CLT20 XI-এ নাম দেওয়া হয় তাঁর।

২০১৪-১৫ সালের CEAT ভারতীয় বর্ষসেরা ক্রিকেটার।

২০১৫ সালেও Cricinfo IPL XI-এ নাম ছিল তাঁর।

Viral Video: অজিঙ্কে রাহানের অবিশ্বাস্য ক্যাচ, অবাক হয়ে মাঠ ছাড়লেন বিরাট কোহলি

চেন্নাই: আইপিএল মানেই টোটাল ক্রিকেট। ব্যাট-বল-ফিল্ডিং সব বিভাগেই দেখা মেলে সেরার সেরা সব পারফরম্যান্স। বিশেষ করে বিগত কয়েক মরশুম ধরে আইপিএলের ফিল্ডিং অন্য উচ্চতায় পৌছে গিয়েছে। ২০২৪ আইপিএলের প্রথম ম্যাচেই দেখা গেল অবিশ্বাস্য এক ক্যাচ। যার শিকার হলে বিরাট কোহলি।

আরসিবি বনাম সিএসকের প্রথম ম্যাচে চাপের মুহূর্তে ব্যাটিং করছিলেন বিরাট কোহলি। ৩ উইকেট হারিয়ে ফেলেছিল চেন্নাই। চেনা ছন্দে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন কোহলি। দলের ৭৭ ও ব্যক্তিগত ২১ রানের মাথায় অবিশ্বাস্য ক্যাচে আউট হন কোহলি। যা দেখে ক্রিজে দাঁড়িয়ে নিজেই অবাক হয়ে যান বিরাট কোহলি।

আরসিবির ইনিংসের ১১.২ ওভারে মুস্তাফিজুরের শর্ট লেন্থের বলে পুল মারেন বিরাট কোহলি। বাউন্ডারি লাইনে অনেক দৌড়ে গিয়ে সেই ক্যাচ স্লাইড করে দুরন্তভাবে তালুবন্দি করেন অজিঙ্কে রাহানে। কিন্তু স্লাইড করার কারমে তিনি বাউন্ডারি লাইনের কাছে চলে যান। স্লাইডরত অবস্থায় বল অপর ফিল্ডার ছুঁড়ে দেন। এই ক্যাচের ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়।

আরও পড়ুনঃ KKR News: প্রথম ম্যাচের আগেই খারাপ খবর! মহাতারকাকে পাবে না কেকেআর? অশনি সংকেত রানার কথায়

প্রসঙ্গত, ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করে আরসিবি। সর্বোচ্চ ৪৮ রান করেন অনুজ রাওয়াত। সিএসকের হয়ে একাই ৪ উইকেট নেন মুস্তাফিজুর রহমা। রান তাড়া করতে নেমে পারফেক্ট দলগত ব্যাটিংয়ের সৌজন্যে ৮ বল বাকি থাককে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় সিএসকে। সর্বোচ্চ ৩৭ রান করেন রাচিন রবীন্দ্র।

Sourav Ganguly: ‘কেউ চিরকাল থাকবে না, এটাই নিয়ম’, হঠাৎ কেন এমন বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

