RCB, Akash Deep : বাংলার পেস তারকা আকাশদীপকে বিরাট সার্টিফিকেট কোহলি এবং ডু প্লেসির

#মুম্বই: আইপিএলে বাংলার ফাস্ট বোলার আকাশদীপ আরসিবি জার্সি গায়ে প্রতিদিন ধারাবাহিক পারফরম্যান্স করছেন। বাংলার কোচ অরুণ লাল আগেই বলেছিলেন তিনি জানতেন এবছর দুর্দান্ত বল করবেন আকাশ। ঘরোয়া ক্রিকেটে এই মুহূর্তে আকাশদীপ ধারাবাহিক বোলার। বলে মুভমেন্ট আগেও ছিল। কিন্তু ইদানিং গতি বাড়িয়েছেন। নিয়মিত ১৪০ কিলোমিটারে বল করছেন।
বিহার থেকে কলকাতায় এসেছিলেন ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত হবেন বলে।

আরও পড়ুন – Shubman Gill, T20 World Cup : টি ২০ বিশ্বকাপে থাকবেন নাকি শুভমন গিল? নির্বাচকদের চাপে রাখলেন তরুণ তারকা

নিজের চেষ্টায় আজ এই জায়গায় আকাশদীপ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়ে খুশি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। দলের সকলকে কৃতিত্ব দিলেও আলাদা করে প্রশংসা করলেন বাংলার বোলার আকাশদীপ এবং ম্যাচের সেরা অনুজ রাওয়তের। ডুপ্লেসি খুশি দলের বোলারদের পারফরম্যান্সে।

বিশেষ করে প্রশংসা করলেন বাংলার বোলার আকাশদীপের। বলেছেন, আকাশদীপ দুর্দান্ত বোলিং করল। এমন একটা দিন ছিল, ঘুরিয়ে ফিরিয়ে বোলারদের ব্যবহার করেছি। সকলেই উইকেট নিয়েছে। উল্লেখ্য, এ দিন ৪ ওভার বল করে একটি ওভার মেডেন নেন আকাশদীপ। ২০ রান দিয়ে নিয়েছেন মুম্বইয়ের ওপেনার ঈশান কিশনের উইকেট। প্রতিযোগিতার প্রতি ম্যাচেই বল হাতে নজর কাড়ছেন বাংলার এই তরুণ।

আরসিবি অধিনায়ক খুশি অনুজের ব্যাটিংয়েও। তিনি বলেছেন, অনুজ খুব ভাল রান তাড়া করেছে। ও খুবই প্রতিভাবান। প্রতিযোগিতার শুরুতেই ওর কথা বলেছিলাম। অনুজের খেলার উন্নতি নিয়ে আমরা কথাও বলেছি। ওর ভবিষ্যত অত্যন্ত উজ্জ্বল। জয় নিয়ে ডুপ্লেসি বলেছেন, মুম্বই যথেষ্ট ভাল দল। ব্যাটিং শক্তিশালী কিন্তু আমরা ১৮ ওভার ভাল বোলিং করেছি।

প্রথম ইনিংসে বোলাররা কিছু সাহায্য পেয়েছে। আমরা চাইনি ইনিংসের শুরুটা মুম্বই ভাল করুক। রোহিত কয়েকটা ভাল শট মেরেছে। ওর উইকেটটা গুরুত্বপূর্ণ ছিল। তবে আকাশদীপ জানিয়েছেন আরসিবির হয়ে ভাল পারফর্ম করার পাশাপাশি তিনি ভারতের জার্সি পেতে চান। সেটাই চূড়ান্ত লক্ষ্য।

তবে প্রাথমিক লক্ষ্য বেঙ্গালুরুর হয়ে আইপিএল চ্যাম্পিয়ন হওয়া। যে ছন্দে রয়েছে আরসিবি, সেটাই ধরে রাখতে চান অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। বাংলার আকাশদীপ সেই লক্ষ্যে তাদের অন্যতম ভরসা।