বিসিসিআই প্রেসিডেন্টের পদ ছাড়লেও ভারতীয় ক্রিকেট নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতামতের যে আলাদা গুরুত্ব রয়েছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবার ফের একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন সৌরভ। যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
বিসিসিআই প্রেসিডেন্টের পদ ছাড়লেও ভারতীয় ক্রিকেট নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতামতের যে আলাদা গুরুত্ব রয়েছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবার ফের একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন সৌরভ। যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
সম্প্রতি আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড। টি-২০, ওডিআই ও টেস্ট এই তিন ফর্ম্যাটে প্রোটিয়া সফরে দলকে নেতৃত্ব দেবেন ৩ আলাদা অধিনায়ক। তবে টেস্ট দলে চেতেশ্বর পুজারা ও অজিঙ্কা রাহানের জায়গা না পাওয়া নিয়ে উঠছে প্রশ্ন।
সম্প্রতি আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড। টি-২০, ওডিআই ও টেস্ট এই তিন ফর্ম্যাটে প্রোটিয়া সফরে দলকে নেতৃত্ব দেবেন ৩ আলাদা অধিনায়ক। তবে টেস্ট দলে চেতেশ্বর পুজারা ও অজিঙ্কা রাহানের জায়গা না পাওয়া নিয়ে উঠছে প্রশ্ন।
ভারতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেটে দীর্ঘ বছর সার্ভিস দিয়েছে পুজারা ও রাহানে। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের ফর্ম ও বয়সের কারণে টেস্ট দলে সুযোগ হচ্ছে না তাদের। তার বদলে নতুন দের সুযোগ দেওয়া হচ্ছে।
ভারতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেটে দীর্ঘ বছর সার্ভিস দিয়েছে পুজারা ও রাহানে। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের ফর্ম ও বয়সের কারণে টেস্ট দলে সুযোগ হচ্ছে না তাদের। তার বদলে নতুন দের সুযোগ দেওয়া হচ্ছে।
একটি অনুষ্ঠানের পুজারা ও রাহানের বাদ পড়া নিয়ে সৌরভকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,"চিরকাল কেউ খেলবে না। এটা সবার সঙ্গেই ঘটবে। ভারতীয় ক্রিকেটের জন্য ওঁরা যা করেছেন, তার জন্য ওঁদের আমি ধন্যবাদ জানাব। এবং নির্বাচকেরা নতুন মুখ চান, এটাই নিয়ম। এভাবেই সবটা এগিয়ে চলে।"
একটি অনুষ্ঠানের পুজারা ও রাহানের বাদ পড়া নিয়ে সৌরভকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,”চিরকাল কেউ খেলবে না। এটা সবার সঙ্গেই ঘটবে। ভারতীয় ক্রিকেটের জন্য ওঁরা যা করেছেন, তার জন্য ওঁদের আমি ধন্যবাদ জানাব। এবং নির্বাচকেরা নতুন মুখ চান, এটাই নিয়ম। এভাবেই সবটা এগিয়ে চলে।”
এছাড়াও সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,"পুজারা ও রাহানে ভারতের হয়ে অনবদ্য পারফর্ম করেছেন। কিন্তু আপনার খেলা আপনাকে চিরকাল সঙ্গ দেবেন না। ভারতে আরও অনেক নতুন প্রতিভা রয়েছে। আর একটা সময়ের পর নতুনদের সুযোগ দিতে হবে।"
এছাড়াও সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,”পুজারা ও রাহানে ভারতের হয়ে অনবদ্য পারফর্ম করেছেন। কিন্তু আপনার খেলা আপনাকে চিরকাল সঙ্গ দেবেন না। ভারতে আরও অনেক নতুন প্রতিভা রয়েছে। আর একটা সময়ের পর নতুনদের সুযোগ দিতে হবে।”
প্রসঙ্গত, ভারতের হয়ে ৮৫ টি টেস্ট ম্যাচ খেলে অজিঙ্কা রাহানে ৩৮.৪৬ গড়ে ৫০৭৭ রান করেছেন। অপরদিকে, চেতেশ্বর পুজারা ১০৩টি টেস্ট খেলে ৪৩.৬০ গড়ে ৭১৯৫ রান করেছেন।
প্রসঙ্গত, ভারতের হয়ে ৮৫ টি টেস্ট ম্যাচ খেলে অজিঙ্কা রাহানে ৩৮.৪৬ গড়ে ৫০৭৭ রান করেছেন। অপরদিকে, চেতেশ্বর পুজারা ১০৩টি টেস্ট খেলে ৪৩.৬০ গড়ে ৭১৯৫ রান করেছেন।

Ajinkya Rahane: নতুন রাহানে যেন ফিনিক্স পাখি! ‘টেস্টের বিশ্বকাপ’ জেতাতে চান ভারতকে

মুম্বই: একটা সময় ভারতের সেরা টেস্ট ব্যাটসম্যান বলা হত তাকে। ক্রিকেটীয় ব্যাকরণ মেনে তিনি যেসব শট খেলতে পারেন তা পারেন না অনেক ভারতীয় ক্রিকেটার। বিরাট কোহলি যখন ছিলেন না কঠিন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার মাটি থেকে সেঞ্চুরি করে ভারতকে টেস্ট জিতিয়েছিলেন। কিন্তু তারপর খারাপ ফর্ম, দল থেকে বাদ পড়ে যান। কিন্তু লড়াই ছাড়েননি। মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলে গেছেন টানা এক বছর।

১৫ মাস পরে আবার ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে নেওয়া হয়েছে তাঁকে। জাতীয় দলে সুযোগ পাওয়ার পরে অবশেষে মুখ খুললেন আইপিএলে চেন্নাই সুপার কিংসের ব্যাটার। নিজের সমাজমাধ্যমের পাতায় রাহানে লিখেছেন, পেশাদার ক্রিকেটার হিসাবে আমি বুঝেছি যে সব সময় সব কিছু সাবলীল ভাবে চলে না।

আরও পড়ুন – Litton Das: বাংলাদেশি বলেই লিটনের সঙ্গে অন্যায় করছে কেকেআর! পদ্মা পারে ক্ষোভ তুঙ্গে

অনেক সময় পরিকল্পনার বাইরেও অনেক কিছু হয়। তখন ভুল করার আশঙ্কা থাকে। কিন্তু আমি শিখেছি যে পরিশ্রম করে যেতে হবে। ফলের কথা ভাবলে হবে না। দীর্ঘ দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেললে কোনও ক্রিকেটারের উপর প্রত্যাশা তৈরি হয়। সেই প্রত্যাশার চাপ পূরণ করা সহজ নয়। রাহানের ক্ষেত্রেও সেটাই হয়েছে। কিন্তু প্রত্যাশার চাপ সরিয়ে রাখতে চাইছেন রাহানে।

অনেক খোলা মনে খেলতে চাইছেন তিনি। মহেন্দ্র সিংহ ধোনিদের দলের ক্রিকেটার লিখেছেন, এত দিন ধরে জাতীয় দলে খেললে প্রত্যাশার চাপ থাকবেই। কিন্তু আমি শিখেছি যে এই চাপ সরিয়ে রেখে খেলতে নামতে হবে। শুধু নিজের শক্ত অনুযায়ী তৈরি হতে হবে। সুযোগ আসবেই। সেটা কাজে লাগাতে হবে। আপাতত আইপিএল চলছে।

সেখানেও চেন্নাইয়ের জার্সিতে রাহানে ধারাবাহিক পারফর্ম করছেন। কিন্তু রাহানের আসল লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে এই ট্রফিটা জিততে মরিয়া ভারত। দীর্ঘদিন আইসিসি ট্রফি নেই ভারতের ঘরে। রাহানে সেখানে বড় অবদান রাখতে চান। মহেন্দ্র সিং ধোনির মোটিভেশন তাকে সাহায্য করেছে নিজেকে নতুন করে ফিরে পেতে।

Ajinkya Rahane : রাহানের জবাব দেওয়ার মঞ্চ দিল ভারত, ক্যাঙ্গারু বধে তৈরি উনাদকাটও

মুম্বই: আইপিএলে ছন্দে থাকার পুরস্কার পেলেন অজিঙ্কা রাহানে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত দলে জায়গা পেলেন তিনি। মঙ্গলবার দল ঘোষণা করেছে বিসিসিআই। ১৫ জনের দলে দীর্ঘদিন বাদে কাম ব্যাক করেছেন রাহানে। আসলে শ্রেয়স চোট পাওয়ার পর তার জায়গায় রাহানে ফিরবেন এমন একটা সম্ভাবনা ছিল। কোচ রাহুল দ্রাবিড় তাকে ফিরিয়ে নেওয়ার পক্ষে ছিলেন। সেটাই হল শেষ পর্যন্ত।

এছাড়াও জায়গা পেয়েছেন উইকেট রক্ষক ভরত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের ওভালে আগামী ৭ থেকে ১১ই জুন এই টেস্ট খেলবে ভারত। এটা টেস্ট ক্রিকেটের বিশ্বকাপ বলা যায়। এর আগে ফাইনালে উঠলেও বিরাট কোহলির নেতৃত্বে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত। এবার দেখার রোহিত শর্মার নেতৃত্বে ভারত কতটা পারফর্ম করে।

ওপেন করবেন রোহিত শর্মার সঙ্গে গিল। কে এল রাহুল যথারীতি আছেন। বাদ পড়েছেন ঈশান কিষান। অলরাউন্ডার শারদুল ঠাকুর জায়গা পেয়েছেন দলে। বাঁহাতি পেসার জয়দেব উনাদকাট ফিরে এসেছেন। ফাস্ট বোলার হিসেবে সিরাজ, শামি, উমেশ আছেন। স্পিনার হিসেবে অক্ষর, রবীন্দ্র জাদেজা, অশ্বিন আছেন। অর্থাৎ যতটা সম্ভব ব্যালেন্স দল তৈরি করেছে ভারত।

দু’বছর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে ভুল হয়েছিল সেটা আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করতে চায় না টিম ইন্ডিয়া। দীর্ঘদিন ভারতের ঘরে নেই আইসিসি ট্রফি। এবার সেই অপেক্ষা শেষ করতে চায় টিম ইন্ডিয়া। আইপিএল শেষ হলেই মাত্র কয়েকদিনের ব্যবধানে শুরু হয়ে যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ। তার জন্য মানসিকভাবে প্রস্তুত সকলে।

কোচ রাহুল দ্রাবিড় আগে থেকেই বলে দিয়েছিলেন আইপিএলের মাঝেই যারা দলে সুযোগ পাবেন তাদের লাল বলের ক্রিকেট খেলে নিজেদের প্রস্তুতি সেরে রাখতে হবে। তবে রাহানে চার নম্বরে সুযোগ পাবেন সেটা একপ্রকার নিশ্চিত বলা যায়। আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে পুনর্জন্ম হয়েছে তার। তার আগে রঞ্জি ট্রফিতেও দুটি সেঞ্চুরি করেছিলেন তিনি।

Rahane: রাহানেকে বিশ্বকাপের দলে না নিলে ভুল করবে ভারত! অসাধারণ ব্যাটিংয়ে মুগ্ধ শাস্ত্রী

কলকাতা: একটা সময় ভারতীয় ক্রিকেটের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান হিসেবে ধরা হত তাকে। একদিনের ক্রিকেটেও সেঞ্চুরি আছে। রাজস্থানের হয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন। অস্ট্রেলিয়ান মাটিতে বিরাট কোহলির না থাকার সময় ক্যাপ্টেন্সি করে ঐতিহাসিক টেস্ট জয়ের রেকর্ড আছে তার। কিন্তু তারপর অজিঙ্কা রাহানের ক্রিকেট জীবনে নেমে এসেছিল অন্ধকার। একেবারেই রান করতে পারছিলেন না। বাদ পড়ে যান টেস্ট দল থেকে।

কিন্তু এবারের আইপিএলে রাহানে যেন সম্পূর্ণ বদলে ফেলেছেন নিজেকে। ক্রিকেট ব্যাকরণ মেনে এমন সব শট খেলছেন যা দেখে অবাক হয়ে যাচ্ছে সবাই। রবিবার ইডেনে কেকেআরের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ২৯ বলে অপরাজিত ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রাহানে। ছ’টি চার এবং পাঁচটি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস।

‘টেস্ট’ খেলোয়াড় হিসেবে পরিচিত রাহানের স্ট্রাইক রেট ছিল ২৪৪.৮২। সেই ইনিংসের সুবাদে যথারীতি ম্যাচের সেরাও নির্বাচিত হন। যে দিনটার জন্য তাঁকে সাত বছর অপেক্ষা করতে হয়েছে। সাত বছরে আইপিএলে প্রথমবার ম্যাচের সেরার পুরস্কার পেলেন। তাই স্বভাবতই বাড়তি একটা উন্মাদনা কাজ করতে থাকে রাহানের মধ্যে। সঙ্গে চোখে-মুখে ফুটে ওঠে আত্মবিশ্বাস।

এবার আইপিএলে এখনও পর্যন্ত মোট পাঁচটি ম্যাচে খেলেছেন রাহানে। করেছেন ১৯৯ রান। স্ট্রাইক রেট ১৯৯.০৪। একমাত্র সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রান পাননি। কিন্তু কোন জাদুবলে এটা সম্ভব হল? আমি সবসময় বিশ্বাস করে এসেছি, মাথা যদি পরিষ্কার থাকে, তাহলে যে কোনও কিছু করা যায়। সেজন্য আমি একেবারে স্বচ্ছ মানসিকতা নিয়ে খেলতে নেমেছি। মরশুম শুরুর আগে ভালোভাবে প্রস্তুতি সেরেছি, প্রাক-মরশুমটা ভালোভাবে কাটিয়েছি।

রাহানের এমন ব্যাটিং দেখে মুগ্ধ রবি শাস্ত্রী থেকে সুনীল গাভাসকার। এমনিতেই দাবি উঠেছে রাহানেকে শ্রেয়স আইয়ারের জায়গায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দলের রাখার। রাহুল দ্রাবিড় নিজেও সেটা চান। এখন অনেকে দাবি করছেন ভারতের মাটিতে হতে চলা একদিনের বিশ্বকাপ দলেও ফিরিয়ে আনা হোক রাহানেকে।

তার অভিজ্ঞতা এবং ফর্ম কাজে লাগবে। রাহানে বিশ্বকাপে থাকলে অবাক হওয়ার কিছু থাকবে না। আইপিএলে এমন ব্যাটিং বজায় রাখলে একদিনের বিশ্বকাপে তার ফিরে আসা অসম্ভব নয়।

IPL 2022: নাটকের চূড়ান্ত, একবার-দুবার নয় তিনবার নাটক হল অজিঙ্ক রাহানের আউট নিয়ে

#মুম্বই: হঠাৎ কী হল? কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্স ম্যাচে পাহাড়প্রমাণ ২১৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে কেকেআরের অজিঙ্ক রাহানে ভরপুর নাটকের মুখে পড়লেন৷ এদিন কেকেআরের হয়ে ওপেন করতে নামেন অজিঙ্ক রাহানে (Ajinkay Rahane ) এবং ভেঙ্কটেশ আইয়ার৷ ইংরাজিতে জনপ্রিয় প্রবাদ এ ক্যাট হ্যাজ নাইন লাইভস- অর্থাৎ একটা বেড়ালের ৯টি জীবন থাকে৷ এদিন কার্যত অনেকটা সেরকমই প্রমাণিত হল অজিঙ্ক রাহানের জন্য৷ তিনি ৩ বার বাঁচলেন৷

দিল্লি ক্যাপিটাল্সের বোলার মুস্তাফিজুর রহমান বল হাতে আক্রমণ শানাচ্ছিলেন৷ রাহানেকে কট বিহাইন্ড আউট দেওয়া হয়৷ কিন্তু অজিঙ্ক রাহানে ডিআরএসের সাহায্য নেন৷ ব্যাটের কাছ ঘেঁষে কোনও আলট্রাএজের লেশমাত্র ছিল না৷

আরও পড়ুন – IPL 2022: বিন্দাস ব্যাটিং করতে গিয়ে হাত থেকে ব্যাটই উড়ে গেল ঋষভ পন্থের, ভাইরাল ভিডিও

এর পরের বলেই ফের এলবিডাব্লু-র আবেদন হয়৷ ফের ডিআরএস নেন অজিঙ্ক রাহানে৷ ডিআরএসে পরিষ্কার দেখা যায় পরিষ্কার ইনসাইড এজ রয়েছে৷ রাহানে ফের প্রাণ পান৷

আরও পড়ুন – মাঠে হতশ্রী হাল ধোনির, এক্স গার্লফ্রেন্ড অবশ্য থোড়াই কেয়ার, মলদ্বীপ মাতাচ্ছেন রাই লক্ষ্মী

এরপর তিন নম্বর বলে নিজের শরীর থেকে ড্রাইভ করে দিতে চেয়েছিলেন অজিঙ্ক রাহানে৷ কিন্তু তিনি বিট হন এবং বল সরে যায়৷ কিন্তু পরে দেখা যায় এই বলে তাঁর আউটসাইড এজ ছিল৷ কিন্তু আগের দুটি বলে আউট করে ডিআরএসে প্রাণ ফিরে পাওয়া অজিঙ্ক রাহানেকে এই বলে আর কোনও আবেদন করেননি দিল্লি ক্যাপিটাল্স বোলাররা৷ সকলেই বলতে পারেন রাহানে খুবই ভাগ্যবান ছিলেন৷

দিল্লি কোচ রিকি পন্টিং দেখাচ্ছিলেন কেন ঋষভ পন্থ কোনও রিভিউ নিলেন না, তখন তিনি বলেন তিনি কোচের থেকে কিছু শুনতে পাননি৷

নিশ্চিতভাবেই মহান অনিশ্চয়তার খেলা ক্রিকেটে এ একেবারে ভরপুুর নাটকে ভরা একটা ওভার ছিল৷ যাতে তিনবার অজিঙ্ক রাহানে প্রাণ ভিক্ষা পান৷

IPL Auction 2022, Ajinkya Rahane reaction: নিজের অভিজ্ঞতা এবং দক্ষতা বিলিয়ে দেব কেকেআরের জন্য, বার্তা রাহানের

#বেঙ্গালুরু: অনেকেই মনে করেছিলেন জাতীয় দলের হয়ে সাফল্য না পাওয়ায় এবার আইপিএলে দল পাবেন না অজিঙ্কা রাহানে। কিন্তু সকাল সকাল দ্বিতীয় দিনের নিলামে মুম্বই ব্যাটসম্যানকে তুলে নিয়ে চমক দিল কেকেআর। অভিজ্ঞতা এবং রেকর্ডের মূল্য দিয়েছে কলকাতার ফ্র্যাঞ্চাইজি। নিজের সোশ্যাল মিডিয়ায় অজিঙ্কা রাহানে জানিয়েছেন কেকেআর আসতে পেরে আমি খুব খুশি। তিনি জানেন গত দুই বছর ধরে কেকেআর যথেষ্ট ভাল পারফর্ম করছে।

আরও পড়ুন – IPL Auction 2022, Ishan Kishan : নতুন রেকর্ড মূল্য ১৫.২৫ কোটিতে মুম্বই ইন্ডিয়ান্স দলে ফিরলেন ঈশান কিষান

আগেরবার ফাইনাল খেলেছে। নিজের অভিজ্ঞতা দিয়ে তিনি কেকেআর দলকে সাহায্য করতে চান। জাতীয় দলের হয়ে টেস্ট ক্যারিয়ার খুব একটা ভাল যাচ্ছে না অজিঙ্কা রাহানের। দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্যর্থ হবার পর তাকে বাদ পড়তে হয়েছে। মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলার সিদ্ধান্ত নিয়েছেন অজিঙ্কা রাহানে। আইপিএলের দ্বিতীয় দিনের নিলামে এই অভিজ্ঞ ব্যাটসম্যানের ওপর ভরসা দেখাল কলকাতা নাইট রাইডার্স।

মাত্র ১ কোটি টাকায় তাকে দলে নিল কেকেআর। অন্য কোন ফ্র্যাঞ্চাইজি ইচ্ছা প্রকাশ না করলেও কেকেআর বেছে নিল রাহানের অভিজ্ঞতাকে। এমনিতে অজিঙ্কা রাহানের কোয়ালিটি নিয়ে প্রশ্ন নেই। প্রয়োজনে অধিনায়কত্ব করতে পারেন। আইপিএল ক্যারিয়ার যথেষ্ট চমকপ্রদক। অতীতে রাজস্থান রয়েলসের হয়ে দুরন্ত ক্রিকেট খেলেছিলেন রাহানে। আইপিএলে তার শতরান আছে। রাহুল দ্রাবিড়ের অধীনে বেশ কিছু মনে রাখার মতো ইনিংস উপহার দিয়েছিলেন অজিঙ্কা রাহানে।

২০১৬ সালে রাইজিং পুনে সুপার জায়ান্ট দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন তিনি। দুই বছর পর তাকে আবার ফিরিয়ে নেয় রাজস্থান রয়েলস। সুনীল গাভাসকার থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রত্যকেই বিশ্বাস করেন অজিঙ্কা রাহানে ফর্ম খারাপ গেলেও, ব্যাটসম্যান হিসেবে তিনি অত্যন্ত উঁচুমানের।

এই মুহূর্তে আজিঙ্কা রাহানে একটা প্লাটফর্ম পাওয়ার চেষ্টা করছেন। অনেক কিছু প্রমাণ করার আছে। আইপিএল তিনি প্রচুর খেলেছেন। তাই এবার মাত্র ১ কোটি টাকা পেলেও নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে থাকবেন অজিঙ্কা রাহানে। আইপিএলে মোট ৪০০০ এর কাছে রান আছে রাহানের। অনেক ক্রিকেট পন্ডিত মনে করছেন এত অল্প টাকায় রাহানে কেকেআর যোগ দেওয়ার ফলে ওপেনিং সমস্যা নিয়ে ভাবতে হবে না কলকাতার ফ্র্যাঞ্চাইজিকে।

IND vs SA: কেরিয়ার কি বাঁচল Pujara ও Rahane-র! অর্ধশতরান করে আউট দুই ক্রিকেটার

#জোহনেসবার্গ: এর আগে প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর (Sunil Gavaskar) পূজারা ও রাহানেকে নিয়ে বড় বিবৃতি দিয়েছিলেন৷ দুই টেস্ট বিশেষজ্ঞ ক্রিকেটার চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)  ও অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) হয়েই সওয়াল করেন গাভাসকর৷ তবে নিদান দিয়েছিলেন  ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) দ্বিতীয় টেস্টের (2nd Test) প্রথম ইনিংসে  চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানের ফ্লপ শো-র পর আর একটিই সুযোগ পাবেন ৷ তিনি বলেছিলেন পূজারা (Cheteshwar Pujara) ও রাহানে (Ajinkya Rahane) আরও একটি সুযোগ দেওয়ার কথা বলেছেন গাভাসকর (Sunil Gavaskar)৷  গাভাসকর বলেছেন, ‘‘ভারতের দুই অভিজ্ঞ ক্রিকেটার পূজারা ও রাহানে নিজেদের কেরিয়ার বাঁচাতে আর একটি ইনিংস সুযোগ পাবেন৷’’ অভিজ্ঞ ও তারকা ক্রিকেটার সুনীল গাভাসকরের সতর্কবাণী ভালোই কাজে লাগালেন দুই টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) এবং অজিঙ্ক রাহানে  (Ajinkya Rahane)৷ পূজারা ও রাহানে দুইজনেই অর্ধশতরান করে ফেললেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে৷

আরও পড়ুন – Lifestyle: Isolation এবং Qurantine সময় কমিয়ে দিয়েছে মার্কিন দেশ, ভারতও কি তাই করবে?

পূজারা ও রাহানে পরপর দুই বলে আউট হয়ে যান৷ দুয়ানে অলিভারের প্রথম সেশনের বলে এই উইকেট নেন৷ জোহনেসবার্গে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টে এই অবস্থা হয়৷ তবে দ্বিতীয় ইনিংসে দুই ক্রিকেটারই অর্ধ শতরান করে ফেলেন৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে ২ উইকেট অবস্থায় ক্রিজে এই জুটি খেলতে শুরু করে৷ সেখান থেকে জুটি ভারতীয় দলের স্কোর নিয়ে যায় ১৫৫ অবধি৷ প্রথমে আউট হন অজিঙ্ক রাহানে  , তিনি ৭৮ বলে ৫৮ রান করে রাবাদার শিকার৷ পূজারাও (Cheteshwar Pujara) অবশ্য রাহানে ফিরে যাওয়ার পর বেশিক্ষণ ক্রিজে টেকেননি৷ তিনি রাবাদার শিকার৷ ৮৬ বলে ৫৩ রান করেন তিনি৷

এদিকে এরপরেই পূজারা ও রাহানেকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফের ট্রেন্ডিং হয়, পুরানে হ্যাশট্যাগ৷

এদিকে এর আগে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে  পূজারা (Cheteshwar Pujara)  ৩৩ বলে ৩ রান করে আউট হয়ে যান৷  অলিভার শর্ট লেংথ ডেলিভারি অফস্টাম্পের দিকে ছিল৷ পূজারার ব্যাটের লেগে হাওয়ায় উড়ে যায় তাঁর ক্যাচ নেয় তেম্বা বাভুমা আত্মবিশ্বাসের অভাব এই শটটায় ভর্তি ছিল৷ এর ঠিক পরের বলেই  রাহানের (Ajinkya Rahane)  পুশ অফ স্টাম্পের বাইরে তৃতীয় স্লিপে নেন কেগানন পিটারসেন৷ তিনি গোল্ডেন ডাক করে আউট হন৷

আরও পড়ুন – Slim Figure: জিম আপাতত বন্ধ, ওজন ঝরাতে কাজে আসবে এই ব্যায়ামগুলো!

গাভাসকর এই দিকে প্রশ্ন তুলে দিলেন হয়ত এটাই অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)  ও চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara)  শেষ সুযোগ৷ এরপর  শ্রেয়স আইয়ারের মতো তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের সুযোগ পাওয়ার রাস্তা খুলতে পারে৷ গাভাসকর বলেছেন, ‘‘ওই দুটো আউটের পর মনে হয় যে কেউ বলতে পারে বোধহয় ওঁদের কাছে আর পরবর্তী ইনিংসটা আছে, পূজারা ও রাহানের কাছে, তাঁদের টেস্ট কেরিয়ার বাঁচানোর জন্য৷’’

আরও পড়ুন – Job Vacancy: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের অধীনে ২৪৯ পদে নিয়োগ

এদিকে তিনি আরও বলেন, ‘‘দলে ওঁদের জায়গা নিয়ে প্রশ্ন উঠছিল, আর এখন এই দুটো আউটের পর তাঁদের আর একটা ইনিংস বেঁচে রয়েছে৷ ভারত যেরকম খেলছে তাতে দ্বিতীয় ইনিংস থাকবে আর তাতে তাঁদের এমন কিছু করতে হবে যাতে দলে তাঁদের জায়গা থাকবে৷’’

আরও পড়ুন – Job Vacancy: রেলওয়ের অধীনে প্রচুর পদে নিয়োগ, জানুন বিস্তারিত বিবরণ

এদিকে নেটিজেনরা ইতিমধ্যেই দাবি করছেন যাতে চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ও অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) অবসর গ্রহণ করেন৷

চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ২০১৯-র জানুয়ারির পর টেস্টে আর শতরান করেননি৷ এদিকে রাহানের (Ajinkya Rahane)  খারাপ ফর্মও গত কয়েক বছর ধরে চলে আসছে৷

IND vs SA: রাহানে ও পূজারার সুযোগ কি শেষ, গাভাসকরের বিস্ফোরক মন্তব্য

#জোহনেসবার্গ: প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর (Sunil Gavaskar) ফের একবার মুখ খুললেন৷ দুই টেস্ট বিশেষজ্ঞ ক্রিকেটার চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)  ও অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) হয়েই সওয়াল করেন গাভাসকর৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) দ্বিতীয় টেস্টের (2nd Test) প্রথম ইনিংসে ফের ফ্লপ শো চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানের৷ তবুও পূজারা (Cheteshwar Pujara) ও রাহানে (Ajinkya Rahane) আরও একটি সুযোগ দেওয়ার কথা বলেছেন গাভাসকর (Sunil Gavaskar)৷  গাভাসকর বলেছেন, ‘‘ভারতের দুই অভিজ্ঞ ক্রিকেটার পূজারা ও রাহানে নিজেদের কেরিয়ার বাঁচাতে আর একটি ইনিংস সুযোগ পাবেন৷’’ পূজারা ও রাহানে পরপর দুই বলে আউট হয়ে যান৷ দুয়ানে অলিভারের প্রথম সেশনের বলে এই উইকেট নেন৷ জোহনেসবার্গে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টে এই অবস্থা হয়৷

পূজারা (Cheteshwar Pujara)  ৩৩ বলে ৩ রান করে আউট হয়ে যান৷  অলিভার শর্ট লেংথ ডেলিভারি অফস্টাম্পের দিকে ছিল৷ পূজারার ব্যাটের লেগে হাওয়ায় উড়ে যায় তাঁর ক্যাচ নেয় তেম্বা বাভুমা আত্মবিশ্বাসের অভাব এই শটটায় ভর্তি ছিল৷ এর ঠিক পরের বলেই  রাহানের (Ajinkya Rahane)  পুশ অফ স্টাম্পের বাইরে তৃতীয় স্লিপে নেন কেগানন পিটারসেন৷ তিনি গোল্ডেন ডাক করে আউট হন৷

গাভাসকর এই দিকে প্রশ্ন তুলে দিলেন হয়ত এটাই অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)  ও চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara)  শেষ সুযোগ৷ এরপর  শ্রেয়স আইয়ারের মতো তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের সুযোগ পাওয়ার রাস্তা খুলতে পারে৷ গাভাসকর বলেছেন, ‘‘ওই দুটো আউটের পর মনে হয় যে কেউ বলতে পারে বোধহয় ওঁদের কাছে আর পরবর্তী ইনিংসটা আছে, পূজারা ও রাহানের কাছে, তাঁদের টেস্ট কেরিয়ার বাঁচানোর জন্য৷’’

আরও পড়ুন – Job Vacancy: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের অধীনে ২৪৯ পদে নিয়োগ

এদিকে তিনি আরও বলেন, ‘‘দলে ওঁদের জায়গা নিয়ে প্রশ্ন উঠছিল, আর এখন এই দুটো আউটের পর তাঁদের আর একটা ইনিংস বেঁচে রয়েছে৷ ভারত যেরকম খেলছে তাতে দ্বিতীয় ইনিংস থাকবে আর তাতে তাঁদের এমন কিছু করতে হবে যাতে দলে তাঁদের জায়গা থাকবে৷’’

আরও পড়ুন – Job Vacancy: রেলওয়ের অধীনে প্রচুর পদে নিয়োগ, জানুন বিস্তারিত বিবরণ

এদিকে নেটিজেনরা ইতিমধ্যেই দাবি করছেন যাতে চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ও অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) অবসর গ্রহণ করেন৷

চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ২০১৯-র জানুয়ারির পর টেস্টে আর শতরান করেননি৷ এদিকে রাহানের (Ajinkya Rahane)  খারাপ ফর্মও গত কয়েক বছর ধরে চলে আসছে৷

Pujara supports Rahane : অধিনায়ক অজিঙ্কা রাহানের বড় রান পেতে বেশি সময় বাকি নেই, বলছেন চেতেশ্বর পুজারা

#কানপুর: ভারতের টেস্ট ক্রিকেটে তারা দুজন ভরসার প্রতীক। বিপক্ষ দলের বোলারদের যেকোনো রকম চ্যালেঞ্জ সামলেছেন সাহস করে। মিচেল স্টার্ক থেকে শুরু করে জেমস অ্যান্ডারসন- পৃথিবীর সেরা ফাস্ট বোলারদের বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে চেতেশ্বর পুজারা এবং অজিঙ্কা রাহানে ভারতের চোখ বন্ধ করে ভরসার জায়গা। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের পর থেকে দুজনেই নিজেদের স্বাভাবিক ছন্দে নেই। ইংল্যান্ডের মাটিতে ব্যর্থ হয়েছেন চেতেশ্বর পুজারা।

আরও পড়ুন – Junior Hockey World Cup 2021: চুপচাপ ভারতে খেলতে চলে এল পাকিস্তান দল! আবার হুঙ্কারও দিল

অজিঙ্কা রাহানের অবস্থা আরো খারাপ। শেষ ১১ টেস্ট ম্যাচে তার ব্যাটিং গড় ১৯। আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট। শেষ টেস্ট বাতিল না হয়ে গেলে, ইংল্যান্ডে তার বাদ পড়া নিশ্চিত ছিল। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরে প্রথম টেস্টে নামার আগে রাহানেকে বড় সার্টিফিকেট দিলেন চেতেশ্বর পুজারা। ভারতের অধিনায়কত্ব করবেন রাহানে। দ্বিতীয় টেস্টে মুম্বইতে ফিরবেন অধিনায়ক বিরাট কোহলি। চেতেশ্বর পুজারা মনে করেন অজিঙ্কা রাহানে টেস্ট ক্রিকেটে কিংবদন্তি। তার বড় রান পাওয়া শুধু সময়ের অপেক্ষা।

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে বিরাট কোহলি দেশে ফিরে আসার পর রাহানের নেতৃত্বেই মেলবোর্নে কামব্যাক করেছিল ভারত। দুর্দান্ত শতরান করেছিলেন অধিনায়ক হিসেবে। টেকনিক নিয়ে প্রশ্ন নেই। সব ক্রিকেটারের জীবনে খারাপ ফর্ম আসে। কিন্তু জাত ব্যাটসম্যানরা জানেন কামব্যাক করতে। কিউইদের বিরুদ্ধে রাহানে বড় রান করবেন সন্দেহ নেই পূজারার। বুমরা, শামি, পন্থ, রোহিত শর্মাদের মত ক্রিকেটাররা পুরো টেস্ট সিরিজে বিশ্রামে থাকবেন।

তবে হাতে যোগ্য ক্রিকেটার আছে মনে করেন পূজারা। মেলবোর্ন টেস্টের আগে দু’বার টেস্টে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দেখা গিয়েছিল রাহানেকে। একবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, আর একবার আফগানিস্তানের বিরুদ্ধে। দুটো টেস্টই জিতেছিলেন তিনি। মেলবোর্নও তাই। সুতরাং অধিনায়ক হিসেবে রেকর্ড নজরকাড়া।কিংবদন্তি সুনীল গাভাসকার বলেছেন, মনে করি না যে অধিনায়ক হওয়া বা অধিনায়ক হিসেবে চালিয়ে যাওয়ার কথা রাহানের মাথায় রয়েছে বলে। ও যে সততার সঙ্গে খেলে, ঠিক সেভাবেই এই দায়িত্ব পালন করবে।

ব্যাটসম্যান হিসেবে আগের মতোই চেষ্টা করবে। আর চাইবে পূজারা যেন বিপক্ষকে ক্লান্ত করে তোলার সঙ্গে সঙ্গে কিছু শটও খেলে। নিউজিল্যান্ড এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে বিশ্বের প্রথম দল তালিকার বিচারে। ফিরে আসছেন উইলিয়ামসন। তাই ভারতের কাজ রীতিমতো কঠিন। সিনিয়র ব্যাটসম্যান হিসেবে অজিঙ্কা রাহানে এবং পুজারা কতটা ভরসা দিতে পারেন সেটাই দেখার।